Ligazid, Care for Every Steps

Ligazid, Care for Every Steps Diabetic Foot Awareness. Control Your Blood Glucose, Save Your Feet

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত " মনের খবর টিভি"এর বিশেষ আয়োজন,"রোজা এবং রোজার পরবর্তী ডায়াবেটিস রোগীর করণীয়"সম...
24/03/2024

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত " মনের খবর টিভি"এর বিশেষ আয়োজন,
"রোজা এবং রোজার পরবর্তী ডায়াবেটিস রোগীর করণীয়"
সময়ঃ ৩০ মার্চ, শনিবার রাত: ১০.০০ মিনিট
সাথে থাকবেন,
ডা. শাহজাদা সেলিম
সহযোগী অধ্যাপক
এন্ডোক্রাইনোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

সঞ্চালনায়
ডা. ফারিহা কামাল মৌলি
এমবিবিএস (এমএমসি)
মেডিকেল অফিসার, স্বাস্থ্য বাতায়ন

Scientific Partner: Eskayef Pharmaceuticals Ltd.
https://www.facebook.com/ESKAYEF
Powered By: Emazid L (Empaglifozin INN & Linagliptin INN) & Ligazid M (Linagliptin+ Metformin Tablet)

সুস্থ থাকুন মনে প্রাণে।

"নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন" নিয়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত " মনের খবর টিভি"এর বিশেষ আয়োজন।বিষয়: র...
29/02/2024

"নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন" নিয়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত " মনের খবর টিভি"এর বিশেষ আয়োজন।
বিষয়: রোজায় ঔষধের সুসমন্বয়
সময়: ১লা মার্চ, শুক্রবার, রাত ০৯.০০ মিনিটে
সাথে থাকবেন,
ডা. এম. এ হালিম খান
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
সঞ্চালনায়,
ডা. চৌধুরী ফয়সাল মো. মঞ্জুরুর রহিম
এন্ডোক্রাইনোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
Scientific Partner: Eskayef Pharmaceuticals Ltd.
https://www.facebook.com/ESKAYEF
Powered By: Emazid L (Empaglifozin INN & Linagliptin INN) & Ligazid M (Linagliptin+ Metformin Tablet)
https://www.facebook.com/ligazidcareforeverysteps
For Live Watch:
https://www.facebook.com/monerkhabortv
সুস্থ থাকুন মনে প্রাণে

"নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন" নিয়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত " মনের খবর টিভি"এর বিশেষ আয়োজন।বিষয়: র...
08/02/2024

"নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন" নিয়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত " মনের খবর টিভি"এর বিশেষ আয়োজন।
বিষয়: রোজার পরবর্তী ডায়াবেটিস রোগীর করণীয়
সময়: ৯ ফেব্রুয়ারি, শুক্রবার, রাত ১০.০০ মিনিটে
সাথে থাকবেন,
অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এন্ডোক্রাইনোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
প্রেসিডেন্ট, ACEDB
সঞ্চালনায়,
ডা. মো. সোহেল রানা ভূঁইয়া
সহকারী রেজিস্ট্রার
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর
Scientific Partner: Eskayef Pharmaceuticals Ltd.
https://www.facebook.com/ESKAYEF
Powered By: Emazid L (Empaglifozin INN & Linagliptin INN) & Ligazid M (Linagliptin+ Metformin Tablet)
https://www.facebook.com/ligazidcareforeverysteps
For Live Watch:
https://www.facebook.com/monerkhabortv
সুস্থ থাকুন মনে প্রাণে।

World Diabetes Day, 2023বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিশেষ আলোচনাঃ"বিশেষজ্ঞদের ডায়াবেটিক ভাবনা"সময়: ১২ নভেম্বর, রবিবার, ...
12/11/2023

World Diabetes Day, 2023
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিশেষ আলোচনাঃ
"বিশেষজ্ঞদের ডায়াবেটিক ভাবনা"
সময়: ১২ নভেম্বর, রবিবার, রাত ১০.৩০ মিনিটে
এবারের প্রতিপাদ্য বিষয়ঃ
"Know your risk, Know your response
" ঝুঁকি এবং জটিলতা জানুন, উপযুক্ত সাড়া দিন
"বিশ্ব ডায়াবেটিস দিবস" বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০১৯ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যার মোট পরিমাণ ৪২৫ মিলিয়ন। ২০৪৫ সালে ৪৮ শতাংশ বেড়ে তা ৬২৯ মিলিয়ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পৃথিবীর মোট ডায়াবেটিস রোগীর ৮৭ শতাংশই উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বাস করছেন।
বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি ডায়াবেটিস বৃদ্ধির হারও বেশি। ২০১৯ সালে বাংলাদেশের স্থান শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। কিন্তু আরও ভয়াবহ তথ্য হলো, ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম অবস্থানে থাকবে। পৃথিবীতে বর্তমানে উচ্চ হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে।
বাংলাদেশে ডায়াবেটিস রোগীর ৯৭ শতাংশই টাইপ-২। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায়। বিস্তারিত জানতে চোখ রাখুন,মনের খবর টিভির পর্দায়।
Scientific Partner: Eskayef Pharmaceuticals Ltd.
Powered By: Emazid L (Empaglifozin INN & Linagliptin INN) & Ligazid M (Linagliptin+ Metformin Tablet)
Media Partner: Moner Khabor TV
For LIVE Facebook Watch LINK- https://www.facebook.com/monerkhabortv/live/











World Diabetes Day, 2023বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডিজিটাল গোল টেবিল আলোচনাসময়: ১০ নভেম্বর, শুক্রবার, রাত ৯.৩০ মিনিটেএ...
09/11/2023

World Diabetes Day, 2023
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডিজিটাল গোল টেবিল আলোচনা
সময়: ১০ নভেম্বর, শুক্রবার, রাত ৯.৩০ মিনিটে
এবারের প্রতিপাদ্য বিষয়ঃ
"Know your risk, Know your response
" ঝুঁকি এবং জটিলতা জানুন, উপযুক্ত সাড়া দিন
"বিশ্ব ডায়াবেটিস দিবস" বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০১৯ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যার মোট পরিমাণ ৪২৫ মিলিয়ন। ২০৪৫ সালে ৪৮ শতাংশ বেড়ে তা ৬২৯ মিলিয়ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পৃথিবীর মোট ডায়াবেটিস রোগীর ৮৭ শতাংশই উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বাস করছেন।
বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি ডায়াবেটিস বৃদ্ধির হারও বেশি। ২০১৯ সালে বাংলাদেশের স্থান শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। কিন্তু আরও ভয়াবহ তথ্য হলো, ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম অবস্থানে থাকবে। পৃথিবীতে বর্তমানে উচ্চ হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে।
বাংলাদেশে ডায়াবেটিস রোগীর ৯৭ শতাংশই টাইপ-২। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায়। বিস্তারিত জানতে চোখ রাখুন,মনের খবর টিভির পর্দায়।
Scientific Partner: Eskayef Pharmaceuticals Ltd.
Powered By: Emazid L (Empaglifozin INN & Linagliptin INN) & Ligazid M (Linagliptin+ Metformin Tablet)
Media Partner: Moner Khabor TV












সাধারনত গরমকালে ডায়াবেটিস জনিত চর্ম রোগের প্রকোপ (ফোঁড়া, ঘা ইত্যাদি) বেড়ে যায় । অপরদিকে ডায়াবেটিসের কারণে ক্ষতও সহজে শুক...
15/10/2023

সাধারনত গরমকালে ডায়াবেটিস জনিত চর্ম রোগের প্রকোপ (ফোঁড়া, ঘা ইত্যাদি) বেড়ে যায় । অপরদিকে ডায়াবেটিসের কারণে ক্ষতও সহজে শুকায় না। তাই সমস্যা জটিল আকার ধারণ করে।

ফোঁড়া কেন হয়?

শরীরের কোন স্থানে জীবাণু দ্বারা সংক্রমণের ফলে প্রদাহ হয়ে ফোড়া সৃষ্টি হয়। আবার সুচ অথবা সুচের মত যন্ত্র দিয়েও ফোঁড়ার সংক্রমণ ঘটতে পারে।

সাধারণ লক্ষণ ও উপসর্গঃ

- ফোঁড়া সাধারণত লালচে রঙের পিণ্ডের মতো হয়।

- এটি উঁচু হয়ে থাকে

- স্পর্শ করলে গরম মনে হয়

- অল্পতেই ব্যথা লাগে অর্থাৎ খুবই বেদনাদায়ক হয়।

- ফোঁড়া হলে এর মাথা ফোঁটা আকারে দেখা দেয়।

- অনেক সময় এটা ব্রণের মতো হয় এবং ফেটে যায়।

- ফেটে গেলে এটি থেকে পুঁজ বের হয়।
ফোঁড়া সঠিকভাবে কাটা বা পরিষ্কার করা না হলে অবস্থা আরও খারাপ হতে পারে। এমনকি এর সংক্রমণ ত্বকের ভেতরের কোষ এবং রক্তপ্রবাহ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আবার ফোঁড়ার সংক্রমণ ছড়িয়ে পড়লে জ্বর, বমি বমি ভাব অথবা বমি, ব্যথা এবং ত্বক লাল বর্ণ হওয়া ইত্যাদি হতে পারে।

ফোঁড়া হলেই কাটা ছেঁড়া করতে হবে অনেকে এই ভয়েই বাড়িতে ফোঁড়ার চিকিৎসা করতে চেষ্টা করেন, এটা অনেক ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটা গ্যাংগ্রিন এর মত সমস্যার সৃষ্টি করতে পারে। ফোঁড়া হলে অস্ত্রোপচার করাতে হতে পারে, আবার তবে সব ক্ষেত্রে তা নাও লাগতে পারে। ফোঁড়ার অস্ত্রোপচার খুব বেশি জটিল নয়। যাঁদের আসলেই অস্ত্রোপচার দরকার, তাঁরা সঠিক সময়ে তা করিয়ে সহজেই সুস্থ হয়ে উঠতে পারেন।

ডায়াবেটিসের স্বাস্থ্য জটিলতাগুলোর মধ্যে অন্যতম হল: ◈হার্টের সমস্যা ও ব্রেইন স্ট্রোক◈স্পর্শ ও ব্যথার অনুভূতি কমে যাওয়া (স...
02/10/2023

ডায়াবেটিসের স্বাস্থ্য জটিলতাগুলোর মধ্যে অন্যতম হল:

◈হার্টের সমস্যা ও ব্রেইন স্ট্রোক
◈স্পর্শ ও ব্যথার অনুভূতি কমে যাওয়া (স্নায়ু/নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ)
◈পায়ের সমস্যা, যেমন ঘা, ক্ষত ও ইনফেকশন
◈দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং অন্ধত্ব
◈গর্ভপাত (গর্ভের শিশু নষ্ট হওয়া বা মারা যাওয়া) এবং মৃত সন্তান প্রসব
করা
◈কিডনির সমস্যা
◈যৌন সমস্যা (ইরেকশন না হওয়া, অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া কিংবা শক্ত
অবস্থা ধরে রাখতে না পারা)

ভেনাস আলসারের কারণ________________________________** অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে** ভেরিকোজ ভেইনের কারণে** পায়ের নীচের...
27/09/2023

ভেনাস আলসারের কারণ
________________________________

** অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে

** ভেরিকোজ ভেইনের কারণে

** পায়ের নীচের দিকের শিরায় চাপ বেড়ে গেলে

** শিরার ভালব দুর্বল হয়ে গেলে

** পায়ে রক্ত জমাট বেঁধে থাকলে

** লম্বা সময় দাঁড়িয়ে থাকলে

** স্বাভাবিকের চেয়ে বেশী ওজন বেড়ে গেলে

** গভীর শিরার রক্তনালীতে রক্ত জমাট বেঁধে থাকলে

** কোন কারণে ইনফেকশন হলে

** রোগী লম্বা হলে

** গর্ভাবস্থায়

ভেনাস আলসার কি?অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হতে পারে ভেনাস আলসার।ভেনাস আলসার হলো শিরার ক্ষত যা সাধারণত পায়ে দেখা যায়। এট...
25/09/2023

ভেনাস আলসার কি?

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হতে পারে ভেনাস আলসার।
ভেনাস আলসার হলো শিরার ক্ষত যা সাধারণত পায়ে দেখা যায়। এটি দীর্ঘস্থায়ী ক্ষতের অন্যতম প্রধান কারণ। পায়ের ৭০% থেকে ৯০% আলসারই ভেনাস আলসারের কারণে হয়। ভেনাস আলসার বেশিরভাগ ক্ষেত্রে পায়ের মধ্যবর্তী এবং দূরবর্তী অঞ্চলে বিকাশ লাভ করে এবং জীবনযাত্রার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ligazid, Care for Every Steps posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ligazid, Care for Every Steps:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram