09/07/2025
এস এস সি পরিক্ষার ফলাফল আগামীকাল
খুব ভয় করছে তাই না,
কেউ হয়ত অনেক ভালো ফলাফল করবে
তোমাদের জন্য শুভকামনা
কিন্তু যারা কাঙ্খিত ফলাফল করবে না
তারা ভেঙে পড়ো না,
মনে রাখবে একটি ফলাফল জীবনের সবকিছু নির্ধারণ করে দিতে পারে না।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ভাইয়াকে দেখেছি তাদের জীবনে এ প্লাস ছিল না। তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় করেনি কর্ম জীবনেও তারা এখন উচ্চ পর্যায়ে আছে।
তাই মন খারাপ কোরো না,মন খারাপ থাকলে আমাদেরকে বলতে পারো, আমরা আছি তোমার কথা শোনার জন্য
Anti-Suicidal Squad
Anti-Suicidal Squad(আত্মহত্যা প্রতিরোধী একটি স্বেচ্ছাসেবী সংগঠন)