Natural Organic Food BD

Natural Organic Food BD সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং প্রাকৃতিক উপায়ে উৎপাদিত পণ্য সরবরাহ এবং বিপণন করা হয়।

28/06/2024
14/07/2022
04/07/2022
04/07/2022
https://youtu.be/HUsbtWz00U4
31/03/2021

https://youtu.be/HUsbtWz00U4

Aloe vera has so many health and beauty benefits, and we want you to take advantage of them. That’s why we compiled a few handy aloe vera recipes and hacks f...

27/07/2020

আস'সালামু আলাইকুম
সবাইকে ন্যাচারাল অর্গানিক ফুড বিডি তে স্বাগতম।
আমরা এই পেজটি খুলেছি কিছু প্রাকৃতিক পণ্য সরবরাহ এবং বিপণন করার জন্য।
এই পেজে আপনি অনেক ধরনের প্রাকৃতিক পণ্য খুঁজে পাবেন ।
যেমন :
১ .শিমুলের মূল .
২ অ্যালোভেরা
৩. মধু
৪. কালিজিরা
৫. কালিজিরার তেল
৬. মুড়ি
৭. নারকেল
৮. ঘী এবং আরো অনেক দুগ্ধজাতীয় পণ্য।
খুব শীঘ্রই আমরা সকল পণ্যের বিবরণ এবং মূল্য তালিকা আমাদের পেজে দিয়ে দিব
আসা করি আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ

Assalamu Alaikum
Welcome everyone to my new page Natural Organic Food BD. We opened this page to supply and market some natural products.
On this page you will find many types of natural products.
Such as:
1. The root of Shimul.
2 Aloe vera
3. Honey
4. Kalijira
5. Kalijira oil
6. Cover
7 . Coconut
8 . Ghee and many other dairy products.
Soon we will have all product details and price list on our page
Come and cooperate with us with your valuable feedback and suggestions.
Thank you

প্রচলিত নামঃ শিমুল গাছ, তুলাগাছইউনানী নামঃ সেম্ভলআয়ুর্বেদিক নামঃ শিমুল, শেম্ভলইংরেজি নামঃ Cotton tree, Red silkcotton tr...
27/07/2020

প্রচলিত নামঃ শিমুল গাছ, তুলাগাছ
ইউনানী নামঃ সেম্ভল
আয়ুর্বেদিক নামঃ শিমুল, শেম্ভল
ইংরেজি নামঃ Cotton tree, Red silkcotton tree
বৈজ্ঞানিক নামঃ Bombax ceiba Linn
শিমুল গাছ কে আমরা অনেকেই অহেতু গাছ মনে করি। শিমুল গাছের গুনাবলী আমরা অনেকেই জানি না। জানি না শিমুল গাছ দিয়ে কি কি রোগের চিকিৎসা করা যায়। আজ আপনাদের শিমুল গাছের গুনাবলী নিয়ে আলোচনা করবো। শিমুল গাছ

রোগের চিকিৎসায় শিমুলের ব্যবহার : বিভিন্ন রোগের চিকিৎসায় শিমুল গাছের ব্যবহার সম্পর্কে নিচে আলোচনা করা হল।
ফোড়া : ফোড়া হলে শিমুল গাছের ছাল ধুয়ে বেটে, ফোড়ার উপর প্রলেপ দিলে উপকার হয়।
য়ৌবনকালে শুক্রাল্পতায় : চারা শিমুলগাছের মূল বেটে 7 থেকে 10 গ্রাম নিয়ে তার সাথে একটু চিনি মিশিয়ে দু’বেলা খেলে শুক্রাল্পতা দুর হবে।
প্রৌঢ় অবস্থায় শুক্রাল্পতায় : চারা শিমুল গাছের নরম মূল চাকা-চাকা করে কেটে শুকিয়ে নিন। এবার ভালোভাবে চুর্ণ করে ছেকে একটা শিশিতে ভরে রাখুন। সে চুর্ণ দেড় থেকে দুগ্রাম মাত্রায় নিয়ে এককাপ দুধের সাথে খাবেন। এতে প্রচুর উপকার হবে। শিমুল ফুল
প্রদরে : শিমুলের কচি মূল গাওয়া ঘিয়ে ভেজে নিন। নামাবার সময় তাতে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে দিন। এবার দেড় গ্রাম মাত্রায় নিয়ে এটা দু’বেলা খাবেন। প্রদরে খুব উপকার হয়।
পোড়া ঘায়ে : শিমুল তুলা নিয়ে তাতে শিমুল গাছের ছাল অথ্যাৎ মোচরস দিয়ে ভিজিয়ে পোড়া ঘায়ে দিন, ঘা সেরে যাবে।
রক্ত আমাশয়ে : শিমুলের ছাল ‍চুর্ণ করে এক থেকে দুই গ্রাম মাত্রায় নিয়ে, ছাগল দুধের সাথে মিশিয়ে দু বেলা খাওয়ালে উপকার

26/07/2020

বাংলা নাম:ঘৃতকুমারী বা অ্যালোভেরা
ইংরেজি নাম: medicinal aloe, burn plant
বৈজ্ঞানিক নাম: aloe vera

মানব দেহের ভিতরে এবং বাহিরে বহুবিধ রোগের চিকিৎসায় এবং মানব শরীরের জীবনী শক্তি বৃদ্ধিতে সমগ্র বিশ্বে খুবই জনপ্রিয় একটি ভেষজ উপাদান। এর অনেক উপকার রয়েছে নিম্নে তার কিছু উপকারী দিক তুলে ধরা হলো।
১. পরিপাকতন্ত্রের কার্যকরিতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক
২. কোষ্ঠকাঠিন্য দূর করে
৩. নিয়মিত সেবনে দুরারোগ্য গ্যাস্ট্রিক সম্পূর্ণ দূর হয়
৪. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
৫. অনেক ধরনের ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার হয়
৬. মুখের ত্বকে ব্যবহারের ব্রণ ও অন্যান্য দাগ দূর হয়
৭. শরীরের অন্যান্য জায়গার অবাঞ্চিত কালো দাগ সমূহ দূর হয়
৮. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়
৯.জীবনি শক্তি বৃদ্ধি পায় এবং অতিতাড়াতাড়ি বার্ধক্য হতে মুক্তি পাওয়া যায়.

Bangla NewsLifestyle News in BengaliHealth Benefit Of Alovera
কোন সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা?
প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুনের কোনো সীমা পরিসীমা নেই। রাস্তাঘাটে কিংবা বাজারে খুবই সহজলভ্য এটি। রস হিসেবে খাওয়া যায় আবার ত্বকের প্রদাহে প্রতিষেধক হিসেবেও লাগানো যায়। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২ ইত্যাদি, যা স্বাস্থ্যরক্ষার বিভিন্ন কাজে লাগে।

হজম প্রক্রিয়া-

হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরার তুলনা হয় না। এর অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান পাকস্থলী ঠাণ্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জল বা গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।

ডায়াবেটিস-

যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরা রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবে।

চুলের যত্নে-

চুলের শুষ্ক ভাব এবং ত্বকে চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করবে। তাই অ্যালোভেরা রসের সঙ্গে আমলকীর রস মিশিয়ে চুলে লাগালে এতে চুলের উজ্জ্বলতাও বেড়ে যাবে।

ত্বকের যত্নে-

বহু বছর ধরে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহৃত হয়ে আসছে। ত্বকে র‌্যাশ, চুলকানি, রোদে পড়া দাগ দূর করতে অ্যালোভেরার তুলনা হয় না। যেকোনো উপটান বা প্যাক অথবা সরাসরি এই জেল লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ মুছে যায়।

ওজন কমাতে-

ওজন কমাতে অ্যালোভেরার জুস অনেক বেশ কার্যকরী। অ্যালোভেরা জুসের অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান শরীরের জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে।

হার্ট ও দাঁতের যত্নে-

অ্যালোভেরার জুস কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে। এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও অ্যালোভেরা জুস দাঁত এবং মাড়ির ব্যথা ও ইনফেকশন নিবারণে সহায়তা করে।

25/07/2020

সব ধরনের প্রাকৃতিক এবং বিশুদ্ধ খাবার প্রাপ্তির জন্য যোগাযোগ করুন

Address

Banassree
Dhaka
1219

Telephone

+8801818779675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Organic Food BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Natural Organic Food BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram