German Homeo Health

German Homeo Health Homeo Medical

21/05/2024
06/03/2024

হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে পূর্বের অগ্নুৎপাতের দাগও স্থায়ীভাবে নিরাময় করা হয়। হোমিওপ্যাথি, তাই ব্রণ এবং ব্রণ নিরাময়ের সর্বোত্তম উপায় । অগ্ন্যুৎপাত প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে। এগুলি ফোড়া আকারে উপস্থিত থাকে।

16/03/2023

★☆☆☆☆ · Homeopath

হোমিওপ্যাথি ওষুধ এমন একপ্রকার ওষুধ যাতে ভেষজ উদ্ভিদ এবং তাদের নির্জাস ব্যবহৃত হয় মানুষের নানান শারীরিক অসুস্থতার জন্য। ...
06/03/2023

হোমিওপ্যাথি ওষুধ এমন একপ্রকার ওষুধ যাতে ভেষজ উদ্ভিদ এবং তাদের নির্জাস ব্যবহৃত হয় মানুষের নানান শারীরিক অসুস্থতার জন্য। এইপ্রকার ওষুধ অনেক ব্যাধির জন্য প্রভাবশালী কারন এগুলির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই

যেকোনো ছোট বা জটিল শারীরিক সমস্যায় অনেকেই আছেন অ্যালোপ্যাথির পরিবর্তে ভরসা রাখেন হোমিওপ্যাথিতে।

হোমিওপ্যাথি সকল রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে। তবে এটি ধিরে ধিরে শরীরের মধ্যে প্রবেশ করে এবং কাজ করতে আরম্ভ করে। হোমিওপ্যাথির উপর ১০০% ভরসা রাখতে পারেন। তবে হোমিওপ্যাথি বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী নিয়মিত খেতে হবে

মনে রাখবেন, যখনই হোমিওপ্যাথি খাওয়া শুরু করবেন, তার দুই সপ্তাহ আগে থেকেই নিজের শরীরকে এ ওষুধের জন্য তৈরি করে নেবেন।

কোনোরকম নেশাজাতীয় বদভ্যাসে যুক্ত থাকলে তা ছেড়ে দিতে চেষ্টা করুন। একেবারে না পারলে অন্তত ওষুধ খাওয়ার জন্য এক মাস বন্ধ রাখুন।

এ ছাড়া আরও যে ভুলটি অনেকেই করে তা হলো, হোমিও চিকিৎসা নেয়ার পাশাপাশি অ্যালোপ্যাথি চিকিৎসাও চালিয়ে যান। মনে রাখবেন, একই সঙ্গে দু-ধরনের ওষুধ খেলে কোনো ওষুধেরই কার্যকারিতা শরীরে হয় না।

হোমিওপ্যাথি খাওয়ার আগে পানিতে ভালো করে মুখ কুলকুচি করে নিন। বিশেষত কিছু খাওয়ার পর মুখ না ধুয়ে কখনোই ওষুধ খাবেন না।

ঋতুস্রাব একটি মহিলার জীবনের একটি স্বাস্থ্যকর অভিজ্ঞতা, এবং এটি প্রতি ২৮ দিনের অভ্যাসের মত আসা উচিৎ, ৩-৪ দিন সময়ের জন্য ...
03/03/2023

ঋতুস্রাব একটি মহিলার জীবনের একটি স্বাস্থ্যকর অভিজ্ঞতা, এবং এটি প্রতি ২৮ দিনের অভ্যাসের মত আসা উচিৎ, ৩-৪ দিন সময়ের জন্য ঘনীভূত না হয়ে হবে, এবং রক্তের ক্ষরণ প্রায় এক কাপের এক চতুর্থাংশের মত হওয়া উচিত। একটি মহিলার জন্য, মাসিক চক্র তা সামগ্রিক কল্যাণের একটি ধার্মিক নির্দেশক। কিছু মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব হয় যা দীর্ঘ বিরতির পর উপস্থিত হয়, চক্রের স্থায়িত্ব অনির্দেশ্য অসঙ্গতিপূর্ণ হয় এবং স্বাভাবিক আঠাশ দিনের চক্র অনুপস্থিত থাকে। কিছু মহিলার মাসিক চক্র সঙ্গে খুব ক্ষুদ্র সমস্যা আছে, যখন অন্যদের প্রতি মাসে অত্যাচার সহ্য করতে হয়। অনিয়মিত মাসগুলি প্রারম্ভিক বয়ঃসন্ধিকালে সাধারণ এবং সাধারণত বিরক্তিকর নয়। ঋতুস্রাবে দুই মাসেরও বেশি সময়ের ব্যবধান হলে নারীদের সতর্ক হওয়া উচিত, কারণ এইগুলি হরমোনাল ভারসাম্যহীনতা এবং ডিম্বস্ফোটনের সমস্যাগুলির ইঙ্গিত দিতে পারে।

একটি মহিলার প্রথাগত হরমোনাল চক্রটি বিভিন্ন হরমোনগুলির মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভরশীল। অনেক সম্ভাব্য উদ্দীপক হরমোন ভারসাম্য উদ্দীপিত করে অনিয়মিত মাসিক আনতে পারে। যদি কোনোমহিলার ডিম্বাণু উৎপাদন করতে ব্যর্থ হয়, তবে তার ডিম্বাশয় প্রোজেস্টেরন নামে একটি হরমোন তৈরির জন্য কোনো সংকেত পাবে না। প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়াম নামক জরায়ুর লাইনকে নিয়ন্ত্রিত করতে অপরিহার্য, যা ঋতুস্রাবের সময় বর্জন করা হয়। প্রোজেস্টেরন ছাড়া, এন্ডোমেট্রিয়াম ক্রমাগত বৃদ্ধি পায় যতক্ষণ না এটি ভাঙ্গতে শুরু করে এবং অনেক বেশি জরায়ুজ রক্তপাত হিসেবে বেড়িয়ে যায়। এন্ডোমেট্রিয়ামটি আংশিকভাবে এবং অন্তঃসংশোধিতভাবেও প্রবাহিত হতে পারে এবং রক্তপাত অনিয়মিত বা দীর্ঘায়িত হয়ে যায়।
--------------------
আরো বিস্তারিত জানতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন-
ডাঃ এম এন ইসলাম
০১৭১৫২৩৯৫৪০,০১৯৭০৫৫৫৯১৯

 #হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি-- --- --- --- --- --- --- ---আপনার শরীরের ভিতরে ইমিউন সিস্টেমটি, বা...
03/03/2023

#হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
-- --- --- --- --- --- --- ---
আপনার শরীরের ভিতরে ইমিউন সিস্টেমটি, বাইরের বিশ্বের সমস্ত জীবাণুর সমস্ত আক্রমণ থেকে আপনাকে রক্ষা করে। তবে, ইমিউন সিস্টেম নিজেই সমস্যা সৃষ্টি করতে পারে সুতরাং, কিছু হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে রক্ষা করতে পারে এর খারাপ প্রভাব থেকে ।
এরা হল:
#জেলসিমিয়াম: এই ঔষধটি আপনার ক্লান্তি, শরীরের ব্যথা এবং জ্বরের মতো উপসর্গ থাকে এটি খুব কার্যকর প্রতিকার হিসাবে পরিচিত।
আর্সেনিকাম অ্যালবাম: ফুড পয়জনিং হলে এটি অত্যন্ত উপকারী, পেটের বিভিন্ন রোগের ক্ষেত্রেও এটি সমান উপকারী।
#অসিলোকক্কিনাম: এই ওষুধটি হাঁসের লিভার এবং হৃদয়ের দিয়ে তৈরি হয় এটি এবং একটি ভাল ইমিউন সহায়তাকারী হিসাবে পরিচিত। জ্বর এবং ফ্লু-এর ক্ষেত্রে ইহা অত্যন্ত উপকারী। কোর্স শুরু করার আগে আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করা ভাল।
অ্যালিয়াম সেপা: যদি আপনার ফ্লু-এর মত চোখ এবং নাকে উপসর্গ থাকে, অ্যালিয়াম সিপা একটি খুব ভাল ঔষধ। লক্ষণ গুলি শুরু হওয়ার আগে ইহা কিছু মাত্রায় নিতে হবে, কিছু দিনের জন্য এটি তিন থেকে চার বার গ্রহণ করলে এটি সাময়িকভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
সম্মিলিত ওষুধ: অনেক ওষুধের সমন্বয়ে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করুনএই সমন্বয় কিছু হয়:
ক্যালকারিয়া কার্বোনিকা ৩০-১ ডোজ, ফসফরাস -১ ডোজ, #লাইকোপডিয়াম ৩০-১ ডোজ: জ্বরের চিকিৎসার ক্ষেত্রে এই সংমিশ্রণটি খুব কার্যকরী হতে পারে।
#লাইকোপডিয়াম ৩০, সাদাবিলা ৩০: জ্বর এবং নাক বন্ধ হয়ে গেলে এই সংমিশ্রণটি খুব কার্যকর। এটির দৈনিক ব্যবহার শুধুমাত্র এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করে না, ইহা এলার্জি হতে বাধা দেয়।

নিম্নের ৫টি ওষুধ যে কেউ বাড়িতে রেখে দিতে পারেন। এবং কয়েকটি প্রয়োজনে সহজেই এগুলি খেতে পারেন। দেখে নেওয়া যাক সেই ওষুধগুলি...
01/03/2023

নিম্নের ৫টি ওষুধ যে কেউ বাড়িতে রেখে দিতে পারেন। এবং কয়েকটি প্রয়োজনে সহজেই এগুলি খেতে পারেন। দেখে নেওয়া যাক সেই ওষুধগুলি কী কী।
---------

-30 বা 200: ছোটখাটো আঘাত লাগা, কেটে যাওয়ায় এই ওষুধটি খুবই কাজে লাগে। তাছাড়া সারা দিন ব্যাপক পরিশ্রমের পরে যদি গায়ে-হাত-পায়ে প্রচণ্ড ব্যথা হয়, তাহলেও এই ওষুধটি সেই সমস্যা কমিয়ে দিতে পারে।

-Q (Mother Tincture): ছোটখাটো কেটে যাওয়া বা রক্তপাতের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করতে পারেন। ভেজা তুলোয় এই ওষুধ লাগিয়ে কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয়। ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায়।

Vomica-30 বা 200: পেটের গণ্ডগোলের মতো সমস্যা কমাতে এই ওষুধ দারুণ কাজ করে। রোজ ঘুমোতে যাওয়ার আগে এই ওষুধ কয়েক ফোঁটা খেতে পারেন। কয়েক দিনের মধ্যেই সমস্যা কমবে। তবে কেমন মাত্রায় খাবেন, সেটি চিকিৎসকের থেকে জেনে নেওয়া দরকার।

-30: হঠাৎ হাঁচি শুরু হয়েছে? বা হঠাৎ করে গা গরম, জ্বর এসেছে? তাহলে এই ওষুধটি খেতে পারেন। সাধারণ ঠান্ডালাগা বা জ্বর কমাতে দারুণ কাজে লাগে এই ওষুধটি।

-3X বা 6X: এটি আসলে ওষুধ নয়, নার্ভের পুষ্টি জোগানোর একটি উপাদানও বলা যায় একে। যাঁদের মস্তিষ্কের পরিশ্রম বেশি হয়, তাঁরা এটি খেতে পারেন। এতে যেমন ঘুম ভালো হয়, তেমনই সব ধরনের স্নায়ুর উন্নতি হয় এই ওষুধটির কারণে।

কেন আজও জনপ্রিয় হোমিওপ্যাথি চিকিৎসা?---------------------------------------জার্মান হোমিও হেল্থ এর ডাক্তার এম এন ইসলাম বল...
28/02/2023

কেন আজও জনপ্রিয় হোমিওপ্যাথি চিকিৎসা?
---------------------------------------
জার্মান হোমিও হেল্থ এর ডাক্তার এম এন ইসলাম বলেন, নতুন আবিষ্কৃত রোগগুলোর কথা বাদ দিয়ে, পুরনো অনেক রোগই প্রায় পুরোপুরি নির্মূল সম্ভব হোমিওপ্যাথির মাধ্যমে, এর বিশেষত্ব এখানেই ৷ বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগ লোক হোমিওপ্যাথিক চিকিৎসা নেয় ‘‘গত ১৫ বছরে এ দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অন্তত চারগুণ৷''

#হোমিওপ্যাথিক চিকিৎসা কী ? ১৭৯০ সালে ওষুধ বিজ্ঞানের জগতে সূচিত হয় এক বৈপ্লবিক পরিবর্তন ৷ বিজ্ঞানী হানেমান ১৭৯৬ সালে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন ‘হোমিওপ্যাথি' নামক একটি চিকিৎসা পদ্ধতি ৷ এরপর থেকেই এগিয়ে চলে নতুন ওষুধের অগ্রযাত্রা ৷ হানেমানই প্রথম বলেন, ভেষজ বস্তুকে ওষুধ হতে হবে তার অভ্যন্তরীণ ক্ষমতার গুণে৷ সাধারণ ভেষজ গুণগুলি থাকলেই কোনো বস্তু ওষুধ হিসেবে স্বীকৃত হবে না, যতক্ষণ না তার অভ্যন্তরীণ ক্ষমতার বিকাশ ঘটানো হয়৷

বিস্তারিত সরাসরি কথা বলুন
জার্মান হোমিও হেল্থ
01715239540.
01970555919

 #মেয়েদের  #সাদাস্রাব এর ঘরোয়া ঔষধ (সম্পূর্ণ প্রাকৃতিক)সাদা স্রাব বা শ্বেতসার মহিলাদের মধ্যে একটি সাধারণ সমস্যা। সাদাস্...
27/02/2023

#মেয়েদের #সাদাস্রাব এর ঘরোয়া ঔষধ (সম্পূর্ণ প্রাকৃতিক)
সাদা স্রাব বা শ্বেতসার মহিলাদের মধ্যে একটি সাধারণ সমস্যা। সাদাস্রাব এর ঘরোয়া ঔষধ গ্রহণের মাধ্যমে এ রোগটি থেকে প্রতিকার পাওয়া সম্ভব। বেশিরভাগ কিশোরী মেয়েরাই এ সমস্যাটির সম্মুখীন হয়। যদিও অল্প পরিমাণে সাদা স্রাব তেমন কোন সমস্যা নয়। তবে এর অত্যধিক উপস্থিতী অবশ্যই উদ্বেগের বিষয়।

ইংরেজিতে লিউকোরিয়াকে যোনি স্রাব হিসাবে সংজ্ঞায়িত করা হয়। যা শ্লেষ্মা ঝিল্লির প্রদাহ বা সংকোচনের ফলে সাদা, হলুদ বা সবুজ বর্ণের হয়ে থাকে। এটি যোনি, ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয়, বা সর্বাধিক জরায়ু থেকে উদ্ভূত হতে পারে।

মাসিক চক্রের উপর নির্ভর করে স্রাবের রঙ পরিবর্তিত হতে পারে। রক্তাক্ত স্রাব একটি অপ্রীতিকর গন্ধ বা অনেক বৃদ্ধি করে এবং এটি সংক্রমণের লক্ষণ হতে পারে। যে কোন সংক্রমণ, ম্যালিগন্যান্সি এবং হরমোনের পরিবর্তনের কারণে যোনি থেকে অস্বাভাবিক স্রাব হতে পারে।... .... .... .... .... ....
বিস্তারিত জানতে ভিজিট করুন www.germanhomeobd.com
অথবা সরাসরি কথা বলুন
01715239540.
01970555919

27/02/2023

জার্মান হোমিও হেল্থ বিশ্বস্থ একটি প্রতিষ্ঠান। এখানে রুগী দেখেন ডাক্তার এম এন ইসলাম

Address

Dhaka

Opening Hours

Monday 03:00 - 08:00
Tuesday 10:00 - 08:00

Telephone

+8801970555919

Alerts

Be the first to know and let us send you an email when German Homeo Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to German Homeo Health:

Share