
30/06/2025
৬৫ বছর বয়সী জার্মান নারী আনেগ্রেট রাউনিক চার সন্তানের মা হয়েছেন, যা নিয়ে জার্মানিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি আগেই ১৩ সন্তানের মা ছিলেন এবং এবার ইউক্রেনে গিয়ে স্পার্ম ও ডোনার ডিম্বাণু ব্যবহার করে চিকিৎসার মাধ্যমে গর্ভধারণ করেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি।
শিশুগুলোর ওজন জন্মের সময় ৬৫৫ থেকে ৯৬০ গ্রাম ছিল, এবং তাদের উচ্চ ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। দুই নবজাতককে শ্বাস নেওয়ার জন্য সহায়তা দেওয়া হয় এবং দুইজনের অস্ত্রোপচার করতে হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, তার গর্ভকালীন সময়টা বড় কোনো জটিলতা ছাড়াই কেটেছে। জন্মের সময় প্রতিটি শিশুর ওজন ৫ পাউন্ডের বেশি ছিল।
রাউনিক বলেন, গর্ভকালীন সময় নিজের বা সন্তানদের স্বাস্থ্য নিয়ে তিনি ভয় পাননি। তার অন্য সন্তানদের বয়স ১০ থেকে ৪৪ বছর এবং তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী চার সন্তানের মা। তার ৭ জন নাতি-নাতনি রয়েছে, ফলে তার নতুন সন্তানরা নাতি-নাতনিদের থেকেও ছোট!