Dr. Nazia Tasnim

Dr. Nazia Tasnim ডাঃ নাজিয়া তাসনিম
এমবিবিএস (ডিইউ), ডিসিএইচ (সিএমএইচ, ঢাকা)
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
রেজিস্ট্রার, শিশু বিভাগ
তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ, গাজীপুর

কেনো ম্যাডাম?
18/09/2025

কেনো ম্যাডাম?

18/09/2025
জন্মের সময় যেসব শিশু একটু ছোট হয় বা প্রিম্যাচিউর হয়, তাদের নিয়ে দুশ্চিন্তা বেশি থাকে।বাংলাদেশে স্বাভাবিক নবজাতকের জন্মের...
05/09/2025

জন্মের সময় যেসব শিশু একটু ছোট হয় বা প্রিম্যাচিউর হয়, তাদের নিয়ে দুশ্চিন্তা বেশি থাকে।

বাংলাদেশে স্বাভাবিক নবজাতকের জন্মের সময় ওজন ধরা হয় ২.৫ কেজি থেকে ৪ কেজি।
আর গর্ভের ৩৭ সপ্তাহের আগে জন্ম নিলে সেই শিশুকে বলা হয় প্রিম্যাচিউর শিশু।

এমন শিশুদের জন্য একটি অসাধারণ, সহজ আর নিরাপদ যত্নের উপায় হলো-
ক্যাঙ্গারু মাদার কেয়ার (KMC)

আজ আমরা KMC কী সেটা নিয়ে আলাপ করবো।
KMC হলো নবজাতককে মায়ের বা বাবার খালি বুকে খালি গায়ে সোজাভাবে ধরে রাখা।
ঠিক যেমন ক্যাঙ্গারু তার শিশুকে বুকের কাছে রাখে।

👉 উপকারিতা:

শিশুর শরীর গরম থাকে, ঠান্ডা লাগে না।

বুকের দুধ ভালোভাবে খেতে পারে।

ওজন দ্রুত বাড়ে।

সংক্রমণের ঝুঁকি কমে।

শিশু শান্ত থাকে, ভালো ঘুমায়।

মা-বাবার সাথে ভালোবাসার বন্ধন আরও গভীর হয়।

👉 কীভাবে করবেন?

১. মা বা বাবা জামা খুলে খালি বুকে শিশুকে সোজাভাবে শোয়াতে হবে।
২. শিশুর বুক মায়ের/বাবার বুকের সাথে লেগে থাকবে।
৩. মাথা কাঁধের পাশে থাকবে, যেন নিঃশ্বাস নিতে অসুবিধা না হয়।
৪. ওড়না বা কাপড় দিয়ে দুজনকে জড়িয়ে রাখতে হবে।
৫. দিনে যত বেশি সময় রাখা যায়, তত ভালো।

#নবজাতক #ক্যাঙ্গারুমাদারকেয়ার


ডাঃ নাজিয়া তাসনিম
এমবিবিএস (ডিইউ), ডিসিএইচ (সিএমএইচ, ঢাকা)
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
রেজিস্ট্রার, শিশু বিভাগ
তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ, গাজীপুর

26/08/2025

রোগীদের spiritually ও হেল্প করতে পারি আমরা....
ড ঈসা মারযুকী নামে সি'রি'য়া'ন এক চিকিৎসক ছিলেন যিনি দা'মে'স্কে এক হাসপাতালে চাকরী করতেন।.
একদিন হঠাৎ তার শরীর খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হল। চেকআপের পর জানা গেল তিনি ক্যান্সারে আক্রান্ত।.
ডাক্তারগণ তার চিকিৎসা শুরু করলেন এবং একটি মেডিকেল বোর্ড গঠন করা হল।.
তার রোগ দিন দিন বৃদ্ধি পেতে লাগল, বোর্ডের নিকট রিপোর্ট এল যে তিনি আর মাত্র কয়েক সপ্তাহ পৃথিবীর আলো-বাতাস গ্রহণ করতে পারবেন।.
ড ঈসা ছিলেন যুবক,তার তখনো বিয়েও হয়নি তবে বিয়ের কথা চলছিল।.
তার হবু স্ত্রীকে অনেকে পরামর্শ দিল বিয়ে ভেংগে দিতে,কেননা এখানে কোনো আশা নেই। তবে সেই মহিয়সী নারী তা কঠোর ভাবে প্রত্যাখ্যান করেন।.
এদিকে ড ঈসা, রাসূলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর একটি হাদিস পড়েছিলেন। তা হলোঃ.
"সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর।".
[ সহীহুল জামি,হাঃ৩৩৫৮;আবূ দাউদ ফি মারাসিল,হাঃ১০৫;মাজমাউয যাওয়াইদঃ৩/৬৩;হাদিসের মান 'হাসান '।].
একদিন প্রচণ্ড নিরাশায় বসে তিনি এই হাদিস স্মরণ করলেন, এই হাদিস নিয়ে ভাবতে লাগলেন।.
হঠাৎ মাথা উঠিয়ে বললেন, "এই হাদিসটি কি সহীহ? যদি সহীহ হয় তাহলে তো আমার রোগের চিকিৎসা সাদকার মাধ্যমে হওয়া উচিত,কেননা পৃথিবীর বহু চিকিৎসাই তো করা হলো। ".
একটি পরিবার সম্পর্কে তার জানা ছিল,যার গৃহকর্তার মৃত্যুর পর থেকে তারা মানবেতর জীবন-যাপন করছিল।.
এদিকে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ড ঈসার হাত প্রায় শুন্য। তবুও যা অবশিষ্ট ছিল তা এক বন্ধুর মাধ্যমে তিনি ঐ পরিবারের কাছে পাঠিয়ে দেন।.
তার বন্ধু ঐ পরিবারের লোকেদের সব খুলে বলেন এবং জানান যে ড ঈসা এই সাদকার মাধ্যমে আরোগ্য কামনা করেন,সুতরাং আপনারা তার আরোগ্যের জন্য দু'আ করুন।.
সত্যি রাসূলুল্লাহর (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বাণী সত্যায়িত হল,ড ঈসা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন।.
কিছু দিন পর চিকিৎসা বোর্ডের সদস্যরা তার রিপোর্ট পড়ে হতভম্ব হয়ে গেলেন,কেননা তিনি তখন পরিপূর্ণ সুস্থ!.
তিনি বোর্ড এর উদ্দেশে বললেন,.
"আমি রাসূলুল্লাহর(স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশনা অনুযায়ী চিকিৎসা করেছি। নিশ্চয়ই আমি ভাগ্যে বিশ্বাসী তবে এর অর্থ এও নয় যে বাহ্যিক ব্যবস্থা গ্রহণ করা যাবেনা। তবে নিঃসন্দেহে রাসূলের (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাদিস বিশুদ্ধ এবং সন্দেহাতীত ভাবে এমন মহান সত্ত্বা রয়েছেন যিনি কোনো ঔষধ ব্যতীত রোগীকে আরোগ্য দিতে পারেন। ".
[ ঘটনাটি লন্ডন থেকে প্রকাশিত আরবী সাপ্তাহিক "আল-মুসলিমুন "এর ১৮১নং সংখ্যা থেকে গ্রহণ করেছেন আব্দুল মালিক মুজাহিদ তার "সুনেহরে আওরাক্ব " বইয়ে। আমি তা সংক্ষেপ উপস্থাপন করেছি। ].
আল্লাহ তা'আলা আমাদের হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফীক্ব দিন-আমিন.. প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বেশি বেশি দান সদকাহ করার তৌফিক দান করুন...

~ শাইখ মানযুরুল (হাফিজাহুল্লাহ)

নবজাতকের কান্না কারও কাছে অস্থিরতা, আবার কারও কাছে উৎকণ্ঠা, কিন্তু একজন শিশু চিকিৎসকের কাছে এই কান্না সবচেয়ে স্বস্তির এক...
24/08/2025

নবজাতকের কান্না কারও কাছে অস্থিরতা, আবার কারও কাছে উৎকণ্ঠা, কিন্তু একজন শিশু চিকিৎসকের কাছে এই কান্না সবচেয়ে স্বস্তির একটা মুহুর্ত।

এই কান্না জানিয়ে দেয়, ফুসফুসে প্রথম বাতাস ঢুকেছে, পৃথিবীর সাথে প্রথম যোগসূত্র হয়েছে, হয়েছে একটা সুস্থ নবজাতকের আগমণ। ❤️

#শিশুচিকিৎসক #শিশুরকান্না #নবজাতক

এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাই।
19/08/2025

এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাই।

09/08/2025

আপনারা আগে বিদেশ থেকে ভালো রাজনীতিবিদ, ভালো উপদেষ্টা, ভালো বিমান আনেন।আর যদি এই দেশের চিকিৎসকদের যোগ্যতা না থাকে, তাহলে ...
22/07/2025

আপনারা আগে বিদেশ থেকে ভালো রাজনীতিবিদ, ভালো উপদেষ্টা, ভালো বিমান আনেন।

আর যদি এই দেশের চিকিৎসকদের যোগ্যতা না থাকে, তাহলে আজকে যে চিকিৎসকদল আনলেন, তাদেরকে মেডিকেল কলেজ আর আর পোস্টগ্রাজুয়েশন সেন্টারগুলায় নিয়োগ দেন।

We took an initiative to provide all kinds of Mental Health support to the affected family members of the Milestone trag...
22/07/2025

We took an initiative to provide all kinds of Mental Health support to the affected family members of the Milestone tragedy ; Even some physician families who reside in Uttara might be suffering from 'Acute Stress Reaction' ; we are ready to help them.
-BAP

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nazia Tasnim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category