28/12/2021
সম্মানিত MHV ভাই পোষ্টটি পড়ার অনুরোধ রইল।
আমরা সকলেই অবগত আছি যে, আমাদের যখন নিয়োগ দেওয়া হয় তখন আমাদের একটি অনলাইন ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়, কিন্তু জুরালো ভাবে কোনো লিখিত পরীক্ষা নেয়া হয়নি। আমাদের কোনো নিয়োগপত্র দেওেয়া হয়নি, আমরা এম এইচ ভি, আমরা সেচ্ছাসেবক, আমরা জনকল্যাণে কাজ করে যাচ্ছি, ইতিমধ্যেই আমাদের সাফল্য মন্ডিত কাজের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছি আজ আমাদের MHV দের নিয়ে মন্ত্রণালয়ে ও আলোচনা হচ্ছে, বিভিন্ন TV Channel ও খবরের কাগজে ও আসছে MHV মাধ্যমে স্বাস্থ্য খাতের অগ্রগতি।
আমরা জানি যে, ইতোমধ্যে ১০০ + উপজেলায় MHV দের নিয়োগ দেওেয়া হয়, হাজারো বেকারের বেকারত্ব কিছুটা হলেও কমে আসছে, সেজন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে।
বাংলাদেশের মধ্যে শুধু আমারাই এমন স্বাস্থ্য কর্মী, যারা বিনা বেতনে মানুষের জন্যে কাজ করে যাচ্ছি, যাইহোক আমাদের যে, সামান্য সম্মানি দেওয়া হয় সেটাও আবার কিছু কিছু উপজেলায় 10% - 5% ভ্যাট কাটা হয়( জানি না সেটা কি কারণে কাটা হয়), যেটা খুব দু:খ জনক। আমার মতে, একজন এম এইচভির MB+যাতায়াত+ অন্যন্ন খরচ মিলে মাসিক প্রায় 1300 টাকা খরচ হয়।
মাসে মনে হয় 1900 টাকা অবশিষ্ট থাকে।
এবার বলতে পারেন, আপনারা না সেচ্ছাসেবক? এত হিসাব করেন কেন? আরে ভাই আমাদের প্রাপ্য সম্মানিটুকু পেলে আমরা অনেক খুশি হয়, আমাদের কাজের অনুপেরণা হাজার গুন বেড়ে যায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন
সকল এমএইচভিদের ১৭-২০তম গ্রেডে অন্তর্ভুক্ত করে সরকারের রাজস্বখাত থেকে বেতন দেওয়া হউক। জাতিসংঘ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(SDG) বাস্তবায়নে এমএইচভিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রতিটি পরিবারের দোরগোড়ায় পৌঁছাতে সরকার এমএইচভিদের চাকুরিকে জাতীয়করণ করে নিলে অনেকগুলো বেকার যুবক যুবতীর স্থায়ী কর্মসংস্থান হবে এবং তাদের পরিবারগুলো সরকারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে।
বি: দ্র: MHV সরকারি করণ হবে এই আত্ববিশ্বাস রাখি এবং সে লক্ষে কাজ করি। এখন আমরাই যদি বলি MHV সরকারিকরণ হবে না, সেটা কোনো দিন ও সম্ভব না। তাই আসুন আমরা সবাই বলি MHV সরকারিকরণ হবে ইনশাআল্লাহ। সকলের মুখ থেকেই যেন উচ্চারিত হয় MHV সরকারি করণ হবে, তাহলে দেখবেন সত্যিই একদিন MHV সরকারি করণ হয়েগেছে। পোস্ট টি শেয়ার করার অনুরোধ রইল।(copy p)