15/04/2022
এপয়নমেন্ট এর জন্য আজই কল করুন:
017711 055 540, 01711 046 247
কানে শোনার ক্ষমতা মানুষকে আরামদায়ক ভাবে অন্যদের এবং তাদের পরিবেশের সাথে যোগাযোগ করতে সক্ষম করে। এটি শিশু, কিশোর এবং বয়স্ক প্রাপ্তবয়স্কদের সহ সকল বয়সের মানুষের মধ্যে হতাশা এবং বিচ্ছিন্নতা কমাতে পারে। আমাদের শ্রবণযন্ত্র তৈরি করে যা শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্কদের চাহিদা পূরণ করে।
আমাদের বিশেষায়িতঃ
🔴আমরা গ্যারান্টি দিচ্ছি ক্লিয়ার এবং ন্যাচারাল সাউন্ড /শব্দ শোনার।
🔴আমাদের কানে শোনার যন্ত্র গুলো হাই পাওয়ারফুল গেইন থাকার কারনে যে কোনো ধরনের লস বা একদম শুনতে না পাওয়া ব্যাক্তি ও শব্দ শুনতে ও বুঝতে পারবেন।
🔴হিয়ারিং এইড বা কানে শোনার যন্ত্রে প্রধান সমস্যা অন্য ব্যাকগ্রাউন্ড শব্দ বেশি থাকার কারনে কথা বুঝতে না পারা। আমরা সেখানে ব্যাকগ্রাউন্ড শব্দ ব্যাতিত শুধু ক্লিয়ার কথা বুঝতে পারবে এমন যন্ত্র দিয়ে থাকি।
🔴আমাদের হিয়ারিং এইড দিয়ে ব্লুটুথ এর মাধ্যমে ফোনে কথা বলা এমনকি গান ও শুনতে পাওয়া যাবে।
🔴আমরা সাথে দিচ্ছি ফ্রি সফট ইয়ার মোল্ড যা ব্যাবহারে কানে কখনো ব্যাথা বা বদ্ধ অনুভব হবে না।
🔴আমাদের হিয়ারিং এইড এ রয়েছে বিভিন্ন পরিবেশে অটোমেটিক প্রোগ্রাম চেঞ্জ হবে এমন সুবিধা যাতে সহজে যে কোনো শব্দ যুক্ত বা শব্দ মুক্ত পরিবেশে খুব সহজে কথা বুঝা যাবে।
🔴এছারাও একমাত্র আমরা দিচ্ছি খুব ছোট্ট আকৃতি কানে শোনার যন্ত্র যা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই।
🔴আমাদের হিয়ারিং এইড গুলো স্মার্ট ফোনের মাধ্যমে পুরো হিয়ারিং এইড টি কন্ট্রোল করা যাবে।
এছাড়াও সাথে থাকছে ২ বছরের ওয়ারেন্টি।
ঠিকানাঃ ডিজিটাল হিয়ারিং সেন্টার
হাউজ নং ৩ রোড নং ৩ ধানমন্ডি ঢাকা-১২০৫
প্রয়োজনে অবশ্যই ফোন করুন:-
01711 055 540, 01711 046 247