Keen Girl

Keen Girl Try To Quality
Quality are varies, We are foundation of Quality that make Keen Girl Unique

৬৫ বছর বয়সী জার্মান নারী আনেগ্রেট রাউনিক চার সন্তানের মা হয়েছেন, যা নিয়ে জার্মানিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি আগেই ...
30/06/2025

৬৫ বছর বয়সী জার্মান নারী আনেগ্রেট রাউনিক চার সন্তানের মা হয়েছেন, যা নিয়ে জার্মানিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি আগেই ১৩ সন্তানের মা ছিলেন এবং এবার ইউক্রেনে গিয়ে স্পার্ম ও ডোনার ডিম্বাণু ব্যবহার করে চিকিৎসার মাধ্যমে গর্ভধারণ করেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি।
শিশুগুলোর ওজন জন্মের সময় ৬৫৫ থেকে ৯৬০ গ্রাম ছিল, এবং তাদের উচ্চ ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। দুই নবজাতককে শ্বাস নেওয়ার জন্য সহায়তা দেওয়া হয় এবং দুইজনের অস্ত্রোপচার করতে হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, তার গর্ভকালীন সময়টা বড় কোনো জটিলতা ছাড়াই কেটেছে। জন্মের সময় প্রতিটি শিশুর ওজন ৫ পাউন্ডের বেশি ছিল।
রাউনিক বলেন, গর্ভকালীন সময় নিজের বা সন্তানদের স্বাস্থ্য নিয়ে তিনি ভয় পাননি। তার অন্য সন্তানদের বয়স ১০ থেকে ৪৪ বছর এবং তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী চার সন্তানের মা। তার ৭ জন নাতি-নাতনি রয়েছে, ফলে তার নতুন সন্তানরা নাতি-নাতনিদের থেকেও ছোট!

ত্যাগই ঈদুল আজহার মূল শিক্ষা। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং জীবনেও সেই ত্যাগের মানসিকতা তৈরি করে দেন। ঈদ মোবার...
06/06/2025

ত্যাগই ঈদুল আজহার মূল শিক্ষা। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং জীবনেও সেই ত্যাগের মানসিকতা তৈরি করে দেন। ঈদ মোবারক।

ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে চলি। এই ঈদ আমাদের জীবনেও হোক আত্মশুদ্ধির উপলক্ষ।

আজ ২৮ মে, এবং এটি বিশ্বজুড়ে Menstrual Hygiene Day বা বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হচ্ছে। এই দিনটি প্রথমবার...
28/05/2025

আজ ২৮ মে, এবং এটি বিশ্বজুড়ে Menstrual Hygiene Day বা বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হচ্ছে। এই দিনটি প্রথমবার ২০১৪ সালে উদযাপন শুরু হয় এবং এর মূল লক্ষ্য হলো ঋতুস্রাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, এবং সমাজে এই বিষয়ে বিদ্যমান ট্যাবু ও লজ্জা দূর করা।

🌍 Menstrual Hygiene Day সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
তারিখের তাৎপর্য: মে মাস হলো বছরের ৫ম মাস, এবং গড় ঋতুস্রাব চক্র ২৮ দিন দীর্ঘ হয়। এই দুটি সংখ্যার মিলনের মাধ্যমে ২৮ মে দিনটি নির্ধারণ করা হয়েছে।
Days Of The Year

২০২৫ সালের থিম: এই বছরের থিম হলো "Together for a ", যার উদ্দেশ্য হলো এমন একটি বিশ্ব গড়ে তোলা যেখানে প্রত্যেকে ঋতুস্রাব সম্পর্কে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় সামগ্রী সহজে পেতে পারে।
menstrualhygieneday.org

উদ্যোগের ইতিহাস: জার্মান ভিত্তিক এনজিও WASH United ২০১৩ সালে এই দিবসের উদ্যোগ নেয় এবং ২০১৪ সালে প্রথমবার উদযাপন শুরু হয়।
CDC

📢 আপনি কীভাবে অংশ নিতে পারেন:
সচেতনতা বৃদ্ধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করুন।

শিক্ষা ও আলোচনা: পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে ঋতুস্রাব বিষয়ে খোলামেলা আলোচনা করুন।

সহায়তা প্রদান: যারা ঋতুস্রাব সামগ্রী কিনতে অক্ষম, তাদের সহায়তা করুন বা সংশ্লিষ্ট সংস্থাগুলিতে দান করুন।

স্থানীয় কার্যক্রমে অংশগ্রহণ: আপনার এলাকায় যদি কোনো সচেতনতামূলক অনুষ্ঠান হয়, তাতে অংশ নিন বা নিজেই আয়োজন করুন।

11/05/2025
প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে (Mother's Day)। মে মাসের দ্বিতীয় রবিবার পৃথিবী জুড়ে পালিত হয় ...
10/05/2025

প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে (Mother's Day)। মে মাসের দ্বিতীয় রবিবার পৃথিবী জুড়ে পালিত হয় 'মাদার্স ডে'। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১১ মে। ১৯০৮ সালে আন্না জার্ভিস (Anna Jarvis) নামে এক ব্যক্তি প্রথম মাদার্স ডে উদযাপন করেছিলেন।

Lovingly waiting for you.. ❤️
10/05/2025

Lovingly waiting for you.. ❤️

শুভ নববর্ষ ১৪৩২!পুরনো সব গ্লানি, ক্লান্তি আর দুঃখকে বিদায় জানিয়ে নতুন বছর আনুক আনন্দ, আশাবাদ আর সম্ভাবনার আলো।আপনার ও আপ...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!

পুরনো সব গ্লানি, ক্লান্তি আর দুঃখকে বিদায় জানিয়ে নতুন বছর আনুক আনন্দ, আশাবাদ আর সম্ভাবনার আলো।

আপনার ও আপনার পরিবারের জন্য রইলো ভালোবাসা, দোয়া ও অসংখ্য শুভকামনা।

30/03/2025
💚 রমজানের উছিলায় আল্লাহ যেনো সকল নিঃসন্তান দম্পতিকে মা-বাবা হওয়ার তৌফিক দান করেন। যাদের কোল খালি, আল্লাহ যেনো তাদের দোয়া...
27/03/2025

💚 রমজানের উছিলায় আল্লাহ যেনো সকল নিঃসন্তান দম্পতিকে মা-বাবা হওয়ার তৌফিক দান করেন। যাদের কোল খালি, আল্লাহ যেনো তাদের দোয়া কবুল করেন—আমিন।

শবে কদরের বরকতে আমাদের জীবনে আল্লাহর রহমত নেমে আসুক, সঠিক সিদ্ধান্ত নেওয়ার হিকমাহ দিন, এবং সকল ভালো কাজ কবুল করুন। আমিন...
27/03/2025

শবে কদরের বরকতে আমাদের জীবনে আল্লাহর রহমত নেমে আসুক, সঠিক সিদ্ধান্ত নেওয়ার হিকমাহ দিন, এবং সকল ভালো কাজ কবুল করুন। আমিন 🌙🤲

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801919858177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keen Girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Keen Girl:

Share