Bismillah Drug House

Bismillah Drug House Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bismillah Drug House, Medical and health, H-1, R-17, Block-H, Kazifuri Gudera Ghat, Mirpur-1, Dhaka-1216, Dhaka.

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক
30/03/2025

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক

27/02/2025

একদা আল্লামা রুমীকে এক লোক প্রশ্ন করে "প্রতিদিন আল্লাহর ইবাদত করে কি পেয়েছেন ?"

রুমী উত্তর দেন-" আসলে আমি কিছু পাইনি, তবে হারিয়েছি অনেক কিছু।"

এরপর তিনি বলেন, নিয়মিত আল্লাহর ইবাদাত করে কি কি জিনিস হারিয়েছেন-

আমি হারিয়েছি আমার অহংকার
আমি হারিয়েছি আমার দাম্ভিকতা
আমি হারিয়েছি আমার উগ্রতা
আমি হারিয়েছি আমার দুশ্চিন্তা
আমি হারিয়েছি আমার লোভ
আমি হারিয়েছি আমার মিথ্যা বলার আনন্দ
আমি হারিয়েছি আমার পাপের স্বাদ
আমি হারিয়েছি আমার অধৈর্য্য
আমি হারিয়েছি আমার হতাশা এবং আত্মবিশ্বাসহীনতা।
মহান আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও যথাযথ বাস্তবায়নের তাওফিক দান করুন, আমীন।

18/01/2025

আপনি কি অসুস্থ? রোগে ভুগছেন? সমস্যা যেটাই হোক না কেন, মাত্র এক সপ্তাহের প্রাকৃতিক চিকিৎসায় যে কোনো জটিল রোগ থেকে মুক্তিলাভের প্রক্রিয়া শুরু করা সম্ভব! মনে রাখবেন- চিকিৎসা মাফিয়ারা (তাদের ব্যবসায়িক স্বার্থে) যে রোগকে যত জটিল বলে আমাদের সামনে উপস্থাপন করে, তার তত সহজ প্রাকৃতিক সমাধান রয়েছে। আপনি যে রোগেই আক্রান্ত হন না কেন, রোগমুক্ত হওয়ার সবচেয়ে কার্যকর উপায় নিম্নরূপ :-

ঘরে বসে নিজ দায়িত্বে চিকিৎসা শুরুর প্রথম তিনদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এক ঘণ্টা পরপর হালকা কুসুম গরম পানির সঙ্গে লেবুর রস, ভিনেগার আর যৎসামান্য প্রাকৃতিক মধু মিশিয়ে পান করতে থাকুন। সারাদিনের মধ্যে মাত্র এক-দু’বার এক গ্লাস বিভিন্ন সবুজ পাতার (তুলসী পাতা, পুদিনা পাতা, লেটুসপাতা, ধনেপাতা ইত্যাদি ব্লেন্ড করে) রস পান করতে পারেন। এর বাইরে অন্য কোনোকিছু ছুঁয়েও দেখবেন না। বিশেষ এই পানীয় অবশ্যই মাটির সমতলে বসে (দুই হাতে গ্লাস ধরে) কুলি করতে করতে কমপক্ষে তিন বা ততধিক শ্বাসে (ঢোকে) পান করবেন।

প্রথম তিনদিনের জলচিকিৎসার জন্য জমজম কূপের পানি যোগাড় করতে পারলে খুব ভালো হয়। ‌ নিদেনপক্ষে পাহাড়ি ঝর্ণার পানি যোগাড় করবেন এবং সেই পানি কাঁসা বা মাটির কলসে সংরক্ষণ করবেন।

চতুর্থ দিন সকালে ঘুম থেকে জেগে এক গ্লাস পানি পান করার পর খানিকক্ষণ হাঁটাহাঁটি করে এসে প্রাকৃতিক জীবন্ত খাবারের রংধনু (সাত রঙের) নাস্তা খেতে পারেন। অথবা আপনার ওজন যত কেজি, তত গ্রাম দেশীয় মৌসুমি ফল খেয়ে পেট ভরুন। তবে টক আর মিষ্টি ফল একসঙ্গে খাওয়া যাবে না।

বেলা ১১টার দিকে তোকমা দানা, চিয়া বীজ, তিষি, ইসুবগুলের ভুষি অগ্রিম ভিজিয়ে রেখে এক গ্লাস খেতে পারেন। অথবা এক গ্লাস পাকা চালকুমড়া/কচি লাউয়ের রস (সঙ্গে একটা আমলকি) পান করতে পারেন।

দুপুরে বাতাবি লেবু অথবা কাঁচা বাঁধাকপি/পেঁপে কুচি করে কেটে আদা-রসুন-পেঁয়াজ-কাঁচা হলুদ-সন্ধক/বিট লবণ-মরিচ-কাসুন্দি মাখিয়ে খাবেন। ফাঁকে ফাঁকে দিনভর লেবুর পানি (দিনে একবার মধুসহ) পান চলবে।

বিকেলে গরম মসলা ফুটিয়ে (অথবা গুঁড়ো মিশিয়ে) এক কাপ আদা/কালোজিরার চা পান করবেন।

সূর্যাস্তের আগে অল্প পরিমাণে খেজুর/কলা/কুল (বড়ই)/ডালিম (আনার)/ত্বীন/জলপাই/আঙুর (যে কোনো একটি বা দু’টি ফল) খাবেন।

প্রতিবেলায় খাবার খাওয়ার পর অন্তত ৪০ কদম হাঁটাহাঁটি করবেন।

প্রতিদিন নিমপাতা সিদ্ধ করা পানিতে পা চুবিয়ে ৪০ মিনিট বসে থা

09/01/2025
24/08/2024
রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত......                              🔴 🔴 বিষাক্ত রাসেল ভাইপার ভয়াবহ রুপ ধারণ করেছে...
20/06/2024

রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত......
🔴 🔴

বিষাক্ত রাসেল ভাইপার ভয়াবহ রুপ ধারণ করেছে, বাংলাদেশে জেলা ভিত্তিক ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে!!
সবাই সাবধান হোন। এটা একটা আল্লাহর গজব। বেশি বেশি করে ইবাদত করা শুরু করুন।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সবল রাখার তৌফিক দান করুন (আমিন)

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা❤️
10/04/2024

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা❤️

Address

H-1, R-17, Block-H, Kazifuri Gudera Ghat, Mirpur-1, Dhaka-1216
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Drug House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram