Organic HaatBazar

Organic HaatBazar Online Service and Retailer

 #গরম পানির উপকারীতাএকদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ০১. মাই...
06/10/2021

#গরম পানির উপকারীতা

একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ
০১. মাইগ্রেন
০২. উচ্চ রক্তচাপ
০৩. নিম্ন রক্তচাপ
০৪. জয়েন্ট এর ব্যথা
০৫. হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস
০৭. কোলেস্টেরলের মাত্রা
০৮. কাশি
০৯. শারীরিক অস্বস্তি
১০. গাটের ব্যথা
১১. হাঁপানি
১২. কাশি
১৩. শিরায় বাধা
১৪. জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ
১৫. পেটের সমস্যা
১৬. ক্ষুধার সমস্যা
১৭. মাথা ব্যথা

*কীভাবে গরম পানি পান করবেন?*
নিয়মিত রাত ১০-১১টার মধ্যে ঘুমিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রায় ২ গ্লাস গরম পানি পান করতে হবে, প্রথম দিকে ২ গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারে কেউ তবে আস্তে আস্তে এটি করতে পারবে।

*বিঃদ্রঃ: গরম পানি পান করার পরে ৪৫ মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না।*

গরম পানি থেরাপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করবে, নিম্নে তা উল্লেখ করা হলো : -

৩০ দিনের মধ্যে ডায়াবেটিস
৩০ দিনের মধ্যে রক্তচাপ
১০ দিনের মধ্যে পেটের সমস্যা
০৯ মাসের মধ্যে সমস্ত ধরণের ক্যান্সার
০৬ মাসের মধ্যে শিরার বাধার সমস্যা
১০ দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা
১০ দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত রোগগুলি
১০ দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যা
১৫ দিনের মধ্যে মহিলাদের সমস্যা
৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা
০৩ দিনর মধ্যে মাথা ব্যাথা / মাইগ্রেন সমস্যা
০৪ মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যা
০৯ মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যা
০৪ মাসের মধ্যে হাঁপানি সমস্যা

*ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! যদি অল্প বয়সে ঠাণ্ডা পানি প্রভাবিত না করে, তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই।*

*ঠান্ডা পানি হার্টের ৪টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হ'ল কোল্ড ড্রিঙ্কস।

*এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন।

*ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারে রুপ নেয়।

*দয়া করে এই তথ্যটি নিজের কাছে রাখবেন না কাউকে বলুন, এটি কারওর জীবন বাঁচাতে পারে।*

সংগ্রহ করা, জাপানি ডাঃ মেনসাহ-আসরে হতে।

যারা হার্ট ও প্রেসারের রোগী, এবং হার্ট ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন বা রিং পরা প্রয়োজন ডাক্তার বলে দিয়...
25/08/2021

যারা হার্ট ও প্রেসারের রোগী, এবং হার্ট ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন বা রিং পরা প্রয়োজন ডাক্তার বলে দিয়েছে, কিন্তু কোন কারণে করতে পারছেন না!!!

এই মুহূর্তে কী করবেন!!!

প্রতিদিন খালিপেটেঃ
১. রসুন ৪ কোস,
(পেষ্ট করে নিবেন)

২. আদা ১০ গ্রাম,
(মেপে নেয়ার প্রয়োজন নেই, আন্দাজ মতো দিয়ে দিলেই হবে)

৩. আধা পিছ লেবু,
(যে কোন লেবু-তবে সুগন্ধি যুক্ত হলে ভালো হয়)

৪. আধা কাপ আপেল সাইডার বেনেগার
( বাজারে কিনতে পাওয়া যায়)

৫. মধু পরিমাণ মতো
(যদি মধু ছাড়া খেতে পারেন তবে আরো ভালো, কিন্তু ভুল করেও চিনি মিশাবেন না, কারণ এতে করে ডায়াবেটিস যাদের আছে ক্ষতি হতে পারে)

*সবগুলো উপাদান দিয়ে এক গ্লাস সরবত তৈরি করুন, এবং নিয়মিতভাবে ১৫দিন সেবন করুন, তারপর ডাক্তারের কাছে যান, শারীরিক কিছু পরিক্ষা করে দেখুন কতটুকু আরোগ্য হয়েছে।

কথা দিচ্ছি যে দিন থেকে শুরু করবেন সেই দিন থেকেই বুঝতে পারবেন শরীরের উপকার হচ্ছে যে...তবে অনেক সুন্দর ফ্রেশ ঘুম হবে...
ঘুমের ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ্...।

শরবত খাওয়ার পর যদি মনে করেন, আপনার গ্যাস জনিত সমস্যা হচ্ছে তবে গ্যাসের ঔষধ খেয়ে নিবেন।

ডাক্তারের দেয়া যদি কোন প্রকার ঔষধ থেকে থাকে তবে সেগুলো সেবন করা বন্ধ করবেন না, অন্যান্য ঔষধের পাশাপাশি সরবত খেতে পারেন...

বিদ্রঃ যারা ধুমপান করেন, তাদের জন্যও অনেক উপকারে আসবে।...

বন্ধুরা এই পোস্ট শুধু মাত্র আপনাদের জন্য অনেক কষ্ট করে লিখেছি... কারণ আমার এক ফেইসবুকের বন্ধু (যদিও উনি বাবার বয়সি) উপকার পেয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম...
আশাকরি আপনারাও উপকার পাবেন...।

সবকিছুর মালিক উপর আল্লাহ্, ঔষধ ওছিলা মাত্র..।.
আর এই পোস্টের মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তবে আমার কষ্ট সার্থক হবে।

হার্টের ডা. পেতে ☎️ ০১৯১১-০৭৭৯৭৩ করুন।

রিং ও অপারেশন ছাড়াই হার্ট ব্লকের নেচারাল বাইপাস চিকিৎসা নিতে যোগাযোগ করুন। ডায়োমেড হার্ট সেন্টার: ০১৯১১-০৭৭৯৭৩

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে অসুস্থ বান্দার থেকে সুস্থ বান্দা বেশি প্রিয় কারণ সুস্থতা অনেক বড়ো নিয়ামত আপনি আমি সুস্থ...
11/03/2021

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে অসুস্থ বান্দার থেকে সুস্থ বান্দা বেশি প্রিয় কারণ সুস্থতা অনেক বড়ো নিয়ামত আপনি আমি সুস্থ থাকলে যতটুকু আমল মন দিয়ে করতে পারি অসুস্থ ব্যক্তি কোনোদিন পারবে না,তাই সুস্থতা কে প্রাধান্য দিতে শিখুন,নিজের শারীরের যত্ন নেয়াও একটি এবাদত,যেমন আপনি অস্বাস্থ্যকর খাবার (সিগারেট /মদ/ড্রাগস)নিলে গুনাহগার হবেন কেন??এটা শরীরকে নষ্ট করে দিতে পারে,তাহলে শরীরের যত্ন নিলেও সওয়াব পেতে পারেন,যত্ন নিন আল্লাহর দেয়া নিয়ামতের(শরীর)

খেজুরের খাঁটি লিকুইড গুড়প্রতি কেজি : ২০০ টাকা ।টেষ্ট করতে চাইলে ইনবক্স করুন আজই
15/02/2021

খেজুরের খাঁটি লিকুইড গুড়
প্রতি কেজি : ২০০ টাকা ।

টেষ্ট করতে চাইলে ইনবক্স করুন আজই

রাসুল সাঃ এর সব থেকে প্রিয় খাবার ছিল খেজুর, এই খেজুর খেতে খেতে সাহাবিদের সাথে গল্পে গল্পে  কত আমল শিখিয়ে দিয়ে গেছেন আমার...
13/02/2021

রাসুল সাঃ এর সব থেকে প্রিয় খাবার ছিল খেজুর, এই খেজুর খেতে খেতে সাহাবিদের সাথে গল্পে গল্পে কত আমল শিখিয়ে দিয়ে গেছেন আমার প্রিয় রাসুলুল্লাহ সাঃ। যদিও খেজুর একটি মরুভূমির ফল যা মরুর লোকেরাই খেত কিন্তু এখন এই খেজুর আমরা পাচ্ছি হাতের কাছেই।
Organic HaatBazar নিয়ে আসলো এরাবিয়ান মাবরুম।

এই খেজুরের আরবি নাম মাবরুম । মাবরুমের আবার কয়েকটা কোয়ালিটি আছে এটা ভিআইপি মাবরুম । খেজুরগুলোর গায়ে কামরাঙ্গার মত একটা দাগ আছে বিধায় বাংলাদেশে এটাকে ‘কামরাঙ্গা মরিয়ম’ও বলা হয় ।

আজওয়ার পরে এটাই সবচেয় বেস্ট কোয়ালিটির খেজুর । ১ ইঞ্চির মত লম্বা একেকটি খেজুর । কিন্তু ভিতরে বিচিগুলো ছোট ।

প্রতি কেজি : ৯০০ টাকা ।
সর্বনিম্ন অর্ডার : ৫০০ গ্রাম ।
ডেলিভারি চার্জ প্রযোজ্য।


*ছবিগুলো কোন প্রকার এডিট ব্যতিত আমাদের বর্তমান স্টক থেকে তোলা ।

Organic HaatBazar নিয়ে আসলো আপনাদের জন্য খাঁটি=ভেজালহীনখাঁটি গাওয়া ঘি=গরুর দুধ থেকে প্রস্তুত ভেজালহীন স্নেহজাতীয় পদার্থব...
13/02/2021

Organic HaatBazar নিয়ে আসলো আপনাদের জন্য

খাঁটি=ভেজালহীন
খাঁটি গাওয়া ঘি=গরুর দুধ থেকে প্রস্তুত ভেজালহীন স্নেহজাতীয় পদার্থবিশেষ ।

গাই + ওয়া=গাওয়া । অর্থ-গোদুগ্ধে প্রস্তুত ।
ঘি=দুধ থেকে প্রস্তুত স্নেহজাতীয় পদার্থবিশেষ ।
গাওয়া ঘি= গরুর দুধ থেকে প্রস্তুত স্নেহজাতীয় পদার্থবিশেষ

এই ঘিয়ের স্বাদ নিতে চাইলে এখনই ইনবক্স করুন

আসসালামু আলাইকুম অর্গানিক হাটবাজারে সবাইকে সুস্বাগতম, সবার জন্য অর্গানিক হাটবাজার নিয়ে এলো সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধ...
11/02/2021

আসসালামু আলাইকুম অর্গানিক হাটবাজারে সবাইকে সুস্বাগতম, সবার জন্য অর্গানিক হাটবাজার নিয়ে এলো সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু যা ১০০% খাটি।
মধু হচ্ছে খাদ্য তালিকার মধ্যে সবচেয়ে উৎকৃস্ট, মধু হচ্ছে রাসুলুল্লাহ সাঃ এর প্রিয় খাদ্যের মধ্যে একটি। কোরআনে মধু নিয়ে সম্পুর্ন একটি সুরাই নাজিল হয়েছে যার নাম সুরা নাহল।
মধুর কার্জকারিতা বলে শেষ করা যাবে না মধুতে রয়েছে শিফা তাই মধুকে মহাঔষধ বলা হয়। খাটি মধু পেতে যোগাযোগ করুন।

১ কেজি ১২০০টাকা।
৫০০ গ্রাম ৬৫০ টাকা।
ডেলিভারি চার্জ প্রযোজ্য।

আসসালামু আলাইকুম সবাইকে অর্গানিক হাটবাজারের পক্ষ থেকে যানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অর্গানিক হাটবাজার আপনাদের জন্য নিয়ে এলো...
11/02/2021

আসসালামু আলাইকুম সবাইকে অর্গানিক হাটবাজারের পক্ষ থেকে যানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
অর্গানিক হাটবাজার আপনাদের জন্য নিয়ে এলো ১০০% খাটি গাওয়া ঘী, যা বাসায় হাতে তৈরি এবং অর্গানিক।

প্রতি ১কেজি ১২০০টাকা।
৫০০গ্রাম ৬৫০টাকা।
ডেলিভারি চার্জ প্রযোজ্য।

মাত্র ২ প্রশ্নের উত্তর দিন : ১. আপনি কি ফেসবুকে এ্যাকটিভ থাকেন ?২. এর জন্য অাপনার ফেসবুক কি আপনাকে কোন মুনাফা দেয় ? সাড়া...
30/01/2021

মাত্র ২ প্রশ্নের উত্তর দিন :

১. আপনি কি ফেসবুকে এ্যাকটিভ থাকেন ?
২. এর জন্য অাপনার ফেসবুক কি আপনাকে কোন মুনাফা দেয় ?

সাড়া পৃথিবীতে শুধু ফেসবুক ব্যবহার করে মানুষ আয় করছে হাজার হাজার টাকা। আপনিও ফেসবুকে বসে আয় করতে পারেন। আপনাকে এজন্য যা করতে হবে

(১)- পণ্যের বিজ্ঞাপন প্রচার করতে হবে।
(২)- পণ্য বিক্রি করতে হবে।
(৩)- পন্যের গুনাগুন তুলে ধরতে হবে।

এজন্য আপনি DXN এর পন্য ব্যবহার
করতে পারেন। DXN এর পন্য বিক্রি করে প্রতিদিন আপনি আয় করতে পারেন। আপনি যদি DXN এর মেম্বার হন। আপনি তাহলে প্রতি পন্য বিক্রি করে ১৫% থেকে ২৫% পর্যন্ত আয় করতে পারবেন। এছাড়াও আপনি আরও অনেক ভাবেই ইনকাম করতে পারেন বিস্তারিত জানতে মেসেজ দিন বা কল করুন- +966534555839 Imo WhatsApp.

20/01/2021

সবাইকে অর্গানিক হাটবাজারে স্বাগতম। আমাদের পন্যের বাজারজাতকরণ প্রক্রিয়া চলছে। অতি শীঘ্রই আপনাদের সামনে আমাদের অর্গানিক পন্যকে নিয়ে আসবো। সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করছি।
বারাকাল্লাহু ফিকুম

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic HaatBazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Organic HaatBazar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram