
21/07/2025
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকার্ত।
আমি ব্যক্তিগত ভাবে এই ট্রমা আর নিতে পারছি না।
আগামী অন্তত ৩ দিন ফেসবুক স্ক্রল করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। বাচ্চাদের পোড়া শরীরের ছবি ও ভিডিও আমি সহ্য করতে পারছি না।
এগুলো দেখে যদি ওদের কোনো উপকার হতো, তাহলে হয়তো কষ্ট করেও দেখতাম। কিন্তু এতে তো তাদের কোনোই উপকার হবেনা।
তাহলে কেন নিজেকে কষ্ট দেয়া?!
আপনারাও যারা ট্রমা থেকে বাঁচতে চান, কমপক্ষে আগামী ৩ দিন ফেসবুক থেকে বিরত থাকুন।।
এর চেয়ে বরং নিজ নিজ ধর্ম অনুযায়ী ঘরে বসেই প্রার্থনা করুন।
যে কোমলমতি প্রানগুলো ঝরে গিয়েছে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন, তাদের পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে।
আর যে বাচ্চারা, শিক্ষকরা আহত অবস্হায় চিকিৎসাধীন আছে, তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।
আপনার শিশুদের সাথে দূর্ঘটনার বিস্তারিত বলার প্রয়োজন নেই। আপনার গল্প শুনে শিশুরা ট্রমার শিকার হতে পারে। তাই শিশু, ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য দুর্ঘটনার কোন ভিডিও, ছবি, পিতা-মাতাদের আহাজারি, পুড়ে যাওয়া/ মৃত ছবি, ভিডিও প্রকাশ করা থেকে বিরত থাকুন। যেসব বাচ্চারা প্রত্যক্ষদর্শী তাদের কাছে ঘটনার বিবরন শুনতে চাওয়াটা এক ধরনের ইমোশনাল এ্যাবিউজ।
এটা নিজে করবেন না, কাউকে করতে দেখলেও বাধা দিন।
পৃথিবীর সকল শিশু বাবা-মায়ের বুকে নিরাপদে থাকুক।