20/09/2025
একটা পেশেন্টের CBC রিপোর্ট থেকে কি কি বোঝা যায় চলুন জেনে নিই।
1️⃣ Hemoglobin (Hb) & Hematocrit (Hct)
• রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা কেমন, সেটা বোঝা যায়।
• কম থাকলে: অ্যানিমিয়া (রক্তশূন্যতা), অপুষ্টি, রক্তক্ষরণ ইত্যাদি।
• বেশি থাকলে: ডিহাইড্রেশন, কিছু ক্রনিক রোগ, পলিসাইথেমিয়া।
2️⃣ Total White Blood Cell (WBC) Count
• শরীরে সংক্রমণ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে বোঝায়।
• বেশি থাকলে: ব্যাকটেরিয়াল ইনফেকশন, প্রদাহ, কিছু ক্যান্সার।
• কম থাকলে: ভাইরাল ইনফেকশন, ইমিউন সিস্টেম দুর্বল, বোন ম্যারো সমস্যা।
3️⃣ Differential Count (Neutrophil, Lymphocyte, Monocyte, Eosinophil, Basophil)
• সংক্রমণ/অ্যালার্জি/ইমিউন সিস্টেম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়।
• Neutrophil ↑ = ব্যাকটেরিয়াল সংক্রমণ
• Lymphocyte ↑ = ভাইরাল সংক্রমণ
• Eosinophil ↑ = অ্যালার্জি বা পরজীবী সংক্রমণ
• Monocyte ↑ = কিছু ক্রনিক ইনফেকশন
• Basophil ↑ = খুব বিরল, তবে কিছু অ্যালার্জি বা ব্লাড ডিজঅর্ডার
4️⃣ Platelet Count
• রক্ত জমাট বাঁধার ক্ষমতা বোঝায়।
• কম থাকলে: ডেঙ্গু, ভাইরাল ইনফেকশন, কিছু বোন ম্যারো রোগ।
• বেশি থাকলে: প্রদাহ, কিছু ব্লাড ডিজঅর্ডার।
5️⃣ RBC Count, MCV, MCH, MCHC
• রক্তকণিকার সংখ্যা ও গুণমান বোঝায়।
• কোন ধরনের অ্যানিমিয়া (Iron deficiency, Vitamin B12 deficiency, Chronic disease ইত্যাদি) সেটা ধারণা পাওয়া যায়।
6️⃣ ESR (Erythrocyte Sedimentation Rate) – যদি থাকে
• শরীরে প্রদাহ বা সংক্রমণের প্রাথমিক ধারণা দেয়।