21/05/2022
ছানি অপারেশনের জন্য কোন লেন্স ভালো?
প্রশ্নটা এমন যে, কোন মোবাইল সবচেয়ে ভালো?
এর উত্তর কি দেয়া সম্ভব?
যদি উত্তর দিতে হয় তবে প্রশ্ন আসবে, আপনি কেমন র্যাম চাচ্ছেন, ডিসপ্লে এবং ক্যামেরা কেমন চাচ্ছেন ইত্যাদি।
লেন্স এর ক্ষেত্রে এমন বেশ কিছু বিষয় আছে...
১. লেন্স শক্ত না নরম (PMMA vs Foldable).
শক্ত লেন্স চোখে ঢুকাতে বড় করে কাটতে হয়।নরম লেন্স (Foldable Lens) ভাঁজ করা যায়। তাই সেটা ছোট ছিদ্র দিয়ে চোখে ঢুকানো যায়। তাই নরম লেন্সের দাম বেশি।
২.হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক (Hydrophobic Vs Hydrophilic).
লেন্স চোখের ভেতরে থাকার সময় চোখের পানির সংস্পর্শে থাকে। পানি যদি লেন্সে ঢুকে তবে লেন্স নষ্ট হয়।হাইড্রোফোবিক লেন্সে পানি ঢুকতে পারেনা।
৩.আল্ট্রাভায়োলেট কোটিং (UV Coating).
চোখের ন্যাচারাল লেন্স সূর্যের ক্ষতিকারক রশ্মি ভেতরে ঠুকতে দেয় না।কৃত্রিম লেন্সে সেটা করার জন্য আলাদাভাবে কোট করতে হয়।
৪. ব্লু ফিল্টার (Blue Filter).
আমাদের চোখের ন্যাচারাল লেন্স কাচের মতো স্বচ্ছ নয় বরং অনেকটা পানি রংয়ের। কিছু লেন্সে ইয়োলো টিন্ট দেয়া থাকে যা ব্লু লাইট ফিল্টার করে এবং রং এর অনুভুতি ন্যাচারাল লেন্সের মতো হয়।
৫.হেপারিন কোটিং (Heparin Coating).
চোখের প্রদাহজনিত কোষ (Inflammatory Cells) লেন্সে আটকে লেন্সকে ঘোলা যেন না করতে পারে সে কোটিং
৬.স্কয়ার এজ (Square Edge).
ছানি অপারেশনের পর লেন্সের পেছনে যেন ময়লা (Posterior Capsular Opacity) না জমতে পারে সেজন্য বিশেষ টেকনোলজি থাকে এ লেন্সে।
৭.অ্যাসফেরিসিটি (Aspheric).
অ্যাসফেরিক লেন্সের শার্প ফোকাসিং অ্যাবিলিটি থাকে।যার কারনে দৃষ্টিশক্তি ভালো হয়।
৮.টরিক (Toric).
অ্যাসটিগমাটিসম ( চোখের এক ধরনের পাওয়ারের সমস্যা) কারেকশন করে।
৯.মাল্টিফোকাল (Multifocal).
সব লেন্সে অপারেশনের পর ,পড়তে চশমা লাগে (Reading Glass). কিন্তু মাল্টিফোকাল লেন্সে কাছে দেখার জন্য আলাদা চশমা লাগে না। তবে এটি নতুন টেকনোলজি যা নিয়ে এখনো গবেষনা এখনো চলছে।
যে লেন্সে যত বেশি কনফিগারেশন থাকে তার দাম ততো বেশি হয়।
কার জন্য কোন লেন্স ভালো সেটা কি ধরনের অপারেশন (ফ্যাকো/ এস আই সি এস),ছানির অবস্থা,রোগীর আর্থিক সামর্থ অনেক কিছুর উপর নির্ভর করে।
ছানি অপারেশন অনেকটা ফটোগ্রাফির মতো। ভালো ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলা সহজ হয়। তবে ক্যামেরাই সব নয়। ভালো ফটোগ্রাফার সাধারন ক্যামেরায় অসাধারন ছবি তুলতে পারে।
তাই লেন্স নিয়ে চিন্তা না করে আপনার প্রত্যাশা সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন। আপনার ডাক্তারের উপর আস্থা রাখুন। আজ যে চোখ ঝাপসা, তা অপারেশনের পর হয়তো কাল ঝক ঝকে দেখবে, যে আজ অন্ধ,কাল হয়তো সে আবার নতুন স্মৃতির জন্ম দিবে।