20/07/2025
❄️👶 নবজাতকের ঠান্ডা, সর্দি ও কাশি — সতর্ক হোন শুরু থেকেই! 👶❄️
নবজাতক শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় খুব সহজেই ঠান্ডা, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়। অনেক সময় ছোট একটি ঠান্ডা বড় জটিলতায় রূপ নিতে পারে।
🤧 সাধারণ লক্ষণসমূহ:
হাঁচি ও নাক দিয়ে পানি পড়া
নাক বন্ধ হয়ে দুধ খেতে না পারা
শুকনো বা কফযুক্ত কাশি
জ্বর বা শরীর গরম হওয়া
নিঃশ্বাসে ঘড়ঘড় শব্দ
❗ ঝুঁকিপূর্ণ লক্ষণ হলে যা করবেন:
বারবার কাশি উঠা বা শ্বাস নিতে কষ্ট হওয়া
ঠোঁট বা হাত-পা নীলচে রঙের হয়ে যাওয়া
খেতে না চাওয়া ও খুব দুর্বল হয়ে পড়া
➡️ এমন লক্ষণে দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যান।
🛡️ পরিচর্যার করণীয়:
✔️ শিশুকে সবসময় উষ্ণ রাখতে হবে
✔️ বাইরে নিয়ে গেলে মাথা ও বুক ঢেকে রাখতে হবে
✔️ যাদের ঠান্ডা-কাশি আছে, তারা শিশুর কাছে যাবেন না
✔️ ঘর যেন পরিষ্কার, ধুলামুক্ত ও বাতাস চলাচল উপযোগী হয়
✔️ শিশুকে বারবার মায়ের দুধ খাওয়ান – এটি রোগ প্রতিরোধ করে
💊 চিকিৎসা:
নবজাতকের যেকোন ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া দিবেন না।
ঘরোয়া উপায়ে গরম পানির ভাপ (ভ্যাপার) দিতে পারেন — তবে খুব সাবধানে।
📢 সতর্কতা জীবন বাঁচায়। ঠান্ডা ও কাশি ছোট মনে হলেও, নবজাতকের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সময়মতো চিকিৎসা নিন।
❤️ আপনার শিশুর সুস্থতা আমাদের অঙ্গীকার।
#নবজাতকের_ঠান্ডা #শিশুর_সর্দি_কাশি #সচেতনতা #সাদিয়া_হোমিও_হেলথ_ক্লিনিক #মায়ের_মমতা #শিশুর_সুরক্ষা