জরুরী প্রয়োজনে রক্তের সন্ধান।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জরুরী প্রয়োজনে রক্তের সন্ধান।

জরুরী প্রয়োজনে রক্তের সন্ধান। ডাঃ যখন রক্ত লাগবে বলে সবাই টেনশনে পরে যাই রক্ত পাবো কোথায়, সেই টেনশন আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ

01/08/2022

রক্তের গ্রুপ কী?

সাধারণত মানব দেহে আট ধরনের রক্ত দেখা যায়। সেগুলি হল, এ+, ও+, বি+, এবি+, এ-, ও-, বি-, এবি-। উল্লেখ্য, এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় বি+ রক্ত এবং সবচেয়ে কম এবি- রক্তের গ্রুপ। রক্তে তিনটি অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতি অনুসারে রক্তের গ্রুপ নির্ধারিত হয়। এই তিনটি অ্যান্টিজেন হল, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন ও আর এইচ ফ্যাক্টর অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন অনুসারে এক জন অপর জনকে রক্ত দিতে পারে। রক্তের গ্রুপ যদি ভুল হয়, তবে গুরুতর শারীরিক সমস্যা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে।

01/08/2022

রক্ত দেওয়ার নিয়ম

ইচ্ছে থাকলেও যে কেউ রক্ত দিতে পারবেন, তা নয়। যে কোনও দেশের স্বাস্থ্যব্যবস্থা একই সঙ্গে রক্তদাতা ও গ্রহীতার স্বাস্থ্যের দিকে নজর রাখে।

* রোগ থাকলে: দাতার কোনও ছোঁয়াচে বা রক্ত দ্বারা বাহিত হতে পারে এমন অসুখ থাকলে, তিনি রক্ত দিতে পারবেন না।

এ ছাড়া, এডস, হার্টের রোগ, হাইপারটেনশন, ক্যানসার, এপিলেপ্সি, কিডনির অসুখ ও ডায়াবিটিস থাকলে রক্ত দেওয়া নিষেধ। যাঁদের অ্যানিমিয়া রয়েছে, রক্ত দেওয়ায় নিষেধ রয়েছে তাঁদেরও। হিমোগ্লোবিন যদি ১২.৫-এর নীচে হয়, তা হলে রক্ত দেওয়া যাবে না। পালস রেট যদি ৫০-এর কম ও ১০০-এর বেশি হয়, তা হলেও রক্ত নেওয়া হয় না। এ ছাড়া, হাঁপানি, টিবি বা কোনও ধরনের অ্যালার্জি থাকলেও রক্ত নেওয়া হয় না।

* বয়স ও ওজন: দাতার বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। কম পক্ষে ৫০ কেজি ওজন না হলে রক্ত দেওয়া বারণ। রক্ত দেওয়ার সময় দৈহিক তাপমাত্রা থাকতে হবে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রক্তচাপের সিস্টোলিক থাকতে হবে ১০০-১৮০, ডায়াস্টোলিক ৫০-১০০।

* পিয়ার্সিং ও ট্যাটু: রক্ত দানের আগের ছ’মাসের মধ্যে যদি ট্যাটু বা পিয়ার্সিং করানো হয়, তা হলেও রক্ত দেওয়া যাবে না।

* টিকাকরণ: রেবিজ়, হেপাটাইটিস বি টিকা নেওয়ার পর কম করে ছ’মাস পরে রক্তদান করা উচিত। তবে কোভিডের টিকা নেওয়ার দু’ থেকে তিন সপ্তাহ পর রক্ত দান করা যেতে পারে বলে কোনও কোনও ডাক্তারের মত।

* মদ্যপান: রক্ত দান করার আগের ২৪ ঘণ্টায় মদ্যপান করা চলবে না।

* গর্ভাবস্থায়: গর্ভবতী বা সদ্য মা হয়েছেন এমন মহিলা রক্তদান করতে পারেন না। এ ছাড়া, মিসক্যারেজ হওয়ার ছ’মাসের মধ্যে রক্তদান নিষিদ্ধ।

01/08/2022

রক্তদানের উপকারিতা

রক্তদানের প্রথম এবং প্রধান কারণ,একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে।
রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।
নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে। চার বছর ধরে ১২০০ লোকের ওপর এ গবেষণা চালানো হয়েছিলো।
নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।[৪]
প্রতি পাইন্ট (এক গ্যালনের আট ভাগের এক ভাগ) রক্ত দিলে ৬৫০ ক্যালরি করে শক্তি খরচ হয়। অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে উল্লেখ আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।

রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশ...
01/08/2022

রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়।

উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশির ভাগ রক্তদাতাই সমাজসেবামূলক[১] কাজ হিসেবে রক্তদান করেন, তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোন ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যত প্রয়োজনে রক্ত পেতে পারেন। রক্তদান অপেক্ষাকৃত নিরাপদ, তবে কিছু রক্তদাতার যে জায়গায় সূঁচ প্রবেশ করানো হয় সেখানে কালশিরে পড়ে, আবার কেউ কেউ রক্তদানের পর দুর্বলতা অনুভব করেন।

সম্ভাব্য রক্তদাতার রক্ত ব্যবহার যে সব কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে তার সবকিছুই পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলোর মধ্যে রক্তের মাধ্যমে ছড়ায় এমন রোগ (যেমন এইচআইভি ও ভাইরাল হেপাটাইটিস) এর পরীক্ষা অন্তর্ভুক্ত। রক্তদাতাকে তার চিকিৎসার ইতিহাস জিজ্ঞাসা করা হয় এবং তার একটি সংক্ষিপ্ত শারীরিক পরীক্ষা করা হয় তা নিশ্চিত করার জন্যে যে রক্তদান তার শরীরের জন্যে ক্ষতিকর হবে না। একজন রক্তদাতা কতদিন পরপর রক্তদান করতে পারবেন তা নির্ভর করে তিনি কী দান করছেন তার ওপর এবং যে দেশে রক্তদান সম্পন্ন হচ্ছে সে দেশের আইনের উপর । তবে প্রতি চারমাস অন্তর অর্থাৎ ১২০ দিন পর পর মানবদেহে নতুন রক্ত তৈরি হয়।

গৃহীত রক্তের পরিমাণ ও পদ্ধতি ভিন্ন হতে পারে, তবে সাধারণতঃ ৫০০ মিলিলিটার (অথবা প্রায় ১ ইউএস পাইন্ট)[২]সম্পূর্ণ রক্ত নেওয়া হয়। পরিসঞ্চালনে ব্যবহৃত বেশির ভাগ রক্ত উপাদানই অল্প আয়ু বিশিষ্ট, এবং এ কারণে অপরিবর্তিত সরবরাহ নিশ্চিত করা একটি সব সময়কার সমস্যা।

26/07/2022

যারা এই পেইজে এড হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

দয়া করে আপনারা এই পেইজ টা শেয়ার এবং ইনভাইট করে অন্যদের কেও এড করার সুযোগ করে দিন, আমাদের শেয়ারে এবং প্রচারে হয়তো কারো না কারো প্রয়োজন হয়ে যেতে পারে।

ধন্যবাদান্তে
পেইজ এডমিন

26/07/2022

পৃথিবীতে খুব কম সংখ্যক লোক রক্ত দান করে থাকে। আর এর মূল কারণ হল- রক্ত দানের উপকারিতা সম্পর্কে সচেতন না হওয়া। অনেকে মনে করেন, রক্ত দান করা শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। রক্ত দান লিভার, অগ্ন্যাশয় এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি হ্রাস করে। এখানে দেওয়া রক্ত দান নিয়ে উক্তি গুলি পড়ুন, তাহলে রক্ত দানের উপকারিতা সম্পর্কে অবগত হতে পারবেন।

26/07/2022

রক্ত দান নিয়ে উক্তি
1.রক্ত দান করা একটি গর্ব করার বিষয়। কারণ আপনি এমন কিছু করেছেন যা 3 জনের জীবন বাঁচাতে পারে।

2.রক্ত দিয়ে স্থাপিত বন্ধন এবং সম্পর্ক গুলি অর্থ দিয়ে প্রতিষ্ঠিত বন্ধন এবং সম্পর্কের চেয়ে অনেক বেশী।

3.রক্তদানের গুরুত্ব স্কুলে শেখানো উচিত, যাতে সবাই এর উপকারিতা সম্পর্কে সচেতন হয়।

4.জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।

5.নিয়মিত রক্তদান করে অন্যের বিপদে এগিয়ে আসুন। তাহলে আপনার বিপদেও সবাই এগিয়ে আসবে।

6.রোগীর জন্য না হলে, অন্তত সেই মায়ের জন্য রক্ত ​​দান করুন যে তার ছেলে হারানোর বেদনা সহ্য করতে পারে না।

7.আপনি টাকা দিয়ে কারোর জন্য জীবন কিনতে পারবেন না। কিন্তু আপনি রক্ত ​​দান করে কারোর জীবন বাঁচাতে পারেন।

8.বিধাতা আপনাকে যা দিয়েছেন তা থেকে মানুষকে দান করুন। এটা অবশ্যই আপনার কাছে বৃহত্তর মূল্যের সাথে ফিরে আসবে।

9.রক্তের কোন ধর্ম নেই। একজন খ্রিস্টান রক্ত ​​দিতে পারেন, একজন মুসলিম রক্ত ​​দিতে পারেন, একজন হিন্দু রক্ত ​​দিতে পারেন।

10.একবার যদি লোকজন রক্তদানকে তাদের কর্তব্য হিসাবে বিবেচনা করা শুরু করে, তাহলে হাসপাতালে রোগীদের জন্য আর রক্তের অভাব হবে না।

11.রক্ত দান করুন, যাতে আপনি বলতে পারেন যে আপনি মানবজাতির সেবা করেছেন।

12.কখনও কখনও রক্ত ​​যা করতে পারে তা টাকা করতে পারে না।

13.অর্থ দান করা মহান, কিন্তু রক্ত ​​দান করা আরও ভালো কাজ।

14.রক্ত দান করুন এবং কারোর মুখে হাসির কারণ হোন।

15.রক্ত দান করে কারোর জীবনে একজন নায়ক হয়ে উঠুন।

16.টাকা বন্ধু বানায়; রক্ত ভাই বানায়।

17.এটা কি আশ্চর্যজনক নয় যে, আপনি রক্তদানের একটি সাধারণ কাজ দ্বারা একটি জীবন বাঁচাতে পারেন?

18.আপনি যদি একজন রক্তদাতা হন, তাহলে আপনি প্রশংসা পাওয়া এবং ভালোবাসা পাওয়ার যোগ্য। আপনি জাতির একজন সত্যিকারের হিরো।

19.নিজেকে ভালোবাসুন, সাথে সাথে অন্যকেও ভালোবাসুন। রক্ত দানের মাধ্যমে তাদের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন।

20.মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে, আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে।

21.আপনার সাহসিকতা দেখানোর সর্বোত্তম উপায় হল রক্তদান এবং দরিদ্রদের সাহায্য করা।

22.সাহসী সেই ব্যক্তি যে অন্যকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেয়।

23.যে ব্যক্তি একটি জীবন বাঁচায় সে সমস্ত মানবজাতিকে রক্ষা করে।

24.তুমি অকেজো নও; রক্তদান করে আপনার মূল্য জানুন!

25.কোন প্রতিদান ছাড়াই লোকেদের সাহায্য করুন। আপনি যদি তা করেন তবে বিধাতা অবশ্যই আপনার উপর তাঁর অফুরন্ত আশীর্বাদ দান করবেন।

26. বিধাতা তাদের ভালোবাসেন যারা তাঁর সৃষ্টি ও মানুষের সেবা করে। তাই তাঁর সৃষ্টি ও মানুষের সেবা করার জন্য রক্ত ​​দান করুন।

27.আপনি যদি রক্ত ​​দান করেন তবে আপনি হয়তো অর্থের বিনিময়ে অর্থ পাবেন না, তবে আপনি অবশ্যই বিধাতার কাছ থেকে মন ও হৃদয়ের শান্তির মতো বৃহত্তর আশীর্বাদ পাবেন।

28.তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রান।

29.যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা।

30.দুঃখিত ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনাকে সর্বদা আপনার জীবনের ঝুঁকি নিতে হবে না। কখনও কখনও আপনি রক্তদানের মাধ্যমে তাদের সহজেই সাহায্য করতে পারেন।

31.রক্ত দান শুধুমাত্র কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করে না। এটী হৃদয়ের শান্তি এবং সন্তুষ্টি অর্জনে সহায়তা করে।

32.ক্যান্সার নিরাময়ের চেয়ে আর কী ভালো? উত্তর প্রতিরোধ করা হয়। রক্তদান ক্যান্সারের ঝুঁকি কমায়।

33.আপনি যদি একজন রক্তদাতা হন তবে আপনার বন্ধুদের এবং পরিবারকে রক্ত ​​দিতে অনুপ্রাণিত করুন।

34.রক্ত জমাট বাঁধা এড়াতে রক্ত ​​দান করুন। কারণ রক্তদান আপনার রক্তকে কম সান্দ্র করে তোলে।

35. বিধাতার কাছে প্রার্থনা করুন যে, কেউ কখনও যেন রক্তের অভাবে মারা না যায়।

36.রক্ত দান মানসিক চাপ কমাতে সাহায্য করে।

37.আপনি রক্ত ​​দান করার মতো চর্বি দান করতে পারবেন না। তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে আপনি অবশ্যই রক্ত ​​দান করে ক্যালোরি পোড়াতে পারেন।

38.একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব পালন করুন এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন।

39.রক্তদানের ফলে যে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় সে সম্পর্কে মানুষকে সচেতন করা আমাদের কর্তব্য।

40.আপনি যদি সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান তবে রক্ত ​​দান করুন।

41.রক্ত দান ক্ষতির চেয়ে বেশি উপকারের।

42.কারো জীবন বাঁচানোর সর্বোত্তম উপায় হল রক্তদান করা।

43.যারা প্রতিদানে কিছু আশা না করে অন্যদের সাহায্য করে তারাই সবচেয়ে ভালো মানুষ।

44.আমি প্রতি তিন মাস পর রক্তদানের মাধ্যমে রক্তদাতা দিবস উদযাপন করি।

45.কোন সন্দেহ নেই যে, রক্তদান আপনাকে একজন জাতীয় বীর করে তোলে।

46.শুধুমাত্র কাপুরুষ এবং কৃপণরাই রক্ত ​​দিতে ভয় পায়।

47.যখন আপনি রক্ত ​​দেন তখন আপনি আপনার স্বাস্থ্যের জন্য একটি মহান উপকার করেন।

48.একজন নায়ক হওয়া এতোটা কঠিন নয়। আপনাকে যা করতে হবে তা হল এক ব্যাগ রক্ত ​​দান।

49.আজই রক্ত ​​দান করুন। যাতে কেউ কখনও রক্তের অভাবের শিকার না হয়।

50.উদারতার সবচেয়ে সেরা এবং সহজতম কাজ হল রক্ত ​​দান।

51.সাহসী হোন এবং রক্ত ​​দান করুন।

52.শুধু রক্তদানই নয়, এটি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াও আপনাকে একজন সুপারহিরো করে তোলে।

53.মানুষদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে অন্যকে সাহায্য করে, তাই রক্তদান করুন এবং সাহায্য করুন।

54.রক্ত দান করুন, যাতে অন্যান্য লোকেরাও তা করতে উৎসাহিত হয়।

55.কোন বাহ্যিক শক্তি আপনাকে রক্তদান থেকে আটকাতে পারবে না।

56.যদি একজন মানুষ তার সমস্ত হৃদয় দিয়ে রক্ত ​​​​দান করতে ইচ্ছুক হয়, তাহলে মিথ এবং গুজব তাকে থামাতে পারে না।

57.আপনি যদি রক্তদানের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতন হন তবে আপনি ধর্মীয়ভাবে রক্ত ​​দান করবেন।

58.এক ব্যাগ রক্ত শুধু এক ব্যাগ রক্ত নয়, এটি একটি জীবন বেঁচে থাকার অবলম্বন।

59. মানবজাতির কল্যাণের জন্য রক্ত ​​দান করুন।

60.একই সময়ে নায়ক এবং জীবন রক্ষাকারী হওয়ার একটি সহজ উপায় জানতে চান? তাহলে আপনি যখনই পারেন রক্ত ​​দান করুন, এবং আপনি একজন নায়ক হয়ে উঠবেন যিনি জীবন বাঁচান।

এই সমস্ত রক্ত দান নিয়ে উক্তি গুলি মানুষ জনের সাথে শেয়ার করুন। যাতে করে তারাও রক্তদানের বিষয়ে উৎসুক হয় এবং একজন অসহায় মানুষকে বাঁচাতে পারে।

26/07/2022

রক্ত দান মানে জীবন দান। রক্ত দানের মতো এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনার দেওয়া রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দান করতে পারে।

আমাদের প্রিয়জনকে যখন রক্ত দিতে বলা হয় তখন আমরা সবাই টেনশনে পরে যাই, রক্ত পাবো কোথায়, আর সেই টেনশন আমরা মুক্ত করবো ইনশাআল...
25/07/2022

আমাদের প্রিয়জনকে যখন রক্ত দিতে বলা হয় তখন আমরা সবাই টেনশনে পরে যাই, রক্ত পাবো কোথায়, আর সেই টেনশন আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের এই পেইজে আবেদন করলেই আমাদের ডোনার চলে যাবে আপনার ঠিকানায়। আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। আপনিও আপনার ব্লাড গ্রুপ আমাদের এই পেইজে এড করে রাখতে পারবেন, হয়তো আপনিও কারো উপকারে চলে আসবেন। একজন সুস্থ মানুষ ৩ মাস পর পর রক্ত দান করতে পারে। সবাইকে ধন্যবাদ, আপনাদের সাপোর্ট আমাদের পথ চলা সহজ করে দিবে।

Address

542/Gulshan, Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when জরুরী প্রয়োজনে রক্তের সন্ধান। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জরুরী প্রয়োজনে রক্তের সন্ধান।:

Share

Category