Doctor online

  • Home
  • Doctor online

Doctor online Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctor online, Medical and health, .

গাইনি ও প্রসূতি, মেডিসিন
Dr.Tasmina Haque
Mbbs,FCPS part 2(gynae and obs)
CCD(diabetes)(birdem)
take appointment before consultation (on messenger)
fees :300 taka (will be paid by Bikash)

17/10/2025

রাস্তার অস্থিরতা এড়িয়ে, ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসা পেতে মেসেঞ্জারে নক করুন, (পেমেন্ট বিকাশে

রক্তের একটি রোগ, হিমোফিলিয়া। যা বংশগত।Doctor online(copied)
16/05/2025

রক্তের একটি রোগ, হিমোফিলিয়া। যা বংশগত।
Doctor online
(copied)

25/12/2024

জানেন কি?
"স্পিচ ডিলে" অথবা শিশুর দেরিতে কথা বলার ৬টি লক্ষণ :
১)সাধারণ কোনো কিছু করতে বললে তা না বুঝতে পারা
২)আঙ্গুল দিয়ে কোন কিছু পয়েন্ট করে বোঝাতে না পারা
৩)নিজে নিজে শব্দ অনুকরণ করতে না পারা।
৪)ক্রিয়া মূলক শব্দ ব্যবহার করতে না পারা যেমন: দৌড়ানো বা পড়ে যাওয়া বা খেলা।
৫)১০০ শব্দের কম বলা
৬)কাল্পনিকভাবে খেলা না খেলতে পারা।

16/12/2024

১৬ ই ডিসেম্বর এর বিজয়ের শুভেচ্ছা সবাইকে।
একবার ডিউটিতে ৮টা বাচ্চা ডেলিভারি করিয়েছিলাম। তো আমরা বলছিলাম বাচ্চাদের নাম কি আজ রাখা হবে মুক্তি আর বিজয়?
Doctor online

Vaccination..
05/12/2024

Vaccination..

কোন সময় কোন টিকা দেবেন

29/11/2024

রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম একজন মহিলা পড়ে আছেন রাস্তায় অজ্ঞান হয়ে তার কাছে গিয়ে দেখলাম তার অজ্ঞান অবস্থা।বুকের শ্বাস উঠছে না বললেই চলে, মাথায় পানি দেওয়া হয়েছিল অলরেডি কিন্ত জ্ঞান ফিরছিল না। তখন তাকে CPR দেই। এ বিষয়ে আরেক দিন বুঝিয়ে বলব। (বুকে চাপ দিয়ে হৃদ স্পন্দনকে বাড়ানো হয়) আল্লাহর রহমতে মহিলার যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম তার একটি হাত ঝুলছে অর্থাৎ কোন এক সময় সেটা ভেঙেছিল এবং চিকিৎসা না করার কারণে সেটি আর জোড়া লাগেনি, এখন সেটি অকার্যকর। অনেকেই দেখি হাতুড়ে ডাক্তারের কাছে হাড্ডি ভাঙলে নিয়ে যায়,
কখনো হাড়ভাঙ্গা হলেও শুধু হয়তোবা বিশ্রাম নিয়ে রাখতে হয় নির্দিষ্ট সময় পর্যন্ত আর কিছু সময় ভাঙা হার কে নির্দিষ্ট জায়গায় মিলিয়ে জোড়া লাগাতে হয়। হাতুড়ে কবিরাজ স্বাভাবিকভাবেই যে হাড্ডি জোড়া লেগে যেত সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে । স্বাভাবিক ভাবেই নির্দিষ্ট সময় পর যে ভাঙ্গা হাড় জোড়া লেগে যেত সেই সুযোগটাকে চিকিৎসার নামে চালাচ্ছে, কিন্তু আসল চিকিৎসা হয় না।

15/11/2024

এখনো ডেঙ্গুর মৌসুম চলছে এবং প্রচুর পাওয়া যাচ্ছে ডেঙ্গুর রোগী। ডেঙ্গুর সচরাচর উপসর্গ গুলো সবাই আমরা যেমন জানি যে
-তীব্র জ্বর
-মাথাব্যথা
-শরীর ব্যথা
- বমি
-শরীরের বিভিন্ন জায়গার রক্ত ক্ষরণ
এসব ছাড়াও কিছু পেশেন্ট পাচ্ছি যাদের তেমন বড় জ্বর হয়নি কিন্তু একটু হালকা জ্বর হয়েছিল, পরবর্তীতে তাদের দুর্বলতা বা অন্যান্য উপসর্গ দেখে বোঝা গেল এক সময় আসলে তার ডেঙ্গু হয়ে গিয়েছে যার জটিলতা সে এখন ভোগ করছে এবং তখনই সে ডক্টরের কাছে আসে।
সুতরাং হালকা জ্বর হলেও অনেক সময় ডেঙ্গু হতে পারে এবং শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিন জটিলতা থেকে বাঁচুন ।

11/10/2024

SLE রোগে আক্রান্ত একজন মহিলা বছরের পর বছর ধরে বড়ি খেয়ে যাচ্ছিল এবং একসময় তার অবস্থা এত খারাপ হয়েছে যে সে মারা যায়।
২৬ অক্টোবর ছিল world contraception day. অর্থাৎ বিশ্ব পরিবার পরিকল্পনা পদ্ধতি দিবস। আমাদের দেশে এখনো ১০% মানুষ এই সেবা পাচ্ছে না।মনে রাখবেন, সকল পদ্ধতি সবার জন্য নয়। প্রায়ই দেখি রোগীরা ভুল পদ্ধতি গ্রহণ করছে যা তার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বা সঠিক নিয়মে সঠিক পদ্ধতি গ্রহণ করতে পারছে না। এতে তারা পরবর্তীতে বিভিন্ন বড় সমস্যার সম্মুখীন হতে পারে, এমনুকি ক্যান্সার, বন্ধ্যাত্ব ও হতে পারে।সঠিক পদ্ধতি জানতে যোগাযোগ করতে পারেন।

23/08/2024

কত রাত কাঁদলাম ছাত্রদের জন্য,কদিন না যেতেই কাদছি এখন বানভাসিদের জন্য। অচেনা মানুষগুলোর জন্য এত কান্না কোত্থেকে যে আসে।আর ভালো লাগে না।আল্লাহ রহম কর।

09/08/2024

দেশের এই অস্থির সময়ে ঘরে বসে চিকিৎসা সেবার জন্য হোয়াটসঅ্যাপে কনসাল্ট করতে পারেন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram