
01/08/2025
তার আত্মহননের চেষ্টার মধ্যে দিয়ে শুরু হয়েছিল আমাদের পথচলা।ওষুধ, কাউন্সেলিং, নিজের লড়াই আর বাবা-মায়ের ভালোবাসা মিলে আজ সে এসএসসি-তে সফল।
একটা ব্যর্থতা কখনও জীবনের শেষ নয়—তুমি তার উৎকৃষ্ট উদাহরণ।তুমি জন্মেছিলে এক উদ্দেশ্য নিয়ে, আর তুমি সেই পথেই হাঁটছো।আমার কাজ ছিল শুধু তোমার শক্তিটাকে তোমার সামনে তুলে ধরা।
আমার জন্য নিয়ে আসা—এই মিষ্টি আজ আমার সবচেয়ে মিষ্টি অর্জন।