Dr. Md. Abdullah Al Fattah

Dr. Md. Abdullah Al Fattah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md. Abdullah Al Fattah, Doctor, 3/2 Sha Alibag Mirpur 01 Opposite Kiyansi Chines near Aloron School, Amira Medical Health services, Dhaka.

নিয়মিত ডায়াবেটিস, কিডনি, লিভার, রক্তের কোলেসটেরল চেকআপ করুন, ৩ মাস অন্তর চিকিৎসক এর পরামর্শ নিন।মনে রাখবেন শরীর টা আপনার...
27/05/2025

নিয়মিত ডায়াবেটিস, কিডনি, লিভার, রক্তের কোলেসটেরল চেকআপ করুন,
৩ মাস অন্তর চিকিৎসক এর পরামর্শ নিন।
মনে রাখবেন শরীর টা আপনার আর তার সুস্থ রাখার দায়িত্বও আপনার,
আমরা চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকবো,এটা আমাদের দায়িত্ব।

ডা. মোঃ আবদুল্লাহ আল ফাওাহ
চীফ কনসালটেন্ট
ল্যাবএইড ডায়াবেটিস কেয়ার সেন্টার। সাভার।
ওয়াটসআপঃ 01674855319

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
31/05/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

 #পবিত্র_রমাদান_ও_ডায়াবেটিস_রোগীর_প্রস্তুুতি যে সমস্ত ডায়াবেটিক রোগী পবিত্র রমাদা্নে রোজা রাখতে ইচ্ছুক, রমাদান শুরুর পূর...
15/02/2024

#পবিত্র_রমাদান_ও_ডায়াবেটিস_রোগীর_প্রস্তুুতি

যে সমস্ত ডায়াবেটিক রোগী পবিত্র রমাদা্নে রোজা রাখতে ইচ্ছুক, রমাদান শুরুর পূর্বে নফল রোজা রাখতে পারেন
এবং রমাদানের সময় কিভাবে ডায়াবেটিস সহ অন্যান্য ঔষধ সেবন করবেন?
সে ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিবেন।

মনে রাখবেন ডায়াবেটিস রোগীও অন্য সুস্থ লোকেদের মতন নিয়ম ও শর্ত মেনে রোজা পালন করতে পারবেন।

ডা. মোঃ আবদুল্লাহ আল ফাওাহ
চীফ কনসালটেন্ট - ল্যাবএইড ডায়াবেটিস কেয়ার সেন্টার। ল্যাবএইড লিঃ ডায়াগনস্টিক,সাভার।

01/01/2024
আজকে মানিকগঞ্জের সিংগাইর এ সিংগাইর ডায়াবেটিস কেয়ার সেন্টার এর উদ্যোগেবিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন অনুষ্ঠানে।
14/11/2023

আজকে মানিকগঞ্জের সিংগাইর এ
সিংগাইর ডায়াবেটিস কেয়ার সেন্টার এর উদ্যোগে
বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন অনুষ্ঠানে।

আজকে সাভার এ বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন ও পদযাত্রা অনুষ্ঠানে।
14/11/2023

আজকে সাভার এ
বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন ও পদযাত্রা অনুষ্ঠানে।

২৯ অক্টোবর,  #বিশ্ব_স্ট্রোক_দিবস।⭕ স্ট্রোকের লক্ষণঃ▪️মুখ, বাহু বা পায়ের হঠাৎ অসাড়তা বা দুর্বলতা, বিশেষ করে শরীরের একপা...
30/10/2023

২৯ অক্টোবর, #বিশ্ব_স্ট্রোক_দিবস।

⭕ স্ট্রোকের লক্ষণঃ

▪️মুখ, বাহু বা পায়ের হঠাৎ অসাড়তা বা দুর্বলতা, বিশেষ করে শরীরের একপাশে।
▪️হঠাৎ বিভ্রান্তি, কথা বলতে বা বুঝতে সমস্যা।
▪️হঠাৎ এক বা উভয় চোখে দেখতে অসুবিধা হওয়া।
▪️হঠাৎ হাঁটতে সমস্যা, মাথা ঘোরা, ভারসাম্য বা সমন্বয় হারানো।
▪️কোনো অজ্ঞাত কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথাব্যথা।

⭕ স্ট্রোক প্রতিরোধে করনীয়ঃ

🔘প্রতিদিন ৩০–৪০ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে।

🔘ধূমপান ও অ্যালকোহলের অভ্যাস থাকলে, তা বাদ দিতে হবে।

🔘ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি।

🔘হেমোরেজিক স্ট্রোক প্রতিরোধ করার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ করা বেশি জরুরি।

🔘উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত ওষুধ খেতে হবে।

🔘প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ সবজি ও ফলমূল রাখা।
#সচেতনতায়ঃ
ডা. মোঃ আবদুল্লাহ আল ফাওাহ

চীফ কনসালটেন্ট - ল্যাবএইড ডায়াবেটিস কেয়ার সেন্টার (ল্যাবএইড ডায়াগনস্টিক লিঃ) সাভার।

 #বুকের_ব্যথাই_যখন_বুকের_ব্যথার_কারনআসলে যদি আমরা বৈজ্ঞানিকভাবে বুকের ব্যথার বিষয়টি চিন্তা করি তাহলে দেখব আমাদের শরীরে ক...
17/10/2023

#বুকের_ব্যথাই_যখন_বুকের_ব্যথার_কারন

আসলে যদি আমরা বৈজ্ঞানিকভাবে বুকের ব্যথার বিষয়টি চিন্তা করি তাহলে দেখব আমাদের শরীরে কী আছে?
আমাদের বুকের এখানে ত্বক রয়েছে, তার নিচে মাংসপেশি আছে। তার ভেতরে দুই পাশে ফুসফুস আছে। তার মাঝখানে রয়েছে আমাদের হার্ট বা হৃদপিণ্ড, এর ভেতর দিয়ে চলে গেছে আমাদের খাদ্যনালি, পেছনে আছে আমাদের মেরুদণ্ডের হাড় এবং এর প্রত্যেকটি থেকে স্নায়ুগুলো ছড়িয়ে গেছে, তার ঠিক নিচেই আছে আমাদের পাকস্থলি, ডান পাশে লিভার এবং বাম পাশে স্প্লিন, এই যন্ত্রগুলোর যেকোনোটি থেকেও কিন্তুু বুকের ব্যথা হতে পারে।

কেউ যদি বুকের ব্যথার কথা বলে তার বয়স জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যদি কোনো বাচ্চার বুকের ব্যথা হয় তাহলে চিন্তা করবো, সে খেলতে গিয়ে বুকে ব্যথা পেয়েছে কিনা? তাহলে আমি চিন্তা করবো তার মাংসে বা হাড়ে কোনো সমস্যা হয়েছে কি না?
এই বুকের ব্যথা যদি খুব ছোটো বাচ্চার হয়, তার শ্বাস টানতে কষ্ট হয় তখন নিউমোনিয়ার কথা চিন্তা করব।

এই বুকের ব্যথা যদি চামড়ার উপরে দানাদার রূপ নিয়ে হয়, তাহলে চিন্তা করব হারপিসজোস্টার কি না?

যদি একজন বয়স্ক লোকের ঘাড় থেকে ব্যথাটা যায়, চিন্তা করবো এটি সারভাইক্যাল স্পোনডালাটিস কি না?
বুকের ব্যথা যদি একজন মধ্য বয়সী নারীর হয় বেশির ভাগ কারণ হয় পিত্তথলির পাথর।

অনেক সময় পাকস্থলী থেকে এসিড উপরের দিকে উঠে আসে তখন এটি এসিডিটি'র থেকে বুকে ব্যাথা
কি না চিন্তা করতে হয়।
কখনো ফুসফুসের সংক্রমণে বুকে ব্যথা হতে পারে। অনেক ভাইরাল ইনফেকশন থেকে বুকে ব্যথা হতে পারে
বুকের ব্যথা হলে, এখন একজন পুরুষ বা নারী যার বয়স ত্রিশের উপরে তার যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে যেমনঃ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কোলেস্টেরল বা সে যদি ধূমপায়ী হয়, অথবা যদি তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করে, তার পরিবারের কারো যদি ইতিহাস থাকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের বা বাইপাস সার্জারির বা এনজিও প্লাস্টি করা হয়েছে, তখন অবশ্যই চিন্তা করা দরকার এটি ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক সংক্রান্ত বিষয় কি না??

ডা: মো: আবদুল্লাহ আল ফাওাহ
চীফ কনসালটেন্ট
ল্যাবএইড ডায়াবেটিস কেয়ার সেন্টার (ল্যাবএইড ডায়াগনস্টিক লিঃ) সাভার।

Address

3/2 Sha Alibag Mirpur 01 Opposite Kiyansi Chines Near Aloron School, Amira Medical Health Services
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Abdullah Al Fattah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category