04/10/2023
CPR দেওয়ার নিয়ম
যখন কোন রোগী কার্ডিয়াক এরেস্ট হবে তখন তাকে CPR দিব.......
CPR কি?
cardio pulmonary Resuscitation
-C means cardiac
- P means pulmonary
-R means resuscitation
যখন একটা রোগীর Cardiac Arrest হয় তখন হার্ট এবং ফুসফুস দুইটায় বন্ধ হয়ে যায়।
তাই আমরা রোগীকে বাঁচাতে CPR দিয়ে থাকি ।
CPR এর মাধ্যমে বুকের মাঝে খানে চাপ দিয়ে আমরা চেষ্টা করি তার হার্টকে পুনরুজ্জীবিত করার এবং Ambu Bag অথবা Mouth to mouth শ্বাস প্রদান করে হার্টের ফুসফুসে অক্সিজেন পৌঁছানো ।
সোজা কথা একটা স্বাভাবিক মানুষ যে ভাবে তার হার্ট পাম্প করে এবং একই সাথে ফুসফুস অক্সিজেন গ্রহন করে হার্টের পাম্পের মাধ্যমে সারা শরীরে রক্তে মাধ্যমে প্রতিটি সেল বা কোষে পৌছায় মানুষকে জীবিত রাখে । ঠিক তেমনি ভাবে আমরাও CPR এর মাধ্যমে কিছুটা সময় তার বন্ধ কাজটাকে কে চালিয়ে যাওয়ার চেষ্টা করি ।
রোগীর হার্ট এবং ফুসফুস বন্ধের কারনে ৩-৫ মিনিট এর মাধ্যমে শরীরে রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং ব্রেন ডেথ হয়ে যায়। যার ফলে রোগীকে মৃত ঘোষনা করা হয়।
আমাদের কাজ হল যখন কোন রোগীর Cardiac Arrest হবে তখন তাকে CPR এর মাধ্যমে তার হার্টকে সচল রাখা এবং শ্বাস প্রদান করে অক্সিজেন ঘাটতি হতে না দেওয়া ।
কখন শুরু করব CPR?
যখন কোন রোগীর pulse, Respiration, response পাব না তখনই CPR শুরু করতে হবে ।
এটি একটি লাইফ সেভিং পদ্ধতি যার মাধ্যমে বন্ধ হার্টকে পুনরায় চালু করা যায় ।
এই হার্ট বন্ধ হওয়াকে বলা হচ্ছে কার্ডিয়াক এরেস্ট।
কার্ডিয়াক এরেস্ট বুঝার উপায় হচ্ছে >
১. রোগী এবং নিজের জন্য পরিবেশ নিরাপদ কিনা আগে দেখতে হবে ।
কোন বিদুৎ এর তার অথবা অন্য কোন ঝুঁকিপূর্ণ জিনিস আশে পাশে থাকলে সরিয়ে নিন।
২. রোগী conscious or unconscious কিনা দেখে নিতে হবে।
৩. রোগীকে জোরে জোরে ডাকবেন (" আপনি ঠিক আছেন" )
৩.তার পালস্( নাড়ীর স্পন্দন) পাওয়া যাবে না
৪. শ্বাস প্রশ্বাস গ্রহন বা ত্যাগ পাওয়া যাবে না।
সব কিছু আপনাকে ১০ সেকেন্ড এর মধ্য দেখে নিশ্চিত করতে হবে যে এটা কার্ডিয়াক এরেস্ট ।
এবং তাৎক্ষনিক ভাবে CPR শুরু করতে হবে ।
কিভাবে দিবেন CPR
এটাকে আমি দুইভাগে করছি
১, সাধারন পাবলিক -:
যারা মূলত স্বাস্থ্যকর্মী না বা এই ধরনের চিকিৎসা পদ্ধতির সম্পর্কে অবগত নন তাদের জন্য....
উপরের লক্ষণ গুলো দেখার সাথে রোগীর বুকের মাঝ খানে বাম হাতের উপরে দিকে পাঁচ আঙ্গুলের ফাকে ডান হাঁতের আঙ্গুল দিয়ে একটা লক বানাতে হবে এবং রোগীর বুকের মাঝখানে রেখে চাপ দিতে হবে মিনিটে ১০০-১২০ চাপ দিতে হবে ।
এমন ভাবে চাপ দিতে হবে যেন ২-২.৫ ঈঞ্চি ডেবে যায়।
আমেরিকান হার্ট এসোসিয়েশন এর মতে
৩০ : ২ মানে ৩০ টা বুকে চাপ এবং দুইটা মুখে শ্বাস প্রদান করতে হবে।
1. রোগীর কার্ডিয়াক এরেস্ট হলে তার বুকের মাঝ বরাবর ( lower sternum) বাম হাতের আঙ্গুল ভিতর ডান হাতের আঙ্গুল দিয়ে একটা লক বানাবেন ( আপনার যেই হাত সুবিধা, তবে অনেকক্ষন দিতে পারবেন এবং শক্তি বেশী হবে এমন হাত ব্যবহার করবেন) হাতের কবজি উপরের দিক যেটা হাতের তালুর নিচের দিক ঐ জায়গাটা দিয়ে চাপ দিবেন মিনিটে ১০০-১২০ বার।
2. ৩০ টা বুকে চাপ দেওয়ার পর ২ টা মুখ শ্বাস দিতে হবে। তবে আমেরিকান হার্ট এসোসিয়েশন এর মতে মিনিটে ১০০-১২০ চাপ দিলে মুখে অক্সিজেন এতটা জরুরী না কারন ফুসফুসের ইলাস্টিসিটি জন্য কিছুটা অক্সিজেন কিছুটা চাপ এর সময় ব্যাকআপ হয় ।