SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh

SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh Our expert team of advocates, barristers, and legal professionals specialize in mediation, legal consulting, and real estate management.
(1)

We prioritize out-of-court settlements to save your time, money, and unnecessary stress.

07/07/2025

বিরোধ সামাজিকতার ই একটি অংশ। যেকারো সাথে বিরোধ হওয়া মানেই সম্পর্কের শেষ নয়- বরং সঠিক বোঝাপড়ার মাধ্যমে ন্যায়ের সাথে সম্পর্কগুলোকে ঠিক রাখতে S**i সবসময় ই আছে আপনার পাশে।।

যেকোন সালিশ সংক্রান্ত বিষয়ে কিংবা আইনগত সহায়তা পেতে যাস্ট একটি ম্যাসেজ করুন।

সকলের আন্তরিক অংশগ্রহন এবং মতামতের ভিত্তিতে আমাদের প্রথম ওয়েবিনারটি শতভাগ সফল হয়েছে।। আমাদের টপিক ছিল ”নারী ও পুরুষের অধ...
27/06/2025

সকলের আন্তরিক অংশগ্রহন এবং মতামতের ভিত্তিতে আমাদের প্রথম ওয়েবিনারটি শতভাগ সফল হয়েছে।। আমাদের টপিক ছিল ”নারী ও পুরুষের অধিকার- সংবিধান আইন ও বাস্তবতা”। এই টপিকটি নিয়ে দীর্ঘ দের ঘন্টার এই ওয়েবিনারে আমরা বাস্তব কিছু মামলার বিষয় সহ সংবিধান আইন ও বাস্তবতার মধ্যে যে দূরত্ব আমাদের সমাজে রয়েছে তা নিয়ে বিশদ আলোচনা করেছি।।

এই আলোচনার মাধ্যমে অপরাধের সূচক কমিয়ে শান্তি ফিরিয়ে আনতে আমরা আরেকধাপ এগিয়ে যাচ্ছি।।

অপরাধ কমাতে সবাই যদি একহয়ে বাস্তবিকভাবে পরিবর্তনের জন্য কাজ করি তবে দেরিতে হলেও আমরা আমাদের লক্ষ্যে পৌছতে পারবই।।

সবাইকে আন্তরিক ধন্যবাদ সাইকির সাথে একাত্ব হয়ে অপরাধের সূচক কমাতে নিজেকে বিলিয়ে কাজ করার জন্য।

"ঘৃণার জবাব ঘৃণায় নয়—ভালোবাসায়।আসুন, আজ আন্তর্জাতিক ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ দিবসে আমরা একসাথে বলি: আমরা ঘৃণা চাই না, আ...
18/06/2025

"ঘৃণার জবাব ঘৃণায় নয়—ভালোবাসায়।

আসুন, আজ আন্তর্জাতিক ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ দিবসে আমরা একসাথে বলি: আমরা ঘৃণা চাই না, আমরা সম্মান, সহানুভূতি আর মানবতা চাই।

ঘৃণামূলক ভাষা থামাতে একসাথে কাজ করতে হবে আমাদের।।

ঈদ-উল-আযহার শুভেচ্ছা!সত্য, ত্যাগ ও ভালবাসার এক অনন্য উৎসব – পবিত্র কুরবানির ঈদে সাইকি র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শ...
06/06/2025

ঈদ-উল-আযহার শুভেচ্ছা!
সত্য, ত্যাগ ও ভালবাসার এক অনন্য উৎসব – পবিত্র কুরবানির ঈদে সাইকি র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আসুন, এই ঈদে অপরাধ করার প্রবনতাকে কুরবান করার প্রত্যয় নিয়ে শান্তি আনয়নে একযোগে কাজ করি।

ঘ‌রে ব‌সেই একদম সঠিক খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো: আপনার নিজের কাজটি নিজেই করে নিতে পারবেন।। ন...
25/05/2025

ঘ‌রে ব‌সেই একদম সঠিক খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো: আপনার নিজের কাজটি নিজেই করে নিতে পারবেন।।

নামজারি আসলে কি?

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করাই মূলত নামজারি বা মিউটেশন।

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।
2. এস এ/আর এস খতিয়ানের কপি।
3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।
4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।
5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।
6. মোবাইল নম্বর।
7. জাতীয় পরিচয়পত্র (NID)।
8. কর/খাজনার রশিদ।

নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

০১। নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।
০২। মোট খরচ: ১১৭০ টাকা।
০৩। নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন।

যেকোন আইনগত প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

বিষয়টি একটু অন্যভাবে ভেবে দেখুন তো! স্যার যদি বৌ এর সাথে ঝগড়া করে ক্লাসে আসেন তবে ছাত্র-ছাত্রীদের বকাঝকা শোনার চান্স কিন...
13/05/2025

বিষয়টি একটু অন্যভাবে ভেবে দেখুন তো!

স্যার যদি বৌ এর সাথে ঝগড়া করে ক্লাসে আসেন তবে ছাত্র-ছাত্রীদের বকাঝকা শোনার চান্স কিন্তু কয়েকগুন বাড়ে।। ঠিক এমনই কি হয় প্রতিটা স্তরেই?

আপনি কি ভাবছেন?? :D

জমিজমা সংক্রান্ত মামলায় বিচারের দীর্ঘসূত্রিতা কমল!! দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর সংশোধন: ন্যায়বিচারে নতুন দিগন্ত। সরকার ৮ ম...
08/05/2025

জমিজমা সংক্রান্ত মামলায় বিচারের দীর্ঘসূত্রিতা কমল!!

দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর সংশোধন: ন্যায়বিচারে নতুন দিগন্ত।

সরকার ৮ মে, ২০২৫ ইং তারিখে "Code of Civil Procedure, 1908 (Amendment) Ordinance, 2025" এই প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে, যা আমাদের বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে বিশ্বাস আমাদের। এই সংশোধনীর মাধ্যমে বিচারপ্রার্থীদের সময় ও খরচ সাশ্রয় করে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থা গঠনের পথ উন্মুক্ত হয়েছে।

মুখ্য পরিবর্তনগুলো:
✅ মামলার শুরুতে পয়েন্টসমূহ অ্যাফিডেভিট দ্বারা প্রমাণ করার বাধ্যবাধকতা
✅ নারী, প্রবীণ, অসুস্থ ও স্তন্যদানকারী মহিলাদের জন্য গ্রেফতারের সীমাবদ্ধতা
✅ মোবাইল নম্বর, NID, ইমেইলসহ পার্টির বিস্তারিত তথ্য plaint ও WS-এ অন্তর্ভুক্তির বাধ্যবাধকতা
✅ SMS, Voice Call বা Messaging App-এর মাধ্যমে নোটিশ প্রদান ও তার রেকর্ড সংরক্ষণের বিধান
✅ অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে নতুন প্রয়োগযোগ্য নিয়ম ও কারাদণ্ড সংক্রান্ত সুস্পষ্ট বিধান
✅ আদালতের নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় রায় বাস্তবায়নের সুযোগ। (আলাদাভাবে ডিক্রি জারির মোকদ্দমা করা প্রয়োজনীয়তা থাকবে না আর)
✅ সব Examination-in-Chief হবে অ্যাফিডেভিটে।
✅ একাধিকবার একই ডিক্রির বিরুদ্ধে রিভিউ নিষিদ্ধ। (এই পয়েন্টে কিছু আলোচনার বিষয় থাকলেও এটি সময় সাশ্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি আমরা)

S**i 四季 মনে করে এই সংশোধনীগুলো শুধুমাত্র প্রক্রিয়া নয়, এটি একটি সামাজিক সচেতনতা তৈরির সুযোগ। আশাকরাযায় এই পরিবর্তন ইতিবাচকভাবে ই ন্যায় বিচার নিশ্চিত করতে সাহায্য করবে।

Justice with compassion — এই বিশ্বাসে সাইকি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫-এ আমরা আবারও প্রতিশ্রু...
28/04/2025

Justice with compassion — এই বিশ্বাসে সাইকি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫-এ আমরা আবারও প্রতিশ্রুতিবদ্ধ, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে।
আমাদের চলমান লিগ্যাল এওয়ারনেস প্রোগ্রামের আওতায়, অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে অনলাইনে বিনামূল্যে আইনি পরামর্শ সেবা প্রদান অব্যাহত রয়েছে।
আপনার অধিকার রক্ষায়, আপনার পাশে সাইকি।

যোগাযোগ করুন, সচেতন হোন, সঠিক সিদ্ধান্ত নিন — ন্যায়বিচারে সহজ প্রবেশের পথে আমরা আছি আপনার সঙ্গে।

বিনামূল্যে আইনি পরামর্শ পেতে এই লিংকে ক্লিক করে ফর্মটি পূরন করুনঃ https://shorturl.at/N2ysl (আমাদের টিম শিগ্র সময়েই আপনার সাথে যোগাযোগ করবে)

🎉 Celebrating Excellence at S**i 四季 Congratulations to our esteemed partner, Mr. Abeer Hasan, for being recognized as "C...
23/01/2023

🎉 Celebrating Excellence at S**i 四季

Congratulations to our esteemed partner, Mr. Abeer Hasan, for being recognized as "Contributor of the Year – 2022" in the real estate segment. This achievement reflects his dedication, leadership, and commitment to excellence.

At S**i 四季, our team is our greatest strength, and we take pride in every milestone we achieve together. Here's to many more successes ahead!

আলহামদুলিল্লাহ। আমাদের ২০২৩ এনুয়াল গেট-টুগেদার সফলভাবে সম্পন্ন হয়েছে।। আমাদের সম্মানিত ক্লায়েন্ট, শুভাকাঙ্খী, এ্যাডভাইজর...
13/01/2023

আলহামদুলিল্লাহ। আমাদের ২০২৩ এনুয়াল গেট-টুগেদার সফলভাবে সম্পন্ন হয়েছে।। আমাদের সম্মানিত ক্লায়েন্ট, শুভাকাঙ্খী, এ্যাডভাইজরগনের ভালবাসায় আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যে।

যেকোন বিরোধ এর শান্তিপূর্নভাবে কোর্টরুমের বাইরে সেলমেন্ট করাই আমাদের প্রধান লক্ষ্য।

"An Honor to Serve Justice with Compassion!Today, we had the privilege of meeting a 78-year-old landowner who wishes to ...
24/12/2021

"An Honor to Serve Justice with Compassion!

Today, we had the privilege of meeting a 78-year-old landowner who wishes to sell his property and donate the entire amount to an Orphanage Trust. His generosity and selflessness inspire us deeply.

At S**i 四季, we take pride in handling legal matters that contribute not only to fairness but also to spiritual and social well-being. Assisting in such noble causes is more than just work—it’s a privilege.

**iMediation "

আলহামদুলিল্লাহ, সাইকি সফলভাবে উদ্ভোদন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সকল অতি...
05/11/2021

আলহামদুলিল্লাহ, সাইকি সফলভাবে উদ্ভোদন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের দেয়ার জন্য।

কোর্টরুমের বাইরে সেটেলমেন্টের জন্য আমরা একটি অনন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে সম্মানিত ক্লায়েন্টদের পাশে থাকতে পারব ইনশাহ আল্লাহ।।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 22:00 - 05:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801538007855

Website

Alerts

Be the first to know and let us send you an email when SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh:

Share