ডাঃ মনিরুজ্জামান

ডাঃ মনিরুজ্জামান আমাদের প্রতিষ্ঠান 🙂
Ayurvedic Niketan
আয়ুর্বেদিক নিকেতন
Trade License No: 3358-00, Drug License No: Ayu- 453.

"Ayurvedic Niketon"
Founder & CEO: Abdul Matin
☎️Contact no:+8801976634499
📧E-mail Address: acurebd@gmail.com
🏢Business Address: 60/A Omar Ali Lan, West Rampura, Dhaka-1219

07/04/2025

বাংলাদেশে ইসrail পণ্যের বিকল্প খোঁজার প্রেক্ষাপটে ৫টি সম্ভাবনাময় মার্কেট গ্যাপ তুলে ধরা হলো।

আমরা বিকল্প ভালো পণ্য তৈরি না করলে দিন শেষে এই হাইপ কোন কাজে আসবে না। তাদের বিকল্প পণ্য নিয়ে কাজ করুন যারা কাজ করছে তাদের ইনভেস্ট করে আমেজিয়ে যেতে সাহায্য করুন।

দেশি পণ্য কিনুন, আমি কিছু মার্কেট গ্যাপ এবং করনীয় নিয়ে আজকের লেখা সাজিয়েছি।



১. স্কিন কেয়ার ও কসমেটিকস

রিমি আপার ‘রঙতুলির গল্প’

রিমি আপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী, ছোটবেলা থেকেই স্কিন কেয়ার নিয়ে সচেতন। তিনি খেয়াল করলেন—অনেক বিউটি ব্র্যান্ড যেমন Garnier, Neutrogena, এবং L’Oréal Isরাইলি বিনিয়োগে সংশ্লিষ্ট। কিন্তু দেশে এখনো এমন স্কিন-ফ্রেন্ডলি, অর্গানিক প্রোডাক্ট খুব সীমিত। তিনি শুরু করলেন ‘রঙতুলির গল্প’—একটি দেশীয় হারবাল স্কিন কেয়ার ব্র্যান্ড। তার ফেসওয়াশ, স্ক্রাব, আর সানস্ক্রিনে ব্যবহৃত হয় মুলতানি মাটি, তুলসী পাতা, গোলাপজল ও অ্যালোভেরা। অনলাইনে অর্ডার নিতে নিতে এখন তার ৩টি আউটলেট চলছে।



২. ডেইরি ও প্রিমিয়াম চকলেট

সালমান ভাইয়ের ‘মিল্ক ম্যাজিক’

সালমান ভাই ছিলেন এক সময়ের আইটি অফিসার। ইউরোপ থেকে আসা চকলেটের বিকল্প খুঁজতে গিয়ে তিনি দেখলেন দেশের চকলেট সেক্টর এখনো বিদেশনির্ভর। তিনি স্থানীয়ভাবে দুধ, বাদাম, কোকো ব্যবহার করে শুরু করলেন নিজস্ব চকলেট ব্র্যান্ড ‘মিল্ক ম্যাজিক’। নামটা শিশুদের মনোমুগ্ধ করে তোলে। আজ ৬ মাসেই তার চকলেট ঢাকার বড় কয়েকটি সুপারশপে যাচ্ছে, এমনকি মধ্যপ্রাচ্যের একটি ডিস্ট্রিবিউটরও যোগাযোগ করেছে।



৩. স্বাস্থ্যবান্ধব স্ন্যাকস

তাহসিনার ‘পুষ্টির ঝুড়ি’

তাহসিনা আগে কর্পোরেটে চাকরি করতেন, দুপুরের নাস্তা হতো Lays বা Doritos-এর মতো বিদেশি চিপসে। বাচ্চাদেরও এসব খাওয়ানোতে তার মনে প্রশ্ন জাগে। তিনি শুরু করলেন স্বাস্থ্যকর বিকল্প: ভাজা না করে বেক করা, দেশীয় সবজির চিপস—লাল শাক, মিষ্টি কুমড়া, বিটরুট দিয়ে বানানো “পুষ্টির ঝুড়ি”। মায়েরা বাচ্চাদের জন্য তার প্যাকেট কিনছে, কারণ সেটি সুস্বাদু এবং পুষ্টিকর—একই সাথে।



৪. প্রিমিয়াম মিনারেল ওয়াটার ও স্পোর্টস ড্রিংকস

রবিনের ‘জলপ্রাণ’

বাজারে Nestlé বা AquaFina-এর মতো ব্র্যান্ডের বোতলজাত পানি রয়েছে, যার কিছু সরবরাহ Isরায়েলের লগ্নি সংযুক্ত। রবিন ভাবলেন—বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের ঝর্ণা বা গভীর টিউবওয়েলের পানি কাজে লাগিয়ে প্রিমিয়াম মিনারেল ওয়াটার বানানো যায়। তার ব্র্যান্ড ‘জলপ্রাণ’ প্রথমে শুধু চট্টগ্রামে চালু হয়, এখন ঢাকার জিম ও স্পোর্টস কমপ্লেক্সে সরবরাহ হচ্ছে।



৫. প্রাকৃতিক ক্লিনিং প্রোডাক্ট (ডিটারজেন্ট, ফ্লোর ক্লিনার)

রাবেয়া খাতুন ও ‘সবুজ ঘর’

রাবেয়া খাতুন গৃহিণী, বাজার থেকে যখন ক্লিনার আনতেন, প্যাকেটের লোগো দেখে জানতে পারলেন এটি একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রোডাক্ট যার মালিকানা Isরাইল সংশ্লিষ্ট। তিনি স্থানীয় উপাদান—লেবুর রস, নিম পাতার নির্যাস, ইউক্যালিপটাস তেল ব্যবহার করে তৈরি করলেন নিজস্ব ক্লিনার ও ফ্লোর ওয়াশ। নাম দিলেন ‘সবুজ ঘর’। প্রথমে প্রতিবেশীদের দিয়ে শুরু, এখন ঢাকা শহরে সাবস্ক্রিপশন বেসড ডেলিভারি চালু করেছেন।



এইসব উদ্যোগ যদি কেউ নেন আমি হেল্প করবো।

—যদি সচেতন হই এবং সময়ের চাহিদা বুঝে সাহস নিয়ে এগিয়ে যাই, তাহলে আমাদের দেশেই তৈরি হতে পারে বিশ্বমানের বিকল্প পণ্য।

এই সময়টা উদ্যোক্তাদের জন্য এক বিশাল সুযোগ।
“হালাল বিকল্প তৈরি করে, মানুষের বিশ্বাস অর্জন করা” – এটাই হতে পারে পরবর্তী বড় বিজনেস মডেল।

বাংলাদেশের মার্কেটে ইজ*রাইলি কিছু কমন প্রোডাক্ট/তাদেরকে ফান্ডিং করা কোম্পানির প্রোডাক্ট:ড্রিংক্স:🔶 কোকাকোলা(coca cola)🔶প...
07/04/2025

বাংলাদেশের মার্কেটে ইজ*রাইলি কিছু কমন প্রোডাক্ট/তাদেরকে ফান্ডিং করা কোম্পানির প্রোডাক্ট:

ড্রিংক্স:
🔶 কোকাকোলা(coca cola)
🔶পেপসি (pepsi)
🔶 স্প্রাইট (sprite)
🔶ফান্তা ( Fanta)
🔶7up
🔶Aquqfina

রেগুলার র‍্যান্ডম প্রোডাক্ট:
🔶ম্যাগি নুডুলস (Maggi)
🔶কিটক্যাট (Kitkat)
🔶KFC
🔶Nestle,nescafe
🔶Pizzahub
🔶Oral-B (paste)
🔶মেডজুল খেজুরের কিছু বাজার

টেকনোলজি:
🔶নোকিয়া (Nokia)
🔶HP(laptop)
🔶Motorola(mobile)
🔶Intel
🔶Siemens

কসমেটিক এন্ড এপারেলস:
🔶লরিয়াল(LOREAL)
🔶Victoria's Secret
🔶John n Johnson
🔶Garnier
🔶Pantene
🔶Rexona
🔶Head n Shoulder
🔶Kelvin n klein
🔶Hugo boss
🔶Axe
🔶Dior
🔶Dove
🔶Lux
🔶GAP
🔶Puma
🔶Unilever

চ্যানেল:
🔶20th century fox
🔶CNN
🔶National Geographu
🔶Star(Tv channel)
🔶Sky
🔶Disnep

কপি পেস্ট করে ছড়িয়ে দিন এবং বাদ পড়া প্রোডাক্ট এড করতে পারেন..

এতদিন যা হইছে,এখন থেকে সর্বোচ্চ বয়কট অব্যাহত থাকবে।
রিমেম্বার দা কোড: ৮৭১,৭২৯



27/03/2025

ইয়া রব! আমাদের সকল ঈমানদার ভাই-বোনদেরকে পবিত্র লাইলাতুল ক্বদরের পূর্ণ নিয়ামত ও বারাকাহ নসিব করুন।

আমাদের ওপর রহম করুন, গুনাহখাতা ক্ষমা করুন এবং দুনিয়া ও আখিরাতের অপমান- অপদস্ততা এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মেহেরবাণী করে মুক্তি দিন।

আল্লাহ রাব্বুল আলামীন দ্বীনের পথে আমাদের সকলকে অবিচল থাকার তাওফিক দান করুন। আমীন।।

27/03/2025

২০০ কোটি মুসলিম পন্য বয়কটের মাধ্যমে যে কোন দেশের অর্থনীতি ধংস করতে পারে। এটাই হোক আমাদের অস্ত্র। চুপ থেকেও যুদ্ধ জয় করা যায়

১লাখ  ৫১ হাজার টাকা দামের গরুর চামড়া  দাম ব‌লে ২ শ। ফি‌রি‌য়ে এ‌নে ওটা প্র‌সেস করলাম।(প্র‌সে‌সের কাজ‌টি নি‌জে দা‌ড়ি‌য়ে কর...
21/03/2025

১লাখ ৫১ হাজার টাকা দামের গরুর চামড়া দাম ব‌লে ২ শ। ফি‌রি‌য়ে এ‌নে ওটা প্র‌সেস করলাম।

(প্র‌সে‌সের কাজ‌টি নি‌জে দা‌ড়ি‌য়ে করালাম) মি‌নিমাম দশ হাজার টাকার খাবার উপ‌যোগী গোশ্ত বের হই‌ছে। অ‌নেক‌কে বন্টন ক‌রে দি‌ছি।
,
এমন প্র‌সেসড রান্না ক‌রা চামড়া একবার খে‌য়ে‌ছিলাম যার স্বাদ আজও ভু‌লি নি। এবার ফ্রিজড ক‌রে রাখা হ‌চ্ছে, ক‌য়েকবার খাওয়া যা‌বে।

‌বিজ‌নেসও কর‌তে পা‌রেন যারা উ‌দ্যোক্তা আ‌ছেন। বেটা চামড়া ব্যবসা‌য়িরা ২শ টাকায় চামড়া নি‌বি? সে‌দিন শেষ, খাওয়া শিখ‌ছি।

মাসআলা: চামড়া খাওয়া হালাল।

মাইয়া আমার ভয় পায়। বিয়া দিয়া দিছি আজ চার মাস হইলো। শ্বশুরবাড়ি যাইতে চায় না। কয়— "মা, রাতে কেউ আলো নিভাইয়া দেয়, পেছন থেইক...
15/03/2025

মাইয়া আমার ভয় পায়। বিয়া দিয়া দিছি আজ চার মাস হইলো। শ্বশুরবাড়ি যাইতে চায় না। কয়— "মা, রাতে কেউ আলো নিভাইয়া দেয়, পেছন থেইকা জড়াইয়া ধরে!"

আমি বুঝাইলাম, "ভয়ের কী আছে? জামাই আছিল হয়তো!"
(note: জামাই হলে মেয়ে চিনবে না?)

কিন্তু ভয় কাটে না মাইয়ার। তাই আমি ছোট মাইয়াটারে সাথে দিয়া দিলাম, আট বছরের ছোট মাইয়া, যাতে ভয় না লাগে বড়জনের।

দুই দিন পর বিয়াইনের ফোন—

"আপনার ছোট মাইয়া অসুস্থ, তাড়াতাড়ি আসেন হাসপাতালে!"

গিয়া দেখি, এই অবস্থা! (গলা কা%টা দাগ, ধ*র্ষ*ণ হয়েছে)

আমি বড় মাইয়ারে জিজ্ঞাস করলাম, "কী হইছে? কেমনে হইলো?"

বড় মাইয়া কয়, "মা, আমি জানি না। আমার পাশেই ঘুমাইছিল, আড়াইটার দিকে দেখি নিচে পড়া, এই অবস্থা!"

সাংবাদিক জিগাইলো, "আপনার কী মনে হয়, এইডা কে করতে পারে?"

"যে কাছে আছিল, হেয়! বহোনাই। দুলাভাই সজীব।'

শ্বশুরের ওপরও সন্দেহ আছে!"

"বাবারে, আমরা গরিব মানুষ! বড় মাইয়াডারে ১৪ বছর বয়সেই বিয়া দিয়া দিছি, অভাবের তাড়নায়। স্বামীর মাথায় সমস্যা আছিল, তাই মাইয়াডারে বিয়া দিছি। কিন্তু ছোটমনিরে এভাবে শেয়াল-কুকুরের ______ ক্যামনে?!"

আমার বুক ফাইটা যাইতেছে... সারাদিন রোজা রাইখা, আমার কলিজার টুকরা মাইয়াডারে এই অবস্থায় দেখতাছি। "আপনারাও তো মা-বাপ, বলেন, কেমনে সহ্য করুম?!"

মাগুরায় সেই শিশুটির মা এভাবেই যন্ত্রনা ভরা কন্ঠে আহাজারি করতেছিলেন।

ইউনিসেফের মতে, প্রায় ৯০% শিশু যৌ*ন নি*র্যা*তনের ঘটনায় অপরাধী শিশুর পরিচিত ব্যক্তি হয়ে থাকে, যা প্রায়শই পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ আত্মীয় হয়ে থাকে।

আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না। যতই আপন, ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু হোক না কেন! চোখে চোখে রাখুন৷

সচেতন হউন।

02/02/2025

‎জিরা
‎.
‎জিরা (Cumin ) ক্যান্সার প্রতিরোধ করে , সমীক্ষায় দেখা গেছে কারকুমিন ( Curcumin ) নামে জিরার একটি উপাদান এমন উৎসেচকের (Enzyme) উপর আক্রমণ চালায় , যা স্বাস্থ্যবান কোষ ক্যান্সারের আক্রমণে সহায়তা করে । তদুপরি , কারকুমিন নতুন টিউমার কোষের উৎপাদন ও বৃদ্ধি রোধেও সহায়তা করে ।
‎.
‎🟩কিভাবে খাবেনঃ
‎আধা চা চামুচ জিরার গুড়া বা পউডার প্রতিদিন একবার খাবেন । ( বাজার থেকে কিনবেন না , নিজেই গুড়া করে নিবেন ) ।
‎.
‎তাই বলে জিরা পানি নামে কারবোহাইড্রেট ওয়াটারে এ উপকারের আশা করবেন না । বাজারের জিরা পানি , নামে আছে , কামে নাই ।
‎.
‎🟩আসেন এবার রেসিপি দেখি । আপনি চাইলে ডাইরেক জিরার পাউডার না খেয়ে এভাবেও খেতে পারেন ।
‎.
‎একটি বাটিতে বিভিন্ন ধরনের সবজি নিন, যেমন:
‎ মিস্টি আলু, গাজর , ফুলকপি এবং শালগম ইত্যাদি ।
‎ এসব সবজি জলপাই তেল ও ১ চা চামুচ জিরা সহ ১৫ মিনিট সিদ্ধ করুন । স্বাদের জন্য পরিবেশনের আগে লবন ও গোলমরিচ মিশিয়ে নিন ।
‎.
‎ সুত্রঃ মাসিক গনস্বাস্থ্য , ২৭ বর্ষ , ৮ম সংখ্যা , মাঘ ১৪১৫ , পৃঃ৯

31/01/2025
আমাদের মাদ্রাসায় ২৯ তারিখ মাহফিল হবে , আপনাদের দাওয়াত ❤️
24/01/2025

আমাদের মাদ্রাসায় ২৯ তারিখ মাহফিল হবে , আপনাদের দাওয়াত ❤️

সকালে আজকের দিনের সবচেয়ে দু:খজনক রোগী ছিলেন উনি।বয়স ৩১ বছর।স্ত্রীর বয়স ১৮ বছর।২ বছর আগে বিয়ে হয়।কিন্তু বাচ্চা হচ্ছেনা।স্...
15/01/2025

সকালে আজকের দিনের সবচেয়ে দু:খজনক রোগী ছিলেন উনি।বয়স ৩১ বছর।স্ত্রীর বয়স ১৮ বছর।২ বছর আগে বিয়ে হয়।কিন্তু বাচ্চা হচ্ছেনা।স্ত্রীকে আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু স্বামীর কোন ডাক্তার আগে দেখানো হয়নাই।তাছাড়া আরো কিছু ব্যক্তিগত সমস্যা আছে।

কিছুদিন আগে আমাকে দেখায়।আজকে রিপোর্ট দেখাতে আসেন।রিপোর্ট দেখে আমার মন খারাপ হয়ে গিয়েছে।উনার বীর্যে কোন শুক্রাণু নাই।সাধারনত প্রতি মিলি সিমেনে প্রায় ৭৫ মিলিয়ন শুক্রাণু থাকে।কিন্তু উনার একটাও নাই।আই রিপিট নট আ সিংগেল ওয়ান।
উনি কখনো বাবা হতে পারবেন না।
এই কথা বলার পর ভদ্রলোক কান্নায় ভেংগে পড়লেন।আমার নিজের খুব খারাপ লাগছিলো।কত মানুষ বাচ্চা ন^ষ্ট করে ফেলে,কত মানুষ বাচ্চা নিতে চায় না।আর এদিকে উনি বাচ্চা চান কিন্তু আল্লাহ উনার কপালে রাখেন নাই।

05/01/2025

একজন চিকিৎসক তার প্রাপ্য সম্যান পেলে সে তার আদর্শ ধরে রাখতে চাইবে!
আপনি কি একমত?

Address

119 Shantinagar, (Under Quantum Foundation & Besides Eastran Plus Market), Paltan, Dhaka Dhaka, Dhaka Division
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মনিরুজ্জামান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category