
17/05/2022
উচ্চ রক্তচাপ স্ট্রোকের একটি প্রধান কারণ, যা ইদানীং অল্প বয়স্ক লোকদের মধ্যেও বেড়েছে।
স্তুলতা (obesity),উচ্চ রক্তচাপ এবং টাইপ ২ ডায়াবেটিসের বৃদ্ধির কারনে, বিশেষজ্ঞরা মনে করেন এই স্ট্রোকের ঝুঁকি আরও বৃদ্ধি পাবে।
ভয় পাওয়ার কারণ নাই, কারণ সেগুলো প্রতিরোধ্যযোগ্য এবং চিকিৎসাযোগ্য যদি আগেই নির্ণয় করা যায়।
17th May 2022
World Hypertension Day