Orthopaedic And Trauma Care By Dr. Sharif

Orthopaedic And Trauma Care By Dr. Sharif ডা. মু. শরীফ উদ্দিন
অর্থোপেডিক, ট্রমা, স্পাইন সার্জন।

06/05/2025

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছেন, প্রতি রোগী দেখার সময় যাতে অন্তত ১০ মিনিট করা হয়। আপনি কতো মিনিটকে যৌক্তিক মনে করেন?

আজ ও আগামীকাল দুইদিন ফেনীতে থাকবো, ইনশাআল্লাহ।  আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুক।
14/11/2024

আজ ও আগামীকাল দুইদিন ফেনীতে থাকবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুক।

15/07/2024
15/07/2024

পিএলআইডি ( মেরুদন্ডের রগে চাপ) হলে কী করবেন?

14/07/2024

প্রিয় চিকিৎসক , আপনার প্রকাশ্যে ধুমপান আমাদের বিব্রত করে , আমাদের রোগীদের বিভ্রান্ত করে এবং চেম্বারে আমাদেরকে নানা অযাচিত প্রশ্নের মুখোমুখি করে।
দয়া করে ধুমপান করবেন না, অন্তত প্রকাশ্যে ধুমপান করবেন না।

11/07/2024
07/07/2024

-B27 কি? এংকাইলোজিং স্পন্ডাইলাইটিস কেনো হয়? এটার চিকিৎসা কি?

এখন থেকে নিয়মিত Aurora Specialized Hospital Ltd. এ চেম্বার করবো, ইনশাআল্লাহ। সবার কাছে দোয়াপ্রার্থী।
07/07/2024

এখন থেকে নিয়মিত Aurora Specialized Hospital Ltd. এ চেম্বার করবো, ইনশাআল্লাহ।
সবার কাছে দোয়াপ্রার্থী।

03/07/2024

সেরেব্রাল পালসি, অটিজম, এপিলেপসিসহ নানা ধরণের নিউরোডেভেলোপমেন্টাল ডিজর্ডারের বাচ্চাদের ক্ষেত্রে তাড়াতাড়ি ট্রিটমেন্ট ( বিভিন্ন ধরণের থেরাপি, ড্রাগ) শুরু করা জরুরি।এসব ক্ষেত্রে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায়, বাচ্চার তত ইমপ্রুভমেন্টের সম্ভাবনা বেশী। এজন্য আর্লি ডায়াগনোসিস করা দরকার।কিন্তু এসব বাচ্চার অধিকাংশ চিকিৎসকের কাছে পৌছায় দেরিতে।প্রথমে গ্রামের কবিরাজ এবং হুজুরের কাছে যায়।কবিরাজ নানা ধরণের টোটকা ফোটকা দেয়।হুজুর পানি পড়া আর ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা (?) চালান আর বলেন বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে।বাচ্চা যখন ঠিক হয়না, তখন বাচ্চার অভিভাবকরা বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে আসেন।কিন্তু ততদিনে বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের স্তর অনেকটা পেরিয়ে যায়।এজন্য চিকিৎসা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কমে যায়।গ্রামের কোয়াক এবং কবিরাজদের বিষয়টা বোঝা যায়।এরা মানুষদের সাথে প্রতারণা চালাচ্ছে এবং বিষয়টা ওরা নিজেরাও জানে।কিন্তু যেসব হুজুর পানি পড়া বা ঝাড়ফুঁকের মাধ্যমে এসব বাচ্চার চিকিৎসা বিলম্বিত করেন, তাদের ব্যাপারটা আসলে কি?

জ্বীন সম্প্রদায়ের কথা কুরআন বা হাদীসে এসেছে।কুরআন শরীফে কিছু কিছু মানুষের কথা বলা হয়েছে যারা জ্বীনগ্রস্ত।দুয়েকটা হাদীসও আছে, যেখানে রাসুল সাঃ কয়েকজনের কথা বলেছেন, যাদেরকে জ্বীনে ধরেছে এবং এদেরকে তিনি কিছু সুরা পড়ে গায়ে হাত বুলিয়ে দিয়েছেন।রাসুল সাঃ এর নিজের উপরও জাদুর প্রভাবের কথা সিরাত গ্রন্থগুলোতে আছে।কিন্তু ইসলাম কখনোই অতিপ্রাকৃত পদ্ধতিতে এসব চিকিৎসা পদ্ধতিকে উতসাহিত করেনি।কাউকে জ্বীনে ধরার লক্ষনের কোনো ল্যান্ডমার্কও ইসলাম ঠিক করে দেয়নি।বড় বড় আলেমদের কেউই এসব পদ্ধতিতে চিকিৎসা করেন না।ইসলাম এসেছে মানুষের অন্তরের রোগ সারাতে, শারিরীক রোগ সারাতে নয়।এজন্য গ্রামের হুজুররা মানুষকে জ্বীনে ধরেছে বলে যেসব ঝাড়ফুঁক করেন, তার অধিকাংশই উনাদের মনগড়া এবং অনুমাননির্ভর।ইসলাম মানুষকে অনুমানে নির্দোষ কথা বলতেও নিষেধ করে।সেখানে চিকিৎসার মত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার সাথে জীবন মৃত্যু জড়িত, তা অনুমানের উপর ভিত্তি করে চালানো বিশাল অপরাধ। জেনে বা না জেনে, একশ্রেণীর হুজুর সম্প্রদায় এ অপরাধ করে যাচ্ছেন।ন্যুনতম বিবেচনাবোধ এবং তাকওয়া থাকলে এ কাজ থেকে দূরে থাকা উচিৎ। এ সমন্ধে সচেতনতা সৃষ্টি এবং এ কাজ থেকে মানুষজনকে দূরে রাখার চেষ্টা করা আমাদের অবশ্য কর্তব্য।

ঈদ মুবারক। আল্লাহ সবার নামাজ ও কুরবানি কবুল করে নিক।আমীন।
17/06/2024

ঈদ মুবারক।
আল্লাহ সবার নামাজ ও কুরবানি কবুল করে নিক।
আমীন।

প্রতি সপ্তাহে দুই দিন ফেনী শহরে থাকছি।  ইতোমধ্যে ফেনীতে আপনাদের অনেকের সাড়া পেয়ে আমি কৃতজ্ঞ। যারা ইতোমধ্যে আমার চেম্বারে...
13/06/2024

প্রতি সপ্তাহে দুই দিন ফেনী শহরে থাকছি। ইতোমধ্যে ফেনীতে আপনাদের অনেকের সাড়া পেয়ে আমি কৃতজ্ঞ। যারা ইতোমধ্যে আমার চেম্বারে এসেছেন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে সেবা নিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজের এলাকার মানুষের সেবায় কিছুটা আসতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
সবার কাছে দোয়াপ্রার্থী। সিরিয়ালের জন্য পোস্টারে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।

যে সকল সেবা পাবেন:-
🟡 হাঁড় ভাঙ্গা
🟤 হাঁড়-জোড়া ব্যথা
🔵 বাত-ব্যথা
🔴 ঘাড় ও কোমর ব্যথা
🟠 হাটু ব্যথা
🟢 রিকেটস্
🟡 রিউমেটয়েড আথ্রাইটিস
⚫ অস্টিও আথ্রাইটিস
🟡 অস্টিওপােরসিস
🔵 অস্টিওম্যালেশিয়া
🔴 ডায়াবেটিক ফুট
🔵 স্পাের্টস ও লিগামেন্ট ইনজুরি ( ACL/Meniscus Injury)
🟡 PLID ( কোমরের হাড়/ডিস্ক সরে যাওয়া)
🟤 হাড়ক্ষয়
🔵 ক্লাবফুট (মুগুর পা)
🔴 সেরেব্রাল পালসি
🟠 রেস্টলেস লেগ সিন্ড্রোম (পা চাবানো, কামড়ানো)
🟢 ফাইব্রোমায়ালজিয়া (সারা গায়ে অস্থির ব্যথা)
🟡 আঘাত জনিত বা জন্মগত যেকোনো ডিফর্মিটি
⚫ যেকোনো বাত ব্যথা
🟡 প্লান্টার ফাসাইটিস ( পায়ের গোড়ালি ব্যথা)
🔵 ফ্রোজেন শোল্ডার ( কাধ ব্যথা)
🔴 টেনিস এলবো
🔵 স্টেনোসিং টেনোসাইনোভাইটিস বা যেকোনো রগে ব্যথা
🟡 কার্পাল টানেল সিন্ড্রোম (হাতে ব্যথা, অবস, ঝিম ঝিম অনুভুতি)
🟤 যেকোনো হাঁড় ভাঙ্গা অপারেশন
🔵 কোমড়ের ডিস্ক সরে যাওয়া (PLID) অপারেশন
🔴 অপারেশনের পরবর্তী হাঁড় থেকে প্লেট/স্ক্রু খোলা
🔵 ইন্টাআর্টিকুলার বা জয়েন্টে ইনজেকশন
🟡 এপিডুরাল ইনজেকশন

10/06/2024

সূর্যের আলোতে ভিটামিন ডি থাকেনা। সূর্যের আলো ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। এজন্য প্রতিদিন রোদে বসার পাশাপাশি অবশ্যই ভিটামিন ডি সমৃদ্ধ খাওয়ার (দুধ ও দুধ জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, সবুজ শাক সবজি) খেতে হবে।

Address

# 1, Rampura, DIT Road, # Feni Medicare, Trunk Road, Feni, # Feni Cardiac Centre, SSK Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Orthopaedic And Trauma Care By Dr. Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Orthopaedic And Trauma Care By Dr. Sharif:

Share

Category