KITE Wellness Hub

KITE Wellness Hub If you are, or someone you know is in immediate danger – don’t use this site or any YouTube video.

সকালের রোদ ঠিক ওষুধের মতোইচুপিচুপি এসে মন ভালো করে দেয়।গাছের পাতায় আলো নাচে,আর ভেতরের ক্লান্তিটাও যেন আস্তে আস্তে চলে যা...
18/08/2025

সকালের রোদ ঠিক ওষুধের মতোই
চুপিচুপি এসে মন ভালো করে দেয়।
গাছের পাতায় আলো নাচে,
আর ভেতরের ক্লান্তিটাও যেন আস্তে আস্তে চলে যায়।

রোদ মানেই একরাশ শক্তি,
একটা নতুন দিনের শান্ত উষ্ণতা।

শুভ সকাল।

14/08/2025

নতুন মায়েদের জন্য করনীয় ৩ টি টিপস।

শিশুর খেলা মানেই শেখার এক আনন্দময় ভুবন।ওর পছন্দ বুঝে পাশে বসুন—খেলায় সঙ্গ দিন, কোনো নির্দেশনা নয়।দৈনন্দিন এই খেলায় জন্ম ...
08/08/2025

শিশুর খেলা মানেই শেখার এক আনন্দময় ভুবন।

ওর পছন্দ বুঝে পাশে বসুন—খেলায় সঙ্গ দিন, কোনো নির্দেশনা নয়।

দৈনন্দিন এই খেলায় জন্ম নেয় ভালোবাসা আর বিশ্বাসের গল্প।

#খেলাভালো

KITE পথ চলা: জীবনের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না শব্দে, মেলে অনুভবের নীরবতায়। এই গাছটি যেন সাক্ষী হাজারো ভাবনার, ব্য...
07/08/2025

KITE পথ চলা: জীবনের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না শব্দে, মেলে অনুভবের নীরবতায়। এই গাছটি যেন সাক্ষী হাজারো ভাবনার, ব্যস্ততা থেকে একটু দূরে দাঁড়িয়ে, নিঃশব্দে বলে দেয়, "আস্তে হাঁটো, একটু বসো, নিজের সঙ্গেই কথা বলো।"

মানসিক স্বাস্থ্যের যত্ন মানেই শুধু চিকিৎসা নয়, এটা সময় নেওয়া, শোনা, থেমে যাওয়া, আবার শুরু করা।

কবে শেষবার গাছের নিচে বসে শুধু নিঃশ্বাস নিয়েছেন?

সব বন্ধুত্ব একরকম নাকারো সঙ্গে মতামত মেলে, কারো সঙ্গে মেলে না তবুও সম্মানটা থেকে যায়।ঠিক যেমন দুইটা ঘুড়িএকই আকাশে ওড়ে,তব...
03/08/2025

সব বন্ধুত্ব একরকম না
কারো সঙ্গে মতামত মেলে, কারো সঙ্গে মেলে না
তবুও সম্মানটা থেকে যায়।

ঠিক যেমন দুইটা ঘুড়ি
একই আকাশে ওড়ে,
তবু একে অপরকে জায়গা দিয়ে।

বন্ধুত্ব মানে ঠিক একই মতের হওয়া না,
বরং আলাদা হয়েও সম্মান করা পাশে থাকা।

Happy Friendship Day

31/07/2025

মনের পথে
শব্দহীন চলা
পর্ব ১: ফিরে আসা মানে হার মানা না

এক কাপ গরম চা, খোলা গ্যাসের চুলা, একটা ইলেকট্রিক আয়রন বা কেতলি— সবই হতে পারে ভয়াবহ অগ্নিকান্ডের কারণ।শিশুরা সবচেয়ে ঝুঁক...
27/07/2025

এক কাপ গরম চা, খোলা গ্যাসের চুলা, একটা ইলেকট্রিক আয়রন বা কেতলি— সবই হতে পারে ভয়াবহ অগ্নিকান্ডের কারণ।

শিশুরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাদের কৌতূহল আর আমাদের সামান্য গাফিলতি মিলেই ঘটে যায় দুর্ঘটনা।

- রান্নাঘরে শিশুদের একা যেতে দেব না
- গরম পানি শিশুদের নাগালের বাইরে রাখব
- ইলেকট্রিক যন্ত্র ব্যবহার শেষে সংযোগ বিচ্ছিন্ন করব
- গ্যাস চুলা ব্যবহার শেষে চেক করে বন্ধ করব

সচেতন থাকি, সুরক্ষিত রাখি নিজেকে ও প্রিয়জনকে।

আজ উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রিয় মুখ হারানোর খবরে আমরা গভীরভাবে মর্মাহত।
21/07/2025

আজ উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রিয় মুখ হারানোর খবরে আমরা গভীরভাবে মর্মাহত।

রোদটা তীব্রতা ঝরে পিঠের উপরে,ফুলার রোডটা চলে গাছের ভিড়ে।হাওয়া বলে, "আরেকটু চলো",মনও যেন থেমে না থাকে ফিরে।
21/07/2025

রোদটা তীব্রতা ঝরে পিঠের উপরে,
ফুলার রোডটা চলে গাছের ভিড়ে।
হাওয়া বলে, "আরেকটু চলো",
মনও যেন থেমে না থাকে ফিরে।

20/07/2025

ম্যাজিক!!
হাতে কি লিখা আছে তা কমেন্টে লিখুন

19/07/2025

কেউ চলে গেছে, এখন আপনি কি করবেন?

Address

Virtual
Dhaka

Opening Hours

Monday 17:30 - 21:30
Tuesday 17:30 - 21:30
Wednesday 17:30 - 21:30
Thursday 17:30 - 21:30
Friday 00:00 - 23:45
Saturday 00:00 - 23:45
Sunday 17:30 - 21:30

Telephone

+8801674094180

Alerts

Be the first to know and let us send you an email when KITE Wellness Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KITE Wellness Hub:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram