Anti-Suicidal Squad

Anti-Suicidal Squad "প্রতিটি মানুষের প্রাণ, আমাদের কাছে মূল্যবান"
"শেষবার আমাদের একটু সময় দিন"

"প্রতিটি প্রাণের গল্পই গুরুত্বপূর্ণ।আলো ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় আমরা একসাথে।Anti-Suicidal Squad(আত্মহত্যা প্রতিরোধী একটি...
10/05/2025

"প্রতিটি প্রাণের গল্পই গুরুত্বপূর্ণ।
আলো ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় আমরা একসাথে।
Anti-Suicidal Squad(আত্মহত্যা প্রতিরোধী একটি স্বেচ্ছাসেবী সংগঠন) তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আমাদের বিশেষ অনুষ্ঠান ছিল এক অনুপ্রেরণার দিন।
প্রতিটি বক্তার শব্দ, প্রতিটি কবিতায় উঠে এসেছে বেঁচে থাকার বার্তা।

আমাদের বিশেষ অতিথি হিসেবে ছিলেন

১। সৈয়দ তানভীর রহমান
সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
২। জে ইউ এম নাজমুল হোসেন
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেন্টার ফর মেন্টাল হেলথ
৩। ডা. হুমায়ুন কবির
প্রাক্তন সদস্য, কাস্টমস এন্ড ভ্যাট উইং, জাতীয় রাজস্ব বোর্ড
৪। তাসমিনা জেবিন ফ্লোরা
উপদেষ্টা প্রধান, এ্যান্টি সুইসাইডাল স্কোয়াড

এছাড়াও নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
'প্রতিটি মানুষের প্রাণ আমাদের কাছে মূল্যবান।'
এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাবো আরও অনেক দূর।
আপনাদের ভালোবাসা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞ।"

আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,দেখতে দেখতেই আমাদের  Anti-Suicidal Squad(আত্মহত্যা প্রতিরোধী একটি স্ব...
02/05/2025

আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,দেখতে দেখতেই আমাদের Anti-Suicidal Squad(আত্মহত্যা প্রতিরোধী একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর বয়স তিন বছর পূর্ণ হতে চলেছে। গতবারের মতো এবারেও আমাদের পরিকল্পনা রয়েছে স্কোয়াড সদস্যসহ আমাদের শুভাকাঙ্ক্ষী,সমাজসেবী ও মানসিক রোগ বিশেষজ্ঞ, চিন্তাবিদ ও প্রতিষ্ঠান এবং গণমাধ্যম কর্মীদের নিয়ে উদযাপন করার।
সর্বোপরি,এবারের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি ভিন্ন রকম ও চমকপ্রদ হতে চলেছে।অনুষ্ঠানে আপনারা সবান্ধবে আমন্ত্রিত।
তারিখঃ ০৯ /০৫/২০২৫ রোজ শুক্রবার
স্থানঃডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
সময়ঃ বিকেল ৩ ঘটিকা
রেজিষ্ট্রেশন ফীঃ ২০০ টাকা
বিকাশ+ নগদঃ 01580377779
রেজিষ্ট্রেশন এর শেষ সময়ঃ ০৫/০৫/২০২৫

রেজিষ্ট্রেশন এর নিয়মঃ রেফারেন্স এ নিজের নাম লিখবেন। এবং পেজ এর ইনবক্সে স্ক্রিনশট টি পাঠাবেন। সাথে পূ্র্ণ নাম, ঠিকানা এবং যোগাযোগ নাম্বার লিখে পাঠাবেন।

যে কোনো প্রয়োজনে যোগাযোগঃ +8801515216141
শুভেচ্ছা ও ভালোবাসায়

টিম
এন্টি সুইসাইডাল স্কোয়াড

"শরীরের মতো মনও যত্ন চায়—এই নববর্ষে শুরু হোক আত্মসচেতনতার এক নতুন যাত্রা।"
14/04/2025

"শরীরের মতো মনও যত্ন চায়—এই নববর্ষে শুরু হোক আত্মসচেতনতার এক নতুন যাত্রা।"

13/04/2025

আমি তাসমিনা জেবিন (ফ্লোরা) Anti-Suicidal Squad(আত্মহত্যা প্রতিরোধী একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর কাউন্সিলর ও প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছি।১৪-১৯ এপ্রিল রাজশাহীতে ফ্রি কাউন্সিলিং এর জন্য যোগাযোগ করুন 01713329276

ঈদ মোবারক 🌙  তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
30/03/2025

ঈদ মোবারক 🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজানের প্রতিটি দিন খুব সুন্দর কাটুক। আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ থাকু...
01/03/2025

আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
মাহে রমজানের প্রতিটি দিন খুব সুন্দর কাটুক। আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ থাকুক সবাই
আল্লাহ তায়ালা আপনাদের মনের সমস্ত আশা পূরণ করুক আমিন।
রমজানুল মুবারক 🌙⭐

14/02/2025

"সবার আগে নিজেকে ভালোবাসুন। নিজেকে গুরুত্ব দিন। আপনার জন্য প্রতিদিন ই ভালোবাসা দিসব হবে। "

02/01/2025

"কথা" বলার আগে একটু ভাববেন। নিজেকে বললে সেটা কেমন বোধ হবে।

নতুন বছর শুরু করা নিয়ে অনেকের অনেক রকম প্ল্যান। আমরা যা প্ল্যান টা করতে পারিঃ১। মানবিক গুণাবলিগুলো ধরে রাখা, চর্চা করা। ...
31/12/2024

নতুন বছর শুরু করা নিয়ে অনেকের অনেক রকম প্ল্যান। আমরা যা প্ল্যান টা করতে পারিঃ
১। মানবিক গুণাবলিগুলো ধরে রাখা, চর্চা করা।
২। একে অন্যের প্রতি সহানুভূতিশীল আচরণ করা।
৩। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা। অন্যের মানসিক অবস্থা টা বোঝা।
৪। নিজের ভালো থাকার জন্য একটু স্বার্থপর হওয়া।
৫। নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া।
৬। নিজেকে ভালোবাসা।
৭। প্রতিদিন অন্তত ২ টি করে ভালো কাজ করা।
৮। প্রতিদিন অন্তত ২ জন মানুষকে সাহায্য করা।

আমি এগুলো চর্চা করবো ইন শা আল্লাহ। আপনারা কে কি ঠিক করলেন জানাবেন।

স্বার্থপর হতে শিখুননিজেকে ভালোবাসুননিজেকে সর্বোচ্চ গুরুত্ব দিন নিজে ভালো থাকলে বাকিসব ভালো থাকবে।
23/12/2024

স্বার্থপর হতে শিখুন
নিজেকে ভালোবাসুন
নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দিন
নিজে ভালো থাকলে বাকিসব ভালো থাকবে।




12/12/2024

সব বয়স ও পেশা শ্রেণীর মানুষই কমবেশি আত্মহত্যা প্রবণতা ও মানসিক স্বাস্থ্য ঝুকিতে ভুগেন কিন্ত সেটি আমাদের আলোচনার আড়ালেই থেকে যায়।আমাদের এই দৃষ্টি ভঙ্গিগত বৈষম্য নিয়েই এবারে ফেসবুক টকশো।

সব বয়স ও পেশা শ্রেণীর মানুষই কমবেশি আত্মহত্যা প্রবণতা ও মানসিক স্বাস্থ্য  ঝুকিতে ভুগেন কিন্ত সেটি আমাদের আলোচনার আড়ালেই ...
10/12/2024

সব বয়স ও পেশা শ্রেণীর মানুষই কমবেশি আত্মহত্যা প্রবণতা ও মানসিক স্বাস্থ্য ঝুকিতে ভুগেন কিন্ত সেটি আমাদের আলোচনার আড়ালেই থেকে যায়।আমাদের এই দৃষ্টি ভঙ্গিগত বৈষম্য নিয়েই এবারে ফেসবুক টকশো।দেখতে চোখ রাখুন আমাদের এই Anti Suicidal squad পেইজে,১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯:৩০ এ

Address

Dhaka
1200

Telephone

+8801521336433

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anti-Suicidal Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anti-Suicidal Squad:

Share