Kiddy Mom

Kiddy Mom Focusing on women and child health—our page strives for well-being, support, and a healthier tomorrow.

02/08/2024

প্রতিটি শিক্ষার্থীই সতন্ত্র সমন্বয়ক। বাংলাদেশের একজন সতন্ত্র নাগরিক ও শিক্ষার্থী হিসেবে আমারও বর্তমান সরকারের কাছে নয়, বরং ১৮ কোটি জনগণের কাছে ৯ দফা দাবি আছে। সেগুলো হলো..
১. বর্তমান সরকারের পদত্যাগ
২. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা বিএনপি/জামাত বাদে যোগ্য নেতার হাতে হস্তান্তর
৩. বাংলাদেশ বিক্রেতা শেখ কন্যার "প্রধানমন্ত্রী" ট্যাগ সরিয়ে "রাজাকার" বসিয়ে দেশত্যাগ করা
৪. দেশত্যাগ করে তিনি যেন তার নিজের মানুষ (THE MODI) এর কাছে ইন্ডিয়া তে যায়,কারন তাকে ওখানেই মানায়।
৫. প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর পর তাকে যেন এই দেশে শায়িত করা না হয়।
৬. বর্তমানে যত পুলিশ/সেনাবাহিনীর একটিভ সদস্যরা রয়েছে, তাদের সবাই কে চাকুরিচ্যুত করা এবং সরকারি সকল চাকরি হতে ব্যান করা।
৭. এই আন্দোলনে যতজন পুলিশের চেহারা বা পরিচয় ক্যামেরা/ভিডিও তে ধরা পড়েছে তাদের কে হাত-পা বাধা অবস্থায় যেসব শিক্ষার্থীরা শহীদ হয়েছে তাদের বাবা মার হাতে খোলা রাস্তায় ছেড়ে দেয়া, তারা এই পিশাচদের কে কিভাবে মেরে রক্তের বদলা নিবে সেটা তারাই সিদ্ধান্ত নিবে
৮. আবু সাইদের পরিবার এর আজীবন দায়িত্বভার নতুন সরকার কর্তৃক গ্রহন করা। অনেক নিষ্পাপ শিক্ষার্থীই আন্দোলনে প্রান হারিয়েছে তবে এই ছেলেটার সাহসীকতামূলক আচরনের জন্যই গোটা বিশ্ব এর কাছে এই দেশের পরিস্থিতি ও সরকারের আসল রূপ টা বের করতে সহজ হয়েছে।
৯. I repeat " Step Down" Sheikh Hasina - শেখ হাসিনা


28/03/2023
Wine Red 🍒Customer's required Hair Color ❤️❤️Location- 🏠M M Complex (Lift-2) 2/11, Pallabi, Mirpur 11.5 Bus stand, Dhaka...
09/03/2023

Wine Red 🍒
Customer's required Hair Color ❤️❤️

Location- 🏠
M M Complex (Lift-2)
2/11, Pallabi, Mirpur 11.5 Bus stand, Dhaka 1216

অফার! অফার! শীতকালীন অফার!রিবন্ডিং এর উপর বছর শেষের শীতকালীন অফার শুরু হচ্ছে আজ (১লা ডিসেম্বর) থেকে। সকল প্রকার রিবন্ডিং...
01/12/2022

অফার! অফার! শীতকালীন অফার!

রিবন্ডিং এর উপর বছর শেষের শীতকালীন অফার শুরু হচ্ছে আজ (১লা ডিসেম্বর) থেকে।

সকল প্রকার রিবন্ডিং এর সাথে ভ্রুপ্লাক+আপার লিপ+ফেসিয়াল (যে কোনো) ফ্রী

আমাদের হেয়ার রিবন্ডিং এর মূল্য তালিকাঃ

>> মিল্ক শাইনিং ৩৫০০++
>> হেয়ার স্মুথিং ৪০০০++
>> এডভান্স শেপিং ৪০০০++
>> শাইনবন্ড ৪৫০০++
>> ক্যানভো ডিপ শাইনিং ৫০০০++
>> কেরাটিন ৫০০০++
>> লরিয়াল এক্সটেনশো ৬০০০++

আমাদের লোকেশনঃ
মিরপুর ১১.৫ (সাড়ে এগারো) বাসস্ট্যান্ড, এম এম কমপ্লেক্স, (বনলতা সুইটস এন্ড বেকারি এর বিল্ডিং) লিফট-২

মিরপুর ও ঢাকা বা ঢাকার বাইরের যেকোনো এলাকা থেকে এসে আমাদের সেবা গ্রহণ করতে আমাদের ইনবক্স করুন।

হেয়ার স্মুথিং রিবন্ডিং 💥৪০০০ টাকা থেকে শুরু চুলের লেংথ বুঝে।  ডিসেম্বর জুড়ে থাকছে রিবন্ডিং এর উপর ইয়ার এন্ডিং অফার। অফার...
24/11/2022

হেয়ার স্মুথিং রিবন্ডিং 💥
৪০০০ টাকা থেকে শুরু চুলের লেংথ বুঝে।
ডিসেম্বর জুড়ে থাকছে রিবন্ডিং এর উপর ইয়ার এন্ডিং অফার। অফার জানতে চোখ রাখুন আমাদের পেজে৷

  🔥Our Beautiful Client with very Light Makeup as her required ❤️❤️
17/11/2022

🔥
Our Beautiful Client with very Light Makeup as her required ❤️❤️

16/11/2022

Keratin smoothing 🔥
Ruby Woo ❤️

13/11/2022

ভবিষ্যতে দুর্ভিক্ষ আসবে বলে........ হতাশ হওয়ার কোনো কারণ নেই।।

প্রখ্যাত তাবিয়ি হাসান বাসরি (রহ.) হতে বর্ণিতঃ

আমি কুরআনের ৯০ জায়গায় পেয়েছি, মহান আল্লাহ তায়া’লা তার বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন এবং রিযিকের দায়িত্ব নিয়েছেন। কেবল এক জায়গায় পেয়েছি,

"শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়"। (সুরা বাক্বারাহ,২৬৮)।

মহান আল্লাহ তায়া’লা আমাদের সবাইকে তাঁর অশেষ রহমত ও বরকতের উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখার তৌফিক দান করুণ। (আমিন) ❤️

05/11/2022


Winter Offer is coming soon. Stay in touch with RUBY WOO 💕

AR Vitamin E cream Made in Thailand 🇹🇭🎯কোন সাইড ইফেক্ট নেই।🎯ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে।শীতকাল চলে এসেছে। অনেকেই শ...
03/11/2022

AR Vitamin E cream
Made in Thailand 🇹🇭

🎯কোন সাইড ইফেক্ট নেই।
🎯ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে।

শীতকাল চলে এসেছে। অনেকেই শীতের জন্য ভালো একটা ক্রিম খুঁজে থাকেন যেটা মুখ ও শরীরে ব্যবহার করা যায়। আর শীতে সবারই স্কিন অনেক ড্রাই হয়ে যায়। তাই ভিটামিন ই ময়েশ্চারাইজার এই ক্রিম টি হতে পারে আপনার শীতের সমাধান।

শীতে মুখ এবং শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে ভিটামিন ই ময়েশ্চারাইজার এই ক্রিম টি। ভিটামিন-ই এই ক্রিম টির মধ্যে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করার কারণে এটি মুখ, হাত, পা এবং শরীরের জন্য খুব ভালো কার্যকর একটি ক্রিম।

উপকারিতাঃ
>> ভিটামিন ই স্কিনের ময়েশ্চার ধরে রাখে।
>> স্কিন সফট করে ও পাতলা স্কিন মোটা করতে সাহায্য করে।
>> শুষ্ক ত্বক হ্রাস এবং তৈলাক্ত ত্বক নিয়ন্ত্রণ করে।
>> মুখের কালো দাগ, বলিরেখা দূর করতে সাহায্য করে।
>> হাঁটু, কনুই, তলপেটের ফাটা দাগ দূর করতে সাহায্য করে।
>> শীতে স্কিন খসখসে হয়ে যাওয়া থেকে রক্ষা করে।
>> শীতে স্কিন থেকে চামড়া ওঠা থেকে আপনাকে রক্ষা করবে।
>> স্কিন ব্রাইট করতে কিছুটা সাহায্য করে।
>> স্কিন হেলদি এবং গ্লোয়িং করে।

ভিটামিন ই ময়েশ্চারাইজার ক্রিম টি অন্য ময়েশ্চারাইজ ক্রিম গুলোর মতো আপনার স্কিনকে তেলতেলে করে ফেলবে না। তাছাড়া ভিটামিন ই আমাদের স্কিনকে টান টান করে, স্মুথ ও স্ফট করে।

সব মানুষের ত্বকের জন্য ময়েশ্চারাইজার খুব জরুরি। অনেকেই বলে থাকেন বা ধারনা করেন ওয়েলি স্কিনে ময়েশ্চারাইজার দরকার হয়না। এই ধারণাটি সম্পূর্ণ ভুল একটি ধারনা। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে স্কিন ডিহাইড্রেটেড হয়ে পড়ে। ফলে স্কিনে ধীরে ধীরে নানান ধরনের সমস্যা দেখা দেয়। যেমন-ইনফ্লেমেশন, প্রিম্যাচিউর এজিং, ব্রেকআউট ইত্যাদি

ময়েশ্চারাইজার কিন্তু ত্বকে এক্সট্রা ওয়েল অ্যাড করে না, এটি স্কিনে পানি বা হাইড্রোজেন অ্যাড করে। এন্টি এজিং এর জন্যও ময়েশ্চারাইজার খুব ভালো কাজ করে। তাই আমাদের জন্য দিনে ও রাতে সবসময় ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।

📌ভুল ধারনাঃ
অনেকের ধারনা করেন বা অনেক ভিডিওতে বা ব্লগে বলা হয় এই ক্রিম টি আপনাকে দুধের মতো ধবধবে সাদা করে দিবে। কিন্তু আসলে এটি পুরোপুরি ভুল একটি কথা বা ধারনা। মূলত এই ওরিজিনাল ক্রিম টি রেগুলার ব্যবহার করার ফলে ক্রিমে থাকা ভিটামিন ই ডে বাই ডে স্কিনে একটা উজ্জ্বল আভা সৃষ্টি করে এবং গ্লোসি করে। যার কারনে স্কিন পূর্বের তুলনায় হেলথি হয়।

🔋সতর্কতাঃ
এই ক্রিম টি মূলত থাইল্যান্ড এই প্রস্তুতকরা হয়। কিন্তু বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশেই এর কপি প্রডাক্ট তৈরি হচ্ছে। তাই ওরিজিনাল থাইল্যান্ড প্রডাক্টটি বুঝে শুনে, যাচাই করেই কিনুন

শীতে ত্বকের যত্নশীতের সময় ত্বক অনেকাংশেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। প্রতিদিন মাইল্ড স্ক্রাব ব্যবহার করতে ভুলবেন না। তৈলাক্ত ...
01/11/2022

শীতে ত্বকের যত্ন

শীতের সময় ত্বক অনেকাংশেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। প্রতিদিন মাইল্ড স্ক্রাব ব্যবহার করতে ভুলবেন না। তৈলাক্ত ত্বকে জেল বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যেগুলোতে তেলের পরিমাণ কম ও পানির পরিমাণ বেশি। একটু বেশি শুষ্কতা দেখা দিলে... বিস্তারিত কমেন্ট লিঙ্কে

Authentic Indian "Streax Hair VITARICHE GLOSS Serum" 💕💥জট ও ফ্রিজি চুলকে Silky এবং Shiny করে💥 ✅এটি ব্যবহারে আমাদের চুল থ...
27/10/2022

Authentic Indian
"Streax Hair VITARICHE GLOSS Serum" 💕

💥জট ও ফ্রিজি চুলকে Silky এবং Shiny করে💥

✅এটি ব্যবহারে আমাদের চুল থাকে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল।
✅এটি চুলকে সুন্দর মসৃণ ও উজ্জ্বল রাখে।
✅এতে রয়েছে Macadamia Oil এবং Vitamin E যা চুলকে সফট এবং স্মুথ করে।
✅এটি চুলের ফ্রিজিনেস দূর করতে সাহায্য করে।
✅এটি জটালো চুলকে সিল্কি করে।
✅এটি চুলকে চকচকে অর্থাৎ সাইনি করে তোলে।

চুলকে সুন্দর সফট ও সিল্কি করতে এই সিরাম টি অবশ্যই ব্যবহার করুন।

💁‍♀️ব্যবহারের নিয়মঃ
✅ হাতের তালুতে 2/3 ফোঁটা সিরাম নিন।
✅ এর পর হালকা ভেজা চুলে apply করতে হবে
✅ এতে আপনার চুলে জট লাগবে না এবং সারাদিন চুল manageable, healthy & silky থাকবে।
✅দৈনিক ব্যবহার্য।

অর্ডার করতে ইনবক্স করুন।
প্রডাক্টটির অনেক কপি বের হয়েছে তাই অরজিনাল প্রডাক্ট টি যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন।

Address

2/11, Mirpur 11. 5 Pallabi
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Kiddy Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kiddy Mom:

Share