Nation Home Care

Nation Home Care Retail saller

চন্দ্রদ্বীপ কনজুমার এন্ড বেভারেজ লিঃএর পণ্যগুলি
১- কুইক ওয়াশ ২- কুইকবার ৩- অরা টয়লেট সোপ ৪- স্বদেসী মাজুনী ৫- স্বদেসী হ্যান্ড ওয়াশ ৬- ফ্লোর ক্লিনার ৭- টয়লেট ক্লিনার ৮- স্বদেসী ডিস ওয়াশ লিকুইড ও ৯- মশার কয়েল৷

চন্দ্রদ্বীপ কনজুমার এন্ড বেভারেজ লিমিটেডে এর পণ্যগুলো,  যা নামে নয় গুনেই শেরা৷
30/09/2025

চন্দ্রদ্বীপ কনজুমার এন্ড বেভারেজ লিমিটেডে এর পণ্যগুলো, যা নামে নয় গুনেই শেরা৷

01/10/2024

Copy post
পুরুষ কেন গোপনে কাঁদে?
একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে?
তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে।
যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো, পুরুষও কাঁদে? কখন? কীভাবে? কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে?

বৃদ্ধ বললেন-

পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায়।
পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়।
পুরুষ কাঁদে, যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে।
পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়।
পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে।
পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায়, জীবন যুদ্ধ তাকে কীভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে।
পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না।
পুরুষ কাঁদে, যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে, ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না, একটু আদরও করতে পারে না।

হ্যা, পুরুষ কাঁদে, কিন্তু... সে তখনই কাঁদে,
যখন সে আঁধারের অতলে...
যখন ঝুম বৃষ্টি নামে...
যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই...

পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না, যা অন্য কেউ দেখে ফেলবে,
পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে, কখনো সেটা একটা দীর্ঘশ্বাস, কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা,
পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে, চুল দাড়ি পেকে যায়, তার হাত দু'টো কেঁপে কেঁপে ওঠে।

এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেই কেঁদে উঠলেন তিনি, বললেন,
হ্যা রে মা, ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে। (সংগৃহীত)

01/01/2022
🚩 🚩মূল্য ছাড়     🚩মূল্য ছাড়    🚩মূল্য ছাড় ৷ 🚩৫৯০ টাকার ফ্লোরম্যাট এখন ৫৫০ টাকা ৷ 🚩3D Print Floormat,  ফ্লোরম্যাট ৷ 🚩আমার...
24/05/2021

🚩 🚩মূল্য ছাড় 🚩মূল্য ছাড় 🚩মূল্য ছাড় ৷
🚩৫৯০ টাকার ফ্লোরম্যাট এখন ৫৫০ টাকা ৷
🚩3D Print Floormat, ফ্লোরম্যাট ৷
🚩আমার কাছে বড় সাইজের ফ্লোরম্যাট আছে৷
🚩ছোট সাইজের ফ্লোরম্যাট গুলো আপনার খাটের
সামনে পাপোস হিসেবে উপযোগী ৷

🚩যোগাযোগঃ- Call/Whatsapp- 01720541908.

🚩পণ্যের বিবরন ভালোভাবে বুঝে নিন ৷
🚩৫৫ ইঞ্চি লাম্বা ৪৫ ইঞ্চি চওরা মূল্য ১১০০ টাকা ৷
🚩৪৫ ইঞ্চি লাম্বা ২৭ ইঞ্চি চওরা মূল্য ৫৯০ টাকা ৷
🚩২৭ ইঞ্চি লাম্বা ২২ ইঞ্চি চওরা মূল্য ৩০০ টাকা ৷
২৭/২২ ইঞ্চি সাইজ একত্রে দুটি নিতে হবে ৷

🚩৩ এমএম থিকনেস Made by China.
🚩পানি দিয়ে ওয়াশ করা যাবে ৷
🚩কালার নষ্ট হবেনা এবং টেকসই ৷
🚩 তৈরি হয়েছে- নিচের অংশে রাবার --
উপরের অংশে উলেন পশমিহীন কাপর ৷

🚩ঢাকা সিটিতে হোম ডেলিভারি করা হবে--
চার্জ - ৭০/৮০ টাকা, পণ্য অনুযায়ী ৷

🚩 ঢাকার বাহিরে কুরিয়ার এর মাধ্যমে পাঠাবো--
এক্ষেত্রে কুরিয়ার চার্জ অগ্রীম বিকাশ/নগদ
করতে হবে, চার্জ-১০০/১২০- পণ্য অনুযায়ী ৷
বিকাশ/নগদ, নাম্বার - 01711031708.

🚩আপনার সর্বময় মঙ্গল কামনায় --
Nation Home Care+Digital Home Care.
ধন্যবাদ ৷

08/10/2020

পর্দা দেখুন, পছন্দ করুন এবং মেসেঞ্জারে নক দিন ৷

26/09/2020

26/09/2020

দেখুন পছন্দ করুন৷

পণ্য পছন্দ হলে যোগাযোগ করুন মেসেঞ্জার / 01720541908.
26/09/2020

পণ্য পছন্দ হলে যোগাযোগ করুন মেসেঞ্জার / 01720541908.

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nation Home Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram