17/10/2023
#বুকের_ব্যথাই_যখন_বুকের_ব্যথার_কারন
আসলে যদি আমরা বৈজ্ঞানিকভাবে বুকের ব্যথার বিষয়টি চিন্তা করি তাহলে দেখব আমাদের শরীরে কী আছে?
আমাদের বুকের এখানে ত্বক রয়েছে, তার নিচে মাংসপেশি আছে। তার ভেতরে দুই পাশে ফুসফুস আছে। তার মাঝখানে রয়েছে আমাদের হার্ট বা হৃদপিণ্ড, এর ভেতর দিয়ে চলে গেছে আমাদের খাদ্যনালি, পেছনে আছে আমাদের মেরুদণ্ডের হাড় এবং এর প্রত্যেকটি থেকে স্নায়ুগুলো ছড়িয়ে গেছে, তার ঠিক নিচেই আছে আমাদের পাকস্থলি, ডান পাশে লিভার এবং বাম পাশে স্প্লিন, এই যন্ত্রগুলোর যেকোনোটি থেকেও কিন্তুু বুকের ব্যথা হতে পারে।
কেউ যদি বুকের ব্যথার কথা বলে তার বয়স জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যদি কোনো বাচ্চার বুকের ব্যথা হয় তাহলে চিন্তা করবো, সে খেলতে গিয়ে বুকে ব্যথা পেয়েছে কিনা? তাহলে আমি চিন্তা করবো তার মাংসে বা হাড়ে কোনো সমস্যা হয়েছে কি না?
এই বুকের ব্যথা যদি খুব ছোটো বাচ্চার হয়, তার শ্বাস টানতে কষ্ট হয় তখন নিউমোনিয়ার কথা চিন্তা করব।
এই বুকের ব্যথা যদি চামড়ার উপরে দানাদার রূপ নিয়ে হয়, তাহলে চিন্তা করব হারপিসজোস্টার কি না?
যদি একজন বয়স্ক লোকের ঘাড় থেকে ব্যথাটা যায়, চিন্তা করবো এটি সারভাইক্যাল স্পোনডালাটিস কি না?
বুকের ব্যথা যদি একজন মধ্য বয়সী নারীর হয় বেশির ভাগ কারণ হয় পিত্তথলির পাথর।
অনেক সময় পাকস্থলী থেকে এসিড উপরের দিকে উঠে আসে তখন এটি এসিডিটি'র থেকে বুকে ব্যাথা
কি না চিন্তা করতে হয়।
কখনো ফুসফুসের সংক্রমণে বুকে ব্যথা হতে পারে। অনেক ভাইরাল ইনফেকশন থেকে বুকে ব্যথা হতে পারে
বুকের ব্যথা হলে, এখন একজন পুরুষ বা নারী যার বয়স ত্রিশের উপরে তার যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে যেমনঃ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কোলেস্টেরল বা সে যদি ধূমপায়ী হয়, অথবা যদি তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করে, তার পরিবারের কারো যদি ইতিহাস থাকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের বা বাইপাস সার্জারির বা এনজিও প্লাস্টি করা হয়েছে, তখন অবশ্যই চিন্তা করা দরকার এটি ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক সংক্রান্ত বিষয় কি না??
ডা: মো: আবদুল্লাহ আল ফাওাহ
চীফ কনসালটেন্ট
ল্যাবএইড ডায়াবেটিস কেয়ার সেন্টার (ল্যাবএইড ডায়াগনস্টিক লিঃ) সাভার।