07/08/2025
আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে যান অপারেশন করার জন্য। যখন বিদেশ থেকে কেউ এসে আমাদের কাছে অপারেশন করান তখন আসলেই নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে হয়। আমার পেশেন্ট সুশীলা শ্রেষ্ঠ উনি পেশায় একজন ডাক্তার, নেপালে থাকেন। যদিও নেপালে এ ধরনের অপারেশন হয় তবুও অনেক আশা নিয়ে উনি আমার কাছে এসেছিলেন কানের পর্দার অপারেশন করাতে। আমি সাকসেসফুলি তার কানের পর্দার অপারেশন সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ, অপারেশনের পর তার কানের পর্দা জোড়া লেগে গিয়েছে, কান থেকে পানি পুজ পড়া বন্ধ হয়েছে, কানের শ্রবন শক্তিরও যথেষ্ট উন্নতি হয়েছে।
ি
#নাক_কান_গলা