07/10/2025
🎀ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর পর্ব -৪ ….. চলবে
৩৬৫ দিনই স্তন ক্যান্সার নামক দানব রুখতে আজই এগিয়ে আসুন ! শুধুমাত্র লজ্জা , ভয়ের কারনে যারা এই মরনঘাতী রোগ নিয়ে দিনের পর দিন গোপন রেখে নিজের জীবনের সাথে প্রতিসেকেন্ড লড়াই করছেন , তারা আমাদের মত এই ডিজিটাল বাংলাদেশে একটু গুগল এ “Breast Cancer Image “ দিয়ে সার্চ করে দেখুন স্তন ক্যান্সার কত ভয়াবহ পরিনতি দিকে জীবনকে ঠেলে দিতে পারে ! ( সঙ্গত কারনে ছবি গুলো আমি গনমাধ্যমে দেখাতে পারছিনা ) আপনার ওআপনার প্রতিবেশী আপনজনের অর্থহীন লজ্জা কেন আপনাদের জীবনকে মরনঘাতী ক্যান্সারের দিকে নিয়ে যেতে দেবেন ! নিজেকে , নিজের পরিবারের কথা যদি একটুকুও চিন্তা করেন , শ্রদ্ধা করেন তাহলে আজকে ৭ অক্টোবর জেনে নিন কি কি কারনে স্তন ক্যান্সার হতে পারে ???
✍️ স্তন ক্যান্সারের পরিবর্তনীয় কারণসমূহ :
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
- অনেক বেশি বয়সে বিয়ে করা এবং ৩০ বছর বয়সের পর নারীর প্রথম সন্তানের মা হওয়া কিংবা সন্তান না নেয়া নারীর স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশী!
- সন্তানকে ব্রেস্ট ফিড /Exclusive Breast Feeding ( মায়ের মিল্ক নিয়মিত পান করতে না দেয়া )
- অতিরিক্ত মেদ, শারীরিক পরিশ্রম না করা , এবং চর্বিযুক্ত খাবার গ্রহন , শাকসবজি , ফলমূল পর্যাপ্ত পরিমান না খাওয়া ! দীর্ঘদীনের প্রিজারভেটিব খাবার নারী পুরুষ উভয়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য দায়ী!
- Radiation ( তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে ) থাকলে স্তন ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভবনা বাড়ে !
- ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কি কি উপাদান আছে ! সাধারণত অ্যালুমিনিয়াম বেইজড উপাদান স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় !
- মদ্যপায়ী, ধুমপায়ীদের ঝুঁকি বেশী !
অনেক স্টাডি বলে , যেসমস্ত নারীরা রাতে কাজ করে তাদের বিশেষত নার্সরা তাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা হতে পারে ! ( Hypothetical analysis )
- oral contraceptive pill ( জন্ম বিরতীকরন ঔষধ)
- stress and anxiety ( দুশ্চিন্তা )
- একজন নারীর স্তন ক্যান্সারের ঝুঁকি পুরুষের তুলনায় বেশী !
- বয়স বাড়ার সাথে সাধারণত ৫০ বছর বয়সের পর এই ঝুঁকি অনেক বেশী বেড়ে যায় , যা পরিবর্তন যোগ্য নয় ! তবে স্তন ক্যান্সার এখন এমন একটা পর্যারের রুপ নিয়েছে যে আমরা ১৬ বছরের নারীর ও স্তন ক্যান্সার পেয়ে থাকি !
- কোনো নারীর একপাশের স্তনে ক্যানসার হলে অন্যপাশের স্তনেও ক্যান্সার হবার সম্ভবনা থেকে যায় !
আসলে অনেকবেশী গুরুত্বপূর্ণ তথ্য স্তন ক্যান্সার নিয়ে আপনাদের জানানো আছে শুধুমাত্র আপনাদের সচেতন করে তোলার জন্য ! কেউ যেন মা হারা, বোন হারা , পরিবার পরিজন হারা না হোন তাই একটু একটু করে আপনাদের মনে ও মগজে মরনঘাতী ক্যান্সার সম্পর্কে খাঁটি বাংলা ভাষায় জানিয়ে দেয়া বুঝিয়ে দেয়ার একটা চেষ্টা করছি মাত্র! যাতে করে ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশের অন্তত ১০ কোটি মানুষের কাছে সচেতনতা পৌছে যেতে পারে ! স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের , ক্যান্সারের সাথে লড়াই চালিয়ে যাওয়া পরিবারকে যে কত নির্মম বাস্তবতার স্বীকার হতে হয় তা যার হয় সেই বোঝে আর আমি ও আমরা ,আমাদের রোগীদের করুন বাস্তবতা দেখি প্রতিদিন !!
আরো বিস্তারিত জানাবো পরের লেখায় ! সে সময় পর্যন্ত সুস্হ ও সচেতন থাকুন !🎀💝💞
🚨হটলাইন : 01750188971 /০১৭৭৭১৩১৩৯১
👩⚕️সার্জন কৃষ্ণা রানী মজুমদার ( রুপা )
🏩 Chamber:আনোয়ার খান মর্ডান হাসপাতাল ,
ধানমন্ডি - ৮ .E- block , Room-422, lift-3 Time : from ৪.৩০ Pm to ৬.৩০ Pm