Health Zone

Health Zone our treatment 100% Organic & pure, so no side affect

21/09/2025
লিঙ্গের যত্ন নেওয়ার কিছু নিয়ম১. পরিচ্ছন্নতা বজায় রাখাপ্রতিদিন হালকা গরম পানি দিয়ে লিঙ্গ ধুতে হবে।ফোরস্কিন থাকলে আস্তে টে...
21/09/2025

লিঙ্গের যত্ন নেওয়ার কিছু নিয়ম

১. পরিচ্ছন্নতা বজায় রাখা

প্রতিদিন হালকা গরম পানি দিয়ে লিঙ্গ ধুতে হবে।

ফোরস্কিন থাকলে আস্তে টেনে ভেতরের অংশ পরিষ্কার করতে হবে, যাতে জীবাণু বা ময়লা জমে না থাকে।

সাবান ব্যবহার করলে খুব শক্তিশালী সাবান নয়, বরং হালকা ও সুগন্ধিহীন সাবান ব্যবহার করতে হবে।

২. শুকনো রাখা

ভেজা অবস্থায় দীর্ঘক্ষণ থাকলে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে।

ধোয়ার পর পরিষ্কার কাপড় বা তোয়ালে দিয়ে মুছে শুকনো রাখতে হবে।

৩. পোশাকের যত্ন

সবসময় পরিষ্কার, আরামদায়ক ও ঢিলেঢালা অন্তর্বাস ব্যবহার করা ভালো।

টাইট আন্ডারওয়্যার বা সিনথেটিক কাপড় বেশি ব্যবহার করলে চুলকানি, ঘাম বা সংক্রমণ হতে পারে।

৪. নিয়মিত পরীক্ষা

যদি অস্বাভাবিক রঙ, গন্ধ, চুলকানি, ফুসকুড়ি বা ক্ষত দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

যৌন রোগের ঝুঁকি থাকলে নিয়মিত হেলথ চেক-আপ করা উচিত।

৫. হস্তমৈথুন/যৌনমিলনে সতর্কতা

খুব বেশি রুক্ষভাবে বা জোরে হস্তমৈথুন করলে ক্ষতি হতে পারে।

কনডম ব্যবহার করলে নিরাপত্তা পাওয়া যায় এবং সংক্রমণের ঝুঁকি কমে।

৬. জীবনযাত্রার অভ্যাস

ধূমপান, অতিরিক্ত মদ্যপান, মাদক এসব লিঙ্গের রক্তসঞ্চালন নষ্ট করে, ফলে ইরেকশনের সমস্যা হয়।

নিয়মিত ব্যায়াম করলে রক্তসঞ্চালন ভালো থাকে এবং লিঙ্গের কার্যক্ষমতা বাড়ে।

সহজভাবে বললে: পরিচ্ছন্নতা, সতর্কতা আর স্বাস্থ্যকর জীবনযাপনই হলো লিঙ্গের যত্নের মূল চাবিকাঠি।

20/09/2025

আলহামদুলিল্লাহ

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা সকালে কিংবা বিকেলে নাস্তায় বিটের জুস খেতে পারেন।এতে বিদ্যমান পটাশিয়াম রক্তচাপ ন...
29/08/2025

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা সকালে কিংবা বিকেলে নাস্তায় বিটের জুস খেতে পারেন।এতে বিদ্যমান পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে।

03/08/2025

আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে *ডালিম,খেজুর,পালংশাক, কচু শাক
মুরগির মাংস, আপেল খাওয়ার চেষ্টা করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category