
06/05/2023
কারি পাতা (Curry Leaves Powder) :- এ পাতাকে আবার মিঠা নিমও বলে। চুলের যত্নে কারি পাতা খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সি এ ই , ক্যালসিয়াম বিটা ক্যারোটিন ফসফরাস আয়রন ফলিক এসিড। হেয়ার টনিক হিসেবেও কারি পাতা বেশ কার্যকরী অথবা তৈল তৈরি করে ব্যবহার করা।