Jannat Homeo and alternative Govt Reg No 37486

Jannat Homeo and alternative Govt Reg No 37486 Our motto is to lead healthy and happy life.We provide homeo and Alternative advice and services. 01

বর্তমানে যুবকদের মধ্যে  #প্রস্টেট গ্লান্ড তথা মূত্রাশয় সংক্রান্ত নানা জটিলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যার অন্যতম একটি কা...
29/08/2025

বর্তমানে যুবকদের মধ্যে #প্রস্টেট গ্লান্ড তথা মূত্রাশয় সংক্রান্ত নানা জটিলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যার অন্যতম একটি কারণ- অতিরিক্ত হস্তমৈথুন।

অতিরিক্ত #হস্তমৈথুনের কারণে যুবকদের প্রস্টেট গ্লান্ডের যেকোনো সমস্যায় একটিমাত্র হোমিওপ্যাথি ঔষধ রেপার্টরিতে পাওয়া যায়— #ট্যারেন্টুলা।

➤ Prostate gland- Ma********on - Prostate compliants of (Synthesis)

বিঃদ্রঃ এটি একটি শক্তিশালী হোমিও ঔষধ। চিকিৎসকের পরামর্শ ব্যতিত সেবন করলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে।

বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের কিছু মানুষকে নতুন একটি বিরল রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন- "   ...
23/08/2025

বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের কিছু মানুষকে নতুন একটি বিরল রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন- " "= বাংলায়- #মস্তিষ্কখেকো #অ্যামিবা। যার শেষ পরিণতি ৯৫% ক্ষেত্রে মৃত্যু।

➤ লক্ষণসমূহঃ
সংক্রমণ হওয়ার ১–৯ দিনের মধ্যে শুরু হয়।
প্রচণ্ড মাথাব্যথা, জ্বর,বমি, বমি বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, মানসিক বিভ্রান্তি, খিঁচুনি, দ্রুত কোমায় চলে যাওয়া।

➤ সংক্রমণের কারণঃ গরম পানিতে গোসল, পুকুর ও সুমিং পুলে গোসল।এটা নাক দিয়ে প্রবেশ করে।অতএব, পানি ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে হবে।অজুর সময় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।পুকুর,সুইমিং পুল কিংবা গরম টিউবওয়েলের পানি ব্যবহার করা যাবে না।

✅ হোমিওপ্যাথিতে এর চিকিৎসাঃ অ্যালোপ্যাথি চিকিৎসক তথা মেডিকেল সাইন্স এটা নিয়ে গবেষণা করতে থাকুক।আর,সেই সুযোগে হোমিওপ্যাথরা হোমিওপ্যাথিক ফিলোসোফি অনুসারে চিকিৎসা শুরু করে দিক।
কারণ ; আমরা জানি, সকল রোগের মূল উৎস মায়াজম (সোরা, সিফিলিস এবং সাইকোসিস)। তবে, এই রোগটির মধ্যে তিনটি মায়াজমই প্রবল। ডা. হ্যামিমান স্যারের দর্শনে সকল পরজীবি ঘটিত রোগের মূল সোরা।
সুতারং, অ্যান্টি-সোরিক মেডিসিন হিসাবে #সালফারকে গুরুত্ব দিয়ে ভাবতে পারি।সাথে শারীরিক, মানসিক ও পারিবারিক ইতিহাস নিয়ে চিকিৎসা করলে ইনশাআল্লাহ সফলতা পাওয়া সম্ভব।
কারণ, পৃথিবীতে যে রোগ ছিল, আছে এবং নতুন করে আসবে সবাই কোনো-না-কোনো মায়াজমের অন্তর্ভুক্ত।

ধন্যবাদ
01956421054

 #জলাতঙ্ক — রোগটি সম্পর্কে আমরা সবাই পরিচিত। বর্তমানে ফেসবুকে বিভিন্ন জলাতঙ্কে আক্রান্ত রোগীর চিত্র দেখে আমরা দুশ্চিন্তি...
19/08/2025

#জলাতঙ্ক — রোগটি সম্পর্কে আমরা সবাই পরিচিত। বর্তমানে ফেসবুকে বিভিন্ন জলাতঙ্কে আক্রান্ত রোগীর চিত্র দেখে আমরা দুশ্চিন্তিত হয়ে পড়ি।কারণ, অ্যালোপ্যাথি চিকিৎসকদের মতে, জলাতঙ্কের উপসর্গ দেখা দিলে মৃত্যু অবধারিত!

কিন্তু, হোমিওপ্যাথি একথা বলে না।হোমিওপ্যাথি যুগ-যুগ ধরে সফলতার সাথে এর চিকিৎসা করে আসছে।সবচেয়ে হতাশাজনক বিষয় হল যে, মানুষ কঠিন পরিস্থিতিতে হোমিওপ্যাথির কাছে আসে না।হয়তো মানুষের মধ্যে হোমিওপ্যাথির উপর বিশ্বাস ও ভরসার জায়গা তৈরি হয় নি, অথবা আমাদের দেশের হোমিওপ্যাথি চিকিৎসকেরা নিজেরাই ব্যর্থ হয়েছেন এই বিশ্বাস প্রতিষ্ঠিত করতে।

➤ বেশকিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ জলাতঙ্কের চিকিৎসায় ব্যবহৃত হয়।লক্ষণ ভিত্তিক ঔষধগুলির নাম- #বেলেডোনা #হাইড্রোফোবিনাম #স্ট্যামোনিয়াম #ক্যান্থারিস ইত্যাদি।

তবে, ইউরোপের বিখ্যাত হোমিওপ্যাথ ডা. হিউজেস - #অ্যাকোনাইটিনকে জলাতঙ্কের উত্তম ঔষধ হিসাবে ভূষিত করেছেন।
(অ্যাকোনাইট এবং অ্যাকোনাইটিন দু'টি আলাদা ঔষধ)

বিঃদ্রঃ কুকুর, বিড়াল, বেজি, বানর ইত্যাদি বন্যপ্রাণী কামড় বা আঁচড় দিলে অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করবেন।সাথে হোমিওপ্যাথি ঔষধ সেবন করলে সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন, ইনশাআল্লাহ।

ধন্যবাদ
01956421054

আমরা জানি যে,  #সহবাসের পর কেবলমাত্র ছেলেদেরই দুর্বলতা আসে বা Weakness কাজ করে।কিন্তু, এ-ই ঘটনা মেয়েদের সাথেও ঘটতে পারে ...
17/08/2025

আমরা জানি যে, #সহবাসের পর কেবলমাত্র ছেলেদেরই দুর্বলতা আসে বা Weakness কাজ করে।কিন্তু, এ-ই ঘটনা মেয়েদের সাথেও ঘটতে পারে এবং ঘটে।অর্থাৎ, স্বামী সহবাসের পর অনেক মেয়ে শারীরিক দুর্বলতা অনুভব করেন।

আর, হোমিওপ্যাথিতে উক্ত লক্ষণের উপর দু'টি ঔষধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
(ক) #বার্বেরিস ভালগারিস, এবং (খ) #সিপিয়া।

বিঃদ্রঃ #হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিক।দুই-একটি লক্ষণে সঠিক চিকিৎসা হয় না।অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন।

ধন্যবাদ
01921-857437

Erosive gastritis ও Pulsatillaঅনেক চিকিৎসক পেটব্যথা, এসিডিটি বা বমি হলেই চোখ বুজে Pulsatilla দিয়ে দেন। রোগী বলল – এসিডি...
15/08/2025

Erosive gastritis ও Pulsatilla

অনেক চিকিৎসক পেটব্যথা, এসিডিটি বা বমি হলেই চোখ বুজে Pulsatilla দিয়ে দেন। রোগী বলল – এসিডিটি হচ্ছে, মাঝে মাঝে বমি হয়, ব্যস! পালসেটিলা কিউ বা পোটেন্সি। এটা কিন্তু একেবারেই ঠিক না Pulsatilla কেবলমাত্র নির্দিষ্ট কিছু প্যাথোলোজিক্যাল ও কনস্টিটিউশনাল কন্ডিশনে কার্যকর। ইন্ডিকেশন না বুঝে দিলে রোগীর ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি।
পালসেটিলা কিন্তু গ্যাস্ট্রাইটিস এর চমৎকার মেডিসিন মেডিসিন যদি তা Erosive stage এ থাকে, এজন্য অবশ্যই আপনাকে Endoscopy করে কনফার্ম করতে হবে।
আন্দাজে পালস না দেওয়াই ভালো, আমি কিন্তু Erosive গ্যাসট্রাইটিস এ প্রায় পালস কিউ দেই।
এই লিখাটি পড়লে আশা করি কিছু বিষয় ক্লিয়ার হবেন।

✍️✍️প্রথমে বুঝতে হবে Erosive gastritis-এর প্যাথোফিজিওলজি।

গ্যাস্ট্রিক মিউকোসা (স্টোমাকের একটি অবরন বা লেয়ার) হলো একপ্রকার প্রতিরক্ষামূলক আস্তরণ, যা অ্যাসিড ও পেপসিনের ক্ষতি থেকে স্টোমাকের ভেতরের টিস্যুকে রক্ষা করে। যখন NSAIDs (ব্যথা নাশক মেডিসিন) অতিরিক্ত অ্যালকোহল, H. pylori সংক্রমণ, bile reflux বা তীব্র মানসিক চাপের কারণে এই আবরন ক্ষতিগ্রস্ত হয়, তখন subepithelial layer পর্যন্ত ক্ষয় (erosion) তৈরি হয়। এতে gastric acid সরাসরি টিস্যুকে আক্রমণ করে, প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন কমে যায়, mucosal blood flow হ্রাস পায়, এবং inflammatory mediators (যেমন IL-1β, TNF-α) নিঃসৃত হয়ে ব্যথা, অম্বল, বমি ইত্যাদি উপসর্গ তৈরি করে। যদি erosion গভীর হয় তবে ছোট রক্তক্ষরণও হতে পারে, ফলে রোগীর হেমাটেমেসিস বা মেলেনা হতে পারে। (বিদ্র: আমি এজন্য সবাইকে ইন্টারলিউকেন পড়তে বলি)

✍️✍️Pulsatilla-এর মধ্যে দেখা যায় এটি গ্যাস্ট্রিক মোটিলিটি ও সিক্রেশন-এর ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক, bile regurgitation-এর উপসর্গ কমাতে পারে, এবং neuro-hormonal axis (gut-brain axis) মডুলেট করে এসিডিটি ও ফাঁপা ভাব কমাতে সাহায্য করে।

যদিও হোমিওপ্যাথিক পটেন্সিতে সরাসরি বায়োকেমিক্যাল প্রভাব নির্ণয় করা কঠিন, তবে Pulsatilla-এর crude plant extract (Anemone pulsatilla) নিয়ে ফাইটো-ফার্মাকোলজিক স্টাডিতে দেখা গেছে এতে triterpenoid saponins ও flavonoids আছে, যেগুলো mild anti-inflammatory, smooth muscle relaxant এবং mucosal protective effect প্রদর্শন করতে পারে।

👉👉Homeopathic indication in erosive gastritis:
Pulsatilla বিশেষ করে কার্যকর—
💪 fatty food intolerance সহ গ্যাস্ট্রিক ইরোশন
💪 meal-এর পর fullness ও বমি
💪 পিপাসাহীন জ্বর বা প্রদাহজনিত গ্যাস্ট্রিক সমস্যা
💪 মানসিকভাবে সংবেদনশীল, সহজে কেঁদে ফেলে এমন রোগী
💪 উপসর্গ খোলা বাতাসে ভালো হয়, উষ্ণ ঘরে খারাপ হয়

😡😡😡 সতর্কতা:
Erosive gastritis যদি অ্যাকিউট রক্তক্ষরণের সাথে হয়, ulcer perforation-এর ঝুঁকি থাকে, বা ক্যান্সারের সম্ভাবনা থাকে তবে Pulsatilla একা যথেষ্ট নয়— দ্রুত প্রয়োজনীয় ডায়াগনস্টিক ও সমর্থক চিকিৎসা অপরিহার্য। শুধুমাত্র constitutional case-এ ও সঠিক modality মিললে Pulsatilla চমৎকার কাজ করে।

➤ রেতঃপাত ( #স্বপ্নদোষ,  #বীর্যপাত বা  #সহবাস) হওয়ার পর সারাদিন মনমরা ও বিষণ্ণ অনুভূতি হয়। পড়াশোনায় মন একেবারেই বসে না। ...
12/08/2025

➤ রেতঃপাত ( #স্বপ্নদোষ, #বীর্যপাত বা #সহবাস) হওয়ার পর সারাদিন মনমরা ও বিষণ্ণ অনুভূতি হয়। পড়াশোনায় মন একেবারেই বসে না। রাতে ঘুমানোর সময় অকারণে মনে ভয় জাগে। এমনকি কোনো স্বপ্ন না দেখেও স্বপ্নদোষ হয়ে যায়।

✅ #হোমিওপ্যাথি ঔষধ= #ন্যাট্রাম. ফসের গুরুত্বপূর্ণ লক্ষণ।

No medicine is the best medicine....! ==============================অনেকেই হয়তো এই কথাটি সহজে মেনে নেবেন না, তবুও বলা ও ...
10/08/2025

No medicine is the best medicine....!
==============================
অনেকেই হয়তো এই কথাটি সহজে মেনে নেবেন না, তবুও বলা ও লেখা আমার দায়িত্ব—

চিকিৎসা বিজ্ঞানীরা প্রায়ই একটি গুরুত্বপূর্ণ কথা বলেন—
“No medicine is the best medicine”
অর্থাৎ, যদি সম্ভব হয়, ঔষধ ছাড়াই সুস্থ হওয়াই সবচেয়ে উৎকৃষ্ট চিকিৎসা।

পৃথিবীর প্রতিটি চিকিৎসা বিজ্ঞানের শাখা—অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক—সব ধরনের ঔষধই নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। অর্থাৎ, যে ঔষধ আপনার রোগ নিরাময়ে সহায়তা করে, সেই ঔষধের ভুল প্রয়োগ আবার নতুন রোগ সৃষ্টি করার ক্ষমতাও রাখে।

তাহলে আমাদের প্রথম গুরুত্ব দিতে হবে ঔষধ কম সেবনের উপর। কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময় সম্ভব—সেই বিষয়ে মনোযোগী হওয়া উচিত।

হোমিওপ্যাথি দর্শনে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, যাকে বলা হয় মিথ্যা রোগ (Imaginary / Feigned disease)।
এমন ক্ষেত্রে রোগীর অভিযোগ বা উপসর্গ বাস্তবে কোনো জৈব রোগ দ্বারা সৃষ্ট নয়। এর জন্য ওষুধের প্রয়োজন পড়ে না, বরং জীবনযাপনের সামান্য পরিবর্তনেই সমস্যার সমাধান হয়।

✅ উদাহরণস্বরূপঃ
গতকাল একজন রোগী এলেন। তিনি একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন। গত এক মাস ধরে কাজের চাপ অনেক বেড়েছে, মানসিকভাবে উদ্বিগ্ন। সহবাসের সময় তাঁর দ্রুত বীর্যপাত ও উত্থানজনিত সমস্যা হচ্ছে—যা কয়েক মাস আগেও ছিল না।

তাঁকে বললাম—

> “আপনি বর্তমানে মানসিক চাপে আছেন। কাজের চাপ কমান, পর্যাপ্ত বিশ্রাম নিন, মাঝে মাঝে কোথাও বেড়িয়ে আসুন, ভালো খাবার খান, বই পড়ুন। ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। আপনি সুস্থ আছেন।”

একজন চিকিৎসকের দায়িত্ব শুধু ঔষধ দেওয়া নয়—বরং সঠিক পরামর্শ, আন্তরিক সান্নিধ্য, এবং মানসিক সহায়তা দিয়েও রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।

ধন্যবাদ

 #গর্ভাবস্থায়  #কাশি নারীদের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে।বিশেষ করে রাতে শোবার পর।আর, এই লক্ষণে হোমিওপ্যাথি ঔ...
09/08/2025

#গর্ভাবস্থায় #কাশি নারীদের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে।বিশেষ করে রাতে শোবার পর।
আর, এই লক্ষণে হোমিওপ্যাথি ঔষধ - #কোনিয়াম দারুণ ফলাফল উপহার দিতে পারে।
[অভিজ্ঞতা থেকে বলছি]

বিঃদ্রঃ অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।
01956421054

    and  . Carb- 0/2==================================একজন পেশেন্ট (বয়স-২০+)নববিবাহিতা, পিরিয়ড অনিয়মিত (১৫ দিন পরপর), অন...
08/08/2025

and . Carb- 0/2
==================================
একজন পেশেন্ট (বয়স-২০+)
নববিবাহিতা, পিরিয়ড অনিয়মিত (১৫ দিন পরপর), অনেক বেশি রক্তক্ষরণ, PCOS-এর সমস্যা ইত্যাদি...

বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে তাঁর ধাতুগত বৈশিষ্ট্যের ভিত্তিতে Calc. Carb- 0/2 সেবনের পরামর্শ দেওয়া হলো।

আলহামদুলিল্লাহ, কয়েকবার খেয়েই অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে।

রোগ যত বেশি হোক আর যত জটিলই হোক না কেনো, মানসিক লক্ষণ, ধাতুগত বৈশিষ্ট্য অথবা ব্যক্তিত্ব দেখে ঔষধ প্রয়োগ করলে, ইনশাআল্লাহ সফলতা আসতে বাধ্য।

ধন্যবাদ 💘💘💘
01956421054

একবার  #হাঁচি শুরু হলে হাঁচি দিতে-দিতে জীবন শেষ।একের পর এক হাঁচি শুরু হতে থাকে। নাক দিয়ে পাতলা পানির মতো সর্দি ঝরে। কখনও...
04/08/2025

একবার #হাঁচি শুরু হলে হাঁচি দিতে-দিতে জীবন শেষ।একের পর এক হাঁচি শুরু হতে থাকে।
নাক দিয়ে পাতলা পানির মতো সর্দি ঝরে। কখনও গরম, কখনও ঠান্ডা। #স্যাবাডিলা তাঁদের পরমবন্ধু।

বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন মূর্খের কাজ। Help 01956421054

✅  #সিজোফ্রেনিয়া এবং  #হোমিওপ্যাথি ✅----------------------------------------------------------সিজোফ্রেনিয়া (Schizophreni...
01/08/2025

✅ #সিজোফ্রেনিয়া এবং #হোমিওপ্যাথি ✅
----------------------------------------------------------
সিজোফ্রেনিয়া (Schizophrenia) একটি গুরুতর মানসিক রোগ যা চিন্তা, অনুভূতি, আচরণ এবং বাস্তবতা উপলব্ধির উপর প্রভাব ফেলে। এই রোগ সাধারণত তরুণ বয়সে (১৮-৩০ বছর) শুরু হয় এবং দীর্ঘমেয়াদি হতে পারে।

সিজোফ্রেনিয়ার প্রধান লক্ষণগুলো তিনটি ভাগে ভাগ করা হয়ঃ

১। পজিটিভ লক্ষণ (Positive Symptoms):

(অতিরিক্ত বা বিকৃত চিন্তা ও আচরণ যা সাধারণত থাকে না)
হ্যালুসিনেশন (ভ্রম) – কল্পনা থেকে আসা ধ্বনি, দেখা, গন্ধ, স্পর্শ ইত্যাদি (সাধারণত কানে আওয়াজ শোনা)

ডেলিউশন (ভ্রান্ত ধারণা) – অযৌক্তিক, অপ্রমাণিত বিশ্বাস (যেমন: "আমাকে কেউ মারতে চায়" বা "আমি বিশেষ ক্ষমতার অধিকারী")
চিন্তার বিশৃঙ্খলা – এলোমেলো কথা বলা, প্রসঙ্গহীন কথা

আচরণগত অস্বাভাবিকতা – অদ্ভুত অঙ্গভঙ্গি, অকারণে চেঁচানো বা হাঁসাহাঁসি

২। নেগেটিভ লক্ষণ (Negative Symptoms):

(স্বাভাবিক মানসিক ক্রিয়ার অভাব)

আবেগহীনতা (Flat affect) – মুখে বা গলায় আবেগের প্রকাশ না থাকা
আলসেমি ও আগ্রহের অভাব – কাজকর্মে অনাগ্রহ, উদ্যমহীনতা
সামাজিক বিচ্ছিন্নতা – মানুষের সঙ্গে যোগাযোগ না রাখা

কথা কম বলা – স্বতঃস্ফূর্ত কথাবার্তার অভাব

৩। কগনিটিভ লক্ষণ (Cognitive Symptoms)

(চিন্তা ও বুদ্ধিমত্তার সমস্যা)
মনোযোগের ঘাটতি, সিদ্ধান্ত নিতে সমস্যা, স্মৃতিভ্রংশ বা মনে রাখতে সমস্যা, বাস্তবতা অনুধাবনের, ক্ষমতা কমে যাওয়া।

✅ কিছু সাধারণ লক্ষণ উদাহরণসহ:

হ্যালুসিনেশন “আমি দেখি কেউ আমাকে অনুসরণ করছে।”
ডেলিউশন “টিভি আমাকে গোপন বার্তা দিচ্ছে।”
আবেগহীনতা “খুব খুশির খবরেও মুখে কোনো পরিবর্তন নেই।”
একঘেয়েমি “দিনভর এক জায়গায় বসে থাকা, কিছু না
করা।”

অনেকের কাছে অবিশ্বাস্য হলে-ও সত্য যে, হোমিওপ্যাথিতে এর স্থায়ীভাবে সুচিকিৎসা রয়েছে। আল্লাহ্ পাকের অশেষ রহমতে আমাদের বেশকিছু রোগী/রোগিণী পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে।
01956421054

একবার  #হাঁচি শুরু হলে হাঁচি দিতে-দিতে জীবন শেষ।একের পর এক হাঁচি শুরু হতে থাকে। নাক দিয়ে পাতলা পানির মতো সর্দি ঝরে। কখনও...
28/07/2025

একবার #হাঁচি শুরু হলে হাঁচি দিতে-দিতে জীবন শেষ।একের পর এক হাঁচি শুরু হতে থাকে।
নাক দিয়ে পাতলা পানির মতো সর্দি ঝরে। কখনও গরম, কখনও ঠান্ডা। #স্যাবাডিলা তাঁদের পরমবন্ধু।

বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন মূর্খের কাজ।

Address

Shop No. 28, 74, Hossain Market, North Badda
Dhaka
1212

Telephone

+8801921857437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Homeo and alternative Govt Reg No 37486 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jannat Homeo and alternative Govt Reg No 37486:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram