12/11/2025
S**i 四季 Mediation – Justice With Compassion
আমরা বিশ্বাস করি, যেকোনো বিরোধের সর্বোত্তম সমাধান সমঝোতা ও মানবিক বোঝাপড়া। মামলা নয়, বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখাই আমাদের লক্ষ্য।
!! আমাদের লক্ষ্য
বাংলাদেশে অপরাধের সূচক কমিয়ে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা — যেখানে বিরোধ আদালতে না গিয়েও সমাধান হয়।
আমাদের কাজের ধাপসমূহঃ
১️। S**i Mediation-
এখানে আমরা পারিবারিক, ব্যবসায়িক, কর্পোরেট, ও রাজনৈতিক বিরোধে সমঝোতা সম্পন্ন করি।
🔹 প্রতিটি বিষয় পরিচালিত হয় নিরপেক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে।
🔹 সর্বোচ্চ গোপনীয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়।
🔹 পক্ষগুলোর সম্মান ও ভবিষ্যৎ সম্পর্ক রক্ষা করা আমাদের মূল দায়
🔹 আমরা প্রয়োজন অনুযায়ী কয়েকটি সেশনে ভাগ করে মিডিয়েশন সম্পন্ন করি যাতে পক্ষদ্বয় যথেষ্ট সময় পায় সঠিক সিদ্ধান্ত নিতে, এতে পক্ষদ্বয়ের মানুসিক চাপ কমে এবং পরবর্তীতে সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতার প্রকাশ দেখা যায়।
🔹মিডিয়েশন পরবর্তী ফলোআপ সেবা সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে পক্ষদ্বয়কে সর্বদাই গাইড করে আমাদের টিম।
২️। S**i Mental Health Support Center
আমরা জানি, বিরোধ শুধু আইনি বিষয় নয়, এতে মানসিক চাপও থাকে। তাই আমাদের নিউরো ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের টিম কাজ করে আপনার মানসিক ভারসাম্য ও শান্তি ফিরিয়ে আনতে।
🔹 ডিপ্রেশন, উদ্বেগ, ট্রমা ইত্যাদি ক্ষেত্রে সহানুভূতিশীল সহায়তা।
🔹 প্রতিটি পরামর্শ সম্পূর্ণ গোপন
🔹 মানুসিক শান্তি বজায় রাখতে আপনার পরবর্তী স্টেপ কি হওয়া উচিত এ বিষয়ে বিশদ গাইডলাইন দিয়ে থাকে সাইকি।
৩️। S**i Legal
যদি সমঝোতা ব্যর্থ হয়, আমরা আমাদের ক্লায়েন্টকে আইনি সুরক্ষা দিই।
🔹 অভিজ্ঞ আইনজীবী ও ব্যারিস্টার প্যানেল দ্বারা পরিচালিত সেবা।
🔹 লক্ষ্য — ন্যায়বিচার ও অপরাধের সূচক কমানে।
🔹 আমাদের দেশে মামলা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়ার একটা প্রবনতা লক্ষ্য করা যায় যেটি পক্ষদ্বয়ের সম্পর্ককে আরও নেতিবাচকভাবে প্রভাবিত করে যাতে পরবর্তীতে ন্যায়বিচার নিশ্চিত হলেও এই মিথ্যার কারনে আন্তরিক সম্পর্ক আর পূর্বের ন্যায় গড়ে ওঠে না- কিন্তু সাইকি মামলা যদি একান্ত করতেই হয় তবে এই বিষয়ে যথেষ্ট খেয়াল রাখে সবসময়।
S**i Mediation বেছে নেবেন?
✅ স্বচ্ছ ও নিরপেক্ষ সেবা
✅ সর্বোচ্চ গোপনীয়তা
✅ আইনসম্মত প্রক্রিয়া
✅ সময় ও খরচ সাশ্রয়
✅ সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব
আমাদের মিডিয়েশন টিমে রয়েছেন অভিজ্ঞ আইনজীবী, ব্যারিস্টার এবং মনোবিজ্ঞানী- যারা একসাথে কাজ করে এক মানবিক সমাধান নিশ্চিত করতে চেষ্টা করে।
!! আমাদের সাফল্য
২০২৪ সালে S**i 四季 সফলভাবে ৪৭টি বিরোধ আদালতে না গিয়েই সমাধান করেছে। এতে সময়, অর্থ এবং সম্পর্ক- তিনটিই রক্ষা পেয়েছে।
✨ S**i 四季 – Justice With Compassion
📞 যোগাযোগ: +8801717887117 (For booking just make a Call/WhatsApp)
📍 ঠিকানা: Flat-12A, Level-12, House-11, Road-14, Dhanmondi, Dhaka
📧 sikibangladesh@gmail.com