02/12/2025
*কখন টনসিল অপারেশন করা জরুরী*
সাধারণত যে সকল কারণে টনসিল অপারেশন করতে হয় --
*ঘন ঘন টনসিলের সংক্রমণ* : যদি বছরে অন্তত সাতবার বা তার বেশি টনসিলে প্রদাহ হয়, তাহলে অপারেশনের প্রয়োজন হতে পারে।
*অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ:* যদি টনসিলের সংক্রমণ অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো না হয়।
*স্থায়ী প্রদাহ* : যদি টনসিল ক্রমাগত ফুলে থাকে এবং দীর্ঘস্থায়ীভাবে সংক্রমণ হতে থাকে, তাহলে ডাক্তাররা অপারেশনের পরামর্শ দিতে পারেন।
*শ্বাসকষ্ট হলে:* যখন টনসিল অতিরিক্ত বড় হওয়ার কারণে শ্বাসকষ্ট হয় বা ঘুমের মধ্যে শ্বাস নিতে অসুবিধা হয় (স্লিপ অ্যাপনিয়া), তখন অপারেশন প্রয়োজন হতে পারে।
*গিলতে অসুবিধা* : বড় টনসিলের কারণে খাবার গিলতে অসুবিধা হলে অপারেশন করা যেতে পারে।
*ক্যান্সার হওয়ার সম্ভাবনা মনে হলে* : একটি টনসিল অনেক বেশি বড় হয়ে গেলে সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এমন হলে সেটি অপারেশন করে বায়োপসি পরীক্ষা করিয়ে নিতে হয়
*মনে রাখবেন*
টনসিলের অপারেশনের (টনসিলেক্টমি) সিদ্ধান্ত অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নেওয়া উচিত।
অস্ত্রোপচারের আগে এবং পরে চিকিৎসকের নির্দেশিকা সঠিকভাবে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
ডা: মো: বাহাউদ্দিন
এমবিবিএস (ডিএমসি),
ডি,এল,ও (বিএসএমএমইউ) ,
এফ,সি,পি,এস (ই এন টি)
এফ,এ,সি,এস (আমেরিকা),
সিনিয়র কনসালটেন্ট
ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হসপিটাল, ঢাকা।
📍চেম্বার ১ :
স্পেশালাইজ ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার ।
১৫০ গ্রীন রোড, জিএম কমপ্লেক্স ,পান্থপথ চৌরাস্তর পশ্চিম পাশে (হামদার্দ/ ওয়েল ফুডের উপরে, পঞ্চম তলায় ), ঢাকা।
🕕 চেম্বারের সময়:
শনিবার , সোমবার ও বুধবার |
বিকাল ৫:৩০ মি: – রাত ৮টা
📞 সিরিয়ালের জন্য কল করুন: +8801805-080775
📍চেম্বার ২ :
ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, *লালবাগ* ।
🕕 সময়: শনিবার সোমবার ও বুধবার
সন্ধ্যা ৮:৩০ মি: থেকে রাত ৯:৩০ মি: পর্যন্ত
সিরিয়ালের জন্য: ০৯৬১০০০৯৬৩৩
📍চেম্বার ৩ :
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল, কদমতলী, *কেরানীগঞ্জ*
🕕 সময়: রবিবার ও মঙ্গলবার
সন্ধ্যা ৬:৩০মি: থেকে রাত ৯ টা
সিরিয়ালের জন্য: ০৯৬১০০০৯৬১৯
page:
https://www.facebook.com/drbahauddin?mibextid=ZbWKwL
YouTube link:
https://youtube.com/?si=R982kPHPVhcklrst