W.M fashion house

W.M fashion house It's for all kind of fashion wears

আমাদের ক্লথ ডায়পার কেন সেরা? ১/ মজবুত ওয়াটারপ্রুফ ওভেন ফেব্রিক্স দিয়ে বানানো তাই টেকে দীর্ঘদিন। ২/ ভেতরে ব্যাবহার করা হয়...
18/11/2024

আমাদের ক্লথ ডায়পার কেন সেরা?

১/ মজবুত ওয়াটারপ্রুফ ওভেন ফেব্রিক্স দিয়ে বানানো তাই টেকে দীর্ঘদিন।

২/ ভেতরে ব্যাবহার করা হয়েছে খুবই নরম আরামদায়ক বিসকস এবং পলিস্টার মিক্সড ফেব্রিক্স।

৩/ পার্ফেক্ট বাটন সেটিংস এবং উন্নত মানের বাটন।

৪/ পার্ফেক্ট ডায়পার শেপ এবং নিখুঁত সুইং।

৫/ ইন্সার্টার / পেড হয়েছে তিন লেয়ারের মাইক্রোফাইভার ফেব্রিক্স দিয়ে যা অধিক পানি শোষণ করতে সক্ষম।

৬/ উন্নত মানের এবং আকর্ষণীয় প্যাকেজিং।

৭/ আমাদের ক্লথ ডায়পার বাজারের সেরা ক্লথ ডায়পার হলেও মূল্য হাতের নাগালেই।

🌀🏵️মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা🏵️🌀ওয়াশেবল ডায়পার এর ব্যবহারবিধি ভাল/খারাপ উভয় দিকগুলো বলব অবশ্যই অর্ডার দেয়ার পুর্...
21/04/2022

🌀🏵️মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা🏵️🌀
ওয়াশেবল ডায়পার এর ব্যবহারবিধি ভাল/খারাপ উভয় দিকগুলো বলব অবশ্যই অর্ডার দেয়ার পুর্বে পড়ে নিবেন।

👉👉 কিভাবে ওয়শেবল ডায়পার ব্যবহার করবেন?

১/ নতুন ক্লথ ডায়পার এবং ইন্সার্টার ব্যাবহারের পূর্বে কুসুম গরম পানি এবং সুগন্ধি ডিটারজেন্ট দিয়ে ১০ মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে নিতে হবে।

২/ ওয়াশিং মেশিন ব্যাবহার করা যাবে না, হাতে ধুতে হবে।

৩/ বর্জ্য গুলো আলাদা ভাবে পরিস্কার করে তারপর কুসুম গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

৩/ ইস্ত্রি ব্যাবহার করা যাবে না।

৪/ ব্লিচিং পাউডার ব্যাবহার করা যাবে না।

৫/ ধোয়ার পর শুকানোর জন্য খোলা বাতাসে তারের মধ্যে ক্লিপ দিয়ে টানিয়ে রাখতে হবে।

৫/ বাচ্চার বয়স অনুযায়ী ডায়পারের বাটন গুলো এডজাস্ট করে নিতে হবে যেন বেশী টাইট বা লুস না হয়।

৬/ বাচ্চা মল/মুত্র ত্যাগ করলে ভেজা ইন্সার্টার পরিবর্তন করে শুকনো ইন্সার্টার ব্যাবহার করতে হবে।

৭/ বাচ্চার প্রস্রাব বেশী পরিমাণ হলে একাধিক ইন্সার্টার ব্যাবহার করতে হবে।

বি দ্রঃ ক্লথ ডায়পারের সঠিক ব্যাবহার আপনার বাচ্চাকে রাখবে নিরাপদ এবং বাচবে অতিরিক্ত অর্থ খরচ। তাই সঠিক নিয়ম মেনে ক্লথ ডায়পার ব্যাবহার করুন এবং ক্লথ ডায়পারের সুফল উপভোগ করুন।

💨💦 ডিস্পোজেবল ডায়পার এবং ক্লথ ডায়পারের শোষণ পদ্ধতিঃ

ডিস্পোজেবল ডায়পার -
এই ডায়পার গুলোতে ব্যাবহার করা হয় বিশেষ রাসায়নিক পদার্থ ( SAP) যা তরলকে শুষে নেয়। এই রাসায়নিকের পরিমাণ সঠিক না হলে তা বাচ্চার ত্বকের উপর প্রভাব ফেলে।

ক্লথ ডায়পার পেড/ইন্সার্টার -
এই ইন্সার্টার/পেড গুলো তৈরি হয়ে থাকে সম্পুর্ন নিট ফেব্রিক্স দিয়ে (মাইক্রো ফাইবার, বেম্বো ফাইবার, পিউর কটন ফাইবার)। কোন প্রকারের রাসায়নিক পদার্থ নেই। ব্যাবহারের পুর্বে গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে নিলে সম্পুর্ন নিরাপদ।
রাসায়নিকের ব্যাবহার না থাকায় এতে শোষণ ক্ষমতা তুলনা মুলক কম তবে নিরাপদ।

💜♥️ ওয়াশেবল ডায়পার বাচ্চাকে ইউরিন ম্যাটের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়, কারন শীতকালে কাঁথা,বিছানা,কম্বল বাচ্চার টয়লেটের কারণে ভিজে যায় সেক্ষেত্রে ওয়াশেবল ডায়পার সারাদিন ব্যবহার করা যায়।

💙♥️প্রতি ১/২ ঘন্টায় পর পর অবশ্যই চেক করতে হয়, প্যাডটা সম্পুর্ন ভিজে গেছে কিনা। যেহেতু প্যাড মাইক্রোফাইবার সেটি নির্দিষ্ট সময় পর্যন্ত শোষণ ক্ষমতা আছে। তা না হলে প্যাড ভিজে বাচ্চার ঠান্ডা লাগতে পারে।

💚♥️ ক্লথ ডায়পার ব্যাবহারে খরচ বাচে কেমন?

যদি এক মাসের জন্য একটি বড় ডিসপোজেবল ডায়পার প্যাকেট ক্রয় করেন তাহলে ১২০০ টাকা লাগে (কোম্পানি অনুযায়ী কম/বেশি হয়)। এক বছরে খরচ হয় ১২০০×১২= ১৪,৪০০ টাকা। চার বছর পর্যন্ত ডায়পার বাবদ খবর হয় ১৪,৪০০×৪= ৫৭,৬০০ টাকা 😵

যদি কেউ একটি রি ইউজেবল বেবি ডায়পার ক্রয় করে তাহলে খরচ হয় ৩৫০/৫০০ টাকা, সাথে দুটি সকার পেড। একটি রি ইউজেবল বেবি ডায়পার ব্যাবহার করা যায় তিন থেকে চার মাস বা তারও বেশী। বছরে তিন/চারটি রি ইউজেবল ক্লথ বেবি ডায়পার ক্রয় করলেই নিশ্চিতে এক বছর চলে যায়। তার মানে এক বছরে খরচ ৫০০×৩=১৫০০টাকা, আর চার বছরের জন্য খরচ ১৫০০×৪=৬০০০টাকা মাত্র😊
রি ইউজেবল ক্লথ বেবি ডায়পার ব্যাবহার করে একজন ভোক্তার খরচ বাচবে (৫৭,৬০০-৬০০০=৫১,৬০০টাকা) 😍😍😍

🖤♥️ শূন্য থেকে তিন বছরের বাচ্চার জন্য একই সাইজের ক্লথ ডায়পার হয়ে থাকে, এখানে অনেকগুলো এডজাস্টেবল বাটন দেয়া আছে, যা বাচ্চার বয়সভেদে ছোট বড় করা যায়।

💜♥️ডায়াপারের ভেতরে প্যাডটি আলাদা হওয়াতে সঠিক জায়গায় না থাকলে প্রস্রাব বেড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্যাডটি সঠিক জায়গায় সেট করতে হবে এবং এডজাস্টেবল বাটন গুলো কোমর ও রানের দিকে সঠিক ভাবে সেট করে নিতে হবে। পায়ের সাইড দিয়ে প্রস্রাব বেড় হয়ে গেলে প্যানিক না হয়ে ভিতরে প্যাড ঠিক করে নিতে হবে।

💛♥️বাচ্চাদের প্রডাক্ট যেহেতু সেনসিটিভ, তাই সব বাচ্চার জন্য যে ক্লথ ডায়পার উপযোগি তাও নয়। ওয়াশেবল ডায়পার নিয়ে অনেক ভিডিও এবং রিভিউ আপনারা অনলাইনে পাবেন ক্রয় করার পূর্বে অবশ্যই সেগুলো দেখে নিবেন।

আশা করি পোস্টেটি পরে উপকৃত হবেন। আরো কোন কিছু জানার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল

Ladies Tshirts Quantity: 5,090 PcsColor : 03Size : S-XXL *100% Cotton*
07/04/2022

Ladies Tshirts
Quantity: 5,090 Pcs
Color : 03
Size : S-XXL
*100% Cotton*

25/03/2022
25/03/2022

ORIGINAL

Done
10/12/2021

Done

DELIVERY DONE
27/11/2021

DELIVERY DONE

delivery done
23/10/2021

delivery done

Address

Dhaka
1204

Telephone

+8801798640596

Website

Alerts

Be the first to know and let us send you an email when W.M fashion house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to W.M fashion house:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram