Active Life Physiotherapy & Rehabilitation

Active Life Physiotherapy & Rehabilitation আপনার সুস্থতা, আমাদের দায়িত্ব❤️

কোমরের ব্যথা! আর কত সহ্য করবেন…........আসুন অপারেশনের আগে একবার অপারেশন বিহীন আধুনিক ফিজিওথেরাপি  চিকিৎসায় মিলবে  ইনশাআল...
19/08/2025

কোমরের ব্যথা! আর কত সহ্য করবেন…........
আসুন অপারেশনের আগে একবার অপারেশন বিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসায় মিলবে ইনশাআল্লাহ স্থায়ী সমাধান।
যদি আপনি প্রস্রাব পায়খানা কন্ট্রোল করতে পারেন, গোড়ালি ও পায়ের গ্রেট টো দিয়ে হাঁটতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার অপারেশন লাগবে না।
দিনের পর দিন কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন? উঠে দাঁড়ানো, হাঁটাচলা বা ঘুম — সব কিছুতেই ব্যথা?
সমাধান এখন হাতের নাগালে –
ব্যথার সমাধানে আমরা ব্যবহার করছি আধুনিক মেডিকেল সায়েন্স এর আধুনিক সব চিকিৎসা যেমন
ফিজিওথেরাপি(, ইলেক্ট্রো থেরাপি ম্যানুয়াল থেরাপি, ড্রাই নিডিলিং )
যার মাধ্যমে আপনার কোমর ব্যথার যেভাবে উপকার করে।

✅ ব্যথার মূল জায়গায় সরাসরি কাজ করে
✅ ইনফ্লামেশন কমায়
✅ নার্ভের চাপে মুক্তি দেয়
✅ ব্যথার দ্রুত ও স্থায়ী সমাধান নিয়ে আসে
তাই ব্যথার সমস্যায় সময় নষ্ট না করে — দ্রুত সমাধান পেতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ।

রেট্রোক্যালকেনিয়ার বারসাইটিস (Retrocalcaneal Bursitis) হলো এ্যাকিলিস টেনডন ও ক্যালকেনিয়াস (হিল বোন)-এর মাঝের ছোট ফ্লুইড-...
17/08/2025

রেট্রোক্যালকেনিয়ার বারসাইটিস (Retrocalcaneal Bursitis) হলো এ্যাকিলিস টেনডন ও ক্যালকেনিয়াস (হিল বোন)-এর মাঝের ছোট ফ্লুইড-ফিল্ড বারসার প্রদাহ। এতে হিলের পিছনে ব্যথা, ফোলা, টান, এবং হাঁটা/দৌড়ানোর সময় অস্বস্তি দেখা দেয়।

🔹 কেন ফিজিওথেরাপি কার্যকর?

ফিজিওথেরাপি মূলত ব্যথা কমানো, প্রদাহ নিয়ন্ত্রণ, টিস্যু হিলিং ত্বরান্বিত করা এবং ফাংশন পুনরুদ্ধার করে।

১. প্রদাহ ও ব্যথা কমায়

Cryotherapy (বরফ প্রয়োগ) প্রদাহ ও ব্যথা কমায়।
অল্ট্রাসাউন্ড থেরাপি / লেজার থেরাপি প্রদাহ হ্রাস ও রক্তসঞ্চালন বৃদ্ধি করে।

২. হিলের উপর চাপ কমায়

টেপিং / হিল প্যাড বা সিলিকন ইনসোল ব্যবহার করে এ্যকিলিস টেনডনের উপর চাপ কমানো হয়।

সঠিক জুতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

৩. টিস্যুর নমনীয়তা ও শক্তি বৃদ্ধি করে

স্ট্রেচিং এক্সারসাইজ (Achilles tendon ও ক্যালফ মাসল স্ট্রেচ) টান কমায়।

স্ট্রেন্থেনিং এক্সারসাইজ (heel raises, theraband exercise) ধীরে ধীরে মাসল-টেনডন কমপ্লেক্সকে শক্তিশালী করে।
৪. বায়োমেকানিক্যাল কারেকশন

ভুল গেইট বা পায়ের অস্বাভাবিক বায়োমেকানিক্স থাকলে গেইট ট্রেনিং ও অরথোটিক্স এর মাধ্যমে ঠিক করা যায়।

৫. পুনরাবৃত্তি প্রতিরোধ

রোগীকে সঠিক ভঙ্গি, জুতার ধরন, এক্সারসাইজ টেকনিক শেখানো হয় যাতে ভবিষ্যতে আবার প্রদাহ না হয়।

🔹 সারসংক্ষেপ

রেট্রোক্যালকেনিয়ার বারসাইটিসে ফিজিওথেরাপি কার্যকর কারণ এটি –
✔ প্রদাহ ও ব্যথা কমায়
✔ এ্যকিলিস টেনডনের চাপ হ্রাস করে
✔ টিস্যুর হিলিং ত্বরান্বিত করে
✔ স্ট্রেচ ও স্ট্রেন্থ ট্রেনিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে সমস্যা নিয়ন্ত্রণ করে
✔ পুনরাবৃত্তি প্রতিরোধ করে
#পায়ের_গোড়ালি_ব্যথা

#বাত_ব্যথা_প্যারালাইসিস —

07/08/2025

🦟 চিকুনগুনিয়া চলে গেছে — কিন্তু ব্যথা কি এখনো রয়ে গেছে?

অনেকের ক্ষেত্রেই ভাইরাসের জ্বর চলে যাওয়ার পরও থেকে যায়:
🔸 হাঁটুতে ব্যথা
🔸 আঙুলে জড়তা
🔸 কাঁধে ভার heaviness
🔸 কোমরে অস্বস্তি

👉 এটা কোনো সাধারণ ব্যথা নয় —এটি Post-Chikungunya Arthritis

যা সময়মতো চিকিৎসা না নিলে জয়েন্ট স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

🎯 Good News?
✅ ঔষধ ছাড়াই, সঠিক ফিজিওথেরাপিতেই সম্ভব পুরনো ব্যথা থেকে মুক্তি!

"পেইনকিলার নয়, ফিজিওথেরাপি-ই হোক আপনার প্রথম পছন্দ।"

 #হাড়ক্ষয় সারভাইকাল   কিংবা লাম্বার স্পন্ডাইলোসিস এর মতো জটিল জটিল শব্দ শুনতে কঠিন মনে হলেও বাস্তবিক অর্থে এর চিকিৎসা খু...
06/08/2025

#হাড়ক্ষয় সারভাইকাল কিংবা লাম্বার স্পন্ডাইলোসিস এর মতো জটিল জটিল শব্দ শুনতে কঠিন মনে হলেও বাস্তবিক অর্থে এর চিকিৎসা খুবই সহজ। অল্প বয়সে হাড় ক্ষয় কিংবা বুড়ো বয়সে হাড়ক্ষয় দুটোই চিন্তার বিষয়। সাধারণত হাড়ের খাবার যদি সে ঠিক মতো না হয় তখনই ক্ষয় হয়। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের হাড়কে খাবার দিতে হবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি, মিনারেলস খেতে হবে।

❌তবে কি এখানেই শেষ?

✅শুনুন! হাড় যখন খাবারের অভাবে ক্ষয় হতে শুরু করে তখন এর সাথের মাংশপেশী, লিগামেন্ট সবকিছুই পুষ্টিহীনতায় ভুগে সংকুচিত হয়ে যায়। তাহলে এখন কি করা যায়?

✅প্রথম চিকিৎসা তো উপরেই বলে দিলাম। এরপরের চিকিৎসা শুনবেন?

✅আপনি কি ভাবছেন ব্যথার ওষুধ? সেটা শুধু মাত্রই আপনার ব্যথাকে দমিয়ে রাখতে সাহায্য করবে। তাহলে পরের চিকিৎসা কি?

✅উত্তর হচ্ছে ফিজিওথেরাপি।

✅এখন আসি ফিজিওথেরাপিতে হাড়ক্ষয় কিভাবে ভালো হয়?

✅ফিজিওথেরাপিতে হাড় ক্ষয় আসলে ভালো হয় না এটা যেম সত্যি তেমন ফিজিওথেরাপিতে হাড়ক্ষয়ের রোগীদের ভালো রাখা যায় সেটাও তেমন সত্যি। তাহলে কিভাবে জানেন?

✅সাধারণত আমাদের মুল টার্গেট মাংশপেশী। হাড়কে কে ধরে রাখে? মাংশপেশি। তাই না? আমাদের প্রাথমিক কাজ সেই সংকুচিত মাংশপেশীকে প্রসারিত করা সেজন্য ম্যানুয়াল থেরাপি ও কিছুক্ষেত্রে ইলেক্ট্রোথেরাপির ব্যবহার করি। এরপর যদি জয়েন্টে চাপ থাকে যতো দূর সম্ভব সেটাকে কমিয়ে দেই। এরপর কাজ হলো মাংশপেশীর শক্তি বাড়িয়ে দেয়া। খুব সহজ না?

জ্বি এই সহজ কাজটি সুন্দরভাবে করতে পারে ফিজিওথেরাপিস্ট৷ তাই হাড়ক্ষয়ের চিকিৎসায় সাপ্লিমেন্ট ও ফিজিওথেরাপি নিয়ে আপনি দিব্যি ভালো থাকতে পারেন। আমাদের রোগীরাও ভালো আছে।

#হাড়ক্ষয় #নারীফিজিওথেরাপিস্ট #মহিলাদেরনিরাপদফিজিওথেরাপিসেন্টার #মহিলাফিজিওথেরাপিস্ট #ঘাড়ব্যথা #কোমরব্যথা #মাজারহাড্ডিক্ষয়

বৃষ্টি বাদলায় গোড়ালি মচকে যাওয়া পায়ের গোড়ালিতে অনেকগুলি লিগামেন্ট থাকে। লিগামেন্ট হলো এক ধরনের শক্ত মাংস যা দুইটি হাড়কে ...
31/07/2025

বৃষ্টি বাদলায় গোড়ালি মচকে যাওয়া

পায়ের গোড়ালিতে অনেকগুলি লিগামেন্ট থাকে। লিগামেন্ট হলো এক ধরনের শক্ত মাংস যা দুইটি হাড়কে সঠিক পজিশনে ধরে রাখে। গোড়ালি মচকে গেলে সাধারণত পায়ের বাইরের দিকে দুইটি (পোস্টেরিয়র টেলো-ফিবুলার ও ক্যালকেনিও ফিবুলার) সামনের দিকে দুইটি (এন্টেরিয়র টেলো-ফিবুলার ও এন্টেরিয়র টিবিও ফিবুলার) লিগামেন্ট বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা কয়েকটা ভয়ংকর কাজ করি, যা মোটেই উচিৎ নয়।

১) গোড়ালি মচকে যাওয়ার পর পা ফুলে যায়, গরম হয়, পায়ের চামড়ায় দাগ পড়ে। আমরা মচকানোর পর মালিশ করি। এ মালিশের ফলে লিগামেন্ট আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। মচকে গেলে মালিশ করার কিছু নেই। এ ফোলা ও গরমের কারন লিগামেন্ট ইঞ্জুরির পর প্রদাহ, আর চামড়ায় দাগ পড়ে জমাট বাধা রক্তের কারনে।

২) গোড়ালি মচকে গেলে লবন দিয়ে গরম পানিতে চুবানো আরো ভয়ংকর। বরফ দিতে পারেন। যদিও এখন সেটাও তেমন করা হয়না। বরফ পানিতে দিয়ে পা চুবিয়ে রাখা যেতে পারে, কোল্ড স্প্রে করা যেতে পারে, পায়ে ক্র‍্যাপ ব্যান্ডেজ দেয়া যেতে পারে।

এবার আমাদের ডাক্তারদের জন্য কিছু আপডেটেড গাইডলাইন-
১) গোড়ালি মচকে গেলে ওটোয়া ফুল রুল ও ওটোয়া এংকেল রুল মেনে চলুন। যদি মচকানো পায়ে রোগী হাটলে পায়ের পাতায় বা গোড়ালিতে সুনির্দিষ্টভাবে ব্যথা বেড়ে গেলে এক্স-রে করে নিশ্চিত হোন যে হাড় ভেংগে যায়নি। এক্সরে নরমাল মানে হাড় ভাংগেনি, কিন্তু লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে কিনা, কতটুকু হলো, কোন কোন লিগামেন্ট হলো তার জন্য মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাফি করুন।

২) হাড় ভাংগায় যে চিকিৎসা লিগামেন্ট ইঞ্জুরির ও সে চিকিৎসা। এন্টিবায়োটিক আর প্লাস্টার কাস্ট দিন। শুধু ক্র‍্যাপ ব্যান্ডেজ আর নন-স্টেরয়ডাল এন্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়েন না, কারন ইনফ্লামেশন বন্ধ করলে হিলিং ডিলে হবে। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। প্লাস্টার কাস্ট কমপক্ষে ইঞ্জুরির পর ২১ দিন রাখুন, কারন সফট টিস্যু হিলিং হতে সে পরিমান সময় লাগে।

৩) মচকানো গোড়ালিতে আই আর আই, ডিপ হিট, ওয়াক্স এসব কোন কাজে লাগে না, এসব সিল মাইরেন না। এখানে প্রথমে সফট টিস্যু থেরাপি, প্রোপ্রিওসেপটিভ এক্সারসাইজ, ওপেন ট ক্লোজ চেইন এক্সারসাইজ, পার্টাবেশন এক্সারসাইজ এসব কাজে লাগে। যদি না ইঞ্জুরি ৪-৫ সপ্তাহ পুরাতন না হয় তবে হুদাই ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন দিয়েন না, নতুন করে ইনফ্লামেশন ইন্ট্রোডিউজ করার কোন মানে হয়না।

৪) পায়ের গোড়ালি একবার মচকে গেলে বারবার মচকাতে পারে, রোগীর এটা জানা দরকার। শুধু তাই নয়, মচকে গেলে কি করবে তার সম্পর্কে রোগীকে আগে থেকেই শিক্ষা দিতে হবে।

(লেটেস্ট গাইডলাইন কমেন্টে দেয়া আছে)
কন্টেন্টটি ভালো লাগলে মানুষের উপকারের নিয়তে শেয়ার করুন 🙏

#

কোমরের ব্যথা?কোমরের ব্যথা একটি সাধারণ সমস্যা যা অনেক মানুষকে প্রভাবিত করে। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন পেশি টান, মে...
29/07/2025

কোমরের ব্যথা?

কোমরের ব্যথা একটি সাধারণ সমস্যা যা অনেক মানুষকে প্রভাবিত করে। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন পেশি টান, মেরুদণ্ডের সমস্যা, বা অন্যান্য স্বাস্থ্য পরিস্থিতি। সঠিক কারণ নির্ণয় এবং কার্যকর চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

29/07/2025

হেলথ টিপস-
চুইংগাম চিবানো লালার উৎপাদন বাড়ায়, যা পাকস্থলীর অ্যাসিড কমাতে এবং বুকজ্বালা উপশমে সহায়ক।
তবে, গর্ভবতী নারীদের জন্য চিনি ছাড়া (sugar-free) চুইংগাম বেছে নেওয়া উচিত।
# Healthtips

হাঁটুর বাইরের দিকের ব্যথা কি আপনাকে ভোগাচ্ছে???‎এই ব্যথা কি দৌড়াতে, হাঁটতে বা সিঁড়ি ভাঙতে অসুবিধা সৃষ্টি করছে? তাহলে হ...
29/07/2025

হাঁটুর বাইরের দিকের ব্যথা কি আপনাকে ভোগাচ্ছে???
‎এই ব্যথা কি দৌড়াতে, হাঁটতে বা সিঁড়ি ভাঙতে অসুবিধা সৃষ্টি করছে? তাহলে হয়তো আপনি
‎ "ইলিয়োটিবিয়াল ব্যান্ড সিন্ড্রোম" (ITBS) এ ভুগছেন!

‎আপনারা অনেকেই হয়তো এই সমস্যার সাথে পরিচিত। এটি সাধারণত দৌড়বিদ, সাইক্লিস্ট এবং যেসব খেলোয়াড়দের হাঁটুতে বারবার চাপ পড়ে, তাদের মধ্যে বেশি দেখা যায়।

ITBS কী ?

‎ইলিয়োটিবিয়াল ব্যান্ড হলো একটি মোটা তন্তুময় টিস্যু ব্যান্ড যা আপনার নিতম্ব (গ্লুটিয়াস ম্যাক্সিমাস) থেকে শুরু হয়ে হাঁটুর বাইরের দিকে শিন বোনের (টিবিয়া) উপরের অংশে গিয়ে সংযুক্ত হয়। যখন এই ব্যান্ডে অত্যধিক ঘর্ষণ বা চাপ পড়ে, তখন এতে প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে ব্যথা হয়।

‎লক্ষণগুলি কী কী ?
‎ * হাঁটুর বাইরের দিকে তীক্ষ্ণ বা জ্বালাপোড়ার মতো ব্যথা।
‎ * ব্যায়াম বা দীর্ঘক্ষণ হাঁটার পর ব্যথা বৃদ্ধি পাওয়া।
‎ * হাঁটু বাঁকানোর সময় বা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় ব্যথা।
‎ * অনেক সময় নিতম্বের দিকেও ব্যথা অনুভূত হতে পারে।

‎কেন হয় ?
‎ * অতিরিক্ত প্রশিক্ষণ বা হঠাৎ করে অনুশীলনের তীব্রতা বাড়ানো।
‎ * দুর্বল কোর পেশী বা নিতম্বের পেশী।
‎ * পায়ের গঠনের ত্রুটি (যেমন ফ্ল্যাট ফুট)।
‎ * অনুপযুক্ত জুতো ব্যবহার।

‎আপনার জন্য আমাদের পরামর্শ :
‎একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে, আমি জানি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা কতটা জরুরি!

‎ * বিশ্রাম : ব্যথা অনুভব করলে অবিলম্বে অনুশীলন বন্ধ করুন।
‎ * বরফ : আক্রান্ত স্থানে ১৫-২০ মিনিটের জন্য বরফ প্রয়োগ করুন, দিনে ২-৩ বার।

‎ * স্ট্রেচিং ও শক্তিশালীকরণ : ইলিয়োটিবিয়াল ব্যান্ড এবং এর পার্শ্ববর্তী পেশীগুলির (যেমন গ্লুটস, হ্যামস্ট্রিং) জন্য নির্দিষ্ট স্ট্রেচিং এবং শক্তিশালীকরণ ব্যায়াম অত্যন্ত উপকারী।

‎ * ম্যানুয়াল থেরাপি : মাসল রিলিজ টেকনিক (MRT) বা ফোম রোলিংও ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

‎ * শারীরিক থেরাপি : একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনার অবস্থার মূল্যায়ন করে একটি কাস্টমাইজড চিকিৎসা পরিকল্পনা দিতে পারেন, যা আপনার দ্রুত সুস্থ হতে সাহায্য করবে।

‎যদি আপনি এই ধরনের ব্যথা অনুভব করেন, তবে দেরি না করে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করুন। সঠিক রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা আপনাকে দ্রুত স্বাভাবিকভাবে সুস্থ করে তুলবে।

Spinal Stenosis (স্পাইনাল স্টেনোসিস) কী?Spinal Stenosis হলো মেরুদণ্ডের ভিতরে থাকা স্পাইনাল ক্যানেল (যেখানে স্নায়ু চলে) ...
10/05/2025

Spinal Stenosis (স্পাইনাল স্টেনোসিস) কী?

Spinal Stenosis হলো মেরুদণ্ডের ভিতরে থাকা স্পাইনাল ক্যানেল (যেখানে স্নায়ু চলে) সংকুচিত হয়ে যাওয়া। এর ফলে স্নায়ুতে চাপ পড়ে এবং ব্যথা ও অন্যান্য স্নায়বিক উপসর্গ দেখা দেয়।

---

Spinal Stenosis এর কারণ:

1. Degenerative changes (বয়সজনিত ক্ষয়) – ডিস্ক ও হাড়ের ক্ষয়

2. Herniated disc (ডিস্ক বের হওয়া) – স্নায়ু চেপে ধরা

3. Bone spurs (অতিরিক্ত হাড় গঠন)

4. Thickened ligaments (লিগামেন্ট মোটা হয়ে যাওয়া)

5. Tumors বা spinal injuries (দুর্লভ ক্ষেত্রে)

02/03/2025

রমজানের স্বাস্থ্য টিপস_
জয়েন্টের ব্যথা কমাতে ইফতারে হালকা গরম পানিতে আদা কুচি এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন।

সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 🕌 🌙রমজানে প্রতিদিন সুস্থ থাকুন । রমজানে  স্বাস্থ্য  টিপস পেতে পে...
02/03/2025

সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 🕌 🌙
রমজানে প্রতিদিন সুস্থ থাকুন । রমজানে স্বাস্থ্য টিপস পেতে পেইজের সাথেই থাকুন❤️ #
🌙 🌙

29/01/2025

হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে
লোকসমাগম কমিয়ে ফেলুন।
বেশি লোকের উপস্থিতি অক্সিজেন কমিয়ে কার্বন ডাই–অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়।

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Active Life Physiotherapy & Rehabilitation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram