Certificate Course in General Practice -CCGP

Certificate Course in General Practice -CCGP 3 Months Long Post Graduate Certificate Course in General Practice for Registered MBBS & BDS Doctors.

CCGP আল্ট্রাসনোগ্রাফি সেশন এর মেন্টর পরিচিতি।শিক্ষার্থীদের সফলতা নিশ্চিতকরণে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন সার্টিফিকেট কোর্স...
28/12/2025

CCGP আল্ট্রাসনোগ্রাফি সেশন এর মেন্টর পরিচিতি।

শিক্ষার্থীদের সফলতা নিশ্চিতকরণে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন সার্টিফিকেট কোর্স অফ জেনারেল প্র্যাকটিস (সিসিজিপি) - এর সম্মানিত মেন্টররা।

এমনই একজন দক্ষ ও অভিজ্ঞ মেন্টর ডা. ফারজানা হোসাইন বন্নি ম্যামের কথা না বললেই নয়। ম্যামের দীর্ঘ ১০ বছরের আল্ট্রাসনোগ্রাফির অভিজ্ঞতা ও ৪ বছরের জিপিদের ট্রেনিং দেয়ার অভিজ্ঞতা রয়েছে।

একজন শিক্ষার্থীকে যাবতীয় সহায়তা প্রদান করে তাকে অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ডা. ফারজানা হোসাইন বন্নি ম্যামের কোন তুলনাই হয় না।ম্যামের অসাধারণ লেকচার মধ্য দিয়ে নিজেকে একজন দক্ষ ফিজিশিয়ান হিসেবে গড়ে তুলতে সিসিজিপি কোর্স এ জয়েন করুন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী এখনও যারা রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ করছেন তারা এই নম্বরে সিসিজিপি টিম এ হোয়াটসঅ্যাপ করুন সিসিজিপি ব্যাচ-১৯ এর ভর্তি চলছে - 01313-825454

ধন্যবাদ।

সিসিজিপি ব্যাচ-১৯ – আপনার জেনারেল প্র্যাকটিস স্কিলকে আরও শক্তিশালী করতে দেশের প্রথম প্র্যাকটিস-অরিয়েন্টেড সার্টিফিকেট কো...
27/12/2025

সিসিজিপি ব্যাচ-১৯ – আপনার জেনারেল প্র্যাকটিস স্কিলকে আরও শক্তিশালী করতে দেশের প্রথম প্র্যাকটিস-অরিয়েন্টেড সার্টিফিকেট কোর্স।
বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস গত ৫ বছর ধরে জিপি প্র্যাকটিসে প্রয়োজনীয় বাস্তব ধারণা ও দক্ষতা তৈরির জন্য বিশেষজ্ঞ ফ্যাকাল্টি প্যানেলের মাধ্যমে এই কোর্স পরিচালনা করে আসছে। এ পর্যন্ত ১০,০০০+ ডাক্তার তাদের প্র্যাকটিসে সফলভাবে এটি প্রয়োগ করছেন।
৩ মাস মেয়াদী এই কোর্সে থাকছে—
🔹 লাইভ অনলাইন ক্লাস (বৃহঃ-শুক্র রাত ৯:৩০–১১:৩০)
🔹 রেকর্ডেড সেশন অ্যাক্সেস
🔹 রিভিশন ক্লাস (পরীক্ষার আগমুহূর্তে)
🔹 জিপি গাইড অ্যাপ ও ই-বুক
🔹 মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ডার্মা, ইএনটি, অপথ্যালমো, সাইকিয়াট্রি, বেসিক ইসিজি, এক্স-রে, আল্ট্রাসাউন্ডসহ গুরুত্বপূর্ণ সকল বিষয়
🔹 ৭৫% ক্লাস উপস্থিতির ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণ
🔹 কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট
🔹 মেধা তালিকায় প্রথম তিনজনকে সম্মাননা ক্রেস্ট
ব্যাচ-১৯ এর ভর্তি চলছে ১ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রথমে রেজিঃ নাম্বার সংগ্রহ করে বিকাশ/নগদের মাধ্যমে ফি প্রদান করে ফর্ম পূরণ করলেই ভর্তি সম্পন্ন হবে।
আপনার জিপি প্র্যাকটিসকে আরও আত্মবিশ্বাসী করতে আজই ব্যাচ-১৯ এ যোগ দিন।

🌟 Meet Our Esteemed ENT Mentor! 🌟We are proud to introduce Dr. Muhammad Mahmudul Haque (Anik), our dedicated ENT Mentor ...
26/12/2025

🌟 Meet Our Esteemed ENT Mentor! 🌟

We are proud to introduce Dr. Muhammad Mahmudul Haque (Anik), our dedicated ENT Mentor at CCGP.

👨‍⚕️ 14+ years of experience in ENT
🎓 3+ years of experience in training GPs
🏥 Assistant Professor & Head (ENT) at Rajshahi Medical College Hospital

With his vast expertise and passion for teaching, Dr. Anik is committed to guiding the next generation of general practitioners in ENT care. 💡👂👃👄

📢 Enroll Now!
🇧🇩 First Online Certificate Course in General Practice (CCGP) by BSGP!
🩺 Learn Medicine, Surgery, ECG, Dermatology & more — all in one course!
👉 www.societyofgpbd.com/courses/ |
📞 01313825454

🇧🇩 বাংলাদেশের প্রথম জেনারেল প্র্যাকটিস ভিত্তিক সম্পূর্ণ কাঠামোবদ্ধ সার্টিফিকেট কোর্স — এখন ব্যাচ ১৯ এ।সিসিজিপি ব্যাচ-১৯ ...
24/12/2025

🇧🇩 বাংলাদেশের প্রথম জেনারেল প্র্যাকটিস ভিত্তিক সম্পূর্ণ কাঠামোবদ্ধ সার্টিফিকেট কোর্স — এখন ব্যাচ ১৯ এ।

সিসিজিপি ব্যাচ-১৯ (জানুয়ারি-মার্চ ২০২৬) – দেশের প্রথম ও সর্বাধিক সংগঠিত ‘সার্টিফিকেট কোর্স ইন জেনারেল প্র্যাকটিস’।
বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস এর উদ্যোগে পরিচালিত এই কোর্সটি তৈরি করা হয়েছে রেজিস্টার্ড MBBS ও BDS চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার এবং BCS গেজেটেড চিকিৎসকদের জন্য। ৩ মাস মেয়াদী এই কোর্সে লাইভ অনলাইন ক্লাস, রেকর্ডেড সেশনের সুবিধা, বিশেষ রিভিউ ক্লাস, জিপি গাইড অ্যাপ অ্যাক্সেস এবং কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হয়।
জিপি আউটডোর, চেম্বার প্র্যাকটিস ও রুটিন রোগী ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন চিকিৎসকদের কনফিডেন্টলি প্র্যাকটিস শুরু করতে সহায়তা করাই এর মূল উদ্দেশ্য।
ব্যাচ-১৯ এ আসন সংখ্যা মাত্র ৭০—তাই আগ্রহীরা দ্রুত ভর্তি নিশ্চিত করুন।

CCGP ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেশন এর মেন্টর পরিচিতি।শিক্ষার্থীদের সফলতা নিশ্চিতকরণে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন সার্টিফিকেট...
23/12/2025

CCGP ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেশন এর মেন্টর পরিচিতি।

শিক্ষার্থীদের সফলতা নিশ্চিতকরণে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন সার্টিফিকেট কোর্স অফ জেনারেল প্র্যাকটিস (সিসিজিপি) - এর সম্মানিত মেন্টররা।

এমনই একজন দক্ষ ও অভিজ্ঞ মেন্টর ডা. সাইদা সাদিয়া ফারজানা ম্যামের কথা না বললেই নয়। ম্যামের দীর্ঘ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও ১০ বছরের জিপিদের ট্রেনিং দেয়ার অভিজ্ঞতা রয়েছে।

একজন শিক্ষার্থীকে যাবতীয় সহায়তা প্রদান করে তাকে অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ডা. সাইদা সাদিয়া ফারজানা ম্যামের কোন তুলনাই হয় না।ম্যামের অসাধারণ লেকচার মধ্য দিয়ে নিজেকে একজন দক্ষ ফিজিশিয়ান হিসেবে গড়ে তুলতে সিসিজিপি কোর্স এ জয়েন করুন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী এখনও যারা রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ করছেন তারা এই নম্বরে সিসিজিপি টিম এ হোয়াটসঅ্যাপ করুন সিসিজিপি ব্যাচ-১৯ এ অল্প সংখ্যক সিট খালি আছে - 01313-825454

ধন্যবাদ।

সিসিজিপি ব্যাচ-১৯ – আপনার জেনারেল প্র্যাকটিস স্কিলকে আরও শক্তিশালী করতে দেশের প্রথম প্র্যাকটিস-অরিয়েন্টেড সার্টিফিকেট কো...
22/12/2025

সিসিজিপি ব্যাচ-১৯ – আপনার জেনারেল প্র্যাকটিস স্কিলকে আরও শক্তিশালী করতে দেশের প্রথম প্র্যাকটিস-অরিয়েন্টেড সার্টিফিকেট কোর্স।
বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস গত ৫ বছর ধরে জিপি প্র্যাকটিসে প্রয়োজনীয় বাস্তব ধারণা ও দক্ষতা তৈরির জন্য বিশেষজ্ঞ ফ্যাকাল্টি প্যানেলের মাধ্যমে এই কোর্স পরিচালনা করে আসছে। এ পর্যন্ত ১০,০০০+ ডাক্তার তাদের প্র্যাকটিসে সফলভাবে এটি প্রয়োগ করছেন।
৩ মাস মেয়াদী এই কোর্সে থাকছে—
🔹 লাইভ অনলাইন ক্লাস (বৃহঃ-শুক্র রাত ৯:৩০–১১:৩০)
🔹 রেকর্ডেড সেশন অ্যাক্সেস
🔹 রিভিশন ক্লাস (পরীক্ষার আগমুহূর্তে)
🔹 জিপি গাইড অ্যাপ ও ই-বুক
🔹 মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ডার্মা, ইএনটি, অপথ্যালমো, সাইকিয়াট্রি, বেসিক ইসিজি, এক্স-রে, আল্ট্রাসাউন্ডসহ গুরুত্বপূর্ণ সকল বিষয়
🔹 ৭৫% ক্লাস উপস্থিতির ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণ
🔹 কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট
🔹 মেধা তালিকায় প্রথম তিনজনকে সম্মাননা ক্রেস্ট
ব্যাচ-১৯ এর ভর্তি চলছে ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রথমে রেজিঃ নাম্বার সংগ্রহ করে বিকাশ/নগদের মাধ্যমে ফি প্রদান করে ফর্ম পূরণ করলেই ভর্তি সম্পন্ন হবে।
আপনার জিপি প্র্যাকটিসকে আরও আত্মবিশ্বাসী করতে আজই ব্যাচ-১৯ এ যোগ দিন।

সিসিজিপি ব্যাচ-১৯**অল্প কিছু সংখ্যক সিট অবশিষ্ট থাকায় রেজিস্ট্রেশন এর সময়সীমা ২৭ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।‘বাংলাদ...
21/12/2025

সিসিজিপি ব্যাচ-১৯

**অল্প কিছু সংখ্যক সিট অবশিষ্ট থাকায় রেজিস্ট্রেশন এর সময়সীমা ২৭ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

‘বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস’ এর উদ্যোগে -
“দেশের প্রথম”
‘সার্টিফিকেট কোর্স ইন জেনারেল প্র্যাকটিস (সিসিজিপি)’

ব্যাচঃ ১৯
সেশনঃ জানুয়ারি-মার্চ ২০২৬

ভর্তির যোগ্যতাঃ রেজিস্টার্ড এম.বি.বি.এস ও বি.ডি.এস চিকিৎসক এবং ইন্টার্ন ও বিসিএস গেজেটেড।

কোর্সের মেয়াদঃ ৩ মাস

ক্লাস মিডিয়াঃ অনলাইন লাইভ জুম
ক্লাস সময়ঃ
রুটিন ক্লাস- জানুয়ারি-মার্চ, প্রতি বৃহঃ-শুক্র, রাত ০৯:৩০-১১:৩০
রিভিশন ক্লাস- মার্চ, প্রতি বুধবার/শনিবার রাত ০৯:৩০-১১:৩০
রেকর্ডেড ক্লাস- প্রতি সপ্তাহের ক্লাস শেষে রেকর্ড এক্সেস দেয়া হবে
কোর্স সময়ঃ ৬০ ঘণ্টা

কোর্স ফিঃ ১২,০০০/=
(২ টি ইন্সটলমেন্ট এভেইলেবল, ৬,০০০/=+৬,০০০/=)
আসন সংখ্যাঃ ৭০ টি (১০ টি ডাক্তারখানার জিপি দের জন্য সংরক্ষিত)

ভর্তি শুরুঃ ০১ নভেম্বর ২০২৫
ভর্তি শেষঃ ২৭ ডিসেম্বর ২০২৫ (সিট খালি থাকা সাপেক্ষে)
ক্লাস শুরুঃ ০১ জানুয়ারি ২০২৬

কেন এই কোর্সটি করবেনঃ
১) আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থায় জিপি বা চেম্বার বা আউটডোরে রোগী দেখার প্রশিক্ষন সাধারনত দেয়া হয় না। এই কোর্সটিতে প্রধানত চেম্বার প্র্যাকটিসের ব্যবহারিক বিষয় গুলো শেখানো হবে।
২) আমরা বাংলাদেশে প্রথম জিপি প্র্যাকটিস এবং জিপি মডেল (ডাক্তারখানা) নিয়ে কাজ শুরু করি। এখন পর্যন্ত ১০,০০০ এর অধিক চিকিৎসক কে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
৩) আমাদের রয়েছে জিপি রিলেটেড টিচিং দেবার জন্য এক্সপার্ট ফ্যাকাল্টি প্যানেল, যারা বিগত ৫ বছর যাবত জিপি প্রশিক্ষন দিয়ে আসছেন।
৪) এই কোর্সে লাইভ জুম ক্লাসে জিপি রিলেটেড সকল বিষয় শেখানো হবে - মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, ডার্মাটোলজি, ইএনটি, অপথ্যালমোলজি, সাইকিয়াট্রি, ল্যাকটেশন ম্যানেজমেন্ট, ইমারজেন্সি ম্যানেজমেন্ট, বেসিক ইসিজি, এক্সরে এবং আল্ট্রাসনোগ্রাফী।
৫) কোর্স সমাপণী পরীক্ষার পূর্বে এক্সট্রা রিভিউ ক্লাস এর আয়োজন থাকবে যাতে অংশগ্রহন করে কোর্স এর পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হবে।
৬) সফলতার সাথে এই কোর্স শেষ করে নির্ভয়ে এবং কনফিডেন্টলী চেম্বার শুরু করা সম্ভব হবে।
৭) জিপি গাইড এড্রয়েড এপ এক্সেস প্রদান করা হবে।
৮) প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে এবং বিশেষ কোনো কারনে কোনো ক্লাস মিস হলে অথবা গ্যাপ থাকলে পার্টিসিপ্যান্টস রা কোর্স চলাকালীন রেকর্ডেড ক্লাস এর এক্সেস নিতে পারবেন। উল্লেক্ষ্য, ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী কোর্স সমাপনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য ৭৫% ক্লাস এ সরাসরি উপস্থিতি আবশ্যক।
৯) কোর্স এর শুরু তে জিপি গাইডলাইন বই, ফ্রি ই-বুক এক্সেস ও কোর্স শেষে ‘বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস’ এর পক্ষ থেকে কোর্স কম্পলিশন সার্টিফিকেট প্রদান করা হবে।
১০) কোর্স সমাপণী পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী পার্টিসিপ্যান্টস দের ‘বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস’ এর পক্ষ থেকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করা হবে।

ভর্তি প্রক্রিয়াঃ
- 01313825454 অথবা 01717137479 নম্বরে সরাসরি কল অথবা হোয়াটসএপ করে রেজিঃ নম্বর নিন (সকাল ১০ টা থেকে রাত ১০ টা)।
-রেজিঃ নম্বর পাওয়ার পর নীচের বিকাশ/নগদ নম্বরে কোর্স ফি সাবমিট করুন-
01890270777 (বিকাশ মার্চেন্ট- পেমেন্ট অপশন),
01890270777 (নগদ পার্সোনাল- সেন্ড মানি অপশন)।
-ফি সাবমিট করার সময় রেফারেন্স নম্বর অপশনে সিসিজিপি রেজিঃ নম্বর লিখুন।
-ফি সেন্ড করার পর নীচের রেজিস্ট্রেশন ফর্ম টি সঠিক ভাবে পূরণ করে রেজিঃ সম্পন্ন করুন, ফর্ম এ ফি ট্রানজেকশন আইডি ও যে নাম্বার থেকে ফি সেন্ড করেছেন সেটি সতর্কতার সাথে লিখুন-
https://societyofgpbd.com/ccgp-registration/
-ফর্ম পূরনের ৪৮ ঘন্টার মধ্যে রেজিঃ কনফার্মেশন মেইল সেন্ড করা হবে ও পরবর্তীতে কোর্স শুরুর ১ সপ্তাহ পূর্বে সিসিজিপি ব্যাচ-১৯ হোয়াটসএপ গ্রুপ এ এড করে নেয়া হবে।
যেকোন তথ্যের জন্য পেজ এর মেসেঞ্জার এ ইনবক্স করুন অথবা নীচের হোয়াটসএপ নম্বরে যোগাযোগ করুন-
01717137479 (কোর্স-কোর্ডিনেটর)

চলমান কোর্স সমূহের বিষয়ে আপডেট পেতে ও জিপি রিলেটেড সাপোর্ট পেতে আমাদের মেডিকেল গ্রুপ এ জয়েন করুন, গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/gp.guide/

ধন্যবাদ।

🧠 Struggling to manage psychiatric cases in your GP practice?Meet your guide — Dr. Redwana Hossain✅ 10+ years in Psychia...
20/12/2025

🧠 Struggling to manage psychiatric cases in your GP practice?

Meet your guide — Dr. Redwana Hossain
✅ 10+ years in Psychiatry
✅ 6+ years training GPs across Bangladesh
✅ Mentor, CCGP & GPOC
✅ Panel Consultant at top GP platforms

💡 Learn from the best to treat with confidence.
Join the movement to transform primary mental health care!

Join our CCGP Batch-19
📲

CCGP ডার্মাটোলজি সেশন এর মেন্টর পরিচিতি।শিক্ষার্থীদের সফলতা নিশ্চিতকরণে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন সার্টিফিকেট কোর্স অফ জ...
16/12/2025

CCGP ডার্মাটোলজি সেশন এর মেন্টর পরিচিতি।

শিক্ষার্থীদের সফলতা নিশ্চিতকরণে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন সার্টিফিকেট কোর্স অফ জেনারেল প্র্যাকটিস (সিসিজিপি) - এর সম্মানিত মেন্টররা।

এমনই একজন দক্ষ ও অভিজ্ঞ মেন্টর ডা. মোঃ রাশিদুল হাসান স্যারের কথা না বললেই নয়। স্যারের ডার্মাটোলজি তে দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা ও ৬ বছরের জিপিদের ডার্মাটোলজি ট্রেনিং দেয়ার অভিজ্ঞতা রয়েছে।

একজন শিক্ষার্থীকে যাবতীয় সহায়তা প্রদান করে তাকে অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ডা. মোঃ রাশিদুল হাসান স্যারের কোন তুলনাই হয় না। স্যারের অসাধারণ লেকচার মধ্য দিয়ে নিজেকে একজন দক্ষ ফিজিশিয়ান হিসেবে গড়ে তুলতে সিসিজিপি কোর্স এ জয়েন করুন।

Meet Dr. Ittehad Amin Ferdous — Emergency Management Mentor of CCGP! 🚑👨‍⚕️✅ 6 years of hands-on casualty experience✅ 4 y...
13/12/2025

Meet Dr. Ittehad Amin Ferdous — Emergency Management Mentor of CCGP! 🚑👨‍⚕️

✅ 6 years of hands-on casualty experience
✅ 4 years of expertise in training GPs nationwide
🎓 MBBS (DU), PGD in Casualty (DMC)
🔬 Certified Trainer (ACLS, BLS)

Join CCGP and learn from the best in emergency care!

Don't miss this opportunity to get special discount!!
🎯 Enhance Your Medical Career!
📚 CCGP Online Course (18th Batch)
⚡ Book Early & Get Special Discount
👉 Seats Filling Fast – Join Now!

CCGP Batch-18
Admission started..
W.App @01313825454

Address

Banashree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Certificate Course in General Practice -CCGP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Certificate Course in General Practice -CCGP:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram