Dhali Pharmacy - ঢালী ফার্মেসী

Dhali Pharmacy - ঢালী ফার্মেসী A trusted Pharmacy in Gosairhat upazilla allover. We maintain High Quality With Elegant Environment.

দাদ রোগ একটি পরিচিত চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যেকোনো ...
03/08/2025

দাদ রোগ একটি পরিচিত চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যেকোনো জায়গায় দাদ হতে পারে। দ্রুত সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

★দাদ রোগের লক্ষণ
দাদের প্রধান উপসর্গ হলো ফুসকুড়ি বা র‍্যাশ। এই র‍্যাশ দেখতে সাধারণত আংটির মতো গোল হয়ে থাকে। রঙ হয় লালচে। তবে রোগীর ত্বকের বর্ণভেদে এটি রূপালি দেখাতে পারে। আবার আশেপাশের ত্বকের চেয়ে গাঢ় বর্ণও ধারণ করতে পারে।

★দাদ রোগের লক্ষণ
ছবি: দাদ রোগের লক্ষণ
দাদ রোগে ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি র‍্যাশের উপরিভাগে ছোটো ছোটো আঁইশ থাকতে পারে। এ ছাড়া আক্রান্ত স্থানে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে—

ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যাওয়া
স্থানটি ফুলে যাওয়া
চুলকানি হওয়া
আক্রান্ত ত্বকের ওপরে চুল অথবা লোম থাকলে সেগুলো পড়ে
দাদ রোগ কীভাবে ছড়ায়?
দাদ একটি সংক্রামক রোগ। এটি ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম ও এপিডার্মোফাইটন প্রকারের ফাঙ্গাস জাতীয় জীবাণুর মাধ্যমে সংক্রামণ ঘটায়। এটি মূলত তিনভাবে ছড়ায়—

আক্রান্ত ব্যক্তি কিংবা তার ব্যবহার্য জিনিসের সংস্পর্শ থেকে। যেমন: চিরুনি, তোয়ালে ও বিছানার চাদর
দাদ আক্রান্ত প্রাণীর সংস্পর্শ থেকে।[৪] যেমন: কুকুর, বিড়াল, গরু, ছাগল ও ঘোড়া
দাদ রোগের জীবাণু আছে এমন পরিবেশ, বিশেষ করে স্যাঁতস্যাঁতে স্থান থেকে
দাদ রোগের ঘরোয়া চিকিৎসা
যা করবেন

যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করুন।
ত্বক সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন। আক্রান্ত ত্বক স্পর্শ করলে সাথে সাথে হাত ধুয়ে ফেলুন।
দৈনন্দিন ব্যবহারের কাপড় (যেমন: তোয়ালে ও বিছানার চাদর) নিয়মিত ফুটন্ত পানি দিয়ে ধুয়ে নিন।
যা করবেন না
দাদ হয়েছে এমন কারও ব্যবহার্য জিনিস (যেমন: তোয়ালে, চিরুনি ও বিছানার চাদর) ব্যবহার করা থেকে বিরত থাকুন।
আক্রান্ত ত্বক স্পর্শ করা অথবা চুলকানো থেকে বিরত থাকুন। নাহলে দাদ শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে যেতে পারে। এমনকি চুলকানোর কারণে ত্বকে ভিন্ন আরেকটি জীবাণু আক্রমণ করে ইনফেকশন ঘটাতে পারে, যা দাদের চিকিৎসাকে আরও জটিল করে তুলতে পারে।
দাদ রোগ প্রতিরোধে করণীয়
দাদ রোগে যে কেউ আক্রান্ত হতে পারেন। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দাদ হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই দাদ রোগের ঝুঁকি কমাতে সেসব বিষয়ে সতর্ক থাকতে হয়।

দাদ রোগ একটি পরিচিত চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যেকোনো ...
03/08/2025

দাদ রোগ একটি পরিচিত চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যেকোনো জায়গায় দাদ হতে পারে। দ্রুত সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

03/08/2025

প্রতিদিনের যত্নে এখন দরকার বডি লোশন -পরিচ্ছন্নতা,স্নিগ্ধতার কোমল ত্বকের সহজ সমাধান। ট্যান ,রুক্ষতা, দাগ, ব্রণ ও ত্বকের ক্লান্তভাবের যত্ন একসাথে – শক্তিশালী ফর্মুলায়।এক্সফোলিয়েট করে, উজ্জ্বলতা ফিরিয়ে আনে ও মসৃণ করে ত্বক প্রতিদিনের ব্যবহারে।সুস্থ, নিখুঁত ও উজ্জ্বল ত্বকের জন্য এখন সঠিক বডি কেয়ার বেছে নিন।

✨ অর্ডার করতে এখনই 𝐈𝐧𝐛𝐨𝐱 করুন!
🌐 অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।
🏡 আর খুব সহজেই ঘরে বসে পেয়ে যান আপনার পছন্দের পণ্য!

APLB Glutathione Niacinamide Body Lotion 300ml

📞 Helpline: 01911644608
📦 Delivery Charge:
🚚 ঢাকার ভিতরে: ৭০ টাকা
🚚 ঢাকার বাইরে: ১২০ টাকা

03/08/2025
আসসালামু আলাইকুম.... আপনাদের সকলের সুপরিচিত ডক্টর... ডাঃ সুমন কুমার পোদ্দার স্যার নিয়মিত রুগী দেখেন গোসাইরহাট বাজার #ঢাল...
13/12/2024

আসসালামু আলাইকুম....
আপনাদের সকলের সুপরিচিত ডক্টর...
ডাঃ সুমন কুমার পোদ্দার স্যার
নিয়মিত রুগী দেখেন গোসাইরহাট বাজার
#ঢালী_ফার্মেসীতে

27/09/2024
27/08/2024

#সুপ্রভাত
#মনে_রাখি_সুস্থ_থাকি


27/08/2024

যখন একজন গর্ভবতী মহিলার ফ্লু হয়, তখন প্রিটার্ম প্রসব এবং অকাল প্রসবের মতো জটিলতার ঝুঁকি বেশি থাকে। তার হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনাও বেশি এবং সে গর্ভবতী থাকাকালীন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বেশি। তার প্রতিরোধের সর্বোত্তম উপায় হল রোগ হবার আগেই টিকা নেয়া। এই টিকা নবজাতক শিশুর ফ্লুর ঝুঁকি কমায় এবং ভবিষ্যতে মা ও শিশু উভয়ের সংক্রমণের ঝুঁকিও কমায়।

👉ফ্লু ভ্যাক্সিন ৬ মাস থেকে শুরু করে সকলকেই দেওয়া যাবে।

👉৬ মাস থেকে ৮ বছর পর্যন্ত বয়সীদের জন্য-
🔴১ম ডোজ- যে কোন দিন
🔴২য় ডোজ- ১ম ডোজের ৪ সপ্তাহ পর
🔴এরপর প্রতি বছর একটি করে ডোজ নিতে হবে।

👉৮ বছরের বেশি বয়সীদের জন্য-
🔴১ম ডোজ- যে কোন দিন
🔴এরপর প্রতিবছর একটি করে ডোজ নিতে হবে।

👉ফ্লু ভ্যাকসিনের প্রতি ডোজ মূল্য ৯৫০ টাকা।

👉আপনার কাছাকাছি কোনো ভ্যাক্সিন সেন্টারে টিকা পেতে খোজ নিতে পারেন।

👉ভ্যাকসিন নিয়ে আরো জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।

27/08/2024

বিস্তারিত কমেন্টে

Address

সদররোড, গোসাইরহাট বাজার , (বটতলা জামে মসজিদ সংলগ্ন), শরীয়তপুর।
Dhaka
8050

Alerts

Be the first to know and let us send you an email when Dhali Pharmacy - ঢালী ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhali Pharmacy - ঢালী ফার্মেসী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram