North Bengal Nursing Home Care

North Bengal Nursing Home Care Dhaka Office

House-243, Block-B, Fakir Alamgir Road

www.nbnhcbd.com
uttorbongohomecare6@gmail.com Contact us from any part of Bangladesh.

We have been providing nursing services for a long time with the aim of providing the right service. Provide Patient Details – Directly from head office, well-trained and well-experienced nurses will be delivered to your address. We provide 24-hour home service to your old sick parents and relatives. We provide well-skilled and well trained, on-call nurses, patient care attendants. Our home service is for those who cannot walk without the help of others.

21/11/2024
With CUCAS-Study in China – I just got recognised as one of their rising fans! 🎉
20/06/2024

With CUCAS-Study in China – I just got recognised as one of their rising fans! 🎉

রংপুর অফিসধাপ কাকুমিলেন, কাতুয়ালী থানা রংপুর জেনারেল হাসপাতালদারুস সালাম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
05/11/2023

রংপুর অফিস
ধাপ কাকুমিলেন, কাতুয়ালী থানা রংপুর জেনারেল হাসপাতাল
দারুস সালাম জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

08/10/2023

Our Services:
1. Nursing Home Care
2. Nursing Home Care.
3. Covid-19 patient care.
4. Patient Care/Care Giving.
5. ICU patient care.
6. Neuro Patient Services.
7. Stroke and Paralysis Rehab.
8. IngTube(NG).
9. Tracheostomy patient care.
10. Dementia Care.
11. Elderly - Geriatric nursing services.
12. Cannula/catheter/insulin pushing.
13. Baby Care.
14. Providing services to pregnant women.
15. Physiotherapy.

Call now to connect with business.

CPR দেওয়ার নিয়মযখন কোন রোগী কার্ডিয়াক এরেস্ট হবে তখন তাকে CPR দিব.......CPR  কি?cardio pulmonary Resuscitation-C means c...
04/10/2023

CPR দেওয়ার নিয়ম

যখন কোন রোগী কার্ডিয়াক এরেস্ট হবে তখন তাকে CPR দিব.......
CPR কি?
cardio pulmonary Resuscitation

-C means cardiac
- P means pulmonary
-R means resuscitation

যখন একটা রোগীর Cardiac Arrest হয় তখন হার্ট এবং ফুসফুস দুইটায় বন্ধ হয়ে যায়।
তাই আমরা রোগীকে বাঁচাতে CPR দিয়ে থাকি ।
CPR এর মাধ্যমে বুকের মাঝে খানে চাপ দিয়ে আমরা চেষ্টা করি তার হার্টকে পুনরুজ্জীবিত করার এবং Ambu Bag অথবা Mouth to mouth শ্বাস প্রদান করে হার্টের ফুসফুসে অক্সিজেন পৌঁছানো ।
সোজা কথা একটা স্বাভাবিক মানুষ যে ভাবে তার হার্ট পাম্প করে এবং একই সাথে ফুসফুস অক্সিজেন গ্রহন করে হার্টের পাম্পের মাধ্যমে সারা শরীরে রক্তে মাধ্যমে প্রতিটি সেল বা কোষে পৌছায় মানুষকে জীবিত রাখে । ঠিক তেমনি ভাবে আমরাও CPR এর মাধ্যমে কিছুটা সময় তার বন্ধ কাজটাকে কে চালিয়ে যাওয়ার চেষ্টা করি ।
রোগীর হার্ট এবং ফুসফুস বন্ধের কারনে ৩-৫ মিনিট এর মাধ্যমে শরীরে রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং ব্রেন ডেথ হয়ে যায়। যার ফলে রোগীকে মৃত ঘোষনা করা হয়।

আমাদের কাজ হল যখন কোন রোগীর Cardiac Arrest হবে তখন তাকে CPR এর মাধ্যমে তার হার্টকে সচল রাখা এবং শ্বাস প্রদান করে অক্সিজেন ঘাটতি হতে না দেওয়া ।

কখন শুরু করব CPR?

যখন কোন রোগীর pulse, Respiration, response পাব না তখনই CPR শুরু করতে হবে ।
এটি একটি লাইফ সেভিং পদ্ধতি যার মাধ্যমে বন্ধ হার্টকে পুনরায় চালু করা যায় ।
এই হার্ট বন্ধ হওয়াকে বলা হচ্ছে কার্ডিয়াক এরেস্ট।

কার্ডিয়াক এরেস্ট বুঝার উপায় হচ্ছে >

১. রোগী এবং নিজের জন্য পরিবেশ নিরাপদ কিনা আগে দেখতে হবে ।
কোন বিদুৎ এর তার অথবা অন্য কোন ঝুঁকিপূর্ণ জিনিস আশে পাশে থাকলে সরিয়ে নিন।
২. রোগী conscious or unconscious কিনা দেখে নিতে হবে।

৩. রোগীকে জোরে জোরে ডাকবেন (" আপনি ঠিক আছেন" )

৩.তার পালস্( নাড়ীর স্পন্দন) পাওয়া যাবে না

৪. শ্বাস প্রশ্বাস গ্রহন বা ত্যাগ পাওয়া যাবে না।

সব কিছু আপনাকে ১০ সেকেন্ড এর মধ্য দেখে নিশ্চিত করতে হবে যে এটা কার্ডিয়াক এরেস্ট ।
এবং তাৎক্ষনিক ভাবে CPR শুরু করতে হবে ।

কিভাবে দিবেন CPR

এটাকে আমি দুইভাগে করছি
১, সাধারন পাবলিক -:
যারা মূলত স্বাস্থ্যকর্মী না বা এই ধরনের চিকিৎসা পদ্ধতির সম্পর্কে অবগত নন তাদের জন্য....
উপরের লক্ষণ গুলো দেখার সাথে রোগীর বুকের মাঝ খানে বাম হাতের উপরে দিকে পাঁচ আঙ্গুলের ফাকে ডান হাঁতের আঙ্গুল দিয়ে একটা লক বানাতে হবে এবং রোগীর বুকের মাঝখানে রেখে চাপ দিতে হবে মিনিটে ১০০-১২০ চাপ দিতে হবে ।
এমন ভাবে চাপ দিতে হবে যেন ২-২.৫ ঈঞ্চি ডেবে যায়।

আমেরিকান হার্ট এসোসিয়েশন এর মতে
৩০ : ২ মানে ৩০ টা বুকে চাপ এবং দুইটা মুখে শ্বাস প্রদান করতে হবে।

1. রোগীর কার্ডিয়াক এরেস্ট হলে তার বুকের মাঝ বরাবর ( lower sternum) বাম হাতের আঙ্গুল ভিতর ডান হাতের আঙ্গুল দিয়ে একটা লক বানাবেন ( আপনার যেই হাত সুবিধা, তবে অনেকক্ষন দিতে পারবেন এবং শক্তি বেশী হবে এমন হাত ব্যবহার করবেন) হাতের কবজি উপরের দিক যেটা হাতের তালুর নিচের দিক ঐ জায়গাটা দিয়ে চাপ দিবেন মিনিটে ১০০-১২০ বার।

2. ৩০ টা বুকে চাপ দেওয়ার পর ২ টা মুখ শ্বাস দিতে হবে। তবে আমেরিকান হার্ট এসোসিয়েশন এর মতে মিনিটে ১০০-১২০ চাপ দিলে মুখে অক্সিজেন এতটা জরুরী না কারন ফুসফুসের ইলাস্টিসিটি জন্য কিছুটা অক্সিজেন কিছুটা চাপ এর সময় ব্যাকআপ হয় ।

Address

House-243, Block-B, Fakir Alamgir Road Malibagh Chowdhurypara, (Near Clay Mosque),
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when North Bengal Nursing Home Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram