18/08/2025
সকালের রোদ ঠিক ওষুধের মতোই
চুপিচুপি এসে মন ভালো করে দেয়।
গাছের পাতায় আলো নাচে,
আর ভেতরের ক্লান্তিটাও যেন আস্তে আস্তে চলে যায়।
রোদ মানেই একরাশ শক্তি,
একটা নতুন দিনের শান্ত উষ্ণতা।
শুভ সকাল।