Dr. Sharmin Abbasi.

Dr. Sharmin Abbasi. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sharmin Abbasi., Dhaka.

24/06/2024

বেশ কয়েক বছর বিয়ে হয়ে গিয়েছে? এবার ভবিষ্যত্‍ পরিকল্পনা করছেন? ঠিক সময়ে সঙ্গম করুন, গর্ভধারণ অবধারিত। আর তা না হলে চেষ্টার পর চেষ্টা। তাই আগে থেকে জেনে নিন কোন সময়ে সেক্স করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারপর পরিকল্পনা করুন।

গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেনস্ট্রুয়াল সাইকেল। কবে পিরিয়ডস শেষ হয়েছে খেয়াল রাখুন। ওভিলিউশনের এক থেকে দু’দিনের মধ্যে যৌন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা প্রবল। কী এই ওভিলিউশন? ডিম্বাশয় থেকে ডিম্বানু নিঃসরণ হলে তাকে বলে ওভিলিউশন।

সাধারণত মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার ১৪ দিন আগে ওভিলিউশন শুরু হয়। এই সময় স্তনে অন্য ধরনের অনুভূতি হয়। অনেকের আবার মাঝেমধ্যে যন্ত্রণাও হয়। তবে ওভিলিউশন সবচেয়ে ভাল বোঝা যায় যৌন আকাঙ্ক্ষা থেকে। এই সময় মহিলাদের যৌন আকাঙ্ক্ষা অনেক বেড়ে যায়।

ভ্যাজাইনা থেকে যে পদার্থ নিঃসরণ হয়, সেটিরও এই সময় পরিবর্তন ঘটে। এই সময় ওই পদার্থটি অনেক বেশি পিচ্ছিল ও হালকা হয়ে যায়। গোটা বিষয়টি বোঝার জন্য আপনি ভ্যাজাইনায় পরিষ্কার টিস্যু বা টয়লেট পেপার দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।

ওভিলিউশনের সময় পিঠ ও পেটে ব্যথা হয়। পিরিওডস শুরু হওয়ার ১৪ দিন আগে থেকে এই ব্যথা অনুভূত হয়। পিঠের নিচে কোমরের জায়গায় ও পেটের একদিকে সাধারণত যন্ত্রণা হয়।

ওভিলিউশন শুরুর দিন পাঁচেক আগে গর্ভধারণের সম্ভাবনা থাকে বেশি। এই সময় সেক্স করলে বেশিরভাগ ক্ষেত্রে গর্ভধারণ প্রায় অবশ্যম্ভাবী। কারণ, এটাই নিষেকের একেবারে অব্যর্থ সময় বলে চিকিত্‍সকরা বলে থাকেন।

তবে ওভিলিউশনের প্রথম এক বা দু’দিনের মধ্যে সেক্স করলেও গর্ভধারণের সম্ভাবনা থাকে।যদি মেনস্ট্রুয়াল সাইকেল অনিয়মিত হয় তবে গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা দেখা যায়। কারণ ওভিলিউশনের উপর প্রভাব পড়ে।

এক্ষেত্রে চিকিত্‍সকের পরামর্শ নিয়ে এগোনোই ভাল। কাজেই, আকাঙ্খার সঙ্গে একটু সময় মিলিয়ে সেক্স করলেই, সংসারে নতুন অতিথির আগমন নিশ্চিত।

26/12/2023

Thank you

অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাসস্তন ক্যান্সারের লক্ষণ সমূহ ঃ* স্তনে চাকা। * স্তনবৃন্ত কুঁচকে যাওয়া। * স্তনবৃন্ত...
29/10/2023

অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস

স্তন ক্যান্সারের লক্ষণ সমূহ ঃ

* স্তনে চাকা। * স্তনবৃন্ত কুঁচকে যাওয়া। * স্তনবৃন্ত থেকে রক্ত পড়া।

* স্তনে ক্ষত সৃষ্টি হওয়া। * বগলে গোটা দেখা দেওয়া।

স্তন ক্যান্সার ছড়িয়ে পরার লক্ষণ ঃ

* চাকা বড় হয়ে হয়ে বুকের হাড়ের সাথে লেগে যাওয়া।

* ঢাকা থেকে পুঁজ রক্ত হওয়া।

* জ্বর, কাশি, রক্তকাশ, জন্ডিস, পেটে পানি আসা, শরীরের ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা ইত্যাদি এসব লক্ষণ দেখা দিলে সার্জারি ডাক্তারের পরামর্শ নিন।

কি কি পরীক্ষা দ্বারা এ রোগ নির্ণয় করা যায় :

আল্ট্রাসনোগ্রাফী * ম্যামোগ্রাফী * এফ.এন.এ.সি

*

* কোর বায়োপসি * সিটি স্ক্যান * এম.আর.আই

স্তন ক্যান্সারের চিকিৎসা :

* সার্জারি * কেমোথেরাপি * রেডিওথেরাপি * হরমোন থেরাপি * ইমিউনোথেরাপি।

আতংকিত না হয়ে চিকিৎসা

নিলে ক্যান্সার নিরাময় হয়।

Dr. Sharmin Abbasi.

স্বাস্থ্যজেনে নিন যৌন রোগের লক্ষণ★আমাদের মানবদেহ নানা রোগের বসতি। বর্তমানে ওমিক্রন; এমন সব ভয়ানক রোগে মানুষ আক্রান্ত হয়,...
03/09/2023

স্বাস্থ্য

জেনে নিন যৌন রোগের লক্ষণ

★আমাদের মানবদেহ নানা রোগের বসতি। বর্তমানে ওমিক্রন; এমন সব ভয়ানক রোগে মানুষ আক্রান্ত হয়, যা কখনও চিন্তাও করেন না। আবার অনেকেই আছেন যারা কিছু কিছু রোগের কথা লজ্জায় কাউকে বলতে পারেন না। যার ফলাফল এক সময় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সাধারণত যৌন রোগে আক্রান্ত পুরুষ শারীরিক সম্পর্কের সময় তার সঙ্গীর দেহে এসব রোগ সংক্রমিত করে। এ কারণে এগুলোকে যৌন সংক্রমিত রোগ বলা হয়। বহুসংখ্যক যুবক এই রোগে আক্রান্ত হতে পারে। তবে আমাদের দেশের মানুষ যৌন রোগে আক্রান্ত হলেও বিষয়টি লুকিয়ে রাখে। এমনকি চিকিৎসকের কাছে পর্যন্ত অনেক বিষয় গোপন করেন। যা করা আদৌ উচিত নয়। এই রোগ পুরুষ বা নারী উভয়েরই হতে পারে। সঠিক সময়ে যৌন রোগের চিকিৎসা না নিয়ে অবহেলা করলে ক্ষতির পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে। তবে অনেকে এ সমস্যা বুঝতেই পারেন না। তাই সতর্ক থাকতে দেরি না করে চলুন জেনে নেয়া যাক যৌন রোগের লক্ষণ ও প্রতিকারের উপায়- যৌন রোগের কিছু লক্ষণ : পুরুষের লিঙ্গ থেকে সাদা বা হলদে (হালকা হলুদ) রঙের এক প্রকার পদার্থ নিঃসৃত হয় এবং প্রসাবের সময় ব্যথা হয়। আরও মনে রাখুন-
* যৌন রোগী শারীরিক সম্পর্কের মাধ্যমে সঙ্গীর দেহে রোগ সংক্রমিত করে। এসব রোগ যাদের আছে অনেক সময় তারা তা জানেন না অথবা রোগের প্রতি নজর দেন না।
* একাধিক সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনে যৌন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
* যৌনাঙ্গ যদি প্রতিদিন, বিশেষ করে প্রতিবার শারীরিক সম্পর্কের পর পরিষ্কার করা না হয়, তাহলে যৌন রোগের ঝুঁকি বেড়ে যায়। যথাসময়ে চিকিৎসা না হলে যা ঘটতে পারে-
* সংক্রমণের চিকিৎসা যদি তাড়াতাড়ি না হয়, তাহলে তা যৌনাঙ্গের বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে।
* নারীদের জরায়ু টিউব ও ডিম্ব কোষ এবং পুরুষের বেলায় অ-কোষ আক্রান্ত হয়।
* নারীরা প্রথম দিকে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়তে পারেন। পরবর্তীতে বন্ধ্যত্ব, বার বার বাচ্চা নষ্ট হওয়া অথবা মৃত বাচ্চা প্রসব হতে পারে।
* পুরুষেরা সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন।
* আক্রান্ত পুরুষ অথবা নারীর সঙ্গীর মধ্যে রোগ ছড়িয়ে পড়বে।
* প্রসূতি নারীর যৌন রোগের চিকিৎসা না হলে বাচ্চাও যৌন রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। যৌন রোগ প্রতিরোধ : যৌন রোগ প্রতিকারের জন্য যৌবনের শুরুতেই রোগের কারণ ও মারাত্মক পরিণতি সম্পর্কে জানা ও সচেতন হওয়া দরকার। আরও যা যা করতে হবে-
* কনডমের সঠিক ব্যবহার অনেক ক্ষেত্রে যৌনরোগ প্রতিরোধ করে।
* একাধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে। এছাড়া শারীরিক সম্পর্কের পর যৌনাঙ্গ ধুয়ে পরিষ্কার রাখতে হবে।
* রোগীর যৌনসঙ্গীর চিকিৎসা নিশ্চিত করতে হবে, যাতে এ রোগ অন্যদের মধ্যে না ছড়ায়। প্রয়োজনে কনডম ব্যবহার করতে হবে।
* কেউ যদি মনে করে তার যৌন রোগ আছে তাহলে যত দ্রুত সম্ভব পরীক্ষা এবং চিকিৎসা করানো উচিত। শুরুতে যৌন রোগের চিকিৎসা করা সহজ, কিন্তু পরে চিকিৎসা করা খুবই কঠিন। শৈল চিকিৎসা : পুরুষ বা নারী যেই হোক না কেন যৌন রোগের কোন প্রকার লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই চিকিৎসা গ্রহণ করা উচিত। তবে কেউ যেন কোন প্রকার যৌন রোগে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ নজর দেয়া উচিত। বন্ধুবান্ধব কেউ আক্রান্ত হলে তাৎক্ষণিক কোন সংকোচ না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেয়া উচিত। সতর্কতা ও সমাধান : ধূমপান, মদপান, হেরোইন, মরফিন, প্যাথেড্রিন, ড্রাগের অপব্যবহার ইত্যাদি সবধরনের নেশা পরিত্যাগ করতে হবে। যৌন রোগ আক্রান্ত সঙ্গীর সঙ্গে যৌন সহবাস না করা। সবসময় রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও মানসিকভাবে শান্ত থাকা। তবে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমেই চিকিৎসা গ্রহণ করেও এর স্থায়ী সুস্থতা লাভ করা যায়। খাদ্যাভ্যাস : পুরুষত্বহীনতা কমাতে চিকিৎসার পাশাপাশি সঠিক খাদ্যাভাসও পারে এ রোগ হতে মুক্তি দিতে। দৈনিক কাঠবাদামসহ যে কোন বাদাম, ছোলা রাতে ভিজিয়ে সকালে খেলে শুক্রানুর স্বল্পতা রোধ করা সম্ভব। এছাড়াও গাঢ় লাল রঙের টমেটো পুরুষের দেহে পুরুষত্বহীনতা রোধ করে। প্রচুর ফলমূল ও শাকসবজী খেলেও পুরুষত্বহীনতা হতে মুক্তি পাওয়া সম্ভব। যৌন ক্ষমতার জন্য রসুন খুবই কার্যকর। লাল আটার রুটির সঙ্গে রসুন খেলে শুক্রানু বৃদ্ধি পায় যৌন ক্ষমতাও বাড়ায়। যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য পেঁয়াজ অত্যন্ত কার্যকরী। গাজর যৌনক্ষমতা বৃদ্ধির জন্য উত্তম কলা ভিটামিন বি ও ব্রমেলেইন নামক এনজাইমের চমৎকার উৎস, যা দৈহিক শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুক্রানু উৎপাদন করে পুরুষত্বহীনতা দূর করে। প্রতিদিন আপেল খেলেও দৈহিক শক্তির বৃদ্ধির সঙ্গে যৌবন শক্তি বৃদ্ধি পায়। তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই সব কিছু গ্রহণ করা উচিত।

বিস্তারিত জানতে মেসেজ করুন,,সেবা নিন সুস্থ্য থাকুন,
30/08/2023

বিস্তারিত জানতে মেসেজ করুন,,
সেবা নিন সুস্থ্য থাকুন,

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sharmin Abbasi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram