Dr Abul Hayat Manik

Dr Abul Hayat Manik ডা. আবুল হায়াত মানিক
লিভার রোগ বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

03/08/2025

গ্যাস্ট্রিক পলিপ ও চিকিৎসা / ডা. আবুল হায়াত মানিক, লিভার রোগ বিশেষজ্ঞ / চেম্বারঃ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ / 01316-453631

  2025
27/07/2025

2025

Few months back
17/07/2025

Few months back

03/07/2025

আইবিডি (IBD) কি, এর কারণ ও চিকিৎসা কি? ডা. আবুল হায়াত মানিক, লিভার রোগ বিশেষজ্ঞ / চেম্বারঃ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ / 01316-453631

29/06/2025

জীবনের অর্থ কি শুধুই নিজের আনন্দ?
“জীবন খুব ছোট”—এই বাক্যটি আমরা বারবার বলি, আর এই কথাটিকেই অজুহাত বানিয়ে নিজের স্বার্থ, নিজের সুখ, নিজের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।
কিন্তু প্রশ্ন হলো—এই জীবন কি সত্যিই শুধু নিজের জন্য?

আমরা যখন একজন মানুষ হিসেবে জন্মাই—তখন থেকেই আমাদের অস্তিত্ব আর কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা একটি পরিবারের অংশ, আমরা সমাজের অংশ, এই পৃথিবীর একজন নাগরিক হয়ে যাই।

আমাদের সিদ্ধান্ত, আচরণ, চিন্তা—সবকিছুই সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব ফেলে অন্যদের জীবনে। আপনি হয়তো ভাবছেন, "আমার কাজ, আমার জীবন—আমি যেমন খুশি তেমন করব"।
কিন্তু একবার ভেবে দেখুন—আপনার কাজের প্রভাব কি শুধু আপনার ভেতরেই সীমাবদ্ধ?

আমরা যদি শুধু নিজের সুখ নিয়ে বাঁচতে চাই, সমাজের দায় এড়িয়ে চলি, অন্যের কষ্ট বা অগ্রগতির কথা না ভাবি—তবে এই পৃথিবী অচিরেই এক নির্মম, একাকী, অর্থহীন জায়গায় পরিণত হবে।

একজন মানুষ যখন অন্যের দুঃখে কান দেয়, সমাজের সমস্যাকে নিজের মনে করে—তখন সে কেবল একজন ব্যক্তি থাকে না, সে হয়ে ওঠে মানবতার প্রতিনিধি।

আজকের এই ব্যক্তিকেন্দ্রিক দুনিয়ায়, যেখানে “নিজেকে খুশি রাখা”ই একমাত্র মন্ত্র হয়ে উঠছে, সেখানে আমরা ভুলে যাচ্ছি—এই সুখ খুবই ক্ষণস্থায়ী।

প্রকৃত সুখ আসে অন্যকে কিছু দিতে পারা থেকে, মানুষের জন্য বাঁচতে পারা থেকে, এবং এই পৃথিবীকে সামান্য হলেও সুন্দর করে রেখে যেতে পারা থেকে।

তাই নিজের কাছে প্রশ্ন রাখুন—
👉 আমি কি শুধুই নিজের আনন্দে বাঁচতে চাই, নাকি এমন কিছু রেখে যেতে চাই, যা সমাজ, দেশ, কিংবা মানবতার উপকারে আসবে?
👉 আমার জীবনের প্রভাব কি শুধু আমার জন্য, নাকি অন্যদের জন্যও ইতিবাচক কিছু তৈরি করছে?
👉 আমি যদি শুধু নিজের জন্যই বাঁচি, তাহলে একদিন আমার অনুপস্থিতি এই পৃথিবীর জন্য কী রেখে যাবে?

🌍 জীবনের অর্থ তখনই পূর্ণ হয়—
যখন আপনি নিজের ইচ্ছার চেয়েও বড় কিছুতে নিজেকে বিলিয়ে দেন।
যখন আপনি শুধু নিতে নয়, দিতে শেখেন।
যখন আপনি বুঝতে পারেন—মানবজীবনের প্রকৃত সৌন্দর্য একার আনন্দে নয়, বরং পরিবার ও সমাজের আনন্দে বা কল্যাণে।

নিজেকে খুঁজুন, কিন্তু আত্মকেন্দ্রিকতা দিয়ে নয়—
মানবতা, দায়িত্ববোধ, ত্যাগ আর ভালোবাসার আলোয়।
(C)

সংগৃহীত

20/06/2025

পেটে তীব্র ব্যথা হওয়ার কারণ / ডা. আবুল হায়াত মানিক, লিভার রোগ বিশেষজ্ঞ / চেম্বারঃ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ / 01316-453631

সচেতনতা ও প্রতিরোধ _ এখনই সময়
12/06/2025

সচেতনতা ও প্রতিরোধ _ এখনই সময়

ঈদ মোবারক
06/06/2025

ঈদ মোবারক

18/05/2025

জনস্বাস্থ্য সতর্কতামূলক পোস্ট :

বয়োবৃদ্ধদের প্রায় সব ক্ষেএেই অস্টিওপোরোসিস (osteoporosis) থাকে, আর বয়স যত বাড়বে, এর মাত্রাও বাড়তে থাকবে, সেই সাথে বাড়বে হাড় ভাঙ্গার ঝুঁকি।

শতবর্ষী যত লোক পড়ে গিয়ে ব্যাথা পায় তাদের প্রায় সবাই তিন মাসের মধ্যে মারা যায়। পড়ে গিয়ে সবসময় হাড় না ভাঙ্গলেও পতনের দৈহিক ও মানসিক ঝাঁকুনি শরীর-মনকে ভীষণ পর্যুদস্ত করে দেয় যার ধকল সামলাতে না পেরে রোগী মৃত্যুর দিকে ধাবিত হয়।

যাদের বয়স ষাট পেরিয়ে গেছে তাদের হাড় ভাঙ্গা ঠেকানোর সবচেয়ে বড় উপায় হলো পড়ে গিয়ে ব্যাথা পাওয়া রোধ করা।
কীভাবে করবেন?

আমি এই গোপন রহস্যটিকে চারটি শব্দে ব্যক্ত করি: “সাবধান, সাবধান, সবসময় সাবধান”!

তাহলে একটু ভেঙ্গে বলি:
১) কোনো কিছু ধরা বা পাড়ার জন্য কখ্খনো চেয়ার বা টুলজাতীয় কিছুর ওপর উঠে দাঁড়াবেন না।

২) বৃষ্টির দিনে বাইরে হাঁটতে যাবেন না।

৩) এই বয়সে কোমড়ের হাড় ভাঙ্গার এক নম্বর কারণ হলো বাথরুমে পা পিছলে পড়ে যাওয়া। তাই গোসল করার সময় বা বাথরুম ব্যবহারের সময় অতরিক্তি সতর্ক থাকুন।
 বিশেষ করে নারীরা, বাথরুমে দাঁড়িয়ে কাপড় বদলাবেন না। গোসল শেষে তোয়ালে বা শাড়ি পেঁচিয়ে বেরিয়ে আসুন এবং ধীরে সুস্থে চেয়ারে বা বিছানায় বসে কাপড় পরুন।
 বাথরুমে ঢোকার আগে ভালো করে দেখুন মেঝে ভেজা কিনা। ভেজা মেঝেতে হাঁটবেন না।
 কেবল কমোড ব্যবহারের চেষ্টা করুন। হাঁটু ভাঁজ করে বসলে উঠতে অনেক বেগ পেতে হতে পারে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
 সম্ভব হলে কমোড থেকে উঠার সময় হাতে টান দিয়ে ধরার মতো কোনো হাতল দেওয়ালে লাগিয়ে নিন।
 গোসল করার সময়ও বসার জন্য টুল ব্যবহার করুন। চোখ বন্ধ করে মাথায় পানি দিবেন না।

৪) রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখে নিন ঘরের মেঝেতে কিছু পড়ে আছে কিনা যাতে পা লেগে হোঁচট খেতে পারেন। মেঝে যেনো অবশ্যই ভেজা না থাকে সে ব্যাপারে অতিরিক্ত সকর্ক থাকুন।

৫) রাতে ঘুম ভাঙ্গলে বিছানা ছাড়ার সময় আগে ২-৩ মিনিট বিছানার পাশে বসুন, বাতি জ্বালান, তারপর উঠে দাঁড়ান।

৬) অন্তত রাতের বেলায় (এবং সম্ভব হলে দিনেও) বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করবেন না। সম্ভব হলে বাথরুমের ভেতরে একটি এলার্ম লাগিয়ে নিন যাতে করে জরুরি মুহূর্তে বেল বাজিয়ে কারো সাহায্য চাইতে পারেন।

৭) কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় বদলাবেন না। চেয়ারে বা বিছানায় বসে নিন।

৮) সিঁড়ি দিয়ে ওঠার সময় রেলিংয়ে একটা হাত রাখুন। দুই হাত পকেটে ঢুকিয়ে কখনো সিঁড়িতে পা রাখবেন না।

৯) যদি কখনো পড়েই যেতে থাকেন, চেষ্টা করুন হাত প্রসারিত করে মাটি বা মেঝে ধরে ফেলতে – তাতে হাত ভেঙ্গে গেলেও সেটা কোমড় ভাঙ্গার চেয়ে অনেক বেশি ভালো।

১০) সারাদিন শুয়ে বসে থাকবেন না। অন্তত কয়েক মিনিট করে হাঁটুন – যতটা সম্ভব।

১১) বিশেষ করে মহিলারা, ওজন কম রাখার ব্যাপারে অতিরিক্ত যত্নবান হোন। পরিমিত খাবার খাওয়া সবচে গুরুত্বপূর্ণ। বেঁচে যাওয়া খাবার নষ্ট না করে খেয়ে ফেলার প্রবণতা কাজ করে অনেকের মাঝে। ভুলেও এটি করবেন না। কখনো ভরপেট খাবেন না – যত মজার আর যত ভালো খাবারই হোক, সবসময় পেট ভরার আগে খাওয়া শেষ করবেন।

১২) সম্ভব হলে বাইরে রোদে কোনো কাজ করুন কিছুক্ষণ। তাতে ভিটামিন ডি-র প্রভাবে হাড় কিছুটা শক্ত হবে।

একবার পড়ে গিয়ে বড় ধরনের ব্যাথা পেলে গড়ে দশ বছর আয়ু কমে যায়। বৃদ্ধ বয়সে কোনো অপারেশন ভালো কাজে আসে না, আর ওষুধ খেয়ে বিছানায় শুয়ে শুয়ে চিকিৎসা মানে কেবল মৃত্যুর দিন গোনা। তাই সাবধান থাকার কোনো বিকল্প নেই।

লেখাটা অনেক লম্বা হলেও আপনার বয়স যদি ষাট পেরিয়ে গিয়ে থাকে তাহলে আশা করি মন দিয়ে পড়ে মনে রাখবেন। যারা বয়োবৃদ্ধদের সেবা করছেন তারাও বিষয়গুলো মাথায় রাখবেন।

সংগৃহীত

11/05/2025

লিভার ভালো না থাকলে শরীরে কি কি সমস্যা দেখা দেয়? / ডা. আবুল হায়াত মানিক, লিভার রোগ বিশেষজ্ঞ / চেম্বারঃ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ / 01316-453631

21/04/2025

বন্ধু হও আর শত্রু হওযে যেখানে রও ।ক্ষমা করো আজিকার মতো,পুরাতন বর্ষের সাথে পুরাতন যত অপরাধ॥🌷🌷 শুভ নববর্ষ ১৪৩২ 🌷🌷
13/04/2025

বন্ধু হও আর শত্রু হও
যে যেখানে রও ।
ক্ষমা করো আজিকার মতো,
পুরাতন বর্ষের সাথে
পুরাতন যত অপরাধ॥

🌷🌷 শুভ নববর্ষ ১৪৩২ 🌷🌷

Address

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ
Dhaka
1217

Telephone

+8801316453631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Abul Hayat Manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category