Blood Donors & Humanity Society of Keranigonj - BDHSK

Blood Donors & Humanity Society of Keranigonj - BDHSK You can't buy life someone with money, but you can save someone's life by donating blood.

11/01/2023

সিগারেট খেতে,মদ খেতে,প্রেম করতে,বাবা মায়ের অনুমতি লাগেনা আর এক ব‍্যাগ রক্ত দিতে গেলেই বাবা মায়ের বাধ‍্য সন্তান হয়ে যান। বাবা মায়ের অনুমতি ছাড়া দেয়া যাবেনা।🙄

ইচ্ছা থাকলে রক্তদান করা যাই💝অন্ধ ভাইটি যদি মানবতার  জন্য সেচ্ছায় রক্তদান করতে পারে তবে আপনি কেনো অজুহাত  দেখান রক্তদানের...
10/01/2023

ইচ্ছা থাকলে রক্তদান করা যাই💝
অন্ধ ভাইটি যদি মানবতার জন্য সেচ্ছায় রক্তদান করতে পারে তবে আপনি কেনো অজুহাত দেখান রক্তদানের সময়।

অনেক সুন্দর একটি উদ্যোগ ডাঃ সুমাইয়া আপুর জন্য দোয়া ও শুভকামনা রইল।➡️রাজশাহীতে মাত্র ১ টাকায় রোগী দেখছেন ডাঃ সুমাইয়া ডা...
10/01/2023

অনেক সুন্দর একটি উদ্যোগ ডাঃ সুমাইয়া আপুর জন্য দোয়া ও শুভকামনা রইল।
➡️রাজশাহীতে মাত্র ১ টাকায় রোগী দেখছেন ডাঃ সুমাইয়া

ডাঃ সুমাইয়া বিনতে মোজাম্মেল (এমবিবিএস) তার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন!

তিনি লিখেছেন, "আব্বুর জনসেবার ছোট্ট একটা ইচ্ছা পুরণের চেষ্টা।

May Allah help me!
keep me in your prayers ❤️
Feel free to inbox in my page. Please Don't text in my personal account. Your text Will get more priority in page. Thanks in advanced
https://www.facebook.com/drsumyyamozammel/"

ডাঃ সুমাইয়ার চেম্বার এর ঠিকানাঃ মনিচত্বর, শিবগঞ্জ সুইটস এর পশ্চিম পাশে, রাজশাহী।
রোগী দেখার সময়ঃ সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত (শনি-বৃহস্পতিবার)
মোবাঃ ০১৭৫৯৯৭২২৩২

09/01/2023

আমরা সবাই নিজেদের ফ্রেন্ড লিস্টে থাকা কিছু মানুষকে ইনভাইট করে এই মহৎ কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দেই।

09/01/2023

ডিপ্রেশনে ভুগছেন?
নিকটস্থ একটা হসপিটালে গিয়ে একজন মুমূর্ষু রোগীকে এক ব্যাগ লাল ভালোবাসা দান করে আসুন,দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে 🙂

09/01/2023

কখন রক্তদান করা যাবে না-
১. এইচআইভি, হাইপারটেনশন, কার্ডিয়াক অ্যারেস্ট, মৃগীরোগ বা হেপাটাইটিস থাকলে।

২. ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে সুস্থ হওয়ার কমপক্ষে এক বছর না হওয়া পর্যন্ত রক্ত দেয়া যাবে না। কারণ এক বছর পর্যন্ত ম্যালেরিয়ার জীবাণু শরীরে থাকতে পারে।

৩. আপনার দেহে হিমোগ্লোবিনের মাত্রা পর্যাপ্ত না থাকলেও সাময়িক সময়ের জন্যে আপনাকে রক্তদানে বিরত থাকতে হবে। পুরুষদের ক্ষেত্রে এটা ১২.৫ এবং মহিলাদের ক্ষেত্রে এটা ১৩।

৪. আকুপাংচার, কান ফুটো বা ট্যাটু করাবার সাথে সাথেই রক্তদান করা যাবে না। তাছাড়া সে সুঁই দিয়ে করা হয়েছে, তা জীবাণুমুক্ত ছিল কি না- এটা যদি নিশ্চিত জানা না থাকে তাহলে একবছর অপেক্ষা করতে হবে।

৫. ফ্লুতে আক্রান্ত হলে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৬. গর্ভবতী এবং সদ্য প্রসব করেছেন এমন মায়েরাও রক্তদান করতে পারবেন না।

৭. ব্লাড ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি রক্তদান করতে পারবেন না। তবে অন্যান্য ক্যান্সারে আক্রান্ত কেউ তার সর্বশেষ সার্জারি, কেমোথেরাপি বা রেডিয়েশনের পাঁচ বছর অতিক্রম হওয়ার পর রক্তদান করতে পারবেন।

৮. রক্তদানের ২৪ ঘণ্টার পূর্বে যদি কেউ মদ্যপান করে।

৯. নিজের দেহে রক্ত নিলে অন্তত একবছর অপেক্ষা করতে হবে।

১০. বিদেশে গেলে ফিরে আসার পর কিছুদিন অপেক্ষা করতে হবে।

১১. দাঁত বা মুখের কোনো অপারেশন হলে অপেক্ষা করতে হবে।

১২. ধূমপান করার চার ঘণ্টা পর্যন্ত রক্তদান করা যাবে না।

১৩. বড় কোনো সার্জারি হয়ে থাকলে কমপক্ষে ৬ মাস এবং ছোট সার্জারি হলে কমপক্ষে ২ মাস অপেক্ষা করতে হবে।

১৪. এন্ডোস্কোপি করাবার পর কমপক্ষে চার মাস পর্যন্ত রক্তদান করা যাবে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Donors & Humanity Society of Keranigonj - BDHSK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blood Donors & Humanity Society of Keranigonj - BDHSK:

Share

Category