কুষ্টিয়া ব্লাড ব্যাংক Kushtia Blood Bank

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কুষ্টিয়া ব্লাড ব্যাংক Kushtia Blood Bank

কুষ্টিয়া ব্লাড ব্যাংক Kushtia Blood Bank সবার প্রয়োজনের কথা চিন্তা করে এই পেজ?

এই পেইজের উদ্দেশ্য হল অসহায় গরিব এবং যারা প্রয়োজনের সময় ব্লাড ডোনার পাচ্ছেন না তাদেরকে ব্লাড ডোনার ম্যানেজ করে দেওয়া। ব্লাডের জন্য শেষ হতে দেব না একটিও প্রাণ।

রিপোর্ট দেখাতে এক টাকাও দেবো না  #হোক_প্রতিবাদ ✊✊👉শেয়ার করুন 🙏
14/08/2025

রিপোর্ট দেখাতে এক টাকাও দেবো না
#হোক_প্রতিবাদ ✊✊
👉শেয়ার করুন 🙏

অপ্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ।আসসালামু আলাইকুম।পেজের ভাইবোনদের সবাইকে শুভেচ্ছা।সম্প্রতি বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ...
11/08/2025

অপ্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ।
আসসালামু আলাইকুম।
পেজের ভাইবোনদের সবাইকে শুভেচ্ছা।
সম্প্রতি বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমাদের প্রত্যেকেরই মনে কাটা দিচ্ছে। সেটা হয়তো কোন ছোট বাচ্চা অথবা একজন সাবালিকা মেয়ে আর না হয় তো কোন মধ্যবয়স্ক নারী। আপনারা হয়তো সবাই ইতিমধ্যে জানতে পেরেছেন, কুষ্টিয়াতে ভাড়া বাসায় একজন নরপিশাচ নিজ হাতে তার স্ত্রীকে হত্যা করে ঘরবন্দী অবস্থায় রেখে পলাতক ছিল। পুলিশ ইতিমধ্যে লাশ উদ্ধার করলেও সেই নরপিশাচকে এখনো খুঁজে পাইনি। এটা অত্যন্ত দুঃখের এবং নেক্কারজনক কাজ। এই ধরনের কাজ কখনোই কাম্য নয়। তাই আমাদের প্রাণপ্রিয় গ্রুপের ভাইয়া এবং আপুরা যারাই আছেন সবাইকে বলব যে যার জায়গা থেকে সচেতন হোন এবং আপনার নিকটবর্তী আত্মীয়-স্বজন প্রতিবেশী যারাই আছেন সবাইকে সচেতন করুন। এখন সত্যি বলতে কাউকে বিশ্বাস করতে নেই। আপনি আপনার ছোট বাচ্চা টাকে আপন ভেবে যার কাছে রেখে যাচ্ছেন আসলে তার মনের মধ্যে কি আছে বা কি ছিল ভেবেছেন? এটা কখনো কেউ চিন্তা করে না। তাই আপনাকে বলছি আপনি একবার হলেও চিন্তা করবেন যে আমার বাচ্চাটা কতটুকু সেভ থাকবে এখানে। বিশেষ করে মেয়ে বাচ্চাদের কখনোই একা ছাড়বেন না। আর আপুরা অবশ্যই রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। নিজের ফ্যামিলির প্রতি আরেকটু কেয়ারফুল হন। প্রতিদিন রাতে অন্তত ফ্যামিলির মধ্যে দশ মিনিট সময় ব্যয় করুন, কিভাবে ফ্যামিলির নিরাপত্তা আরেকটু বাড়ানো যায় বা যেটা আছে এটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়। আপনার বাচ্চাটাকে যে একা কোচিং বা স্কুলে পাঠাচ্ছেন ওর জন্য রাস্তাটা কতটুকু সেভ। বা আপনি নিজে অফিসে যাচ্ছেন বা অফিস থেকে বাসায় ফিরছেন এই রাস্তাটুকু আপনার জন্য সেভ কিনা। আপনাকে কেউ ফলো করে কিনা রাস্তায় বা আপনার বাচ্চাটাকে কেউ ফলো করে কিনা এই ধরনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে একটুও আলোচনা করুন। আমার মনে হয় এই বিষয়গুলো ডাইনিং টেবিলে রাতের খাবার সময় ও আলোচনা হয়ে যেতে পারে। এতে করে আপনাদের নিজেদের নিরাপত্তা ও বৃদ্ধি পাবে এবং ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং ও তৈরি হবে।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সেভ রাখবেন।❤️💝💖

11/08/2025

কুষ্টিয়ার মধ্যে কেউ O- দিতে পারবেন দয়া করে।
খুব সিরিয়াস।

কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার বেশ উন্নতি হইছে। সবাই একবার চিল্লায়ে বলুন- সুবহানাল্লাহ। কীভাবে রাতারাতি এই উন...
02/08/2025

কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার বেশ উন্নতি হইছে। সবাই একবার চিল্লায়ে বলুন- সুবহানাল্লাহ। কীভাবে রাতারাতি এই উন্নতি হলো তার প্রমাণ নিন। এখন প্রতিনিয়ত কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে রোগিদের উন্নত চিকিৎসার নিমিত্ত রেফার করা হয় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আপনারা জেনে অবাক হবেন যে, মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রোগিদের সদর হাসপাতালে রেফার করার ঘটনা বিশ্বে এটাই প্রথম। আমি চাই বিষয়টি যেন গিনেস বুক অব রেকর্ডে স্থান করার ব্যবস্থা করা হয়। আশা করি বিষয়টি গিনেজ বুকে উঠলে আমরা কুষ্টিয়ার নাগরিকরা নিজেদেরকে গর্ভবতী অনুভব করবো। আরেকবার চিল্লায়ে কন- আলহামদুলিল্লাহ।

(পোস্টটি এক ভদ্রলোকের প্রোফাইল থেকে কপি করা)

শাসকরা মুখ ফিরিয়ে নিলেও মিসর ও লিবিয়ার দরিদ্র হৃদয়গুলো বসে থাকেনি। তারা বোতলে বোতলে খেজুর-বাদাম ভরে ছুঁড়ে দিচ্ছে ভূম...
24/07/2025

শাসকরা মুখ ফিরিয়ে নিলেও মিসর ও লিবিয়ার দরিদ্র হৃদয়গুলো বসে থাকেনি।
তারা বোতলে বোতলে খেজুর-বাদাম ভরে ছুঁড়ে দিচ্ছে ভূমধ্যসাগরে—এই আশায়, ঢেউ হয়তো পৌঁছে দেবে ক্ষুধার্ত গা-জ্জা-র উপকূলে!

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন !চলুন একসাথে জেনে নিই !💐 ১. কেউ কেউ পেটের উপর ...
24/07/2025

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন !
চলুন একসাথে জেনে নিই !
💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।
১. পেটের উপর ঘুমানো:
এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।
👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।
২. পিঠের উপর ঘুমানো মানে চিত হয়ে ঘুমানো, আর চিত হয় ঘুমানো রাজাদের ঘুম বলা হয়, এটাতে যেমন অহংকার পয়দা হয়, তার পাশাপাশি দুষ্ট জিনদের আছর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে,
এবং চিত হয়ে ঘুমালে জিহ্বা গলার ভিতরে চলে যায়, তাই শ্বাস নিতে সমস্যা হয়, যাঁহারা নাক ডাকে তাদের নাক ডাকা বেড়ে যেতো পাড়ে, তাই চিত হয়ে না ঘুমানোই ভালো এতে করে হটাৎ ঘুম ভেঙে যেতে পারে বা ভয়ভীতি পেতে পারে। 👈
৩. বাম কাত হয়ে ঘুমানো:
সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।
ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।
👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।
৪. ডান কাত হয়ে ঘুমানো:
ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।
আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।
💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।
হাদীস দ্বারা প্রমাণ:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”
📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)
প্রাচীন বাণী:
পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম
পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম
বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)
ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম
🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।
📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।
🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ !

゚viralシfypシ゚viralシalシ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ ৮ জন নি*হ*ত। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ধর্মদহ গ্রাম থেকে ঢাকা হযরত ...
23/07/2025

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ ৮ জন নি*হ*ত।

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ধর্মদহ গ্রাম থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর যাওয়ার পথে নাটোর উপজেলার বনপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ মোট ৮ জন ঘটনাস্থলেই মৃ*ত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। ২৩ জুলাই রোজ বুধবার দুপুরে বনপাড়ার তরমুজ পাম্পের কাছে, মাইক্রোবাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

22/07/2025

আগামীকাল কুষ্টিয়াতে একজন মুমূর্ষু রোগীর জন্য ৩ ব্যাগ A+ লাগবে কেউ কি দিতে পারবেন দয়া করে।

21/07/2025

প্রতিবছর জুলাই আসে আমাদের কোমলমতি শিক্ষার্থী ভাই বোনদের জীবন নিতে। 🥺🥺
নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।

Address

Kushtia
Dhaka

Telephone

+8801751455720

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুষ্টিয়া ব্লাড ব্যাংক Kushtia Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কুষ্টিয়া ব্লাড ব্যাংক Kushtia Blood Bank:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category