SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh

SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh Our expert team of advocates, barristers, and legal professionals specialize in mediation, legal consulting, and real estate management.
(1)

We prioritize out-of-court settlements to save your time, money, and unnecessary stress.

বাংলাদেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও জনগণের অধিকার রক্ষার উপযোগী করতে যে কাঠামো ও নীতিমালা দরকার অবশেষে...
30/11/2025

বাংলাদেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও জনগণের অধিকার রক্ষার উপযোগী করতে যে কাঠামো ও নীতিমালা দরকার অবশেষে তা পাওয়া গেল। সেই ১৯৯৫ সালে মাসদার হোসেন মামলার মাধ্যমে শুরু হওয়া যাত্রাটা আস্তে আস্তে আলোর মুখ দেখছে।

গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সবসময়-ই একটি ‘চেক অ্যান্ড ব্যালান্সড’ সম্পর্ক বজায় রাখতে হয়। নাহয় আইনের শাসন যেমন থাকে না, তেমনি গণতন্ত্রের সুফলও পায় না জনগণ। সে হিসাবে আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে হওয়া এই মন্ত্রণালয় নিশ্চয়ই আমাদের বিচার ব্যবস্থার জন্য খুবই পজিটিভ হবে।

✨ যে কারণে বিচার ব্যবস্থাকে সম্পূর্ন পৃথক রাখাটা জরুরি-

১। বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্রের মৌলিক স্তম্ভ—যেখানে জনগণের ন্যায়বিচারের অধিকার সুরক্ষিত থাকে।”

২। বিচারক নিয়োগ, পদোন্নতি ও অপসারণ—সব প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়াই প্রকৃত বিচারিক স্বাধীনতা।”

৩। সংবিধানের শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগকে নির্বাহী ও প্রশাসনের প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা থাকা প্রয়োজন।”

৪। স্বাধীন বিচার বিভাগই নাগরিকের অধিকার, নিরাপত্তা ও আইনের প্রতি আস্থা নিশ্চিত করে।”

৫। আদালতের মর্যাদা টিকে থাকে বিচারকদের সততা, আচরণবিধি মানা এবং জবাবদিহিমূলক কর্মকাঠামোর ওপর।”

গত ২৪ নভেম্বর ২০২৫, অস্ট্রেলিয়ার সংসদে (সেনেটে) Pauline Hanson নামে এক রাজনীতিক বোরকা পরে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল ...
26/11/2025

গত ২৪ নভেম্বর ২০২৫, অস্ট্রেলিয়ার সংসদে (সেনেটে) Pauline Hanson নামে এক রাজনীতিক বোরকা পরে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল বোরকা ও অন্যান্য ফেস-কভারিং নিষিদ্ধ করার জন্য সংসদে একটি বিল প্রস্তাব করা।

কিন্তু তার এই আচরণকে অস্ট্রেলিয়ার সংসদ ধর্মবিদ্বেষী ও ঘৃণা প্রদর্শনের শামিল বলে আখ্যা দেয়, এবং তাকে ৭ দিনের জন্য সাসপেন্ড করা হয়।

এই ঘটনাটি আলোচনারযোগ্য, কারণ বোরকা পরার সঙ্গে নিরাপত্তাহীনতার কোনো বাস্তবিক সম্পর্ক নেই। একজন নারী যদি অস্ত্র বা বিপজ্জনক কিছু বহন করতে চায়, তাহলে সেটি তিনি যেকোনো পোশাকেই বহন করতে পারেন। কারণ, পৃথিবীর কোথাও নারীকে তল্লাশি করার আইনগত ক্ষমতা কোনো পুরুষ পুলিশের নেই। (এখানে বোরকা না পড়লেও যিনি বিপজ্জনক কিছু বহন করবেন সে নিশ্চই বিকিনি পড়ে তা বহন করবেন না)।

বাংলাদেশে Code of Criminal Procedure, 1898-এর ধারা ৫২ অনুযায়ী নারীদের ক্ষেত্রে তল্লাশি করতে অবশ্যই নারী পুলিশ সদস্য থাকতে হবে। সুতরাং, বোরকাকে নিরাপত্তাহীনতার কারণ হিসেবে যেসব যুক্তি দেওয়া হয় সেগুলো আইনগতভাবে ও বাস্তবিকভাবেই ভিত্তিহীন।

বোরকা পরা বা না পরা—এটা সম্পূর্ণই ব্যক্তির নিজের পছন্দ। কেউ পরলে তাকে ছোট করা, অপমান করা বা সন্দেহ করা যুক্তিযুক্ত নয়; আবার কেউ না পরলে তাকে বাধ্য করারও কোনো সুযোগ নেই।

সমাজে গ্রহণযোগ্যতা, সম্মান ও ন্যায্য আচরণ সব পোশাক সব ধর্মের সব বর্ণের মানুষেরই প্রাপ্য।

ঢাকা শহরে ভূমিকম্পের ঝুঁকি এখন বাস্তবতা, তাই সচেতন হোন, প্রস্তুত থাকুন। ভূমিকম্পের আগে–সময়–পরে করণীয় জেনে নিজে নিরাপদ থা...
22/11/2025

ঢাকা শহরে ভূমিকম্পের ঝুঁকি এখন বাস্তবতা, তাই সচেতন হোন, প্রস্তুত থাকুন।

ভূমিকম্পের আগে–সময়–পরে করণীয় জেনে নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন।




বিজ্ঞ আদালত এই আসামীকে ৬ মাসের জন্য (প্রতি বৃহঃবার সকাল ৮ টা থেকে ১০ টা) বুকে সচেতনতামূলক লিফলেট লাগিয়ে শাহবাগ এলাকায় ফু...
18/11/2025

বিজ্ঞ আদালত এই আসামীকে ৬ মাসের জন্য (প্রতি বৃহঃবার সকাল ৮ টা থেকে ১০ টা) বুকে সচেতনতামূলক লিফলেট লাগিয়ে শাহবাগ এলাকায় ফুটওভারব্রিজ ব্যবহার করার জন্য পথচারিদের সচেতন করতে বলেছে এবং দায়িত্বশীল ট্রাফিক সার্জেন্ট এর কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে আদালতে জমা দিতে বলেছে।

এ বিষয়ে দায়িত্বশীল সার্জেন্টের স্টাটাসটি ছিল এমনঃ
“সাজার সিস্টেম দেখে সেই মজা পাইলাম! এরকম আসামীর সংখ্যা বেশি হলে অবশ্য আমাদের কাজের অনেক সুবিধা হয়!” 😀

শাস্তি মানবিকভাবে সেসাইটির জন্য যেন কাজে আসে সেই ব্যবস্থাই হয়েছে এর মাধ্যমে। 😀 যদিও এই বিষয় নিয়ে লিগ্যাল ডিবেট থাকতেই পারে- কিন্তু তারপর ও বিষয়টি অসাধারন। তাই না?

কার্টেসিঃ সার্জেন্ট মি. তরিকুল সুমন।

আপনার পরিবারের সবাই-ই কি আপনার শুভাকাঙ্ক্ষী? মিডিয়েটর নিয়োগে সতর্ক থাকুন- সুন্দর সম্পর্কের সাথে ভালো থাকুন সবসময়।
17/11/2025

আপনার পরিবারের সবাই-ই কি আপনার শুভাকাঙ্ক্ষী?

মিডিয়েটর নিয়োগে সতর্ক থাকুন- সুন্দর সম্পর্কের সাথে ভালো থাকুন সবসময়।

গন্তব্যে পৌঁছার সহায়ক এই উপাদানটির সঠিক ব্যবহার হোক- এই প্রত্যাশা আমাদের। এনটিভির একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাক্ষাৎকার ...
15/11/2025

গন্তব্যে পৌঁছার সহায়ক এই উপাদানটির সঠিক ব্যবহার হোক- এই প্রত্যাশা আমাদের। এনটিভির একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের কো-অর্ডিনেটর মহোদয় এ কথাটি বলেছিলেন।।

S**i 四季 Mediation – Justice With Compassionআমরা বিশ্বাস করি, যেকোনো বিরোধের সর্বোত্তম সমাধান সমঝোতা ও মানবিক বোঝাপড়া। ম...
12/11/2025

S**i 四季 Mediation – Justice With Compassion
আমরা বিশ্বাস করি, যেকোনো বিরোধের সর্বোত্তম সমাধান সমঝোতা ও মানবিক বোঝাপড়া। মামলা নয়, বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখাই আমাদের লক্ষ্য।

!! আমাদের লক্ষ্য
বাংলাদেশে অপরাধের সূচক কমিয়ে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা — যেখানে বিরোধ আদালতে না গিয়েও সমাধান হয়।

আমাদের কাজের ধাপসমূহঃ
১️। S**i Mediation-
এখানে আমরা পারিবারিক, ব্যবসায়িক, কর্পোরেট, ও রাজনৈতিক বিরোধে সমঝোতা সম্পন্ন করি।

🔹 প্রতিটি বিষয় পরিচালিত হয় নিরপেক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে।
🔹 সর্বোচ্চ গোপনীয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়।
🔹 পক্ষগুলোর সম্মান ও ভবিষ্যৎ সম্পর্ক রক্ষা করা আমাদের মূল দায়
🔹 আমরা প্রয়োজন অনুযায়ী কয়েকটি সেশনে ভাগ করে মিডিয়েশন সম্পন্ন করি যাতে পক্ষদ্বয় যথেষ্ট সময় পায় সঠিক সিদ্ধান্ত নিতে, এতে পক্ষদ্বয়ের মানুসিক চাপ কমে এবং পরবর্তীতে সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতার প্রকাশ দেখা যায়।
🔹মিডিয়েশন পরবর্তী ফলোআপ সেবা সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে পক্ষদ্বয়কে সর্বদাই গাইড করে আমাদের টিম।

২️। S**i Mental Health Support Center
আমরা জানি, বিরোধ শুধু আইনি বিষয় নয়, এতে মানসিক চাপও থাকে। তাই আমাদের নিউরো ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের টিম কাজ করে আপনার মানসিক ভারসাম্য ও শান্তি ফিরিয়ে আনতে।

🔹 ডিপ্রেশন, উদ্বেগ, ট্রমা ইত্যাদি ক্ষেত্রে সহানুভূতিশীল সহায়তা।
🔹 প্রতিটি পরামর্শ সম্পূর্ণ গোপন
🔹 মানুসিক শান্তি বজায় রাখতে আপনার পরবর্তী স্টেপ কি হওয়া উচিত এ বিষয়ে বিশদ গাইডলাইন দিয়ে থাকে সাইকি।

৩️। S**i Legal
যদি সমঝোতা ব্যর্থ হয়, আমরা আমাদের ক্লায়েন্টকে আইনি সুরক্ষা দিই।
🔹 অভিজ্ঞ আইনজীবী ও ব্যারিস্টার প্যানেল দ্বারা পরিচালিত সেবা।
🔹 লক্ষ্য — ন্যায়বিচার ও অপরাধের সূচক কমানে।
🔹 আমাদের দেশে মামলা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়ার একটা প্রবনতা লক্ষ্য করা যায় যেটি পক্ষদ্বয়ের সম্পর্ককে আরও নেতিবাচকভাবে প্রভাবিত করে যাতে পরবর্তীতে ন্যায়বিচার নিশ্চিত হলেও এই মিথ্যার কারনে আন্তরিক সম্পর্ক আর পূর্বের ন্যায় গড়ে ওঠে না- কিন্তু সাইকি মামলা যদি একান্ত করতেই হয় তবে এই বিষয়ে যথেষ্ট খেয়াল রাখে সবসময়।

S**i Mediation বেছে নেবেন?

✅ স্বচ্ছ ও নিরপেক্ষ সেবা
✅ সর্বোচ্চ গোপনীয়তা
✅ আইনসম্মত প্রক্রিয়া
✅ সময় ও খরচ সাশ্রয়
✅ সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব

আমাদের মিডিয়েশন টিমে রয়েছেন অভিজ্ঞ আইনজীবী, ব্যারিস্টার এবং মনোবিজ্ঞানী- যারা একসাথে কাজ করে এক মানবিক সমাধান নিশ্চিত করতে চেষ্টা করে।

!! আমাদের সাফল্য

২০২৪ সালে S**i 四季 সফলভাবে ৪৭টি বিরোধ আদালতে না গিয়েই সমাধান করেছে। এতে সময়, অর্থ এবং সম্পর্ক- তিনটিই রক্ষা পেয়েছে।

✨ S**i 四季 – Justice With Compassion
📞 যোগাযোগ: +8801717887117 (For booking just make a Call/WhatsApp)
📍 ঠিকানা: Flat-12A, Level-12, House-11, Road-14, Dhanmondi, Dhaka
📧 sikibangladesh@gmail.com

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছবি এটি। সাধারণত আদালত এজলাসের ছবি তোলা সম্পূর্নরুপে নিষিদ্ধ থাকলেও নেপালের প্রধান বিচারপত...
06/11/2025

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছবি এটি।

সাধারণত আদালত এজলাসের ছবি তোলা সম্পূর্নরুপে নিষিদ্ধ থাকলেও নেপালের প্রধান বিচারপতির বাংলাদেশ সফর উপলক্ষে হাইকোর্ট এই ছবিটি প্রকাশ করেছে।।

অপরাধের সূচক কমাতে আদালতের সংশ্লিষ্ট ব্যক্তি থেকে শুরু করে আইন শৃংখলার দায়িত্বে যারা রয়েছেন তারা সহ আমাদের সকলকেই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।।

আপরাধের সূচক কমানোর এই যাত্রায় আমাদের সাথেই থাকুন।।

সহকারী জজ নামটি পূর্বে শুনলে আইন অঙ্গনের সাথে যুক্ত নয় এমন অনেকেই ভাবত যে তিনি একজন বিচারকের সহযোগী- পদের এই নাম পরিবর্ত...
03/11/2025

সহকারী জজ নামটি পূর্বে শুনলে আইন অঙ্গনের সাথে যুক্ত নয় এমন অনেকেই ভাবত যে তিনি একজন বিচারকের সহযোগী- পদের এই নাম পরিবর্তনের মধ্য দিয়ে এই বিষটির সমাধান হল।

লোকলজ্জা আর সম্মান খোয়ানোর ভয়ে আমরা অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করি না। থানা-পুলিশে না যাওয়াই যেন ভদ্রতা এই ভ্রান্ত ধারণা...
09/10/2025

লোকলজ্জা আর সম্মান খোয়ানোর ভয়ে আমরা অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করি না। থানা-পুলিশে না যাওয়াই যেন ভদ্রতা এই ভ্রান্ত ধারণা এখনো সমাজে গভীরভাবে গেঁথে আছে।

কিন্তু আমাদের বুঝতে হবে আইনের আশ্রয় নেওয়া অপরাধ নয়, অধিকার। এই নীরবতাই অধিকাংশ সময় অপরাধীকে শক্তি জোগায়, আর ভুক্তভোগীকেই বারবার ভিকটিম বানায়।

নীরবতা নয়, ন্যায়বিচারের পথেই হোক আমাদের সাহসের শুরু। এই সাহস আমাদের সমাজের অপরাধ কমাতে সাহায্য করবে।।

বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি রায়ে স্পষ্ট করেছেন- ধর্ম পরিবর্তন ছাড়া হিন্দু-মুসলিম নারী-পুরুষের মধ্যে বিয়ে দেশের প্রচলিত আই...
02/10/2025

বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি রায়ে স্পষ্ট করেছেন- ধর্ম পরিবর্তন ছাড়া হিন্দু-মুসলিম নারী-পুরুষের মধ্যে বিয়ে দেশের প্রচলিত আইন ও ইসলামী শরীয়ত অনুযায়ী অবৈধ। আদালত বলেন, মুসলিমদের বিয়ে অবশ্যই মুসলিম পারিবারিক আইনের অধীন হবে; তাই বিশেষ বিবাহ আইন, ১৮৭২ এ ভিন্ন ধর্মের সঙ্গে বিয়ে করার সুযোগ মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ইসলামি শরিয়াহ মোতাবেক মুসলিম পুরুষ মুসলিম নারী বা শর্তসাপেক্ষে আহলে কিতাব নারীদের বিয়ে করতে পারে, কিন্তু মুসলিম নারীদের জন্য অমুসলিম পুরুষকে বিয়ে করার অনুমতি নেই। আদালতের মতে, ধর্মান্তর ব্যতীত এ ধরনের বিয়ে কেবল আইনি জটিলতাই নয়, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বও বাড়াতে পারে।

Address

Flat/12A, Level/12, House/11, Road/14, Dhanmondi
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801538007855

Website

Alerts

Be the first to know and let us send you an email when SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SiKi 四季 Legal & Mediation Chamber, Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram