DrugHub

DrugHub বাংলাদেশের বিভিন্ন ড্রাগ নিয়ে Annimation এর

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার ...
25/09/2022

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺

অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।
©

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

ধন্যবাদ

23/09/2022

ডায়াগনস্টিক সেন্টার থেকে বা ঔষধ লিখে কোম্পানি থেকে ডাক্তারদের কমিশন গ্রহণ করা
ইদানীং প্রায় শোনা যাচ্ছে বা আমরা জানতে পারছি যে, নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তাররা রুগীকে রেফার করলে সেই ডাক্তারদেরকে ডায়াগনস্টিক সেন্টার নির্দিষ্ট অংকের টাকা কমিশন হিসেবে দিয়ে থাকে। এমনকি নির্দিষ্ট ঔষধ কোম্পানির ঔষধ লেখার কারণেও ডাক্তারবৃন্দকে কমিশন দেওয়া হয়ে থাকে। এখন প্রশ্ন হল, এগুলো হারামের মধ্যে পড়বে নাকি হালালের মধ্যে?

আসুন, আগে জেনেনিই ডাক্তারের কাজ কি ও ডায়াগনস্টিক সেন্টারের কাজ কি?

ডাক্তারের কাজ হল রুগীর রোগ অনুপাতে চিকিৎসা দেওয়া এবং সেই চিকিৎসার জন্য বিনিময় নেওয়া।

ডায়াগনস্টিক সেন্টারের কাজ হল রুগীর রোগ পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া। যেন ডাক্তারদের বুঝতে সুবিধা হয়।।আর এই পরীক্ষার কাজে ব্যবহৃত শ্রমের বিনিময়ে টাকা-পয়সা নেওয়া।

উপরের আলোচনা থেকে আমরা বুঝলাম যে, ডাক্তার রোগীর রোগের চিকিৎসা দেওয়া বাবদ পয়সা নিয়ে থাকে। আর এ কাজে অনেক সময় ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট তাকে সাহায্য করে থাকে।

#কিন্তু সমস্যা হল, ডাক্তার যদি নির্দিষ্ট কোন ডায়াগনস্টিক সেন্টার থেকে রুগীকে রিপোর্ট আনতে রেফার করে, তখন সেই সেন্টারের মালিকরা যেহেতু পূর্বেই ডাক্তারের সাথে চুক্তিবদ্ধ থাকে তাই তারা রোগীর থেকে অতিরিক্ত টাকা রাখে। যেমন - ধরুন, একটা টেস্ট করাতে রুগীর খরচ পড়ল ১০০০ টাকা। অথচ এখানে সেন্টারের মূল খরচ ৬০০/৭০০ টাকা। বাকিটা মাস শেষ যে ডাক্তার রেফার করেছে তাকে কমিশন হিসেবে দিয়ে থাকে।

এটা ডাক্তারের জন্য ঘুষ বা উৎকোচ হিসেবে গণ্য হয়।

কেন ঘুষ হিসেবে গণ্য হবে? কারণ উল্লেখ করছি,

তবে আসুন ঘুষের বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন আগে জেনেনিই ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

لعنةُ اللهِ على الرّاشِي والمُرْتَشِي

" ঘুষ দাতা ও গ্রহীতার ওপর আল্লাহর লা'নত।"

(সুনানে আবি দাউদঃ ৩৫৮০, সুনানে তিরমিজি ঃ ১৩৩৭, ইবনে মাযাঃ ২৩১৩ )

#এভাবে কমিশন নেওয়া ঘুষ বলে গণ্য হবে?

আল্লামা শামী (রাহি) "রদ্দুর মুহতার" কিতাবে লিখেছেন,

إنْ دَلَّنِي عَلَى كَذَا فَلَهُ كَذَا فَدَلَّهُ فَلَهُ أَجْرُ مِثْلِهِ إنْ مَشَى لِأَجْلِهِ مَنْ دَلَّنِي عَلَى كَذَا فَلَهُ كَذَا فَهُوَ بَاطِلٌ وَلَا أَجْرَ لِمَنْ دَلَّهُ إلَّا إذَا عَيَّنَ الْمَوْضِعَ

فَالْإِجَارَةُ بَاطِلَةٌ؛ لِأَنَّ الدَّلَالَةَ وَالْإِشَارَةَ لَيْسَتْ بِعَمَلٍ يُسْتَحَقُّ بِهِ الْأَجْرُ، وَإِنْ قَالَ عَلَى سَبِيلِ الْخُصُوصِ بِأَنْ قَالَ لِرَجُلٍ بِعَيْنِهِ: إنْ دَلَلْتَنِي عَلَى كَذَا فَلَكَ كَذَا إنْ مَشَى لَهُ فَدَلَّهُ فَلَهُ أَجْرُ الْمِثْلِ لِلْمَشْيِ لِأَجْلِهِ؛ لِأَنَّ ذَلِكَ عَمَلٌ يُسْتَحَقُّ بِعَقْدِ الْإِجَارَةِ إلَّا أَنَّهُ غَيْرُ مُقَدَّرٍ بِقَدْرٍ فَيَجِبُ أَجْرُ الْمِثْلِ، وَإِنْ دَلَّهُ بِغَيْرِ مَشْيٍ فَهُوَ وَالْأَوَّلُ سَوَاءٌ

"যদি আমাকে কেউ এমন পথ বাতলে দেয়, তবে সে এত পারিশ্রমিক পাবে-------- এমন ইজারার চুক্তি বাতিল। কেননা, পথ দেখানো বা ইশারা করা এমন কোন শ্রম না যে কেবল এর জন্য সে বিনিময়ের হকদার হবে।
যদি সে বিশেষভাবে বলে থাকে, যেমন সে নির্দিষ্ট কোন ব্যক্তিকে বলল, যদি তুমি আমাকে এমন পথের খোঁজ দেও , তবে তুমি এত টাকা পাবে। সেই গাইড যদি তার সাঙ্গে তাকে পথের সন্ধান দিতে কিছু কদম চলে এবং তাকে পথের সন্ধান দেয়, তবে সে হাটার কারানে উক্ত পারিশ্রমিক পাবে। কেননা, হাটা এমন একটি আমল যার কারনে ইজারা চুক্তির মাধ্যমে নির্দিষ্ট পারিশ্রমিকের হকদার সে হতে পারবে। ---------।

(রদ্দুল মুহতারঃ ৯/১৩০)

এই একি ফাতাওয়া হানাফী মাযহাবের সকল প্রাচীন ও আধুনিক ফাতাওয়ার কিতাবে দেওয়া হয়েছে। এমনকি সমকালীন আরব আলেমগণও একি ফাতাওয়া দিয়েছেন।

দেখুন, ইমদাদুল ফাতাওয়া ঃ ৩/৪১০, আহসানুল ফাতাওয়া ঃ ৭/৩০৭, কিতাবুল নাওয়াযিলঃ ১২/ ৩৫৪-৩৫৮, ইসলামি ওয়েবঃ ১৯৮৩২৯ নং ফাতাওয়া।

#ঔষধ কোম্পানি থেকে তাদের ঔষধ লেখার কারণে ডাক্তারদেরকে যে কমিশন দেওয়া হয়ে থাকে তা 'সাদ্দুর যারায়েব' বা রুগীদেরকে ক্ষতি থেকে বাঁচানো এবং ডাক্তারদেরকে অসৎ পথ অবলম্বন করা থেকে ফেরানোর জন্য হারাম বলা হয়েছে। ইসলামি ওয়েবে বিস্তারিত কারন সহকারে লেখা হয়েছে।

দেখুন,

وقد بينا العلة وهي أنه لو فتح هذا الباب لعم الفساد ولتنافست الشركات في اجتذاب الأطباء... والمتضرر من هذه المنافسة هو المريض أولاً وآخراً، فيتضرر بأن يوصف له دواء وغيره أفضل منه، ويتضرر كذلك بارتفاع ثمن الدواء، لأن ما يأخذه هؤلاء الأطباء يتحمله في النهاية المريض، ولو سلم طبيب من ذلك الغش وكان لا يصف الدواء إلا إذا كان أفضل من غيره ولمن يحتاجه فغيره لن يراعي ذلك، فيمنع الجميع سدا للذريعة، وأصل سد الذرائع الذي هو منع الأمر المباح في الأصل أو الظاهر لكونه يتوصل به إلى حرام أو يؤول إليه، إنما ينظر فيه إلى الغالب، فالله عز وجل منع سب آلهة المشركين لئلا يسبوا رب العالمين؛ وإن كان هذا قد يحصل من بعض ولا يحصل من غيره، قال تعالى: وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ {الأنعام:108

(ইসলামি ওয়েবঃ ১৯৮৩২৯ নং ফাতাওয়া )

নোটঃ কেউ যদি আগে ভুল করে বা না জেনে এমন পথে অর্থ ইনকাম করে থাকে, তবে তার উচিত খালেস দিলে তাওবা করা এবং উক্ত মূল্য কত হতে পারে? অনুমান করে সেই পরিমান গরীবদেরকে দান করে দিবে।------------------- (আল্লাহু আ'লাম বিস সাওয়াব)

©

08/09/2022

আমড়ার পুষ্টিগুণ ও উপকারিতা।

মৌসুমী ফলঃ আমড়া।উপকারীতাঃ১.ভিটামিন-সি সমৃদ্ধ (প্রতি ১০০ গ্রাম আমড়ায় ২০ মিলিগ্রাম পাওয়া যায়)।২.কোষ্ঠকাঠিন্য দূর করে ও...
07/09/2022

মৌসুমী ফলঃ আমড়া।

উপকারীতাঃ

১.ভিটামিন-সি সমৃদ্ধ (প্রতি ১০০ গ্রাম আমড়ায় ২০ মিলিগ্রাম পাওয়া যায়)।

২.কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সহায়তা করে।

৩.রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়।
অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান থাকায় আমড়া বার্ধক্যকে প্রতিহত করে।

৪.আমড়াতে প্রচুর আয়রন থাকায় রক্তাল্পতা দূর করতে বেশ কার্যকর।

৫.আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয়।
মুখের রুচি ফিরে আসায় ক্ষুধা বৃদ্ধি পায়।

৬.বদহজম ও কোষ্টকাঠিন্য রোধে আমড়া উপকারী।

৭.রক্ত জমাট বাধার ক্ষমতা বৃদ্ধি করে।

৮.সর্দি-কাঁশির ক্ষেত্রে এটি বেশ উপকারী।

৯.হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে।

02/09/2022

দাউদ, খোস-পাঁচড়া, চুলকানি ও নখের নষ্ট হওয়া রোগ ইত্যাদি।
ওষুধের নামঃ Tab.Xfin 200mg



#দাউদ

06/07/2022

সুস্থ গরু চেনার উপায়।

সবাইকে অগ্রীম ঈদ মোবারক!

সামনে আসছে ঈদুল আজহা। আপনার কোরবানের গরু সুস্থ ও কেমিক্যাল মুক্ত কি না। তা অবশ্যই আপনার জানা উচিত। কিন্তু কিভাবে চিনবেন? তাই আপনাদের জন্য এই ভিডিও।

04/07/2022
25/06/2022

ডাক্তার এক পাগল জিজ্ঞেস করল তুমি পাগল হলে কিভাবে ?

পাগল বললো: আমি কি আর সাধে পাগল হ‌ইছি??

আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম !!!

তার এক যুবতী মেয়ে ছিল।
তাকে বিয়ে করলো আমার বাবা !!!!

আমার মেয়ে হয়ে গেল আমার মা এবং আমি হয়ে গেলাম আমার বাবার শশুর।

তার ঘরে হইলো একটা মেয়ে, সে হলো আমার বোন কিন্ত আমি তার নানির জামাই!

সে দিক থেকে সে আমার নাত্নিও।

এভাবে আমার একটা ছেলে হইলো,
তো আমার ছেলে হল আমার বাপের সালা !!

আর আমি হলাম আমার ছেলের ভাইগ্না,

ডাক্তার : চুপ কর সালা তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি🤣

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DrugHub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DrugHub:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram