Al-Habib Medical Hall

Al-Habib Medical Hall Al-Habib Medical Hall.

Always engaged in the service of people, all local and foreign medicines are available here,
Address: Duaripara 4/38 Rupnagar Mirpur 12 Dhaka 1216
Owner: Md Rony Khan
Phone: 01722356083

দীর্ঘক্ষণ বসে থাকার পর দাঁড়িয়ে গেলে হঠাৎ করেই মাথা ঘুরে যায়, এমন সমস্যা অনেকেরই রয়েছে। কেউ কেউ আবার চোখে ঝাপসা দেখেন, বু...
19/07/2025

দীর্ঘক্ষণ বসে থাকার পর দাঁড়িয়ে গেলে হঠাৎ করেই মাথা ঘুরে যায়, এমন সমস্যা অনেকেরই রয়েছে। কেউ কেউ আবার চোখে ঝাপসা দেখেন, বুকে ধড়ফড় করে বা কিছুটা দুর্বলতাও অনুভব হয়। এ ধরনের উপসর্গ খুব সাধারণ মনে করেন কেউ কেউ। কিন্তু চিকিৎসকরা এসব সমস্যাকে হালকাভাবে নিতে নিষেধ করেছেন।

চিকিৎসকদের মতে, এ ধরনের সমস্যা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। অর্থাৎ, দাঁড়ানোর কারণে হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মুম্বাইয়ের গ্লেনেগেলস হাসপাতালের ডা. মঞ্জুষা আগরওয়াল। তাহলে বিষয়টি নিয়ে জেনে নেয়া যাক এবার।

কেন এসব সমস্যা হয়:
এ প্রসঙ্গে ডা. মঞ্জুষা বলেন, আমরা যখন দাঁড়াই তখন মধ্যাকর্ষণ শক্তি রক্তকে পায়ের দিকে টেনে নেয়। ফলে হৃদয়ে রক্ত ফেরত কম হয় এবং এ কারণে হঠাৎ রক্তচাপ কমে যায়।

শরীরে তখন কী হয়:
এ সময় শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখায়। হৃদস্পন্দন বেড়ে যায়। রক্তনালী সংকুচিত হয়, ফলে রক্তচাপ ফের স্বাভাবিক হয়। কিন্তু অর্থোস্ট্যাটিক হাই পোটেনশনে এ প্রতিক্রিয়াই দেরিতে হয়। বলা যায় ঠিকমত প্রতিক্রিয়া হয় না।

এ সমস্যা কাদের বেশি হয়:
এ ব্যাপারে দিল্লির সিকে বিরলা হাসপাতালের ডা. নারেন্দর সিংলা জানিয়েছেন, এ সমস্যা সব থেকে বেশি বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায়। এছাড়া ডিহাইড্রেশন আক্রান্ত, যাদের উচ্চ রক্তচাপ বা ডিপ্রেশনের সমস্যা রয়েছে, তাদেরও হয়ে থাকে।

যেসব লক্ষণে সতর্ক হতে হবে:
হঠাৎ মাথা ঘুরে গেলে বা শারীরিক ভারসাম্য হারালে। চোখে ঝাপসা দেখলে, দুর্বলতা বোধ করলে বা হঠাৎ ক্লান্ত বোধ করলে, বমি বমি ভাব হলে, জ্ঞান হারালে অবশ্যই সতর্ক হতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। এ ব্যাপারে থানের কেআইএমএস হাসপাতালের চিকিৎসক ডা. অনিকেত মুলে জানিয়েছেন, সাধারণত শরীর এ ধরনের অবস্থা সামলে নিয়ে থাকে। কিন্তু এসব সমস্যা নিয়মিত হলে কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এসব সমস্যায় করণীয়:
এ ধরনের সমস্যা প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে কখনো একবারে উঠে দাঁড়াবেন না, ধীরে ধীরে উঠার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, ডিহাইড্রেশন রোধে চেষ্টা করতে হবে। ক্যাফেইন বা অ্যালকোহলজাতীয় বিষয় এড়িয়ে চলতে হবে। একসঙ্গে বেশি খাবার না খেয়ে অল্প করে বারবার খান। পা-এ রক্ত জমা বন্ধ করতে কমপ্রেশন স্টকিং ব্যবহার করুন। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ না দাঁড়িয়ে ১-২ মিনিট বসুন।

Al-Habib Medical Hall

অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসু...
02/07/2025

অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসুন। এমতাবস্থায় প্রথমে হয়তো রোগীর লোক বলবে রোগী অবিবাহিত। এখনও বিয়ে হয়নি, বাচ্চা কিভাবে হবে ডাক্তার তখন জোর দিয়ে বলবে আগে টেস্ট করে নিয়ে আসুন তারপর রোগী দেখবো, না হলে দেখবোনা। রোগী যাবে টেস্ট করাতে। এবার দেখা গেলো রোগী প্রেগনেন্সি টেস্ট পজেটিভ। বাড়ির লোক অবাক, রোগী অজ্ঞান।

তখন স্বাভাবিক ভাবেই রোগীর বক্তব্য থাকবে,
আমি কিছু করিনি। রোগীর লোকের বক্তব্য, কিছু করিসনি তো বাচ্চা কোথা থেকে এলো।
ডাক্তারের কাছে রোগী কাঁদতে কাঁদতে বলবে, বিশ্বাস করেন ডাক্তার সাহেব আমি কিছুই করিনি। বাচ্চা কোথা থেকে এলো আমি জানিনা।

রোগীর লোক যদি জীন বিশ্বাসী হয় তবে বলে দেবে জীনের বাচ্চা ওটা কিন্তু ডাক্তারের কেরামতি এখনও বাকি আছে।ডাক্তার তখন আলট্রাসনোগ্রাফির সাহায্য নেবে।

আলট্রাসনোগ্রাফিতে দেখা যাবে রোগী প্রেগনেন্ট না। রোগীর তল পেটে কোন ফেটাস নেই।

এখন প্রশ্ন হচ্ছে রোগীর পেটে বাচ্চা নেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসলো কেন।
এটা যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয় সেই স্ট্রিপ আসলে বাচ্চা ডিটেকটর না।

একজন মহিলা যখন বাচ্চা কনসিভ করে তার ৬ দিনের মধ্যে human chorionic gonadotropin (HCG) নামক একটি হরমোন নিঃসৃত হয় দেহ থেকে যা ইউরিন এর মাধ্যনে দেহ থেকে বের হয়। হরমনটি মূলত syncytiotrophoblast (প্লাসেন্টা অংশ) রক্ষার কাজে ব্যবহৃত হয়।

কিন্তু এই একই হরমোন অনেক টিউমার যেমন : Seminoma, choriocarcinoma, germ cell tumors, hydatidiform mole formation, teratoma with elements of choriocarcinoma, and islet cell tumor এর কারণেও নি:সৃত হতে পারে। তখন তো প্রেগনেন্সি টেস্ট পজেটিভ দেখাবে।

এইরকম পরিস্থিতিতে প্রথমেই অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা করা বা অন্য কিছু ঘটানোর আগে সিউর হোন। আপনি নিজে সতর্ক হোন আর আশেপাশের মানুষকেও সতর্ক করুন। তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। 🌸

স্বাধীনতার লড়াই যেমন ছিল বেঁচে থাকার জন্য, তেমনি আজকের যুদ্ধ — সুস্থ থাকার জন্য।মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! াবিব_মেড...
25/03/2025

স্বাধীনতার লড়াই যেমন ছিল বেঁচে থাকার জন্য, তেমনি আজকের যুদ্ধ — সুস্থ থাকার জন্য।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

াবিব_মেডিকেল_হল

পেয়াজু, বেগুনী বা কাটলেট খেতে সুস্বাদু হলেও অতিরিক্ত খেলে হতে পারে বদহজম,  বুকজ্বালাপোড়া বা অ্যাসিডিটি।তাই সুস্থ থাকতে, ...
04/03/2025

পেয়াজু, বেগুনী বা কাটলেট খেতে সুস্বাদু হলেও অতিরিক্ত খেলে হতে পারে বদহজম, বুকজ্বালাপোড়া বা অ্যাসিডিটি।
তাই সুস্থ থাকতে, ভাজা-পোড়া সীমিত মাত্রায় গ্রহণ করুন।

াবিব_মেডিকেল_হল

টিটি টিকা কেনো নিবেন?টিটেনাস বা ধনুষ্টংকার সাধারণত সংক্রমনের কারনে হয়ে থাকে। এই রোগের প্রধান লক্ষন-ই হলো খিঁচুনি। ৩-৪ সপ...
18/02/2025

টিটি টিকা কেনো নিবেন?

টিটেনাস বা ধনুষ্টংকার সাধারণত সংক্রমনের কারনে হয়ে থাকে। এই রোগের প্রধান লক্ষন-ই হলো খিঁচুনি। ৩-৪ সপ্তাহ ধরে ঘনঘন খিচুনি হতে থাকে। খিঁচুনি হওয়ার পরে ১০% রোগির মৃত্যুও হতে পারে।

এই ভয়াবহতার হাত থেকে মা ও শিশুকে রক্ষা করতেই মুলত একজন মায়ের টিটি টিকা নেওয়া জরুরি। টিটি টিকা অনাগত বাচ্চা ও মা দুজনের শরীরেই ধনুষ্টংকার এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বাচ্চার জন্মদানের সময় অস্বাস্থ্যকর পরিবেশ, জীবানু যুক্ত অপারেশন সরঞ্জাম ব্যবহার করার ফনে বাচ্চার ধনুষ্টংকার হবার সম্ভাবনা দেখা যায়।

এই সমস্যা মোকাবেলায় কিশোরী বয়সেই প্রতিটি মেয়ের টিটি টিকার ডোজ সম্পন্ন করে রাখা উচিত। হবু মায়ের যদি পূর্বে টিটি টিকা দেওয়া না থাকে তবে গর্ভাবস্থায় ৫ মাস পর ১ মাসের ব্যবধানে পর পর দুটি টিটি টিকা নিতে হবে।

প্রক্রিয়াজাত খাবার স্বাদে আকর্ষণীয় হলেও, অতিরিক্ত চিনি, অস্বাস্থ্যকর চর্বি এবং প্রিজারভেটিভ দিয়ে পূর্ণ - যা স্থূলতার অন্...
10/02/2025

প্রক্রিয়াজাত খাবার স্বাদে আকর্ষণীয় হলেও, অতিরিক্ত চিনি, অস্বাস্থ্যকর চর্বি এবং প্রিজারভেটিভ দিয়ে পূর্ণ - যা স্থূলতার অন্যতম কারণ। 🍟❌

তাই স্থুলতা রোধে প্রক্রিয়াজাত খাবার পরিহার করুন, সুস্থ থাকুন।

াবিব_মেডিকেল_হল

শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ফাটা সমস্যা প্রকট আকার ধারণ করে। তাই এসময়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও ফেটে যাওয়া রোধ...
14/01/2025

শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ফাটা সমস্যা প্রকট আকার ধারণ করে। তাই এসময়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও ফেটে যাওয়া রোধ করতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

াবিব_মেডিকেল_হল

ব্রংকাইটিস হলো শ্বাসনালীর প্রদাহ, যা সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়। ঠান্ডা আবহাওয়ায় ব্রংকাইটিসের ঝুঁ...
12/01/2025

ব্রংকাইটিস হলো শ্বাসনালীর প্রদাহ, যা সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়। ঠান্ডা আবহাওয়ায় ব্রংকাইটিসের ঝুঁকি বেশি।
তাই, শ্বাস-প্রশ্বাসের যত্ন নিন আজ থেকেই!
াবিব_মেডিকেল_হল

30/12/2024

এমন একটা ফার্মেসি ক্রিম যেটা স্কিনের সব ধরনের দাগ কমাতে পারে। মেস্তা, ব্রণের দাগ, রোদে পোরা কাল ভাব সহ অনেক দাগের এক সমাধান!
াবিব_মেডিকেল_হল

দূষিত বায়ু আপনার ফুসফুসে ব্যপক ক্ষতি সাধন করে। শ্বাসকষ্ট, হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে ঘরের বাইরে গেল...
25/12/2024

দূষিত বায়ু আপনার ফুসফুসে ব্যপক ক্ষতি সাধন করে। শ্বাসকষ্ট, হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
াবিব_মেডিকেল_হল

 াবিব_মেডিকেল_হল
13/12/2024

াবিব_মেডিকেল_হল

শীতের দিনে শরীরে উষ্ণতা ফিরিয়ে আনতে চা-কফি সবার পছন্দ। তবে চা আর কফিতে রয়েছে ক্যাফেইন। তাই ঘন ঘন বা মাত্রাতিরিক্ত চা-কফি...
05/12/2024

শীতের দিনে শরীরে উষ্ণতা ফিরিয়ে আনতে চা-কফি সবার পছন্দ। তবে চা আর কফিতে রয়েছে ক্যাফেইন। তাই ঘন ঘন বা মাত্রাতিরিক্ত চা-কফি পান করলে হৃদরোগের ঝুঁকি দেখা দিতে পারে।

সুস্থ থাকতে পরিমাণমতো চা-কফি পান করুন।

াবিব_মেডিকেল_হল

Address

Dhaka

Telephone

+8801722356083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Habib Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al-Habib Medical Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram