Chowrangy Oral & Dental

Chowrangy Oral & Dental we serve all kind of dental treatment including dental implant.

Ashthetic dentistry!
16/06/2024

Ashthetic dentistry!

treating of mesial diastema...
02/06/2024

treating of mesial diastema...

07/04/2024

বুয়েট নিয়ে এই নোটটি লিখেছেন, ডাকসু’র সাবেক জিএস, বাংলাদেশে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান। যিনি বুয়েটে চান্স পেয়েও না পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একজন অত্যন্ত খ্যাতিমান তথ্যপ্রযুক্তিবিদ ও সফল উদ্যেক্তা।

”BUET প্রসঙ্গঃ ছাত্র আন্দোলন ,ছাত্র সংগঠন ,ছাত্র সংসদ বনাম "ছাত্র রাজনীতি"

আমি কখনও বুয়েটে পড়িনি।ভর্তি হয়েও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিসটিকস এ চলে এসেছিলাম।কিন্তু আমাদের অধিকাংশ সময় কাটতো বুয়েটে। সোহরাওয়ার্দী হল আর তীতুমির হল ছিল আমাদের আস্তানা।ওদিকে আহসানুল্লাহ হল ছিল বড়দের আস্তানা।
বুয়েটে বিভিন্ন হল গুলোতে এত উঁচু মানের দেয়াল পত্রিকা বের হতো যে আমরা আগ্রহ নিয়ে দেখতে যেতাম,ঈর্ষান্বিত হতাম।এ ব্যাপারে ছাত্র লীগ,ছাত্র ইউনিয়ন রীতিমতো প্রতিযোগিতা করতো।বিষয়বস্তু ,অলংকরণ, সাইজ, গেট আপ সবই অভিনব।

আর উনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় তো বুয়েট ছিল
এক জ্বলন্ত আগ্নেয়গিরি।১৯৭১-এর মার্চের শুরুর দিকে এটা হয়ে গিয়েছিল গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ ও প্রস্তুতির প্রাণকেন্দ্র।

সারাদিন মলোটভ ককটেল, পেট্রোল বোমা আর বুবি ট্র‍্যাপ তৈরি করে গভীর রাতে প্র‍্যাকটিস হতো জগন্নাথ হলের পেছনে পুরাতন ইটের ঢিবি আর পরিত্যাক্ত পানির ট্যাংকের স্তুপে।যেখানে এখন উদয়ন স্কুলের বিরাট অট্টালিকা।

ছাত্র আন্দোলনের এই অগ্নিগর্ভ প্রান কেন্দ্র বুয়েটে এখন "ছাত্র রাজনীতি"র নামে ছাত্র সংগঠন করা নিষিদ্ধ এবং একে পাকাপোক্ত করার জন্য উদ্যোগ-আয়োজন চলছে। মতামতও দিচ্ছেন ছাত্ররা,প্রাক্তনরা, শিক্ষকগণ, সুশীল সমাজ আরো অনেকে।

গতকাল বুয়েট অ্যালামনাইদের একটি লিখিত বক্তব্য দেখে বিস্মিত ও মর্মাহত হলাম।আপনারা কি আপনাদের গৌরবোজ্জ্বল সব অতীত ভুলে গেলেন?

"ছাত্র রাজনীতি"-র নামে এখন ছাত্রদের আন্দোলন , সংগঠন ,সংসদ সবই নিষিদ্ধ করে দিতে চাচ্ছেন? অথচ আপনাদের মধ্যে অধিকাংশই কিন্তু ছাত্র আন্দোলনের প্রোডাক্ট।

আপনারা সবাই জানেন "ছাত্র রাজনীতি" এই অদ্ভুত শব্দটির উদয় হোল কোথা থেকে।১৯৭৬ সাল। সামরিক সরকার ঘরোয়া রাজনীতি অনুমোদন দিলো এবং পি পি আর ( পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন )-এর অধীনে সব রাজনৈতিক দলকে রেজিষ্ট্রেশন করার ফরমান জারি করলো।শর্ত দেয়া হোল প্রত্যেক দলের ছাত্র, শ্রমিক, কৃষক ,মহিলা অঙ্গ সংগঠনের নাম ঘোষণা করতে হবে। রাজনৈতিক দলের সাথে রেজিষ্ট্রেশন ছাড়া কোন ছাত্র সংগঠন কাজ করতে পারবে না।
এ কারণেই সব গুলো ছাত্র সংগঠন কোন না কোন রাজনৈতিক দলের সাথে রেজিষ্ট্রেশন নিল।

ঐতিহাসিক ভাবে গড়ে ওঠা ছাত্র লীগ, ছাত্র ইউনিয়ন ,বিপ্লবী ছাত্র ইউনিয়নের পাশাপাশি গড়ে উঠলো জাতীয়তাবাদী ছাত্র দল,ছাত্র সমিতি, ইসলামী ছাত্র শিবির ইত্যাদি।

এভাবেই গৌরবোজ্জ্বল ছাত্র আন্দোলন ও সংগঠনের সাথে রাজনীতি শব্দটি যুক্ত হয়ে "ছাত্র রাজনীতি" অভিধা পেল এবং এখন যা অনেকের কাছেই ঘৃনিত,ভয়াবহ, আতংকের এবং পরিত্যাজ্য।

"ছাত্র রাজনীতি"-এই অদ্ভূত শব্দটি আনাই হয়েছে আমাদের গৌরবোজ্জ্বল ছাত্র আন্দোলনের ইতিহাসকে কলংকিত করার হীন উদ্দেশ্যে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে শুধু ক্লাশ করা আর ডিগ্রি লাভের জন্য নয়।আসে বিশ্বকে জানা,সমাজকে বোঝা ও তাদের মেধা বিকাশের জন্য। বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির আভিধানিক অর্থও তাই।
পৃথিবীর সব দেশেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন , সংগঠন এবং সংসদ আছে। নির্বাচিত সংসদগুলোই ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের নানা উদ্যোগ গ্রহণ করে। এ গুলোই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য।
এই সামগ্রিকতাকে দূরে সরিয়ে দিয়ে একটি ইনকিউবেটর গঠন করার লক্ষ্য হবে বুয়েটের জন্য আত্মঘাতী। বুয়েট আমাদের দেশের গর্ব।আমরা কেউ-ই এটা চাই না।

তখন বুয়েট হয়ে যাবে বড় ধরনের একটি টেকনিক্যাল ইন্সটিটিউট বা সেন্টার।

বুয়েট অ্যালামনাইরা নানা তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে গত ৫ বছরে বুয়েটের রেটিং, একাডেমিক স্কোর,সাইটেশন স্কোর ইত্যাদি বেড়েছে।

হয়তো ঠিক।তবে, আবার এ কথাও ঠিক যে সাম্প্রতিক কালে আন্তর্জাতিক কম্পিউটিং, রোবোটিকস ,নাসা অ্যাপ, বিতর্ক প্রতিযোগিতা সমূহে বুয়েটের আগের সেই দাপুটে উপস্থিতি আর দেখছি না।

আ্যলামনাইরা এটাও উল্লেখ করেছেন যে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল ,গভীর সমুদ্র বন্দর ইত্যাদি মেগা প্রজেক্টে বুয়েটের অবদান রয়েছে। তবে, এখানে যারা অবদান রেখেছেন তারা সবাই বুয়েটের ছাত্র আন্দোলন,সংগঠন আমলের- ইনকিউবেটর আমলের নয়।

কাজেই বিশ্ববিদ্যালয়ের যথাযথ পরিবেশ রক্ষা করতে ছাত্র সংগঠন, ছাত্র সংসদ কার্যক্রমের বিকল্প নাই। তথাকথিত "ছাত্র রাজনীতি"র নামে অপরাজনীতিকে বিতাড়িত করতে হলে নিয়মিত প্রকাশ্য ছাত্র সংগঠন ও ছাত্র সংসদ নির্বাচন একমাত্র পথ। এর মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিবেশ ফিরে আসবে।

প্রাথমিক ভাবে ভিসি,প্রো ভিসি, রেজিস্ট্রার, ডিএসডাব্লিউ,প্রভোস্ট,হাউজ টিউটরদের দায়িত্ব কিছুটা বাড়বে। এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। ক্রমান্বয়ে অতীতের পরিবেশ ফিরে আসবে।আবারো বুয়েট হবে সুস্থ ছাত্র আন্দোলনের পথ প্রদর্শক।

কোন ছাত্র সংগঠনেরই দাপট,দৌরাত্ম,প্রভাব বা একচ্ছত্র চিরস্থায়ী নয়। আমরা দেখেছি পাকিস্তান আমলের এনএসএফ।মোটর সাইকেল,সাপ, হকি স্টিক আর ছুরি চাপাতির কি দহরম মহরম।স্বাধীনতার পর একচ্ছত্র ছিল ছাত্র ইউনিয়ন-ডাকসু,রাকসু,চাকসু,ইউকসু,বাকসু সহ সব কলেজ গুলোই তো তারা।এরপর এলো জাসদ ছাত্র লীগের জোয়ার।

এরপর সামরিকতন্ত্র আসার পর থেকে তো নির্বাচনের কালচারই চলে গেছে।এসেছে "ছাত্র রাজনীতি"-র যুগ।সেটাই আজো চলছে।
আবার ফিরে আসুক সুস্থ ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠনের যুগ। নিয়মিত অনুষ্ঠিত হোক ছাত্র সংসদের নির্বাচন।

সাহস করে ১০/২০ টা নির্বাচন করলেই বোঝা যাবে
ছাত্র-ছাত্রীরা কি চায়।শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে সুবাতাস।
লেখাটা বেশী বড় হয়ে গেল। দু:খিত।
তবে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার কোন যুক্তি নাই। আপনাদের মতামত প্রত্যাশা করি।
শুভকামনা..........”
সংগৃহীত- মনজুরে খোদা টরিকের টাইম লাইন থেকে।

01/03/2024
27 February 2024
28/02/2024

27 February 2024

Nothing is constant, only the change...
05/02/2024

Nothing is constant, only the change...

4 February, 2024
05/02/2024

4 February, 2024

Chowrangi Oral & Dental Surgery01714-259008
17/11/2023

Chowrangi Oral & Dental Surgery
01714-259008

★★★★★ · Dental clinic

Address

Chowrangy Market, Rokeya Sarani, Mirpur 10
Dhaka
1216

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 04:00 - 21:00

Telephone

+8801714259008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chowrangy Oral & Dental posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chowrangy Oral & Dental:

Share

Category