Neurosurgeon Dr. Saiful Hoque

Neurosurgeon Dr. Saiful Hoque Brain ,Spine,Nerve and Stroke specialist

17/10/2024
আজ ১৬ ই অক্টোবর পালিত হল World Spine Day. এবারের প্রতিপাদ্য Support your spine.আপনার মেরুদন্ডের যত্ন নিন।মেরুদন্ড আমাদের...
16/10/2024

আজ ১৬ ই অক্টোবর পালিত হল World Spine Day. এবারের প্রতিপাদ্য Support your spine.আপনার মেরুদন্ডের যত্ন নিন।

মেরুদন্ড আমাদের অমূল্য সম্পদ। মেরুদন্ডের ব্যথা ভোগ করে নাই এমন মানুষ কমই আছে।শুধু আমাদের অবহেলা,স্বাস্থ্য বিধি না মানার কারণে আমরা এ ধরণের অসুখে আক্রান্ত হই।
যদি চেয়ারে বসার সময় ঝুকে না বসে সোজা হয়ে বসি,কম্পিউটার এ কাজ করার সময় ঘাড় বাঁকা না করে eye level এ কাজ করি,মাঠে কাজ করার সময় একটানা বেশী নিচু হয়ে কাজ না করি,ভারী কিছু একাই না উঠিয়ে দুই তিনজন মিলে উঠাই ,এ ধরণের আরো নিয়মগুলো পালন করি , তাহলে মেরুদন্ডের অসুখ গুলো অনেক কম হবে।
মেরুদন্ডের সমস্ত চিকিৎসাই এখন বাংলাদেশে হয়।অপারেশন পরবর্তী জীবনে রোগীদের কিছু নিয়ম কানুন মানতে হয় এবং তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
তাই সময়মত মেরুদন্ডের চিকিৎসা নিব,মেরুদন্ড কে যত্নে রাখব।
(রোগীদের অপারেশন পরবর্তী কিছু ভিডিও দেয়া হল তাদের অনুমতি সাপেক্ষে।)

24/05/2024

কোমড় ব্যথা সারাজীবনে একবারও হয়নি,এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর। কিন্ত সব কোমড় ব্যথা কিন্ত PLID রোগ এর কারণে হয়না।যে ব্যথা কোমড় থেকে পায়ের দিকে যায়,তাই সাধারণতPLID রোগের জন্য হয়।। মূলত মেরুদন্ডের হাড়ের মাঝখানের যে DISC থাকে,তা পেছন দিকে সরে গিয়ে মেরুদন্ডের nerve root এ চাপ দেয়ার কারণে তীব্র ব্যথা তৈরী হয়,যা কোমড় থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়ে।ফলে স্বাভাবিক ভাবে চলাফেরা দূর্বিষহ হয়ে উঠে।অনেক সময় ব্যথার কারণে রোগী বাঁকা হয়ে যায়।
অপারেশনের মাধ্যমে এ ধরণের তীব্র ব্যথা দূর করে রোগীকে স্বাভাবিক জীবনে ফেরানো যায়।
সুতরাং এ রোগ নিয়ে অলীক ভয়ে না থেকে,সময়মত অপারেশন করিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুন।
( ছবিগুলো রোগীর অনুমতিক্রমে দেয়া)

CP angle tumor মস্তিষ্কের tumor গুলোর মধ্যে একটি জটিল রোগ।এ ধরণের টিউমার হলে রোগীর মাথা ব্যথা,কানে কম শোনা,শোঁ শোঁ শব্দ,...
01/04/2024

CP angle tumor মস্তিষ্কের tumor গুলোর মধ্যে একটি জটিল রোগ।এ ধরণের টিউমার হলে রোগীর মাথা ব্যথা,কানে কম শোনা,শোঁ শোঁ শব্দ, মাথা ঘোরানো এবং চলাফেরায় দূর্বলতা তৈরী হয়।সমস্যা বাড়তে থাকলে রোগী মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে পারে।যথাসময়ে চিকিৎসা না করালে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
এ ধরণের রোগের ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করাই হচ্ছে মূল চিকিৎসা।এ অপারেশনের সময় চিকিৎসকদের মূল challange হচ্ছে 7th nerve injury না করা,যার কারণে অপারেশনের পর রোগীর মুখ বাঁকা(Facial Palsy) হয়ে যেতে পারে।
অপারেশনের এক বছর পরে রোগী ভাল আছে এবং তার মুখ বাঁকা হয়নি।
এ ধরণের অপারেশন নিয়মিত বাংলাদেশে হচ্ছে এবং এদেশের নিউরোসার্জনরা এ অপারেশনে বেশ দক্ষ।

Alhamdulillah!We've had a busiest  Neurospine surgery week. i) Four  PLID surgery.ii) One TLIF iii) Spine fixation Due t...
17/12/2023

Alhamdulillah!
We've had a busiest Neurospine surgery week.

i) Four PLID surgery.
ii) One TLIF
iii) Spine fixation Due to Traumatic L1 vertebra facture.
রাজধানী ঢাকা ছাড়া বাইরে আর কোথাও নিউরোসার্জিকাল অপারেশন হয়না ,এ ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।কুমিল্লা সহ অন্যান্য অনেক জেলা এবং বিভাগীয় শহরেই মস্তিষ্ক এবং মেরুদন্ডের জটিল সব অপারেশন প্রতিনিয়ত হচ্ছে।নিজ এলাকাতেই সেবা নিন,ভাল থাকুন।

Spondylolisthesis বা মেরুদন্ডের হাড় (vertebra) সামনে সরে যাওয়া একটি জটিল সমস্যা।এর মধ্যে High grade spondylolisthesis ...
15/09/2023

Spondylolisthesis বা মেরুদন্ডের হাড় (vertebra) সামনে সরে যাওয়া একটি জটিল সমস্যা।এর মধ্যে High grade spondylolisthesis আরো জটিলতর।সাধারণত হাড় ভেঙ্গে গেলে কিংবা জন্মগত ভাবে ও এটা হতে পারে।কোমড়ে তীব্র ব্যথা, চলাফেরায় কষ্ট হওয়া এবং পরবর্তীতে একেবারেই চলতে না পারার মত সমস্যা তৈরী হয়।
এ রোগের surgery বেশ challenging. ঢাকার বাইরে করা আরো কঠিন।
কুমিল্লায় প্রথমবারের মত Transdiscal Pedicular Screw বা Delta Screw এর মাধ্যমে L4,L5S1 fixation surgery করলাম। অপারেশনের পর রোগী স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছেন।
এ ধরণের surgery বাংলাদেশের চিকিৎসক গন বেশ দক্ষতার সাথেই করছেন।
ধন্যবাদ ডা: সালাহউদ্দিনকে সবসময় সহযোগিতার জন্য।
বিশেষ কৃতজ্ঞতা ডা: মূয়ীদ(Anesthetist),ডা: হাশেম, বন্ধু রকিব, ছোটভাই জামাল,লিটন,ইসমাইল, কে আলী মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালের প্রতি।
(রোগীর অনুমতি সাপেক্ষে ছবিগুলো দেয়া হয়েছে।)

মস্তিষ্কের জটিল রোগ Cerebral AVM.মস্তিষ্কে চলাচলরত শিরা এবং ধমনীর রক্ত নালী মিলিত ভাবে এই জটিল স্ট্রোক রোগ এর সৃষ্টি করে...
02/06/2023

মস্তিষ্কের জটিল রোগ Cerebral AVM.মস্তিষ্কে চলাচলরত শিরা এবং ধমনীর রক্ত নালী মিলিত ভাবে এই জটিল স্ট্রোক রোগ এর সৃষ্টি করে।নামের জটিলতার মত এর চিকিৎসাও বেশ দৃরহ।
অপারেশন এবং অপারেশন পরবর্তী জটিলতার কারণে রোগীর প্রাণ হানির শংকা থাকে।নিউরোসার্জনদের জন্য এটা একটা challenging অপারেশন। সুতরাং অপারেশনের পর যখন রোগী সুস্থ থাকে এবং তার রোগের জটিলতা দূর হয়, একজন নিউরোসার্জনের জন্য এর চেয়ে আনন্দ আর কি হতে পারে।
বি:দ্র: ফেসবুকীয় জটিলতার জন্য রক্তের ছবিগুলো ধূসর করে দেয়া হল।

PLID রোগ নিয়ে সবার মধ্যে একটি ধারণা প্রচলিত তা হচ্ছে এই রোগে operation করলে রোগী হাটতে পারেন না।পঙ্গু হয়ে যায়।এই ধারণ...
20/04/2023

PLID রোগ নিয়ে সবার মধ্যে একটি ধারণা প্রচলিত তা হচ্ছে এই রোগে operation করলে রোগী হাটতে পারেন না।পঙ্গু হয়ে যায়।এই ধারণা টি যে সম্পূর্ণ অমূলক, PLID অপারেশনের পর দিনই রোগীর ব্যথামুক্ত চলাফেরা তা প্রমাণ করে।

মেরুদন্ডের যে কোন সমস্যাতে আমরা ভয় পেয়ে যাই।আর ঘাড়ের (cervical spine) দিকে হলে সে ভয় আরো বেড়ে যায়।চিন্তা করি এ সমস...
27/02/2023

মেরুদন্ডের যে কোন সমস্যাতে আমরা ভয় পেয়ে যাই।আর ঘাড়ের (cervical spine) দিকে হলে সে ভয় আরো বেড়ে যায়।চিন্তা করি এ সমস্যার সমাধান এ দেশে হবে কিনা।এ সব সমস্যার বেশ ভাল মানের সার্জারী আমাদের দেশের নিউরোসার্জনরাই নিয়মিত করছে।
ঘাড়ে তীব্র ব্যথা এবং তা হাতের দিকে চলে যাওয়া, হাত অবশ হয়ে যাওয়া,চলাফেরা করতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন রোগী।MRI করে দেখা গেল তিনি Cervical PID বা ঘাড়ের মেরুদন্ডের ডিস্ক হার্নিয়েশন জনিত সমস্যায় ভুগছেন। অপারেশন ছিল এ রোগের সমাধান।
অপারেশনের দুই বছর পর রোগীর হাসিমুখ বলে দিচ্ছে এ সার্জারীর জন্য দেশে বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

14/02/2023

মেরুদন্ডের ডিস্ক হার্নিয়েশন জনিত সমস্যা বা PLID রোগ যে কত ভয়ংকর হতে পারে তা এই রোগী অনুধাবন করেছে প্রতি মুহূর্তে।প্রতিটি ক্ষণ তার কাছে ছিল একেকটি বছরের মত।
একমাস ধরেই তীব্র কোমড় ব্যথা,একটু হাটলেই ব্যথার কারণে তাকে বসে যেতে হত।শেষ পনের দিন ধরে উনি আর বসতে পারতেন না,সারাক্ষন তাকে উপুড় হয়ে শুয়ে থাকতে হত।উনি PLID L4/5 রোগে ভুগছিলেন। অপারেশনই ছিল এর একমাত্র সমাধান।
অপারেশনের একদিন পরই রোগী হাটতে পারছে, তার দূর্বিষহ কষ্টের অবসান হয়েছে।
তাই PLID রোগ নিয়ে কোন কালক্ষেপন নয়,কোন সিদ্ধান্তহীনতা নয়,সময়মত অপারেশন করালে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

01/02/2023

PLID রোগে আক্রান্ত রোগী একজন জনপ্রতিনিধি।দীর্ঘদিন ধরেই কোমড় ব্যথা,ঠিক ভাবে হাটতে পারছিলেন না,জীবনের স্বাভাবিকতা অনেকটা হারিয়ে গিয়েছিল।উনার অপারেশন প্রয়োজন ছিল। কিন্ত অনেকটা মিথ্যে ভয়,গুজবের কারণে অপারেশন করতে চাচ্ছিলেন না।
অপারেশনের একদিন পরেই তিনি সুস্থ হয়ে বাড়ী ফিরছেন।
সুতরাং PLID রোগ নিয়ে কোন কুসংস্কার নয়, সময়মত চিকিৎসা নিন,ভাল থাকুন।

27/11/2022

মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে (Stroke) চলার ক্ষমতা হারিয়ে ফেলা সত্তোরর্ধ মানুষটি যখন অপারেশনের পরদিনই চলার ক্ষমতা ফিরে পান , চিকিৎসক হিসেবে এর চেয়ে আনন্দের কিছু হয়না।
৭৫ বছর বয়স্ক রোগী Chronic Subdural Hematoma রোগে আক্রান্ত হয়েছিলেন। এটি রক্তক্ষরণ জনিত সমস্যা।এটি Stroke
এর একটি প্রকারভেদ।রোগ নির্ণয় হবার পর দ্রুত অপারেশন করলে এই রোগ সম্পূর্ণ ভাল হয়।

26/10/2022

মেরুদন্ডের টিউমার (Spinal Tumor) শুনলেই আমরা আতঙ্কিত হই। জীবনের গতি থেমে যেতে পারে এই টিউমারের জন্য। Spinal Tumor আক্রান্ত তুখোড় ফুটবল খেলোয়াড় লালনের চলার ছন্দ ও থেমে গিয়েছিল কিছু সময়ের জন্য।
সঠিক সময়ে অপারেশনের ফলে পুরো টিউমারটিই বের করতে পেরেছিলাম।
লালনের জীবনের ছন্দ আবার ফিরে এসেছে।
মেরুদন্ডের টিউমার হলেই আতঙ্কিত হবার কিছু নেই, আমাদের দেশেই এ রোগের চিকিৎসা নিয়মিত হচ্ছে।

ব্রেইন টিউমার শুনলেই আমরা আতঙ্কিত হই।খুব খারাপ কিছুর আশংকা করতে থাকি।আসলে সব ব্রেইন টিউমার ক্ষতিকর নয়।মিসেস মারুফা বেগম...
16/10/2022

ব্রেইন টিউমার শুনলেই আমরা আতঙ্কিত হই।খুব খারাপ কিছুর আশংকা করতে থাকি।আসলে সব ব্রেইন টিউমার ক্ষতিকর নয়।
মিসেস মারুফা বেগম ৬ মাস ধরে মাথা ব্যথা,বমি এবং খিচুনি রোগে ভুগছিলেন। MRI of Brain করে তার মস্তিষ্কের ( Brain) ডান দিকে একটি বড় টিউমার নির্ণীত হয়।এটি ছিল একটি Meningioma যা একটি নিরীহ ধরণের টিউমার।
অপারেশন করে টিউমারটি সম্পূর্ণ অপসারণ করি।
অপারেশনের ২য় দিন থেকেই রোগী সুস্থ আছেন।
সুতরাং আতংক নয়,সময়মতো চিকিৎসা নেই, ব্রেইন টিউমার থেকে মুক্ত থাকি।

17/09/2022

PLID সমস্যায় আক্রান্ত রোগী কেবল বলতে পারে ব্যথার তীব্রতা কি,কেমন।জীবন দূর্বিষহ হয়ে উঠে।
২৫ বছরের কুলসুম ভুগছিলেন PLID L5S1 সমস্যায়।হাটতেই পারছিলেন না।আল্লাহর কাছে তার প্রতিমূহুর্তের প্রার্থনা ছিল ব্যথা থেকে মুক্তির।
আলহামদুলিল্লাহ অপারেশনের পর দিন কুলসুমের হাসিই বলে দিচ্ছে আল্লাহ তার দোয়া কবুল করেছেন।
মানুষের সেবা করার এ সুযোগ পাওয়ায় স্রষ্টার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।

11/09/2022
ব্যথা মুক্ত জীবন :ইন্দুবালা ৫৩ বছর বয়স কোমড় ব্যথায় ভুগছেন দীর্ঘ দিন। ২ সপ্তাহ ধরে একে বারে হাটতে পারছেন না।পুরোপুরি শ...
11/09/2022

ব্যথা মুক্ত জীবন :
ইন্দুবালা ৫৩ বছর বয়স কোমড় ব্যথায় ভুগছেন দীর্ঘ দিন। ২ সপ্তাহ ধরে একে বারে হাটতে পারছেন না।পুরোপুরি শয্যাশায়ী। অসুস্থতার ইতিহাস নিয়ে জানতে পারলাম ৬ মাস আগে বাড়ীর উঠানে পারলাম পা পিছলে পড়ে গিয়েছিলেন।
রোগীর x ray L/S spine এবং MRI of L/S spine করে দেখলাম তিনি Spondylolisthesis L4/5 grade 2 রোগে ভুগছেন।
Spondylolisthesis হচ্ছে মেরুদন্ডের হাড়(vertebrae) সরে যাওয়া।যেটা সাধারণত হাড় ভেঙে গেলে হয়।
Surgery (Decompression and Stabilization) হচ্ছে এর সমাধান।
অপারেশনের পর আমরা তার deformity ঠিক করতে পারলাম। আলহামদুলিল্লাহ এখন তিনি ভাল আছেন। ব্যথামুক্ত ভাবে চলাফেরা করছেন। আবার তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

Address

Dhaka
1200

Telephone

+8801711176162

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neurosurgeon Dr. Saiful Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category