17/08/2025
job পোস্ট !!!!!!একজন মহিলা লাগবে!!!!!!
শনির আখড়া বর্নমালা স্কুলের কাছে বাসায় ২-৩ জনের রান্না আর আনুষাঙ্গিক কাজের জন্য একজন মেয়ে/মহিলা প্রয়োজন। কাজ কম, কিন্তু পারিবারিক প্রয়োজনে সকাল ৭ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত বাসায় থাকতে হবে, শুক্রবার শনিবার/সরকারি ছুটির দিনে হাফ বেলা ডিউটি করবে। বাসায় পার্মানেন্ট থাকলে ভালো হয়, খাওয়া থাকা মালিকের।
অবশ্যই নম্র, ভদ্র, ইসলামিক মাইন্ডের হতে হবে। ভোটার আইডি কার্ডের ফটোকপি +ছবি দিতে হবে। বয়স: ২৫-৪৫ এর মধ্যে হলে ভালো হয়।
অসহায়,হাসবেন্ড, ছেলে-মেয়ে, বাবা-মা না থাকলে তাকে নিজেদের ফ্যামিলি মেম্বারের মতো করে রাখা হবে ইনশাআল্লাহ। আপনার জানা শোনা, আশেপাশে অথবা গ্রামে অসহায় এমন কেউ থাকলে কল/ ইনবক্সে নক দিবেন প্লিজ। এতে একজনের আয়ের ব্যবস্থা হবে এবং যে নিবে সে ও উপকৃত হবে।
সম্মানি: আলোচনা সাপেক্ষে।
ধন্যবাদ 🌿