"নার্সিং একটি আদর্শিক পেশা"
"নার্স একটি আদর্শিক পেশার নাম। নার্সিং (ইংরেজি: Nursing) এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এ পেশার মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিকভাবে কোন রোগী বা ব্যক্তির স্বাস্থ্য পুণরুদ্ধার এবং জীবনযাত্রার গুরুত্বতা তুলে ধরা হয়। এ পেশার সাথে সম্পৃক্ত, দক্ষ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত।
প্রধানতঃ নারীরাই নার্সিং পেশার সাথে জড়িত থাকতো, বর্তমানে পুরুষরাও নার্সিং পেশা জড়িত আছে।
রোগীর রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন লিখে দেয়া ডাক্তারের কাজ। কিন্তু সার্বক্ষনিক সেবা করা , সময়মতো ইনজেকশন পুশ করা, ওষুধ খাওয়ানো, রোগীর সব ধরনের খোঁজখবর নেয়া, রোগীর চলাফেরায় সাহায্য করা_ এসব ডাক্তাররা করেন না। রুটিন মাপিক রোগীর কাছে এসে রোগীর অবস্থা দেখে প্রেসক্রিপশন লিখে দেয়াই তাদের কাজ। রোগীকে রাত-দিন সেবা শুশ্রূষা দিয়ে যারা সুস্থ করে তোলে তারাই হলো নার্স বা সেবিকা। যাদের অনবরত সেবা, শ্রম ও ভালোবাসায় প্রতিদিন হাজার হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরে। যাদের সেবায় মানসিক রোগীর মতো জটিল রোগীকেও সারিয়ে তোলে।
ডাক্তারের পরই চিকিৎসার দ্বিতীয় কাতারে নার্সগণ অতন্দ্র কর্মী হিসেবে কাজ করে যায়। সঠিকভাবে সেবা করতে পারেন একজন প্রশিক্ষিত নার্স। যার মন ও মানসিকতা সর্বদা মানবসেবার জন্য নিবেদিত।
“মানুষ মানুষেরই জন্যে,জীবন জীবনের জন্যে” বিখ্যাত সেই গানের এই জনপ্রিয় প্রথম লাইনটিতে হয়তো অনেকেই আস্থা রাখেন।নাসিং নিয়ে তারাই পড়াশোনা করে যাদের মন মানুষের সেবা করে তৃপ্তি পায়।
“একজন নার্স লালনপালন করে ও সুরক্ষা জোগায় —অসুস্থ, আহত ও বয়স্ক লোকেদের যত্ন নেওয়ার জন্য সবসময় তৈরি থাকে।
অনেকেই মানুষের সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে চান। এমনই সেবামূলক এক পেশা হচ্ছে নার্সিং।
মোবাইলঃ ০১৭৫৫১০০০০০
০১৭১২-২২৪১১৭
টেলিফোন: ০২-৫৫০১৩৯২৯
০২-৫৫০১৪০৫৫
Email.rangdhnursing@gmail.com
website : httip://www.rangdhanunursing.com