Walid'S Squad

Walid'S Squad জীবনের কতশত রঙিন মায়ায় ছড়ানো কিছু মুহুুর্ত হয়তো আনন্দের কিংবা বিষাদের।পরিবারের মানুষই আপনার খুশির কারন | Content Creator | Doctor | Father |

05/12/2025

প্রতিদিন ICU তে ৪-৫ টা টেস্ট রিপিট হয় রুটিনলি।সকালে এ টেস্টগুলোর স্যাম্পল গুলো দেওয়া হয় বলে একে আমরা মর্নিং ইনভেস্টিগেশন বলি।কিন্তু কেন প্রতিদিন রিপিট করি?

আবার সমস্যা মাথায় হলেও বুকের এক্সরে কিংবা কিডনি ফাংশন বা লিভার ফাংশন দেখার টেস্ট কেন করি?

বি:দ্র:- ভিডিও ক্যাপশনে বানান ভুল কারন এগুলো অটো ক্যাপশন।

🔥 কেন ICU-তে এত খরচ হয়?যদিও এসব খরচের কোন নির্দিষ্ট কোন মানদন্ড নাই, কোনটার জন্য কত বিল হবে তার কোন কিছুই সরকার ঠিক করে...
05/12/2025

🔥 কেন ICU-তে এত খরচ হয়?

যদিও এসব খরচের কোন নির্দিষ্ট কোন মানদন্ড নাই, কোনটার জন্য কত বিল হবে তার কোন কিছুই সরকার ঠিক করে দেয়না,তাই যে যার মত বিল করে (বেসরকারি)। কিন্তু যে কারনগুলোর কারনে বিল বেশি হয় তা চলুন দেখে নিই।

1️⃣ ২৪ ঘণ্টা মনিটরিং ও বিশেষায়িত নার্স–ডাক্তার টিম

ICU তে ১ জন রোগীর জন্য ২৪ ঘণ্টা trained nurse লাগে

প্রতি শিফটে ডাক্তার, রেসিডেন্ট, নার্স,পিসিএ, টেকনিশিয়ান—সবাই থাকে

এই হাই-সেফটি স্টাফিংই ICU-র সবচেয়ে বড় খরচের জায়গা

2️⃣ উন্নত মনিটরিং সিস্টেম

ICU রোগীর vitals সবসময় কার্ডিয়াক মনিটরে এবং ম্যানুয়ালি দেখতে হয়:

Multi-parameter monitor

Arterial line

Central line

Cardiac monitoring
Intake Output Chart

Continuous ECG, SpO₂, RR
এসব যন্ত্রপাতি অত্যন্ত দামী এবং maintenance cost খুব বেশি।

3️⃣ Life-support machines

Ventilator

Syringe pump / infusion pump

Dialysis machine (CRRT/SLED)

High-flow nasal cannula (HFNC)
এসব মেশিনগুলোর দাম লাখ-লাখ টাকা, এবং ব্যবহার মানেই consumables + sterilization cost।

4️⃣ High-cost medicines & consumables

ICU রোগীদের লাগে:

Antibiotics (meropenem, colistin, linezolid ইত্যাদি)

Inotropes (norad, vasopressin, dopamine)

Sedation drugs (midazolam, fentanyl, propofol)

IV fluids, blood products

Syringes, cannulas, catheter, circuits

এগুলোর দাম খুবই বেশি এবং প্রতিদিনই খরচ হয়।

5️⃣ Lab tests & imaging বেশি হয়

ICU রোগীর:

২–৩ বার CBC

ABG বারবার

Electrolyte

Cultures

Lactate

Bedside X-ray / Ultrasound
এগুলো প্রতিদিনই করতে হয় রোগীর minute-to-minute managementের জন্য।

6️⃣ সংক্রমণ রোধে strict infection control

গ্লাভস, গাউন, mask, sterilization…
ICU তে প্রতিটি রোগীর জন্য আলাদা এবং বারবার পরিবর্তন করতে হয়।

7️⃣ রোগীর জটিলতা বেশি

ICU রোগী সাধারণত:

শ্বাস নিতে পারে না

BP ধরে রাখা যায় না

কিডনি বন্ধ হয়ে যাচ্ছে

Sepsis / stroke / MI
এগুলো manage করতে special সেটআপ + manpower লাগে।

🧩 সংক্ষেপে

ICU cost = High manpower + High technology + High medicine/consumable use + High monitoring frequency

এগুলো না থাকলে ICU কাজই করবে না।

05/12/2025

যখন ই সময় পাবেন নিজের মেয়েকে সময় দিবেন। মেয়েকে সারাজীবন কাছে রাখা যায়না।মেয়ে মানেই আবেগ ও ভালোবাসা। এ ভালোবাসাকে যত সময় দিবেন ততই জীবন সুন্দর লাগবে।

04/12/2025

কিডনি খারাপ হলে মেডিসিনের রেগুলার ডোজ কি বাড়বে নাকি কমবে?
কেন কিডনি খারাপ হলে ডোজ কমাতে হয়?
না কমালে কি হবে আবার যখন কিডনি নরমাল হবে তখন কেন ডোজ নরমাল করতে হবে?

কিছুক্ষণ আগে এক মা কে হারালাম। তার আজকে ডেঙ্গু জ্বরের ৮ম দিন ছিল। উনার কন্ডিশন ৬ষ্ঠ দিন থেকে খারাপ হতে থাকে।Dengue তে জ্...
04/12/2025

কিছুক্ষণ আগে এক মা কে হারালাম। তার আজকে ডেঙ্গু জ্বরের ৮ম দিন ছিল।

উনার কন্ডিশন ৬ষ্ঠ দিন থেকে খারাপ হতে থাকে।

Dengue তে জ্বর শুরু হওয়ার পর ৪র্থ থেকে ৭ম দিন পর্যন্ত সময়ে বেশি খারাপ হতে দেখেছি। এসময়টা খুব Crucial.

যত জটিলতা ডেঙ্গুতে হচ্ছে তার বেশিরভাগ এ সময়টাতে হচ্ছে।

ব্লাড প্রেশার কমে যাওয়া, ব্লিডিং হওয়া, এনকেফালাইটিস, মায়োকার্ডাইটিস, কিডনি শাট ডাউন, ডিআইসি বেশিরভাগ ই এই সময়টাতে হয়।

সাধারনত জ্বর যখন কমে যায় তখন এই ক্রিটিক্যাল সময়টা শুরু হয়।

ডেঙ্গু প্রতিবছর তার প্যাটার্ন বদলাচ্ছে। তাই গাইডলাইন অনুযায়ী সব ম্যানেজ করা যাচ্ছেনা।

বর্ষা নেই, তব ডেঙ্গুর প্রভাব কমছেনা।

এটাকে একটা ইমারজেন্সি ঘোষনা করে ব্রডলি সরকারকে ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল।

জানিনা প্রতিদিন ডেঙ্গুতে এতো আক্রান্ত ও মৃত্যু হচ্ছে তবুও কোন সাড়া শব্দ নেই।

এক মশার কাছে এত আধুনিক যুগ পরাজিত হচ্ছে নীরবে.....

লাইফ সাপোর্ট কখন লাগে?  প্রশ্নটি সবার মনে ঘুরে।কিন্ত মেডিকেলের ভাষা বুঝা কঠিন।তবুও কিছুটা সহজে শর্ট করে বলছি।⭐ ১) শ্বাস ...
03/12/2025

লাইফ সাপোর্ট কখন লাগে? প্রশ্নটি সবার মনে ঘুরে।কিন্ত মেডিকেলের ভাষা বুঝা কঠিন।

তবুও কিছুটা সহজে শর্ট করে বলছি।

⭐ ১) শ্বাস নিতে না পারলে → ভেন্টিলেটর (Life Support)

যখন রোগী—

শ্বাস খুব ধীর / থেমে যাচ্ছে

অক্সিজেন খুব কম (ARDS, pneumonia, COPD exacerbation)

মাথায় আঘাত / স্ট্রোক / ওষুধে অচেতন হয়ে শ্বাস কমে যায়

সার্জারির পরে গভীর সেডেশনে থাকে

➡️ তখন ভেন্টিলেটর প্রয়োজন হয়।

⭐ ২) BP নিজেরে ধরে রাখতে না পারলে → ইনোট্রপ/ভ্যাসোপ্রেসর

যেমন—

সেপসিস

হার্ট ফেলিওর

শক

বড় রক্তক্ষরণ

➡️ রোগীর BP ৫০–৬০ mmHg এ নেমে গেলে ভ্যাসোপ্রেসর (Norad, Adrenaline) লাগে।

⭐ ৩) কিডনি হঠাৎ কাজ বন্ধ করলে → ডায়ালাইসিস / CRRT

যখন—

ইউরিন খুব কম

পটাশিয়াম খুব বেশি

শরীর ফুলে পানিতে ভরে যাচ্ছে

ইউরেমিক এনসেফালোপ্যাথি

➡️ তখন dialysis/CRRT জীবন রক্ষাকারী support।

⭐ ৪) হার্ট কাজ করতে ব্যর্থ হলে → ECMO / advanced support

যেমন—

cardiogenic shock

massive MI

severe myocarditis
➡️ তখন ECMO দরকার হতে পারে।

⭐ ৫) রোগী খেতে না পারলে → TPN / tube feeding

স্ট্রোক

সেপসিস

ভেন্টিলেটরে থাকা রোগী

➡️ এও life support এর অংশ।

⭐ ৬) বহু অঙ্গ একসাথে ব্যর্থ → Multi-organ support (ICU)

যেমন—

সেপটিক শক

dengue shock with MODS

poisoning

severe trauma

➡️ তখন শ্বাস, BP, কিডনি, nutrition সবকিছু মিলিয়ে life support লাগে।

🔥 এক লাইনে সংক্ষেপে

শরীরের vital কাজগুলো (শ্বাস, BP, হার্ট, কিডনি) যখন নিজে করতে পারে না → তখনই life support লাগে।

👍 Dr. Walid from
"Walid's Squad " page.

03/12/2025

GLP 1 মেডিসিনগুলো ডায়াবেটিস/ওবেসিটি তে নতুন করে আশা দেখাচ্ছে কারন সপ্তাহে একবার নিলেও হয়। কিন্তু না জেনে বুঝে নিলে বিপদে পড়তে হবে।

অনেকেই ইন্টারনেট/নিউট্রিশনিস্ট /চ্যাট জিপিটি থেকে এসব মেডিসিন নিচ্ছেন এবং জটিলতা নিয়ে আসছেন।

এই মেডিসিন নিয়ে আরো খারাপ হওয়ার থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে না নেওয়াও বেট্টার।

“লাইফ সাপোর্ট” শুনলেই সাধারণ মানুষ মনে করে “মারা গেছে, শুধু মেশিনে ঝুলে আছে” — কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভুল ধারণা।...
03/12/2025

“লাইফ সাপোর্ট” শুনলেই সাধারণ মানুষ মনে করে “মারা গেছে, শুধু মেশিনে ঝুলে আছে” — কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভুল ধারণা।

🔍 লাইফ সাপোর্ট মানে কী?

লাইফ সাপোর্ট = এমন মেডিকেল সিস্টেম যা জীবনের গুরুত্বপূর্ণ ফাংশনগুলো সাময়িকভাবে সাপোর্ট দেয় যখন রোগীর শরীর নিজে তা করতে পারছে না।

এগুলো হতে পারে—

১) ভেন্টিলেটর

রোগী নিজে শ্বাস নিতে পারছে না → মেশিন তার হয়ে শ্বাস নেয়।

২) ইনোট্রপ / ভ্যাসোপ্রেসর

বিপি খুব কম → ওষুধ দিয়ে হার্ট ও ব্লাড প্রেসার সাপোর্ট দেয়া।

৩) ডায়ালাইসিস / CRRT

কিডনি কাজ করছে না → মেশিন টক্সিন ফিল্টার করছে।

৪) পুষ্টি সাপোর্ট (TPN/NG Feeding)

রোগী খেতে পারছে না → নাকে টিউব বা ভেনাস লাইনে খাবার/এনার্জি দেওয়া।

৫) ECMO (শরীরের বাইরে রক্ত অক্সিজেনেট করা)

হার্ট-লাংস খুবই খারাপ → মেশিন অস্থায়ীভাবে কাজ নিচ্ছে।

➡️ এগুলো জীবন ধরে রাখার সাহায্য — মৃত্যু নয়।

❗ তাহলে মানুষ কেন মনে করে “লাইফ সাপোর্ট = মৃত”?

১) রোগী অচেতন থাকে → মানুষ ভাবে “মারা গেছে”

ভেন্টিলেটর বা সেডেশন থাকলে রোগী নড়াচড়া কম করে, চোখ খোলা থাকে না। এতে পরিবারের কাছে মনে হয় রোগী মৃত।

২) শ্বাস-প্রশ্বাস মেশিন দিচ্ছে → মানুষ ভাবে “নিজে তো নিঃশ্বাসই নিচ্ছে না”

কিন্তু ভেন্টিলেটর দেওয়া মানে মৃত্যু নয় — লাখো রোগী ভেন্টিলেটর থেকে উঠে সুস্থ হয়।

৩) মিডিয়া/ড্রামা সিরিয়াল ভুল ধারণা দেয়

সিনেমায় দেখায় — “লাইফ সাপোর্ট মানে শেষ”, যা সত্য নয়।

৪) কেউ কেউ মস্তিষ্ক-মৃত্যু (Brain death) আর লাইফ সাপোর্টকে এক করে ফেলে

Brain death = আইনি মৃত্যু
লাইফ সাপোর্ট = আইসি ইউ চিকিৎসার একটি ধাপ
এ দুই জিনিস সম্পূর্ণ আলাদা।

৫) অতিরিক্ত আবেগ ও অজ্ঞতা

পরিবার ভাবতে পারে—“এত টিউব-পাইপ আর মেশিন মানে আর বাঁচবে না।”
কিন্তু ICU তে অনেক রোগীই মেশিন সহায়তায় স্থিতিশীল হয়ে আবার বাড়ি ফিরে যায়।

⭐ লাইফ সাপোর্ট = মৃত্যুর শেষ ধাপ নয়

বরং অনেক সময় এটা হলো—
🟢 রেসকিউ
🟢 রিভাইভ
🟢 রিকভারি প্রসেস
যাতে শরীর সময় পায় আবার নিজের কাজ স্বাভাবিকভাবে শুরু করতে।

🔥 খুব সহজ ভাষায়

লাইফ সাপোর্ট = ব্রিজ (Bridge to recovery)
শরীর যখন দুর্বল → মেশিন তাকে সময় দেয় ঠিক হওয়ার।

03/12/2025

গত মাসের জমানো কিছু ফুটেজ।যা একসাথে কম্পাইল করার সময় পাচ্ছিলামনা। একদম Raw ফুুটেজ কারন এডিট করার সময় নেই।

আমার মেয়ে, যাকে ঘিরে সব আবর্তিত হচ্ছে জীবনে যার কিছু চমক টাইম লাইনে রেখে দিই।

📢 HIV সংক্রমণ বাংলাদেশে দ্রুত বাড়ছে — এখনই সচেতন হোনSave Your Family. Save Your Future.বাংলাদেশে HIV সংক্রমণের হার সাম্প...
02/12/2025

📢 HIV সংক্রমণ বাংলাদেশে দ্রুত বাড়ছে — এখনই সচেতন হোন

Save Your Family. Save Your Future.

বাংলাদেশে HIV সংক্রমণের হার সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, প্রতি বছরই নতুন সংক্রমণের সংখ্যা “নতুন রেকর্ড” তৈরি করছে।

📌 বাংলাদেশে HIV – সর্বশেষ সার্বিক চিত্র

🔴 ২০২০ সাল পর্যন্ত

বছরে নতুন শনাক্ত: ≈ ৪৫০–৫০০ জন

🔴 ২০২1–2023

প্রতি বছর নতুন রোগী: ≈ ১,২০০–১,৩০০ জন

🔴 ২০২৪ (অফিশিয়াল রিপোর্ট)

নতুন শনাক্ত: ১,৪৩৮ জন

আক্রান্তদের মধ্যে ৪২%: MSM (Men who have s*x with men)

২৫–৪৯ বছর বয়সী জনগোষ্ঠী সবচেয়ে বেশি আক্রান্ত

🔴 ২০২৫ (ট্রেন্ড অনুযায়ী অনুমান)

নতুন কেস হবে সম্ভবত: ১,৮০০–১,৯০০+ জন

মোট কেসের সংখ্যা প্রায়: ১৫,০০০+

👉 অর্থাৎ মাত্র ৫ বছরে সংক্রমণের হার ৩–৪ গুণ বেড়েছে।
👉 যদি নীতি, সচেতনতা ও জনস্বাস্থ্য পরিকল্পনা পরিবর্তন না করা হয় — আগামী বছরগুলোতে সংখ্যা আরও বাড়বে।

📌 কারা বেশি ঝুঁকিতে?

গে/বাইসেক্সুয়াল (MSM) কমিউনিটি

থার্ড জেন্ডার

মাইগ্র্যান্ট ও বিদেশফেরত শ্রমিক

রোহিঙ্গা শরণার্থী কমিউনিটি

সাধারণ জনগোষ্ঠী (অসুরক্ষিত যৌন সম্পর্ক)

ইনজেকশন ড্রাগ ব্যবহারকারী

গুরুত্বপূর্ণ: HIV আর শুধু “ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর” সমস্যা নেই—
এটি এখন সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে।

📌 সংক্রমণের কারণ (Bangladesh Trend)

অনিরাপদ যৌনচর্চা

একাধিক যৌনসঙ্গী

যৌনবিষয়ক অজ্ঞতা ও লজ্জা

HIV টেস্ট না করানো

অনিয়ন্ত্রিত STI (syphilis/gonorrhea)

সামাজিক স্টিগমার কারণে চিকিৎসা দেরি হওয়া

📌 কেন এখনই পদক্ষেপ জরুরি?

HIV শনাক্ত দেরিতে হলে AIDS-এ রূপ নেয়

পরিবারে স্ত্রী-স্বামী ও ভবিষ্যত সন্তান ঝুঁকিতে পড়ে

সমাজে অজান্তেই সংক্রমণ বাড়তে থাকে

আগামী বছরগুলোতে বাংলাদেশে HIV একটি পাবলিক হেলথ ক্রাইসিস হয়ে উঠতে পারে

🟢 আপনার করণীয় — HIV প্রতিরোধ করুন

✔ নিয়মিত HIV টেস্ট

যারা ঝুঁকিতে আছেন — বছরে অন্তত ১ বার টেস্ট করান। গোপনীয়ভাবে HIV টেস্টের সুযোগ রয়েছে।

✔ নিরাপদ যৌনচর্চা

কনডোম Always — Safe S*x Saves Life.

✔ STI চিকিৎসা

যে কোনো যৌন রোগ হলে দ্রুত চিকিৎসা নিন — কারণ STI থাকলে HIV সংক্রমণ দ্বিগুণ বাড়ে।

✔ স্টিগমা ভাঙুন

HIV রোগীকে ঘৃণা নয় — চিকিৎসা ও মানবিক সহায়তা দিন।

✔ পরিবারকে সচেতন করুন

সন্তান, সঙ্গী, বন্ধুবান্ধব — সবাইকে তথ্য জানান।
"HIV is preventable — কিন্তু ignorance is deadly."

⚠️ বাংলাদেশে HIV পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এখনই পদক্ষেপ প্রয়োজন

যেভাবে সংক্রমণ বাড়ছে, যদি নীতি পর্যায়ে ভুল সিদ্ধান্ত ও সচেতনতার অভাব চলতেই থাকে—

👉 আগামী কয়েক বছরে নতুন কেস ৩,০০০–৫,০০০ অতিক্রম করতে পারে
👉 সাধারণ জনগোষ্ঠীতে সংক্রমণ আরও গভীরে প্রবেশ করবে
👉 পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গুরুতর ঝুঁকিতে পড়বে

🔥 সুতরাং— Save Your Family. Save Your Future.

HIV আর দূরের সমস্যা নয় —
এটা এখন আমাদের চারপাশেই।

02/12/2025

মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি ল্যাবে কত ধরনের আধুনিক মেশিন থাকে যা দিয়ে বিভিন্ন পরীক্ষা করে রোগ নির্ণয় হয়।একবার ভাবুন ত যদি এসব মেশিন না থাকতো তাহলে অনুমাণ নির্ভর চিকিৎসা হতো।এখন এতো মেশিন থাকা সত্ত্বেও, রিপোর্টস থাকা সত্ত্বেও ভুল চিকিৎসা বলতে মানুষের দু সেকেন্ড লাগেনা।আর যদি পরীক্ষা নিরীক্ষা না থাকতো কোন ডকুমেন্ট না থাকতো তবে ত ডাক্তারদের প্রতিমুহূর্তে পিন্ডি চটকাতো।

চলুন আজকে ল্যাবে একটা ট্যুর দিয়ে আসি

মানুষের হার্ট যখন বন্ধ হয় তখন কিছু প্রটোকল আছে তার হার্ট চালু করার। এর মধ্যে DC shock বা ইলেক্ট্রিক শক ও একটি পার্ট।যখন ...
01/12/2025

মানুষের হার্ট যখন বন্ধ হয় তখন কিছু প্রটোকল আছে তার হার্ট চালু করার। এর মধ্যে DC shock বা ইলেক্ট্রিক শক ও একটি পার্ট।

যখন এই শক দেওয়া হয় তখন পুরো শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উপরে উঠে আসে।

সাধারন মানুষ এ দৃশ্য কোন আপনজনের উপর প্রয়োগ করা অবস্থায় দেখলে সে নিজেকে আর ধরে রাখতে পারবেনা।

কিন্তু আমরা যারা ডাক্তার,নার্স,সাপোর্টিং স্টাফস সবাই প্রতিদিন এটা দেখি।

প্রথম প্রথম মনে হতো কি দরকার এত কষ্ট দেওয়ার, একটু শান্তিতে কি মারাও যেতে পারবেনা?

কিন্তু গত ৬ বছরে দেখলাম এ কষ্টের বিনিময়েও কেউ কেউ আবার ফিরে আসে।

সুস্থ হয়, হয়তো সে জানতে পারেনা কত ভোল্টের ইলেক্ট্রিক শক পেয়ে সে এখন জীবন্ত।

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে তিনি মানুষকে এরকম শক দিয়ে জীবিত করার যন্ত্র বানানোর জ্ঞান দিয়েছেন।

Address

Mymensingh

Telephone

+8801963398571

Website

Alerts

Be the first to know and let us send you an email when Walid'S Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Walid'S Squad:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram