 
                                                                                                    29/12/2021
                                            শপথ নিলেন সাতক্ষীরা সদরের ১৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
________________________________
 সাতক্ষীরা সদর প্রতিনিধিঃ
শপফ নিলেন সাতক্ষীরা সদরের ১৩টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানগণ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা উক্ত শপথ বাক্য পাঠ করেন।
স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন এর উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। 
শপফ বাক্য পাঠ করেন সাতক্ষীরা সদর উপজেলার
১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার, ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল, ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী, ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন, ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল উদ্দিন, ১২নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মহিতুল ইসলাম, ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম ও ১৪নং ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান গণদের কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। 
গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ইউপি নির্বাচনে তারা বেসরকারি ভাবে চেয়ারম্যান  নির্বাচিত হন।
শপফ বাক্য পাঠ করা চেয়ারম্যানদের মধ্যে ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী ও ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দিন দ্বিতীয় বার এবং ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম ৭ম বার শপথ গ্রহণ করলেন।
সকল ইউপি চেয়ারম্যানকে জেলা প্রশাসক ফুল দিয়ে শুভেচ্ছা জানান।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  