Dr. Md. Baha Uddin #ENT Specialist & Head-Neck Surgeon

Dr. Md. Baha Uddin #ENT Specialist & Head-Neck Surgeon Director & chief consultant,
Specialized ENT and vertigo centre panthopath,dhaka. Highly trained in microscopic EAR SURGERY and endoscopic SINUS SURGERY(INDIA).
(1)

Senior Consultant of ENT
IBN SINA diagnostic centre,Lalbagh
IBN SINA, Keranigonj, kodomtoly. Hello! Everyone, welcome to my page, I am Dr. Bahar Uddin, ENT Specialist and Ear, Nose, Throat Surgeon. I am present at Ibn Sina Diagnostic Center, Lalbagh and also Ibn Sina Diagnostic Center and Hospital, Kadamatoli, Keraniganj to provide you medical services.

07/08/2025

আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে যান অপারেশন করার জন্য। যখন বিদেশ থেকে কেউ এসে আমাদের কাছে অপারেশন করান তখন আসলেই নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে হয়। আমার পেশেন্ট সুশীলা শ্রেষ্ঠ উনি পেশায় একজন ডাক্তার, নেপালে থাকেন। যদিও নেপালে এ ধরনের অপারেশন হয় তবুও অনেক আশা নিয়ে উনি আমার কাছে এসেছিলেন কানের পর্দার অপারেশন করাতে। আমি সাকসেসফুলি তার কানের পর্দার অপারেশন সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ, অপারেশনের পর তার কানের পর্দা জোড়া লেগে গিয়েছে, কান থেকে পানি পুজ পড়া বন্ধ হয়েছে, কানের শ্রবন শক্তিরও যথেষ্ট উন্নতি হয়েছে।



ি
#নাক_কান_গলা






29/07/2025

সুখবর ! সুখবর!! সুখবর!!!!

রোগীদের সেবা আরো সুন্দর করে আধুনিক উপায়ে ভালোভাবে দেওয়ার জন্য আমি ও আমার কিছু কলিগ মিলে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের পাশেই পান্থপথ চৌরাস্তায় একটি নতুন নাক,কান,গলার বিশেষায়িত সেন্টার আরম্ভ করেছি ।

আপনাদের দোয়া একান্তভাবে কাম্য।

নাক,কান,গলার সব ধরনের রোগের ডায়াগনোসিস ও চিকিৎসা করা হয় এখানে আধুনিক মেশিনের সাহায্যে এবং মাথা ঘোরানো রোগীদের সঠিক ডায়াগনোসিসের এর মাধ্যমে পরিপূর্ণ চিকিৎসা প্রদান করা হয়।

"Specialized ENT and vertigo centre
স্পেশালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার "
(সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসা)
ঠিকানা:
১৫০ গ্রীন রোড, জিএম কমপ্লেক্স ,পান্থপথ চৌরাস্তার পশ্চিম পাশে (হামদার্দ/ ওয়েল ফুডের উপরে, পঞ্চম তলায় ), ঢাকা।

যেকোনো তথ্য জানতে অথবা ডাক্তারের এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন ------->। ০১৮০৫০৮০৭৭৫

সবাইকে ঈদের শুভেচ্ছা।
06/06/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা।

03/06/2025

চৈতির কানে খারাপ ধরনের ইনফেকশন ছিল ( retracted TM) যার কারনে তার কান দিয়ে পানি পুঁজ পড়তো, কানে শো শো শব্দ করত এবং কানের শ্রবন শক্তিও অনেক কমে গিয়েছিল। আমি তার কানে অপারেশন করে কানের পর্দা প্রতিস্থাপন করি এবং যে হাড় গুলা নষ্ট হয়ে গেয়েছিল সেগুলোও নতুনভাবে তৈরি করে প্রতিস্থাপন করি। অপারেশনের পর তার কানের পর্দা জোড়া লেগে গিয়েছে, হাড়গুলো জায়গামতো সেট হয়ে গিয়েছে যার ফলে তার শ্রবণ শক্তির অনেক উন্নতি ঘটেছে , কান থেকে পানি পুজ পরা বন্ধ হয়েছে, কানের শো শো শব্দও চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ।




ি
#নাক_কান_গলা






08/05/2025

তানভীর হোসেন পেশায় একজন পশু চিকিৎসক (veterinary doctor)। উনার কানের পর্দায় ছিদ্র ছিল অনেকদিন থেকে। উনি প্রথমবার অপারেশন করিয়েছিলেন ২০২৩ সালে অন্য কোথাও, সেটা সাকসেসফুল না হওয়ায় আমার কাছে আসলেন আবার পর্দা অপারেশন করার জন্য। যাই হোক, আমি দ্বিতীয়বার তার কানে অস্ত্র প্রচার করি এবং নতুন ভাবে পর্দা প্রতিস্থাপন করি 2025 সালে। অপারেশনের পর কানের ছিদ্র সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে অর্থাৎ কানের পর্দা জোড়া লেগে গিয়েছে, আলহামদুলিল্লাহ।



ি
#নাক_কান_গলা






30/04/2025

চার বছরের ছোট্ট ছেলে ওয়াসিদ বিন ইফরান দীর্ঘদিন থেকে গলার ইনফেকশনে ভুগছিল। তার গলার সামনে থাইরোগ্লোসাল সিস্ট ছিল যা ইনফেক্টেড হয়ে থাইরোগ্লোসাল ফিস্টুলায় কনভার্ট হয়ে গিয়েছিল ফলে মাঝেমধ্যে গলার সামনে থেকে পুঁজ/ পানি আসতো, ছোট বাচ্চাটির জন্য যা ছিল খুবই অস্বস্তিকর এবং তার বাবা মার চোখেও ছিল বিষন্নতার ছাপ। অনেক খোঁজখবর নিয়ে যখন তারা আমার কাছে আসলো তখনো তার স্কিন ইনফেক্টেড ছিল। যাই হোক কয়েক মাস পর যখন ইনফেকশন কন্ট্রোলে আসলো তখন আমি অপারেশন করে তার ইনফেক্টেড অংশসহ গলার থাইরোগ্লোসাল সিস্ট এবং হাইওয়েড বোনের মাঝের অংশসহ ফেলে দেই যাকে আমরা মেডিকেলের ভাষায় sistrunk operation বলি। আলহামদুলিল্লাহ, অপারেশনের পর সে এখন অনেক ভালো আছে, স্কিন ইনফেকশন কন্ট্রোলে চলে আসছে, গলা থেকে পানিপুজ পড়ার সমস্যারও সমাধান হয়েছে।


ি
#নাক_কান_গলা






23/04/2025

একটি বেসরকারি ক্লিনিকে কাজ করার জন্য দুই জন অভিজ্ঞ রিসেপশনিস্ট প্রয়োজন । যাদের পূর্বে কোন ক্লিনিকে কাজ করার অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী ব্যক্তিরা আমার ইনবক্সে অথবা ইমেইলে (bahauddinbaha@gmail.com ) সিভি/বায়োডাটা পাঠাবেন। সিভি/বায়োডাটা পাঠানোর লাস্ট ডেট ১০.৫.২৫

14/04/2025

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

05/04/2025

বাচ্চাদের কান পরিষ্কার করা থেকে বিরত থাকুন কারণ এতে কানের ইনজুরিসহ (চামড়া ছিলে যাওয়া , রক্ত পড়া, ইনফেকশন হওয়া) নানা রকম জটিলতা সৃষ্টি হতে পারে।

ঈদ মোবারক! 🌙✨  আপনার ও আপনার পরিবারের প্রতি রইল ঈদের প্রাণঢালা শুভেচ্ছা। আল্লাহ তাআলা এই পবিত্র দিনে আপনার জীবনকে সুখ, শ...
30/03/2025

ঈদ মোবারক! 🌙✨

আপনার ও আপনার পরিবারের প্রতি রইল ঈদের প্রাণঢালা শুভেচ্ছা। আল্লাহ তাআলা এই পবিত্র দিনে আপনার জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। ঈদ উল-ফিতরের সকল ইবাদত ও ভালো কাজ কবুল করুন, নতুন সাজে জীবনকে সাজিয়ে তুলুন এই মাহে রমজানের শিক্ষা নিয়ে।

**ঈদ মোবারক!** 🎉🥰

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ছেলের কানে পুঁতি(foreign body) ঢুকে গিয়েছিল। আলহামদুলি...
19/02/2025

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ছেলের কানে পুঁতি(foreign body) ঢুকে গিয়েছিল। আলহামদুলিল্লাহ তা অত্যন্ত সফলভাবে বের করে নিয়ে আসলাম। ধন্যবাদ মিরাজকে আমার উপর আস্থা রাখার জন্য। আমরা সবাই অত্যন্ত সাবধান থাকি, বাচ্চাদের হাতের নাগালে ছোট ছোট পুতি বা খেলনার ছোট ছোট অংশ যেন না রাখি। কারণ বাচ্চারা এসব ছোট ছোট জিনিস নাকে ,মুখে এবং কানের ভিতর ঢুকিয়ে ফেলে।



ি
#নাক_কান_গলা






19/01/2025

নাকের হাড় বাঁকা হলেই কি অপারেশন করে নিতে হয়?

নাকে হাড় বাঁকা নেই এই ধরনের মানুষ আসলে খুঁজে পাওয়া একটু দুষ্কর। আমাদের দেশে প্রতি দশজনের মধ্যে আটজনেরই আমরা নাকের হাড় বাঁকা পাই। তাহলে আসুন আজকে যেনে নেই নাকের হাড় বাঁকা হলে করনীয় কি?



ি
#নাক_কান_গলা






Address

ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার , লালবাগ, ঢাকা।
Dhaka

Opening Hours

Monday 20:00 - 22:00
Wednesday 20:00 - 22:00
Saturday 20:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Baha Uddin #ENT Specialist & Head-Neck Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Baha Uddin #ENT Specialist & Head-Neck Surgeon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram