Holy Mind Drug Addiction Treatment Center

Holy Mind Drug Addiction Treatment Center সম্পূর্ন দীনি পরিবেশে

29/09/2025

মাদক থেকে মুক্তির উপায়:
সচেতনতা বৃদ্ধি: মাদক সেবনের ভয়াবহতা সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে সচেতন করুন। স্কুলের ছাত্র-ছাত্রী এবং তরুণ-তরুণীদের মাদকবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করানো উচিত।
মাদকবিরোধী প্রচার: মাদকবিরোধী স্লোগান, পোস্টার, আলোচনা ও বক্তৃতার মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলুন।
সঠিক চিকিৎসা: যারা ইতোমধ্যে মাদকে আসক্ত, তাদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করুন।
আইন প্রয়োগ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
খেলাধুলা ও সুস্থ বিনোদন: তরুণদের খেলাধুলা ও অন্যান্য সুস্থ বিনোদনের মাধ্যমে ব্যস্ত রাখতে হবে, যাতে তারা মাদকের প্রতি আকৃষ্ট না হয়।

27/08/2025
18/02/2025

*** মাদকাসক্তির মূল কারণগুলো হলোঃ ***

মাদকের সহজলভ্যতাঃ তরুণ প্রজন্মের মাঝে মাদকের মতো ভয়ানক বিষ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান একটি কারণ হলো এর সহজলভ্যতা। আমাদের দেশে প্রায় সকল প্রকার মাদক খুব সহজেই খুঁজে পাওয়া যায়। সিগারেট, গাঁজা, হেরোইন, মদ, ফেন্সিডিলের মতো মাদকগুলো আমাদের চারপাশেই পাওয়া যায় এবং এগুলোর মূল্যও অনেকটা হাতের নাগালে। যার কারণে উপার্জন সক্ষম মানুষের পাশাপাশি বেকার, শিক্ষার্থীরাও এগুলোর প্রতি সহজেই আসক্ত হয়ে পড়ছে।
সঙ্গদোষঃ অনেক সময় মাদকাসক্ত বন্ধুদের কু-প্রভাবেও ভালো ব্যক্তি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। বর্তমান সময়ে এই কারণ বিশাল আকারে মাথা চাঁড়া দিয়ে উঠেছে। ভালো ও মেধাবী শিক্ষার্থীরা অসৎ সঙ্গে পড়ে মাদক সেবনের প্রতি উদ্ভুদ্ধ হচ্ছে।
সামাজিক ও পারিবারিক অবস্থাঃ সামাজিক ও পারিবারিক পরিবেশের কারণে বেশিরভাগ মানুষ মাদক সেবনের প্রতি আসক্ত হয়ে পড়ে। পারিবারিক নিয়মের অভাবে এমনটা ঘটে। এর একটি বড় উদাহরণ হতে পারে বাংলাদেশের বস্তিগুলো। সেখানকার ৯০ শতাংশের অধিক কিশোর-কিশোরী, তরুণ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা মাদকাসক্ত। মাদকের প্রভাব কমাতে প্রতিটি পরিবারের লোককে নিজ দায়িত্বে সচেতন হতে হবে এবং তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে।
হতাশা ও দুশ্চিন্তাঃ তরুণদের মধ্যে এই কারণটা সবচেয়ে বেশি লক্ষণীয়। অনেকে কোনো কাজে ব্যর্থ হয়ে, প্রিয়জনের সাথে বিচ্ছেদ, পারিবারিক অশান্তি ও কোলাহলের কারণে মাদক সেবন করে। তাদের ধারণা হতাশা ও দুশ্চিন্তা কাটিয়ে উঠতে এটি কার্যকর ভূমিকা রাখে। কিন্তু তারা আসলে শেয়ালের ভয়ে বাঘের খাঁচায় আশ্রয় নেয়।
নিছক আনন্দ ও কৌতুহলঃ আমাদের দেশ সহ অনেক দেশের কিশোর কিশোরী ও অল্প বয়সী ছেলে-মেয়েদের মাঝে এই কারণটা বেশি পরিমানে দেখা যায়। তারা অনেক সময় কৌতুহলবসত মাদক গ্রহণ করে। নিজেদেরকে নিয়ন্ত্রন করতে পারবে ভেদে অল্প অল্প করে মাদক নেয়। এভাবে আস্তে আস্তে তারা একপর্যায়ে বড় রকমের মাদকাসক্ত হয়ে পড়ে। যেটা পরে আর কাটিয়ে ওঠা সম্ভব হয় না। আর হলেও তাতে অনেক বেগ পেতে হয়। আবার অনেকে নিজের স্মার্টনেশ দেখাতে মাদককে ব্যবহার করে। যা নিতান্তই বোকামি ছাড়া কিছু নয়।
আমাদের মনে রাখা উচিৎ যে, “একটা সমস্যাকে প্রতিকার করার চেয়ে সেটাকে প্রতিরোধ করায় উত্তম”। কোনো একটা সমস্যা থেকে বেঁচে থাকতে মাদক সেবন করা কখনোই সমাধান হতে পারে না। তাই কোনো অবস্থাতেই এই প্রাণঘাতি মাদককে প্রশ্রয় দেওয়া উচিৎ না।

18/02/2025

★★নেশাদার দ্রব্য হতে সাবধান★★

মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল (ছাঃ) বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে, মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশী পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। আল্লাহ তা‘আলা বলেন,

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ - إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَعَنْ الصَّلاَةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ-

‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর যিক্র ও ছালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? (মায়িদাহ ৯০-৯১)।

নেশা থেকে দূরে থাকুন, ভাল মানুষের সঙ্গে থাকুন । ০১৮৪০-০৪২২৯২
16/02/2025

নেশা থেকে দূরে থাকুন,
ভাল মানুষের সঙ্গে থাকুন ।
০১৮৪০-০৪২২৯২

নেশা দুনিয়া ও আখিরাতে ক্ষতির কারণ ০১৮৪০-০৪২২৯২
16/02/2025

নেশা দুনিয়া ও আখিরাতে ক্ষতির কারণ
০১৮৪০-০৪২২৯২

চিকিৎসায় মুক্তি ০১৮৪০-০৪২২৯২
16/02/2025

চিকিৎসায় মুক্তি
০১৮৪০-০৪২২৯২

নেশা সর্বনাশা ০১৮৪০-০৪২২৯২
16/02/2025

নেশা সর্বনাশা
০১৮৪০-০৪২২৯২

16/02/2025

পবিত্র কুরআনের সূরা মায়েদার ৯০ ও ৯১ নম্বর আয়াতে আল্লাহ পাক মদ ও জুয়াসহ যাবতীয় নেশাকে শয়তানের কাজ হিসেবে আখ্যায়িত করে সেগুলো থেকে বিরত থাকতে আদেশ দিয়েছেন। রাসুল (সা.) একাধিক হাদীসে সতর্ক করে দিয়ে বলেছেন, সব ধরনের নেশা জাতীয় দ্রব্য হারাম। তিনি আরও যোগ করেছেন, যা বেশি খেলে নেশা হয় তার সামান্য অংশও হারাম।

16/02/2025

মাদক এমন এক বিষ যা একটি সুন্দর পরিবারকে ধ্বংস করে দেয়। ঘরের অর্থনৈতিক ক্ষতি ও বরকত নষ্ট হয় যার ফলে পরিবারের অন্য মানুষ সারাজীবন কষ্ট ভোগ করে।
বেশীরভাগ মানুষ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বের হয়ে আবার মাদকে জড়িয়ে পড়ে। মাদক থেকে বের হওয়ার জন্য সবচেয়ে বেশী জরুরী মৌলিক পরিবর্তন এবং আল্লাহ ভীতি .
আমাদের চার মাসের কোর্স একজন মাদকাসক্ত মানুষকে পরিবর্তন করে দ্বীনের ভিতর নিয়ে আসে । হতাশ মানুষটি ফিরে পায় আশার আলো আর জীবন হয় আলোকিত ।

আমরা কেন সবার থেকে আলাদা ?
১. এটি সম্পূর্ণ দ্বীনি প্রতিষ্ঠান
২. আমরা সাহায্যের নিয়তে ভালবেসে কাজ করি
৩. দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে আমল পরিবর্তন
৪. কুরআন শিক্ষা এবং নামাজ শিক্ষা
৫. হতাশা দূর করার জন্য কাউন্সিলিং করা হয়
৬. ভবিষ্যতের গাইড লাইন দেওয়া হয়
৭. পড়াশুনা করার সুযোগ
এবং অন্যদের মতই সকল সুযোগ সুবিধা
আপনি যদি সত্যি আপনার পরিবারকে বাঁচাতে চান যদি বাঁচাতে চান আপনার প্রিয় মানুষ আপনার সন্তান আপনার আত্মীয়কে তাহলে দেরী না করে যোগাযোগ করুন
01840-042292,01972-042292
মনে রাখবেন যত সময় নষ্ট করবেন ততই ক্ষতি বারবে। আল্লাহর রহমতে সম্পূর্ণ নতুন একজন মানুষকে ফিরে পাবেন আমাদের কোর্সটি শেষ করার পর ।

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Mind Drug Addiction Treatment Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram