Uro Onco Care

  • Home
  • Uro Onco Care

Uro Onco Care This is the pioneer organization for kidney and cancer treatment.

কিডনি ক্যান্সারভূমিকাঃ পুরুষ ও মহিলাদের ১০টি ক্যান্সার এর মধ্যে কিডনি ক্যান্সার অন্যতম ছেলেদের কিডনি ক্যান্সার হওয়ার আশ...
28/09/2022

কিডনি ক্যান্সার

ভূমিকাঃ পুরুষ ও মহিলাদের ১০টি ক্যান্সার এর মধ্যে কিডনি ক্যান্সার অন্যতম ছেলেদের কিডনি ক্যান্সার হওয়ার আশংকা শতকরা ২.০২ ভাগ এবং মেয়েদের কিডনি ক্যান্সার হওয়ার আশংকা শতকরা ১.০৩ ভাগ। কিডনির অবস্থান। কিডনি শিম আকৃতির অংগ বিশেষ। এদের অবস্থান পাঁজরের খাঁচার নিচে মেরুদন্ডের দুই পাশে। একেকটি কিডনি ৪-৫ ইঞ্চি লম্বা হয়।

কিডনি ক্যান্সারের লক্ষণঃ প্রাথমিক ধাপে সাধারনত এদের কোন চিহ্ন বা লক্ষণ দেখা যায় না। পরীক্ষার পর এটি সনাক্ত করা যায়। টিউমার বড় হওয়ার সাথে সাথে উপসর্গ প্রকাশ পায়। আক্রান্ত ব্যক্তির কিডনির মাঝে নীচের এক বা একাধিক উপসর্গ থাকতে পারে। কয়েকটি উপসর্গ নিচে দেওয়া হলােঃ

১. পেটে চাকা হওয়া
২. দূর্বলতা
৩. ক্ষুদা মন্দা কোমরের দুই পাশে ব্যথা
৪. প্রশাবের সাথে রক্ত যাওয়া
৫. ওজন কমে যাওয়া

কিডনি ক্যান্সারের চিকিৎসাঃ ১ এবং ২ নং স্তরের জন্য আরােগ্য জনক চিকিৎসা রযেছে| ৩নং স্তরের জন্য কিডনি আংশিক অথবা পুরা কিডনি এবং তার আশে পাশে লসিকা এবং গ্রন্থি ফেলে দিতে হয়। এটিকে পার্শিয়াল নেফ্রেকটমি (Partial Nephrectomy) বলে অথবা রেডিক্যাল নেকেটমি (RadicalNephrectomy) বলে।

৪নং স্তর ক্যান্সার আরােগ্যের জন্য প্রযােজন রেডিক্যাল নেফরেকটমি(Radical Nephrectomy) এবং টারগেটেড থেরাপি (Tergated Therapy) অথবা ইমিউনাে (Immuno Therapy) থেরাপি অথবা উভয়ই। মাঝে মধ্যে এই চিকিৎসার আগে অথবা পরে নেফরেকটমি ও (Nephrectomy) করা হয়ে থাকে। অপারেশন ছাড়া কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন রেডিও ফ্রিকুয়েন্সি এ্যাবলেশন (Radio Frequency Ablation) অথবা সার্ভিলেন্স (Active Surveillance).

কিডনি ক্যান্সারের প্রতিকার:

১. প্রচুর পরিমানে শাকসজি, ফল এবং কম চর্বিযুক্ত খাবার সেবন করুন।
২. নিয়মিত শরীর চর্চা এবং সঠিক ওজন বজায় রাখুন।
৩. ধুমপান এবং মদ পান থেকে বিরত থাকুন।
৪. রক্তচাপ নিয়ন্ত্রনে রাখুন।

উপসংহার:

কম এবং বেশী ঝুকিপূর্ণ রােগীরা অবশ্যই নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহন করবেন। প্রথমেই রােগ সনাক্ত করুন জীবন বাচান। আপনার সচেতনতাই হােক প্রতিরােধের হাতিয়ার।

ডাঃ মোঃ শফিউল আলম
এফসিপিএস (ইউরোলজি), এফসিপিএস, এমসিপিএস (সার্জারি), এমবিবিএস, ইউরো-অনকোলজিতে ফেলোশিপ, টাটা ক্যান্সার সেন্টার, মুম্বাই, ভারত

https://youtu.be/stbyoN-r7i8
28/09/2022

https://youtu.be/stbyoN-r7i8

সুস্থ থাকুন প্রতিদিন | প্রোস্টেট ক্যান্সার নিয়ে যতো কথা | ২৪ সেপ্টেম্বর ২০২২ আজকের বিষয়: প্রোস্টেট ক্যান্সার নিয়ে ...

Address

26/2, Principal Abul Kashem Road, Mirpur-1

1216

Alerts

Be the first to know and let us send you an email when Uro Onco Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share