26/08/2025
রোগীদের spiritually ও হেল্প করতে পারি আমরা....
ড ঈসা মারযুকী নামে সি'রি'য়া'ন এক চিকিৎসক ছিলেন যিনি দা'মে'স্কে এক হাসপাতালে চাকরী করতেন।.
একদিন হঠাৎ তার শরীর খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হল। চেকআপের পর জানা গেল তিনি ক্যান্সারে আক্রান্ত।.
ডাক্তারগণ তার চিকিৎসা শুরু করলেন এবং একটি মেডিকেল বোর্ড গঠন করা হল।.
তার রোগ দিন দিন বৃদ্ধি পেতে লাগল, বোর্ডের নিকট রিপোর্ট এল যে তিনি আর মাত্র কয়েক সপ্তাহ পৃথিবীর আলো-বাতাস গ্রহণ করতে পারবেন।.
ড ঈসা ছিলেন যুবক,তার তখনো বিয়েও হয়নি তবে বিয়ের কথা চলছিল।.
তার হবু স্ত্রীকে অনেকে পরামর্শ দিল বিয়ে ভেংগে দিতে,কেননা এখানে কোনো আশা নেই। তবে সেই মহিয়সী নারী তা কঠোর ভাবে প্রত্যাখ্যান করেন।.
এদিকে ড ঈসা, রাসূলুল্লাহ (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর একটি হাদিস পড়েছিলেন। তা হলোঃ.
"সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর।".
[ সহীহুল জামি,হাঃ৩৩৫৮;আবূ দাউদ ফি মারাসিল,হাঃ১০৫;মাজমাউয যাওয়াইদঃ৩/৬৩;হাদিসের মান 'হাসান '।].
একদিন প্রচণ্ড নিরাশায় বসে তিনি এই হাদিস স্মরণ করলেন, এই হাদিস নিয়ে ভাবতে লাগলেন।.
হঠাৎ মাথা উঠিয়ে বললেন, "এই হাদিসটি কি সহীহ? যদি সহীহ হয় তাহলে তো আমার রোগের চিকিৎসা সাদকার মাধ্যমে হওয়া উচিত,কেননা পৃথিবীর বহু চিকিৎসাই তো করা হলো। ".
একটি পরিবার সম্পর্কে তার জানা ছিল,যার গৃহকর্তার মৃত্যুর পর থেকে তারা মানবেতর জীবন-যাপন করছিল।.
এদিকে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ড ঈসার হাত প্রায় শুন্য। তবুও যা অবশিষ্ট ছিল তা এক বন্ধুর মাধ্যমে তিনি ঐ পরিবারের কাছে পাঠিয়ে দেন।.
তার বন্ধু ঐ পরিবারের লোকেদের সব খুলে বলেন এবং জানান যে ড ঈসা এই সাদকার মাধ্যমে আরোগ্য কামনা করেন,সুতরাং আপনারা তার আরোগ্যের জন্য দু'আ করুন।.
সত্যি রাসূলুল্লাহর (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বাণী সত্যায়িত হল,ড ঈসা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন।.
কিছু দিন পর চিকিৎসা বোর্ডের সদস্যরা তার রিপোর্ট পড়ে হতভম্ব হয়ে গেলেন,কেননা তিনি তখন পরিপূর্ণ সুস্থ!.
তিনি বোর্ড এর উদ্দেশে বললেন,.
"আমি রাসূলুল্লাহর(স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশনা অনুযায়ী চিকিৎসা করেছি। নিশ্চয়ই আমি ভাগ্যে বিশ্বাসী তবে এর অর্থ এও নয় যে বাহ্যিক ব্যবস্থা গ্রহণ করা যাবেনা। তবে নিঃসন্দেহে রাসূলের (স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাদিস বিশুদ্ধ এবং সন্দেহাতীত ভাবে এমন মহান সত্ত্বা রয়েছেন যিনি কোনো ঔষধ ব্যতীত রোগীকে আরোগ্য দিতে পারেন। ".
[ ঘটনাটি লন্ডন থেকে প্রকাশিত আরবী সাপ্তাহিক "আল-মুসলিমুন "এর ১৮১নং সংখ্যা থেকে গ্রহণ করেছেন আব্দুল মালিক মুজাহিদ তার "সুনেহরে আওরাক্ব " বইয়ে। আমি তা সংক্ষেপ উপস্থাপন করেছি। ].
আল্লাহ তা'আলা আমাদের হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফীক্ব দিন-আমিন.. প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বেশি বেশি দান সদকাহ করার তৌফিক দান করুন...
~ শাইখ মানযুরুল (হাফিজাহুল্লাহ)