Dr.SM.Hasibul Islam

Dr.SM.Hasibul Islam NAZAT HOMOEO HALL(নাজাত হোমিও হল) 0️⃣1️⃣3️⃣1️⃣7️⃣3️⃣8️⃣2️⃣3️⃣8️⃣1️⃣

ডাঃএস.এম.হাসিবুল ইসলাম
ডি.এইচ.এম.এস(বি এইচ বি,ঢাকা)
এক্স-হাউজ ফিজিশিয়ানঃ- উওরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এন্ড হাসপাতাল

থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়থাইরয়েড সমস্যা প্রধানত দেখা যায় স্ট্রেস, ডায়েটের সমস্যা। ঘরোয়া উপায় অনুসরণ করলেই রেহাই...
17/01/2025

থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়

থাইরয়েড সমস্যা প্রধানত দেখা যায় স্ট্রেস, ডায়েটের সমস্যা। ঘরোয়া উপায় অনুসরণ করলেই রেহাই পাবেন থাইরয়েড সমস্যা থেকে।

আয়োডিন ও খনিজসমৃদ্ধ খাবার থাইরয়েডের জন্য অনেক বেশি উপকারী। তাই যে খাবারে এই উপাদানগুলো বেশি থাকে যেমন, দুধ, পনির, দই এই ধরনের দুগ্ধজাতীয় খাবার থাইরয়েডের জন্য অনেক বেশি উপকারী। আয়োডিন সাপ্লিমেন্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আপনার থাইরয়েডের সমস্যা থাকলে কোনও ভাবেই চিনি খাবেন না। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে টি-৩ ও টি-৪ এই দুটি হরমোন উত্পন্ন হয়ে। যা স্বাস্থ্য়ের পক্ষে খারাপ।

যখন আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন থাকে না তখন থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না। যা হাইপোথাইরয়েডিজম-এর দিকে পরিচালিত হয়ে। তাই আয়োডিন যুক্ত খাবার খান।

মানসিক চাপ কমাতে নিয়মিত শরীরচর্চা করুন। থাইরয়েডের সমস্যা কম থাকে।

প্রতিদিনের খাবারে আয়রন কম পরিমাণে থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।

হরমোন উৎপাদনের ভারসাম্যতা বজায় রাখতে অ্যাপেল সিডার ভিনেগার অনেক উপকারী। এতে বিপাক ক্রিয়ার উন্নতি হয়। এ ছাড়া এটি শরীরের ফ্যাট নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করে পুষ্টি শোষণে সহায়তা করে।

আদায় বিভিন্ন রকম খনিজ যেমন- পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে। তাই এটি থাইরয়েডের সমস্যার জন্য অনেক কার্যকর। থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত আদা চা পান করা অনেক উপকারী।

থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে ভিটামিন বি খুবই সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ করে ভিটামিন বি১২ হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী। তাই যেগুলো খাবারে এই ভিটামিন বেশি থাকে যেমন, ডিম, মাছ, মাংস, দুধ, বাদাম এগুলো প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তভুক্ত করতে হবে যাতে এগুলি শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি সরবরাহ করতে পারে।

ভিটামিন ডি এর অভাবেও অনেক সময় থাইরয়েডের সমস্যা হয়ে থাকে। আর একমাত্র সূর্যের আলোতেই শরীর ভিটামিন ডি প্রস্তুত করতে পারে। তাই দিনে অন্তত পক্ষে ১৫ মিনিট সূর্যের আলোয় থাকতে হবে। ভিটামিন ডি বেশি পরিমাণে থাকে এমন কিছু খাবার হচ্ছে- স্যালমন, ম্যাকারেল, দুগ্ধজাতীয় দ্রব্য, কমলালেবুর রস, ডিমের কুসুম ইত্যাদি।

যোগ ব্যয়াম ও ধ্যান থাইরয়েড গ্রন্থিতে রক্ত প্রবাহকে সঠিক রাখে।

আঁচিলআমরা সাধাণত আঁচিলের জন্য যে ঔষধগুলো বেশি ব্যবহার করে থাকি।Warts :- Anac., Ant-c., Aur., Bar-c., Bell., Calc., Caust...
28/06/2024

আঁচিল
আমরা সাধাণত আঁচিলের জন্য যে ঔষধগুলো বেশি ব্যবহার করে থাকি।
Warts :- Anac., Ant-c., Aur., Bar-c., Bell., Calc., Causti., Dulc., Hep., Lyc., Merc., Nat-m., Nit-ac., Phos., Pic-ac., Sep., Staph., Sulph., Thuj.

Arms, on(বাহুতে) :- Calc., Nit-ac.
Black(কালো) :- Calc., Hecla.
Brown(বাদামী) :- Sep, Thuj.
Bleeding easily(সহজেই রক্তপাত) :- Ambr., Nat-c., Nit-ac., Thuj.
Broad(বিস্তৃত) :- Caust., Dulc.
Burning(জ্বালাকর) :- Ars., Lyc., Petr., Phos., Rhus-t., Sep., Sulph.
Cold washing agg(ঠান্ডা পানিতে ধুলে বৃদ্ধি) :- Dulc.
Dry(শুস্ক) :- Staph.
Eyes, about(চোখে বা কাছাকাছি) :- Caust., Sulph.
Eyelids, on(চোখের পাতায়) :- Caust., Thuj.
Face, on(মুখমণ্ডল) :- Caust., Sep.
Fingers, on(আঙুল) :- Caust., Thuj.
Fissured(ফাটলযুক্ত) :- Thuj.
Flat(চেপ্টা) :- Berb., Calc., Caust., Dulc., Fl-ac., Lach., Nat-m.
Fleshy(মাংসল) :- Caust.
Hands(হাত) :-
Dorsal(পৃষ্ঠীয়) :- Anac., Berb., Nat-m., Nat-s., Sep.
Palm(তালু) :- Nat-m.
Hard(কঠিন) :- Ant-c., Caust., Dulc., Ran-b., Sil., Sulph., Thuj.
Horny(শিঙের ন্যায়) :- Ant-c., Calc., Ran-b., Sep., (Sil.), Sulph.
Indented(খাঁজকাটা) :- Calc., Euphr., Lyc., Nit-ac., Ph-ac., Sabin., Staph., Thuj.
Inflamed(প্রদাহিত) :- Am-c., Bov., Calc., Caust., Hep., Lyc., Nat-c., Nit-ac., Rhus-t., Sep., Sil., Staph., Sulph.
Itching(চুলকানিযুক্ত) :- Carb-an., Euphr., Kali-c., Nit-ac., Phos., Thuj.
Isolated(বিছিন্ন) :- Lyc., Thuj.
Large(বৃহৎ বা বড়) :- Caust., Dulc., Nat-c., Nit-ac., Sep., Thuj.
Nose on(নাকে) :- Caust.
Old, chronic(পুরাতন) :- Caust., Rhod.
Painful(বেদনাযুক্ত) :- Ambr., Caust., Fl-ac., Nat-c., Nat-m., Nit-ac., Petr., Thuj.
Pedunculated(বৃন্তের সাথে ঝুলানো) :- Dulc., Lyc., Nat-s., Ph-ac., Sabin., Staph., Thuj.
Pulsating(দপদপকর ব্যথাযুক্ত) :- Calc., Kali-c., Lyc., Petr., Sep., Sil., Sulph.
Rough(গোল) :- Caust.,Calc
Small(ক্ষুদ্র) :- Bar-c., Calc., Dulc., Hep., Psor., Rhus-t., Sars., Sep., Sulph., Thuj.
Smooth (মসৃণ) :- Ant-c., Dulc., Lach., Nat-m., Nat-s., Nit-ac., Psor., Thuj.
Soft(কোমল) :- Ant-c., Nat-s.
Sticking in(চটচটে) :- Ant-c., Bar-c., Calc., Caust., Hep., Lyc., Nit-ac., Rhus-t., Sep., Sil., Staph., Sulph.
Suppurating(পুঁজযুক্ত) :- Ars., Bov., Calc., Caust., Hep., Sil., Thuj.
Sensitive to Touch(স্পর্শকাতর) :- Caust., Cupr., Hep., Nat-c., Nat-m., Staph., Thuj.
Thick(মোটা) :- Dulc.
Throat(গলায়) :- Nat-s.
Ulceration, around(চারদিকে ক্ষতযুক্ত) :- Ars., Caust., Nat-c., Phos.

27/05/2024

সু-খবর সু-খবর সু-খবর
এখন নাজাত হোমিও হলে মাএ ৩০০ টাকায় কম্পিউটারাইজড পদ্ধতিতে কোরিয়ান কোয়ান্টাম এনালাইজার অটোমেটিক মেশিনের মাধ্যমে সম্পূর্ণ শরীরের নানাবিধ রোগের পরীক্ষা-নিরিক্ষা করা হয়।

এই বডি এনালাইজার মেশিনের মাধ্যমে কি কি আপনারা জানতে পারবেনঃ-

১.হার্টের আবস্থান
২.গ্যাস্টিকের অবস্থান।
৩.লিভারের অবস্থান।
৪.গলব্লাডারে অবস্থান।
৫. অগ্ন্যাশয়ের অবস্থান।
৬.কিডনির অবস্থান।
৭.ফুসফুসের অবস্থান।
৮.ব্রেইনের অবস্থান।
৯.কোমরপ হাড়রে অবস্থান।
১০.বাতের অবস্থান।
১১.ডায়বেটিসের অবস্থান।
১২.শারিরীক দূর্বলতা।
১৩.শরীরের ক্যালসিয়ামের অবস্থান।
১৪.হজম শক্তি অবস্থান।
১৫.মেয়েদের মাসিকের সমস্যা।
১৬.জরায়ু কি অবস্থানে আছে তা জনতে পারবেন।
১৭.ওভারি সিস্ট আছে কি না তা জানতে পারবেন।
১৮ বীর্যে কি অবস্থানে আছে তা জানতে পারবেন।
১৯.চুলকানির অবস্থান।
২০.এলাজীর কি পরিমাণ আছে তা জানতে পারবেন
২১.প্রোস্টেট কি কি সমস্যা আছে তা জানতে পারবেন।
২২.চোখে কি কি সমস্যা আছে তা জানতে পারবেন।
২৩.মেয়েদের ব্রেস্ট কি কি সমস্যা আছে তা জানতে পারবেন।
২৪.ভিটামিনের অবস্থান।
২৫.রক্তের অবস্থান।
২৬.শরীরে প্রেসারে অবস্থান।
২৭.দাঁতে সমস্যা।
২৮.মাথায় চুল পরার সমস্যা।
২৯.থাইরয়েড কি অবস্থানে তা জানতে পারবেন
৩০.নাকের সমস্যা তা জানতে পারবেন

এছাড়াও আর রোগের সমস্যা আপনি এই বডি এনালাইজার মেশিনের মাধ্যমে পরিক্ষা করলে জানতে পারবেন।

আমাদের শাখাঃ
নাজাত হোমিও হল(Nazat Homoeo Hall)
সখিপুরঃ স্টেশন বাজার (বাজার মসজিদের দক্ষিণ পাশে) সখিপুর, শরীয়তপুর
প্রতি দিন সকাল-৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত।

কাঁচি কাটাঃ কাঁচি কাটা মুন্সি বাজার(বাদশা পেদার দোকান) সখিপুর, শরীয়তপুর

প্রতি শনি ও মঙ্গলবার সকাল ১০ থেকে সন্ধ্যা পর্যন্ত।

মোবাইলঃ01317382381

13/01/2024

Big shout out to my newest top fans! Saraf Sepon

18/12/2023

Female Reproductive Organs
---------------------------------------------
হোমিওপ্যাথিতে মানব শরীরের বিভিন্ন অঙ্গের রোগের জন্য আলাদা আলাদা ঔষধ আছে। ঠিক তেমনিই, মেয়েদের প্রজনন অঙ্গের বিভিন্ন রোগ ও ঔষধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে সেগুলোর নাম ও অবস্থান সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেক চিকিৎসক ভুল ডায়াগনোসিসের কারণে সঠিক ঔষধ নির্বাচন করতে ব্যর্থ হন।আবার অনেক রোগিণী-ও অঙ্গ ও রোগ সম্পর্কে সঠিক ধারণা দিতে পারেন না।
সবচেয়ে বড় কনফিউশান হয়ে যায় Va**na (যোনিপথ), Uterus (জরায়ু) এবং O***y (ডিম্বাশয়)-এর মধ্যে। অনেকেই আবার তিনটা বিষয়কে একই ভেবে থাকেন।

মেয়েদের এ-ই তিনটি অঙ্গ তুলনামূলক বেশি রোগাক্রান্ত হয়ে থাকে।
যেমনঃ সিস্ট, টিউমার,ফাইব্রয়েড,ব্যথা,আলসার ইত্যাদি।

ঠিক এগুলোর জন্য হোমিওপ্যাথিতে আলাদা আলাদা ঔষধ আছে।রোগিণীর বর্ণনা শুনে অথবা টেস্টের রিপোর্ট দেখে রেপার্টরির সাহায্যে খুব সহজেই ঔষধ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

চিত্রে খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে এ-ই তিনটি অঙ্গ। আরো ভালো ও পরিষ্কার ধারণা পেতে আপনারা নেটের সাহায্য গ্রহণ করতে পারেন।

📳📳বিস্তারিত জানতে কল করতে পারেনঃ 📳01317-382381

ধন্যবাদ 💘💘💘

নাজাত হোমিও হল এখন তারাবুনিয়া স্টেশন বাজার (বাজার মসজিদ সংলগ্ন) সখিপুর, শরীয়তপুর 01317-382381
30/10/2023

নাজাত হোমিও হল এখন তারাবুনিয়া স্টেশন বাজার (বাজার মসজিদ সংলগ্ন) সখিপুর, শরীয়তপুর
01317-382381

ইনশা-আল্লাহ্ ১০০% গ্যারান্টি সহ, অপারেশন ছাড়া, নাকের পলিপাস ও মাংস বৃদ্ধির চিকিৎসা করা হয়🌳আলহামদুলিল্লাহ প্রচুর পরিমান...
23/10/2023

ইনশা-আল্লাহ্ ১০০% গ্যারান্টি সহ, অপারেশন ছাড়া, নাকের পলিপাস ও মাংস বৃদ্ধির চিকিৎসা করা হয়🌳আলহামদুলিল্লাহ প্রচুর পরিমানে সারা পাচ্ছি

‌💐ও বিভিন্ন জেলায় জেলায় রোগীর চিকিৎসা দিচ্ছি।

🌹আপনি কি নাকের পলিপাস সমস্যায় ভূগছেন?🌹

ইনশা-আল্লাহ ১০০% গ্যারান্টি সহকারে স্বল্প খরছে স্বল্প সময়ে নাকের পলিপাসের সঠিক চিকিৎসা গ্রহন করুন।

সম্পূর্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক নিয়মে চিকিৎসা দেওয়া হয়।

🌳চিকিৎসার বৈশিষ্ট্য ঃ
🌹কোন প্রকার এসিড ব্যবহার করা হয়না।
🌹কোন প্রকার ইনজেকশন বা সুচ ব্যবহার করা হয়না।
🌹 কোন প্রকার কাটা ছেঁড়া বা রক্ত বের করা হয়না।
🌹 মেডিসিনের মাধ্যমে মাত্র ১ মিনিটের কাজে,, ৭ দিনের মধ্যেই ,নাকের পলিপাস নির্মূল হয়।

♦পলিপাস বর্তমানে একটি ভয়ঙ্কর নাম তা ছোট বড় সকলেরই জানা। কি কি সমস্যায় আপনি ভুগতে পারেন পলিপাস হইলে তা নিম্নে উপস্থাপন করা হলো।

✅ নাকের মধ্যে মাংস বৃদ্ধি পেতে পারে।
✅ ঘনঘন হাঁচি বা একসাথে অনেকগুলো হাঁচি হতে পারে।
✅ঠান্ডা বা সর্দি সবসময় লেগেই থাকতে পারে।
✅প্রচন্ড মাথা ব্যথা হতে পারে।
✅মাথার সামনের অংশে অথবা কপালে কফ বা সর্দি জমে থাকতে পারে।
✅ আপনার নাক বন্ধ হয়ে আসতে পারে অথবা এক নাক বন্ধ হবে এবং এক নাক চালু হতে পারে।
✅রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে আপনার শ্বাস বন্ধে হয়ে আসতে পারে।
✅ঘুমের মধ্যে নাক ডাকা হতে পারে।
✅আপনার নাকে সঠিক ঘ্রান নাও পেতে পারেন।

সঠিকভাবে পলিপাসের চিকিৎসা ও ঔষধ গ্রহণ করুন ।
🌹 যেকোন বয়সের মানুষ পলিপাসের চিকিৎসা গ্রহন করতে পারবেন

☎01317382381 সরাসরি বা ইমু /হোয়াটসঅ্যাপ খোলা আছে

🌳🌳🌳🌳🌳🌲🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳
চেম্বার: তারাবুনিয়া স্টেশন বাজার (বাজার মসজিদ সংলগ্ন) সখিপুর, শরীয়তপুর,,,
সিরিয়াল এর জন্য ফোন করুন 01317382381

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr.SM.Hasibul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.SM.Hasibul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category