SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh

SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh Our expert team of advocates, barristers, and legal professionals specialize in mediation, legal consulting, and real estate management.
(1)

We prioritize out-of-court settlements to save your time, money, and unnecessary stress.

লোকলজ্জা আর সম্মান খোয়ানোর ভয়ে আমরা অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করি না। থানা-পুলিশে না যাওয়াই যেন ভদ্রতা এই ভ্রান্ত ধারণা...
09/10/2025

লোকলজ্জা আর সম্মান খোয়ানোর ভয়ে আমরা অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করি না। থানা-পুলিশে না যাওয়াই যেন ভদ্রতা এই ভ্রান্ত ধারণা এখনো সমাজে গভীরভাবে গেঁথে আছে।

কিন্তু আমাদের বুঝতে হবে আইনের আশ্রয় নেওয়া অপরাধ নয়, অধিকার। এই নীরবতাই অধিকাংশ সময় অপরাধীকে শক্তি জোগায়, আর ভুক্তভোগীকেই বারবার ভিকটিম বানায়।

নীরবতা নয়, ন্যায়বিচারের পথেই হোক আমাদের সাহসের শুরু। এই সাহস আমাদের সমাজের অপরাধ কমাতে সাহায্য করবে।।

বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি রায়ে স্পষ্ট করেছেন- ধর্ম পরিবর্তন ছাড়া হিন্দু-মুসলিম নারী-পুরুষের মধ্যে বিয়ে দেশের প্রচলিত আই...
02/10/2025

বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি রায়ে স্পষ্ট করেছেন- ধর্ম পরিবর্তন ছাড়া হিন্দু-মুসলিম নারী-পুরুষের মধ্যে বিয়ে দেশের প্রচলিত আইন ও ইসলামী শরীয়ত অনুযায়ী অবৈধ। আদালত বলেন, মুসলিমদের বিয়ে অবশ্যই মুসলিম পারিবারিক আইনের অধীন হবে; তাই বিশেষ বিবাহ আইন, ১৮৭২ এ ভিন্ন ধর্মের সঙ্গে বিয়ে করার সুযোগ মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ইসলামি শরিয়াহ মোতাবেক মুসলিম পুরুষ মুসলিম নারী বা শর্তসাপেক্ষে আহলে কিতাব নারীদের বিয়ে করতে পারে, কিন্তু মুসলিম নারীদের জন্য অমুসলিম পুরুষকে বিয়ে করার অনুমতি নেই। আদালতের মতে, ধর্মান্তর ব্যতীত এ ধরনের বিয়ে কেবল আইনি জটিলতাই নয়, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বও বাড়াতে পারে।

আমরা কিন্তু কথায় কথায় এই সাক্ষীর ব্যবহার করি! এই যেমন এমনকি আড্ডায় যদি কেই বলেন যে পরের মাসের স্যালারি পেয়ে তোদের ট্রিট ...
28/09/2025

আমরা কিন্তু কথায় কথায় এই সাক্ষীর ব্যবহার করি! এই যেমন এমনকি আড্ডায় যদি কেই বলেন যে পরের মাসের স্যালারি পেয়ে তোদের ট্রিট দিব তখনও কিন্তু অন্যকে সাক্ষী রেখে আমরা বলি বন্ধু তুমি কিন্তু সাক্ষী থাকলা- ও খাওয়াবে আগামী মাসে! :p কিন্তু কথা হল এই সাক্ষী কিভাবে আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার সাথে আসলো সেটা কি কখনও ভেবে দেখেছি আমরা??

আসলে মানুষের মিথ্যা বলা কিংবা যা মানুষ বলে তার অন্যথা করার প্রবনতাকে ঠেকাতেই এই সাক্ষীর প্রয়োজনীয়তা এসেছে।

"সাক্ষী" (witness) বা সাক্ষ্যদান (testimony) মানব সমাজের বিচারব্যবস্থার সঙ্গে জড়িত এক প্রাচীনতম ধারণা। এর ইতিহাস বহু পুরনো, আর তা ধর্মীয় বিধান, সামাজিক চুক্তি এবং আইনের বিকাশের সঙ্গে সম্পর্কিত।

১. প্রাগৈতিহাসিক ও প্রাচীন সমাজ

আদিম সমাজে বিচার ছিল মূলত গোত্রপ্রধান বা প্রবীণদের হাতে।

অপরাধ বা বিবাদের সময় চোখে দেখা ঘটনা বা শোনা কথা জানানোর জন্য প্রত্যক্ষদর্শী মানুষকে ডাকা হতো।

এভাবেই "সাক্ষী" সমাজে বিশ্বাসযোগ্য প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করে।

২. ধর্মীয় গ্রন্থে সাক্ষীর ধারণা

হাম্মুরাবির আইন (Hammurabi’s Code, খ্রিস্টপূর্ব 1754 খ্রিঃ) – এখানে বলা হয়েছে, জমি-বিবাদ, দেনা-পাওনা বা অপরাধ প্রমাণে সাক্ষীর বক্তব্য আবশ্যক।

তৌরাত (ইহুদি ধর্মগ্রন্থ) – বলা আছে, “দুই বা তিনজন সাক্ষী ছাড়া কোনো বিষয় প্রমাণিত হবে না।” (Deuteronomy 19:15)।

কুরআন – ঋণ-লেনদেনের ক্ষেত্রে লিখিত দলিলের পাশাপাশি সাক্ষী রাখার নির্দেশ আছে (সূরা আল-বাকারাহ, আয়াত 282)।

মনুস্মৃতি (হিন্দু শাস্ত্র) – বিচার ব্যবস্থায় সাক্ষীর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সাক্ষী মিথ্যা বললে শাস্তির বিধান রাখা হয়েছে।

৩. গ্রিক ও রোমান যুগ

প্রাচীন গ্রিসে আদালতে যুক্তি-তর্ক চলত, আর সাক্ষীর ভূমিকা ছিল প্রধান।

রোমান আইন (Roman Law) সাক্ষ্যকে আইনি প্রমাণ হিসেবে গ্রহণ করে এবং মিথ্যা সাক্ষ্য দিলে কঠোর শাস্তি দিত। এখান থেকে ইউরোপের আধুনিক আইনের ভিত্তি তৈরি হয়।

৪. মধ্যযুগ ও ইসলামি শরীয়ত

ইসলামি খিলাফতের আদালতে সাক্ষ্য (شهادة – শাহাদাহ) ছিল অন্যতম মূল প্রমাণ।

ইসলামী ফিকহে সাক্ষীকে নির্দিষ্ট যোগ্যতার অধিকারী হতে হতো – যেমন সৎ, প্রাপ্তবয়স্ক, নিরপেক্ষ ব্যক্তি।

মিথ্যা সাক্ষ্য দেওয়া ইসলাম ধর্মে অন্যতম বড় গুনাহ।

৫. আধুনিক আইনব্যবস্থা

ইংরেজ কমন ল’ (Common Law) আদালতে সাক্ষীর জবানবন্দি প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

পরে প্রমাণ আইন (Evidence Act) তৈরি হয়, যেখানে সাক্ষীর বক্তব্য গ্রহণ ও মূল্যায়নের নিয়ম নির্ধারিত হয়।

আমাদের ভারতীয় উপমহাদেশে Evidence Act, 1872 সাক্ষ্যগ্রহণের বিধান দেয়, যা বাংলাদেশেও কার্যকর।

সংক্ষেপে বলা যায়:
সাক্ষীর ধারণা এসেছে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বাভাবিক প্রয়োজন থেকে। প্রথমে এটি ছিল সামাজিক বিশ্বাসের ওপর নির্ভরশীল, পরে ধর্মীয় গ্রন্থগুলো তা শক্ত ভিত্তি দেয়, এবং শেষে রাষ্ট্রীয় আইন সাক্ষ্যকে আইনি প্রমাণ হিসেবে স্বীকৃতি দেয়।

বাংলাদেশে মিথ্যা সাক্ষ্য দেওয়া ফৌজদারি অপরাধ।

দণ্ডবিধি, ১৮৬০ (Penal Code, 1860)

ধারা ১৯৩ – আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

ধারা ১৯৪ – যদি মিথ্যা সাক্ষ্যের কারণে কারও মৃত্যুদণ্ড হয়, তবে সাক্ষীর আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আমরা বিরত থেকে একটি সুন্দর এবং সুশৃংখল সমাজ গড়তে চলুন একসাথে কাজ করি।

বাংলাদেশ সংবিধানে আইনের শাসন – নাগরিকের আশ্রয়স্থলবাংলাদেশের সংবিধান অনুযায়ী-প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান।রাষ্ট্র ...
27/09/2025

বাংলাদেশ সংবিধানে আইনের শাসন – নাগরিকের আশ্রয়স্থল

বাংলাদেশের সংবিধান অনুযায়ী-

প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান।
রাষ্ট্র কাউকে বৈষম্যের শিকার করবে না।
আইনের শাসন হবে সবার জন্য অভিন্ন।

তবুও বাস্তবে আমরা দেখি অনেক সময় সাধারণ মানুষ ন্যায়বিচারের পথে যেতে গিয়ে ভোগে নানা ভোগান্তি। মামলা জট, দীর্ঘসূত্রিতা এবং ব্যয়ের কারণে অনেকে তাদের অধিকার হারিয়ে ফেলেন।

এ কারণেই S**i বিশ্বাস করে—
ক। আদালতের পাশাপাশি মধ্যস্থতা (Mediation) হতে পারে একটি শক্তিশালী বিকল্প।
খ। এতে মানুষ দ্রুত, সাশ্রয়ী এবং সম্পর্ক রক্ষা করে ন্যায়বিচার পেতে পারে।

ন্যায়বিচার কেবল আদালতের চার দেয়ালে সীমাবদ্ধ নয়--এটি মানুষের জীবনের সাথে, সম্পর্কের সাথে এবং সমাজের সাথে গভীরভাবে জড়িত।

My Lord শব্দটির উৎপত্তি এসেছে ইংল্যান্ডের ফিউডাল (Feudal) বা সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থা থেকে।মধ্যযুগীয় ইংল্যান্ডে (প্...
25/09/2025

My Lord শব্দটির উৎপত্তি এসেছে ইংল্যান্ডের ফিউডাল (Feudal) বা সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থা থেকে।

মধ্যযুগীয় ইংল্যান্ডে (প্রায় ১১শ–১২শ শতক থেকে) Lord শব্দটি ব্যবহার হতো জমিদার, অভিজাত বা ক্ষমতাশালী ব্যক্তিদের সম্বোধনের ক্ষেত্রে। তখনকার সমাজ কাঠামোতে Lord মানে ছিল একজন প্রভু বা শাসক, যার অধীনে ভূমি বা প্রজারা থাকত। পরে রাজা বা অভিজাতদের প্রতি আনুগত্য প্রকাশের জন্য সাধারণ মানুষ ও কর্মকর্তারা তাদের সম্বোধন করত My Lord বলে।

ইংল্যান্ডে যখন আদালত প্রতিষ্ঠা হয়, তখন বিচারকগণ ছিলেন মূলত রাজা বা রাজার প্রতিনিধি। তাই বিচারকদেরও অভিজাত মর্যাদার মতো সম্মান দেখিয়ে তাদের সম্বোধন করা হতো My Lord বলে। ধীরে ধীরে এটি আদালতের আনুষ্ঠানিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ব্রিটিশ উপনিবেশগুলোতেও ছড়িয়ে পরে।

এখন অনেক দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্যের বাইরে আরও অনেক কমনওয়েলথ দেশে My Lord শব্দটি পুরনো অভিজাত ও সামন্ততান্ত্রিক হিসেবে ধরা হচ্ছে।

বর্তমানে বিভিন্ন জাস্টিসগন এখন মাই লর্ড কিংবা ইওর লর্ডশিপ এর পরিবর্তে Your Honour বলার ব্যাপারে উৎসাহ দেন যা অধিকতর নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং আধুনিক মানসিকতার প্রতিফলন।

23/09/2025

আইন সমাজের জন্য কেন প্রয়োজনীয়?

আমরা প্রতিদিন নানান নিয়ম-কানুন মেনে চলি—ট্রাফিক সিগন্যালে দাঁড়াই, ব্যবসায়িক চুক্তিতে সই করি, এমনকি প্রতিবেশীর সাথে সম্পর্কেও কিছু সীমারেখা মানি। এগুলো কেবল সামাজিক নিয়ম নয়, বরং আইনের কাঠামোই সমাজকে শৃঙ্খলায় রাখে।

বাংলাদেশের সংবিধান আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করেছে-জীবন, স্বাধীনতা, সমতা ও নিরাপত্তার অধিকার। তাই আইনের মূল উদ্দেশ্য কেবল শাস্তি নয়, বরং সমাজে শান্তি, নিরাপত্তা ও সমতা বজায় রাখা।

S**i মনে করে—আইনকে বোঝা মানেই নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া। কারণ একটি সচেতন সমাজই পারে অপরাধ কমাতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে।

😀😀
22/09/2025

😀😀

ন্যায়বিচার মানে শুধু রায়ই নয়, বরং সহানুভূতির সাথে সমাধান।আমাদের সমাজে প্রতিদিন অসংখ্য ছোট-বড় বিরোধ সৃষ্টি হয়। অনেকে...
22/09/2025

ন্যায়বিচার মানে শুধু রায়ই নয়, বরং সহানুভূতির সাথে সমাধান।

আমাদের সমাজে প্রতিদিন অসংখ্য ছোট-বড় বিরোধ সৃষ্টি হয়। অনেকে মনে করেন, এর সমাধান কেবল আদালতেই সম্ভব। কিন্তু আসলেই কি তাই?

বাস্তবতা হলো- প্রতিটি মামলার সমাধান রায় দিয়েই ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেও অনেক সময় দুই পক্ষের আলোচনার মাধ্যমে, বোঝাপড়া এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি টেকসই সমাধান পাওয়া যায়। এখানেই মধ্যস্থতার ভূমিকা।

মধ্যস্থতা (Mediation) হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে নিজেদের কথা প্রকাশ করতে পারে এবং একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর সহায়তায় সমাধানের পথ খুঁজে পায়। এতে শুধু সময় ও অর্থের সাশ্রয় হয় না, সম্পর্কগুলোও অটুট থাকে।

S**i বিশ্বাস করে- ন্যায়বিচার মানে কেবল আদালতের রায় নয়, বরং সহানুভূতির সাথে এমন একটি সমাধান দেওয়া, যা উভয় পক্ষকেই শান্তি দেয়।

বাংলাদেশে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা চালু২০২৫ সালের আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী দেশের ১২ জেলায় এখন...
18/09/2025

বাংলাদেশে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা চালু

২০২৫ সালের আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী দেশের ১২ জেলায় এখন থেকে কিছু নির্দিষ্ট আইনের অধীনে সরাসরি মামলা করা যাবে না। আদালতে যাওয়ার আগে জেলা লিগ্যাল এইড অফিসে অবশ্যই মধ্যস্থতা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আসলে মামলা সম্পর্ক শুধু নষ্টই করে- সুতরাং মামলায় যাওয়ার আগে যদি এই সমোঝতা করা যায় তবে অর্থ সময় সাশ্রয় তো হয়ই সম্পর্কটাও ঠিক থাকে। এসব দিক মাথায় রেখেই ২০২১ সাল থেকেই আমরা মামলা না করে বরং মধ্যস্থতার জন্য আমাদের ক্লায়েন্টদের উৎসাহিত করে আসছি এবং এজন্যই আমরা আমাদের প্রতিষ্ঠানে একটি সালিশ জোন অন্তর্ভূক্ত করেছি।

যেসব জেলায় এই মধ্যস্থতা আজ থেকে বাধ্যতামূলক হলঃ

সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।

যেসব আইনের মামলায় আগে মধ্যস্থতা বাধ্যতামূলক:
১। পারিবারিক আদালত আইন (২০২৩) এর ধারা ৫ সংক্রান্ত বিরোধ
২।নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) এর ধারা ১১(গ) অনুযায়ী যৌতুকজনিত নির্যাতনের অভিযোগ
৩।যৌতুক নিরোধ আইন (২০১৮) এর ধারা ৩ ও ৪ অনুযায়ী অভিযোগ
৪। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন (১৯৯১) এর বিরোধ
৫। পিতামাতার ভরণপোষণ আইন (২০১৩) এর অধীন বিরোধ
৬। নন-এগ্রিকালচারাল ট্যানেন্সি অ্যাক্ট (১৯৪৯) এর অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ
৭। সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন মামলা
৮। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ট্যানেন্সি অ্যাক্ট (১৯৫০) এর অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ

চিফ লিগ্যাল এইড অফিসারের প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত ও বলবৎযোগ্য। আদালতে তা ডিক্রি বা চূড়ান্ত আদেশের সমান কার্যকর হবে।

এটি বাংলাদেশের বিচারব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা মামলার চাপ কমাবে, সময় ও অর্থ বাঁচাবে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানকে এগিয়ে নেবে।

17/09/2025

আজকের একনেক সভায় জানানো হয়েছে—দেশে কী পরিমাণ খাস জমি আছে, কী অবস্থায় আছে এবং কতটুকু বেদখলে রয়েছে তা চিহ্নিত করতে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এই কমিটির প্রধান, সঙ্গে রয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

দুই মাসের মধ্যে সারাদেশের খাস জমির পূর্ণাঙ্গ হিসাব তৈরি হবে এবং ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয়, কলেজ বা অবকাঠামো প্রকল্পে প্রথমে নিকটবর্তী অব্যবহৃত খাস জমি ব্যবহার করা হবে।

ভূমি অধিগ্রহণের জটিলতা কমিয়ে সরকারি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই এর লক্ষ্য যেন কৃষি জমির পরিমাণ না কমে এবং উন্নয়ন বাস্তবায়ন পরিবেশ সহ সামগ্রীকভাবে জনজীবনে হয়রানির কারণ না হয়।

16/09/2025

বাংলাদেশে এই প্রথম বিচারব্যবস্থায় একটি সুন্দর পরিবর্তন আসতে যাচ্ছে, যেখানে দায়রা (ফৌজদারি) ও পারিবারিক আদালতকে পৃথক করার উদ্যোগ নিয়েছে সরকার।

বর্তমানে বিচারাধীন ৪৫ লাখ মামলার বিপরীতে মাত্র ২ হাজার বিচারক পুরো সিস্টেম সামলাচ্ছেন, যা প্রায় অসম্ভব একটি বিষয়।

এই আদালত পৃথক করায় প্রায় ৬০০-র বেশি নতুন বিচারকের পদ তৈরি হতে যাচ্ছে, যা নিশ্চয়ই বিচারপ্রার্থীদের জন্য একটি খুবই ইতিবাচক খবর।

বিচার পেতে হুট করেই মামলা মোকদ্দমায় না গিয়ে সমাধানের চেষ্টা করার আহ্বান থাকবে। একই সঙ্গে এমন আরও ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বিচারব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রে সকলে মিলে কাজ করলে সব সংকট নিরসন সম্ভব।

শুধু আপনি যে ক্ষেত্রে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রিতে অবদান রাখার মানসিকতা রাখার পাশাপাশি যেসব জায়গা থেকে সেবা নিচ্ছেন সেগুলো নিয়েও সচেতন থাকা জরুরি।

আইন কেমন হওয়া উচিত?আইন শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। আইন হওয়া উচিত মানবিক, সহজবোধ্য...
31/08/2025

আইন কেমন হওয়া উচিত?

আইন শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। আইন হওয়া উচিত মানবিক, সহজবোধ্য এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এমন আইনই সমাজে শান্তি, আস্থা এবং সুবিচার প্রতিষ্ঠা করতে পারে।

আমাদের প্রয়োজন এমন একটি আইনব্যবস্থা যেখানে আদালতের হয়রানি কমবে, মানুষ সহজে তাদের অধিকার বুঝতে পারবে এবং আইন প্রয়োগে থাকবে সহানুভূতির ছোঁয়া। ঠিক এই কাজটি করতে আমাদের সকলেরই সচেতন এবং একত্রে কাজ করতে হবে।

ন্যায়বিচার মানে কেবল রায় নয়—বরং মানুষের জীবনে ভারসাম্য ও শান্তি ফিরিয়ে আনা আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা।। আমাদের সাথেই থাকুন- যেকেোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

Address

Flat/12A, Level/12, House/11, Road/14, Dhanmondi
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801538007855

Website

Alerts

Be the first to know and let us send you an email when SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram